শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক টুর্নামেন্ট গত মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়, যার আয়োজক ছিল আইসিআরসি। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেট দল অংশ নেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের শিরোপা জেতে ইংল্যান্ড।
‘দেশ ও দেশের বাইরে শারীরিক প্রতিবন্ধীদের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরায়’ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একটি প্রশংসাসূচক ক্রেস্ট দিয়েছে আইসিআরসি।
ঢাকায় আইসিআরসি প্রতিনিধি দলের উপপ্রধান বরিস কেলেচেভিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদকদের সঙ্গে সাক্ষাতে বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক থেকে তার সব সহকর্মী যে ইতিবাচক সাড়া দিয়েছেন তা এই টুর্নামেন্ট সফল করার ক্ষেত্রে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।”
তিনি টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে বাংলাদেশে সংবাদ পরিবেশনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর হাতে ক্রেস্ট তুলে দেন।
“এই প্রকল্পে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা খুবই খুশি এবং বাংলাদেশ ও এর বাইরে শারীরিক প্রতিবন্ধীদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে আপনার মিডিয়া হাউজ যেভাবে গুরুত্ব দিয়ে কাজ করেছে তাতে আমরা খুব কৃতজ্ঞ,” আইসিআরসির ঢাকা কার্যালয়ের এক বিবৃতিতে বলেছেন কেলেচেভিস।
এই আয়োজনের অংশ হতে পেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘গর্বিত’ বলে মন্তব্য করেন তৌফিক খালিদী।
“এ ধরনের একটি কাজ এগিয়ে নিতে আইসিআরসির প্রচেষ্টার সঙ্গী হতে পারাটা একটি বড় সুযোগ,” আইসিআরসি প্রতিনিধি দলকে বলেন তিনি।
শারীরিক প্রতিবন্ধীরা যেন আরও ভালোভাবে সমাজের মূল স্রোতে আসতে পারে সেজন্য এই টুর্নামেন্টের আয়োজন বলে আইসিআরসি জানায়।
বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ পরিস্থিতিতে মানবিক ত্রাণ সহায়তা দেয় আইসিআরসি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও তারা একই ভূমিকা পালন করেছিল।
পাঁচ বছর কাজ করার পর ১৯৭৫ সালে ঢাকা কার্যালয় বন্ধ করে আইসিআরসি। পরে ২০০৬ সালে আবার এখানে কাজ শুরু করে তারা।
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসনে একটি প্রকল্প চালাচ্ছে তারা।
কেলেচেভিস বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেন এবং খেলাধুলাসহ জীবনের অন্যান্য সুযোগ উপভোগে তাদের প্রয়োজনীয়তা, দুটোর উপরই আলোকপাত করেছি আমরা।”
তৌফিক খালিদী বলেন, “আমি আনন্দিত যে, আমাদের এই অংশীদারিত্ব ভালোভাবে কাজ করেছে এবং আমাদের বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই লাখ লাখ মানুষ এই খবরগুলো পড়েছে।
“তার অর্থ এই যে আমরা এই বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, বিষয়টি নিয়ে তাদের সচেতন করতে পেরেছি এবং আমি বিশ্বাস করি, আমাদের সমাজে শারীরিক প্রতিবন্ধীরা যে সব সমস্যার মুখোমুখি হয় সেগুলোর বিষয়ে তাদের সংবেদনশীল করা গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এই অনুষ্ঠানে আইসিআরসির ঢাকা কমিউনিকেশন ডেলিগেট মাইকেল কিফল, কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা তমা এবং বিডিনিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন