শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

অনশন ভাঙলেন মেডিকেলে ভর্তিচ্ছুকরা

 
প্রশ্ন ফাঁসের মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আমরণ অনশন শুরু করলে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে সেলাইন দিয়ে রাখা হয়েছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : সুশীল সমাজের দুই প্রতিনিধির কাছ থেকে সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভাঙলেন আন্দোলনরত মেডিকেলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তাদের জুস খাইয়ে অনশন ভাঙান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার একটু আগে অনশন ভাঙ্গেন শিক্ষার্থীরা।
প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষার দাবিতে গত বুধবার বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন তারা। ভর্তিচ্ছুক শিক্ষার্থী ছাড়াও অনশনে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। টানা এই কর্মসূচিতে আজ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন।
সন্ধ্যা সাড়ে ৬টার একটু আগে শহীদ মিনারে উপস্থিত হন সৈয়দ আবুল মকসুদ ও অধ্যাপক আনু মুহাম্মদ। আন্দোলনকারীদের অনশন ভাঙার আহ্বান জানিয়ে তারা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। এতে সম্মতি পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার কিছুক্ষণ পর দুজনেই তাদের ফলের জুস খাইয়ে অনশন ভাঙ্গান।
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পরদিন থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন করছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। এই দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। একাধিকবার তাদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই দিন শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করেছেন। সমাবেশ করেছেন। পরীক্ষা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। পরীক্ষা বাতিল চেয়ে তারা রিট আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে দেন।

daily sangram

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন