বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর উচ্চমাত্রার সুদ হার অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে ---আইএমএফ

                                           


বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে কম রাজস্ব আয় প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মদ্রা তহবিলের (আইএমএফ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্মকর্তা রডরিগো পুবেরো। রাজস্ব আদায়ের দিক থেকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। তা ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এখনও উচ্চমাত্রার সুদ রয়েছে, যা দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে।
গতকাল মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়  এ মন্তব্য করেন তিনি।  বৈঠকে রডরিগোর  নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
জিডিপি ৭ শতাংশে উন্নীত করতে হলে সরকারি ও  বেসরকারি খাতে আরো বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করেন তিনি। রডরিগো সাংবাদিকদের জানান, রাজস্ব আদায়ের দিক  থেকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এর পরিমাণ বাড়ানো  গেলে জিডিপি বৃদ্ধি হবে।
রডরিগো বলেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে তাৎপর্যপূর্ণভাবে উন্নতি হয়েছে। এ  দেশের অর্থনীতি চ্যালেঞ্জ  মোকাবেলা করছে। বিশেষ করে, জিডিপির  রেশিও অনুয়ায়ী রাজস্ব আয় পৃথিবীর অন্যান্য  দেশের তুলনায় খুবই কম।
তিনি বলেন, ভৌত অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তার  ক্ষেত্রেও বাংলাদেশ সমপর্যায়ের অন্যান্য  দেশের  চেয়ে খারাপ অবস্থানে। বিশেষ করে জালানি ও  যোগাযোগব্যবস্থা বিনিয়োগের জন্য প্রধান বাধা। তা ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এখনও উচ্চমাত্রার সুদ রয়েছে, যা দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে।
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের দিক দিয়ে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রডরিগো বলেন, এসব সমস্যা সমাধানে আইএমএফ সরকারকে সহায়তা করতে প্রস্তুত। বিশেষ করে, পলিসি এডভাইস ও ক্যাপাসিটি বিল্ডিংয়ে।
তিনি বলেন,  খেলাপি ঋণের পরিমাণ কমাতে ব্যাংকগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে হবে। এ ছাড়া  বোর্ডের দায়বদ্ধতা বাড়ানোসহ ঋণ প্রদানের ক্ষেত্রে নজরদারি আরও বাড়াতে হবে। তবে ইতোমধ্যে বাংলাদেশ সরকার এ বিষয়ে কাজ করছে। সব কিছু ঠিক থাকলে  খেলাপি ঋণের পরিমাণ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ২০১৬ সালের জুলাইয়ের মধ্যে ভ্যাট আইন বাস্তবায়নের লক্ষ্যে সরকার  বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ আইন বাস্তবায়িত হলে তা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি মনে করি, এ আইন কার্যকর হলে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ এর বেশি হতে পারে। dailysangram

গাজীপুরে ডাচ রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি

 
 
জেলার টঙ্গীতে একটি পোশাক কারখানা, একটি ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ এবং শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, আজ মঙ্গলবার সকালে রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি টঙ্গীর ভিয়েলা টেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি কারখানার কর্মকর্তাদের সঙ্গে সভা করেন এবং কারখানা পরিদর্শন করেন। কারখানার কর্ম পরিবেশ দেখার পাশাপাশি শ্রমিকদের সঙ্গেও কথা হয়। উৎপাদন প্রক্রিয়াও প্রত্যক্ষ করেন রানি।
এছাড়াও রানি ম্যাক্সিমা সেরুতি মোবাইল ফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের সেবা নিয়েও শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। সকালে তার গাজীপুর সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।
পোশাক কারখানা পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে তিনি শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় পৌঁছান। সেখানে রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার ও ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ পরিদর্শন করেন তিনি। এ সময় ওই প্রকল্পের রূপকার অ্যাডভোকেট রহমত আলীও উপস্থিত ছিলেন। এরপর সেখান থেকে তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ঝর্ণা ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ পরিদর্শন শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে গাজীপুর ত্যাগ করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স। somoyerkonthoshor
 

নিজেদের মাঠেও বড় হার বাংলাদেশের

ভারতে আইএস নিয়ে সতর্কতা


বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ

..

বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সংস্থা গ্যালাপের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। খবর বাসসের।
বাসসের খবরে বলা হয়, ২০১৪ সালে ১৪১টি দেশের এক লাখ ৪২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনটি বিষয়কে সামনে রেখে এই জরিপ পরিচালনা করা হয়। এগুলো হলো পুলিশের ওপর আস্থা, রাতবিরেতে চলাফেরার ঝুঁকি ও চুরি-ডাকাতির ঘটনা। এই তিন বিষয়ে করা প্রশ্নের জবাবের ভিত্তিতে গ্যালাপের বিশ্বব্যাপী ‘গ্লোবাল ল অ্যান্ড অর্ডার রিপোর্ট’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কাই বাংলাদেশের ওপরে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে ৭৮ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ওপরে অবস্থান করছে। নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের পরের অবস্থানের থাকা এ দেশ দুটির পয়েন্ট ৭৭। গত শুক্রবার সন্ত্রাসী হামলায় আক্রান্ত ফ্রান্স ৭৫ পয়েন্ট নিয়ে নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের নিচে অবস্থান করছে। ৮৯ পয়েন্ট নিয়ে তালিকায় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। এরপর রয়েছে যথাক্রমে উজবেকিস্তান (৮৮ পয়েন্ট) ও হংকং (৮৭ পয়েন্ট)।
সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকির দেশ হচ্ছে লাইবেরিয়া ও ভেনেজুয়েলা। এই দুটি দেশের পয়েন্ট যথাক্রমে ৪০ ও ৪২। আঞ্চলিক পর্যায়ে ঝুঁকির মধ্যে থাকা লাতিন আমেরিকার ব্রাজিলের পয়েন্ট ৫২ ও মেক্সিকোর পয়েন্ট ৫৯।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারতের পয়েন্ট ৬৭, পাকিস্তানের ৬০ এবং নেপাল ও ভুটানের ৭৩।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল শ্রীলঙ্কা ৭৯ পয়েন্ট নিয়ে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের ওপরে অবস্থান করছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ৮৭ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া রয়েছে তালিকার শীর্ষে। এ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ৬৪, থাইল্যান্ড ৭৪ ও ভিয়েতনাম ৭২ পয়েন্ট পেয়েছে।

সাইবার সহিংসতার শিকার ৭৪% নারী অভিযোগ করেন না

 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সাইবার সহিংসতার শিকার নারীদের ৭৪ ভাগই সামাজিকতার ভয়ে এ নিয়ে কোনো অভিযোগ করেন না। সহিংসতার শিকার মাত্র ২৬ শতাংশ নারী অভিযোগ করেন।
আজ মঙ্গলবার ‘নারী নির্যাতনে তথ্যপ্রযুক্তির অপব্যবহার: প্রতিকারের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রিয় ব্যক্তিত্বরা সাইবার সহিংসতার মারাত্মক হুমকির মধ্যে আছে। গ্রামাঞ্চলের নারীরাও এ ধরনের সহিংসতার হাত থেকে মুক্তি পাচ্ছেন না। আগামী দুই তিন বছরের মধ্যেই এ সহিংসতা `গ্লোবাল থ্রেট' হিসেবে ব্যাপক হারে দেখা দেবে।
প্রথম আলো ও ব্র্যাক যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
তারানা হালিম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), র‍্যাব, পুলিশ, সিআইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সাইবার অপরাধ নিয়ে নিজের মতো করে কাজ করছে। কাজগুলো সমন্বিতভাবে হতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ সবার মধ্যে সচেতনতা তৈরি এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিটিআরসির চলতি বছরের এক পরিসংখ্যান উল্লেখ করে তারানা হালিম বলেন, বিটিআরসিতে ২২০টি অভিযোগের মধ্যে ৬০ শতাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সংক্রান্ত। কিছু অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষ আমলে নিলেও বেশ কিছু অভিযোগ ‘আপত্তি জনক নয়’ বলে আমলে নিচ্ছে না। কিন্তু দেশীয় প্রেক্ষাপটে অবশ্যই সেসব অভিযোগ আপত্তিজনক। তিনি বলেন, শিগগিরই সরকার ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করবে। এ ছাড়া সরকার ইন্টারনেট নিরাপত্তার জন্য বিশেষ প্রযুক্তি বা সফটওয়্যার আনা হচ্ছে। তবে যন্ত্রপাতি বা প্রযুক্তি সমস্যার সমাধান করতে পারবে না, সমস্যা সমাধানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টানোর বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।‘নারী নির্যাতনে তথ্যপ্রযুক্তির অপব্যবহার: প্রতিকারের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। আজ মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে গোলটেবিলের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন‘নারী নির্যাতনে তথ্যপ্রযুক্তির অপব্যবহার: প্রতিকারের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। আজ মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে গোলটেবিলের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মাহবুবা পান্না সচেতনতা তৈরির বিষয়টিতে গুরুত্ব দিয়ে বলেন, মেয়েরা ফেসবুক বা ই-মেইলের পাসওয়ার্ড ছেলে বন্ধুকে দিয়ে দিচ্ছে। মেয়েদের বুঝতে হবে পাসওয়ার্ড হচ্ছে মেয়েদের ব্যক্তিগত পোশাকের মতো, যা বাইরে প্রকাশ করতে নেই। এ ছাড়া কোনো একটি ঘটনা ঘটে গেলে অনেক মেয়ে আত্মহত্যা করছে। মেয়েদের মনে রাখতে হবে এ ধরনের ঘটনা যেকোনো দুর্ঘটনার মতোই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম বলেন, অপরাধীদের ধরার পর অনেক সময় অমুক বা তমুক ভাইয়ের ভাগনা বা অন্য পরিচয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুরাইয়া পারভীন জানালেন, সাইবার অপরাধের পেছনে বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকের দোষ থাকে। আধুনিক প্রযুক্তি হঠাৎ করে তরুণ প্রজন্মের হাতে চলে এসেছে। অথচ এখন পর্যন্ত অভিভাবকেরা এ প্রযুক্তি সম্পর্কে তেমন একটা জানেন না। ফলে তাঁরা ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এ ছাড়া সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘বোধের জায়গায়’ পরিবর্তন আনতে হবে।
উপপুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন) ফরিদা ইয়াসমিন বলেন, সাইবার হয়রানির শিকার কোনো নারী সহায়তা চাইতে এলে গোপনীয়তার বজায় রেখে ওই নারীকে সার্বিক সহায়তা দেওয়া হয়। নারী পুলিশের সঙ্গে পাঠিয়ে থানায় মামলা দায়েরসহ অন্যান্য সহযোগিতা করা হয়। তিনি অপরাধের শিকার নারীদের পরিবারসহ সবাইকে মানসিকভাবে সহায়তা করার আহ্বান জানান। prothomalo

মুজাহিদের রায় পুনর্বিবেচনা আবেদনের আদেশ আগামীকাল

   mujahid                 জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (ফাইল ছবি)     
           
বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের আপীল বিভাগে শুনানী শেষে এই আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনাও বুধবার অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে আদালত।
এবছরের ৩০শে সেপ্টেম্বর মি. চৌধুরী এবং মি. মুজাহিদের সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তারা রায় পুনর্বিবেচনার জন্য আপিল করেন।
গত ২রা নভেম্বর এই শুনানি হবার কথা থাকলেও সেটি পিছিয়ে দেয়া হয়েছিল।
এই রিভিউ পিটিশন হচ্ছে আইনগত প্রক্রিয়ার শেষ ধাপ। এরপর আর কোন আইনগত প্রক্রিয়া নেই। এ
রিভিউ পিটিশনগুলো খারিজ হয়ে গেলে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সামনে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া অন্য কোন উপায় থাকবে না । bbc

অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

 
    australia muslim party                 অস্ট্রেলিয়ান মুসলিম পার্টির প্রতিষ্ঠাতা দিয়া মোহাম্মেদ  
              
মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
সিডনিতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এর প্রতিষ্ঠাতা দিয়া মোহাম্মেদ বলেন, তিনি মুসলিমদের আরো জোরগলায় কথা বলা দেখতে চান।
"অনেক দল আছে যারা সুনির্দিষ্টভাবে ইসলাম এবং মুসলিমদের বিরোধিতা করে, কিন্তু মুসলিমদের কোন আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব নেই" বলেন ৩৪ বছর বয়স্ক মি. মোহাম্মেদ।
অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্যারিস হামলার পর মুসলিমদের নিয়ে সামনের দিনগুলোতে অনেক প্রশ্ন দেখা দেবে। তাদের দল গঠনের এটিও একটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেন।
প্যারিস হামলার নিন্দা জানিয়ে মি. মোহাম্মেদ বলেন, নিরপরাধ মানুষদের হত্যা করার বিষয়ে ইসলামের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে তিনি বলেন হামলার জবাবে মুসলিম কোন দেশে অভিযান চালানোকে তার দল সমর্থন করবে না।
বিবিসির সিডনি সংবাদদাতা জন ডনিসন বলছেন, অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি নামের এই দলটির সিনেটে আসন জেতার সম্ভাবনা খুব ক্ষীণ। যেসব আসনে মুসলিম জনগোষ্ঠির সবচেয়ে বেশি বসবাস, সেখানেও মুসলিমদের সংখ্যা ২০ শতাংশের বেশি নয়। bbc

মুখমণ্ডল প্রতিস্থাপনে চেহারা ফিরে পেলেন মার্কিন অগ্নিনির্বাপন কর্মী

 
    face transplant                 মুখমণ্ডল প্রতিস্থাপনের আগে (বামে) এবং পরে (ডানে)    
            
মার্কিন একদল চিকিৎসক জানিয়েছেন তারা নিউইয়র্কের একটি হাসপাতালে এযাবতকালের সবচেয়ে ব্যাপক মুখমণ্ডল প্রতিস্থাপনের একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ মাথার চামড়া, কান এবং চোখের পাতাও প্রতিস্থাপন করা হয়েছে।
প্লাস্টিক সার্জন এডুয়ার্ডো রদ্রিগেজের নেতৃত্বে একটি দল ২৬ ঘণ্টা ব্যাপী এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন।
অস্ত্রোপচারের মাধ্যমে ৪১ বছর বয়সী একজন অগ্নিনির্বাপনকারী, প্যাট্রিক হ্যারিসনের সম্পূর্ণ মুখমণ্ডল আরেকজনের মুখমণ্ডলের মাধ্যমে সম্পূর্ণ প্রতিস্থাপন করা হয়। আগুনে আটকে পড়া একজন মহিলাকে উদ্ধার করতে গিয়ে সেই অগ্নিনির্বাপনকর্মীর মুখমণ্ডল পুড়ে যায়।
প্রতিস্থাপনের জন্য মুখমণ্ডলটির দাতা ২৬ বছর বয়সী যুবক ডেভিড রোডবা্, গত অগাস্টে একটি সাইক্লিং দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি মরণোত্তর অঙ্গ-প্রত্যঙ্গ দানের অঙ্গিকার করেছিলেন।
face transplant                 ডেভিড রোডবা্, যিনি তার চামড়া এবং অঙ্গ-প্রত্যঙ্গ দান করেছেন                
গত অগাস্টে অস্ত্রোপচারটি সম্পন্ন হলেও রোববারই এটি প্রকাশ করা হয়।
চিকিৎসক এডুয়ার্ডো রদ্রিগেজ বলেন, এই অপারেশনে যতগুলো টিস্যু লাগানো হয়েছে, এর আগে কোন অপারেশনে এত টিস্যু লাগানো হয়নি। তবে অস্ত্রোপচার সফল হবার সম্ভাবনা ৫০ শতাংশ ছিল বলে জানিয়েছিল চিকিৎসক দল।
একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আটকে পড়া একজন নারীকে উদ্ধার করতে গিয়ে তৃতীয় মাত্রার অগ্নিদগ্ধ হন মি. হার্ডিসন। আগুনে তার পুরো মুখমণ্ডল এবং মাথার চামড়া পুড়ে যায়।
face transplant                 পুড়ে যাবার আগে সন্তানদের সাথে প্যাট্রিক হার্ডিসন                
প্রায় ১০ লাখ ডলারের সেই অস্ত্রোপচারের তিন মাস পর প্যাট্রিক হ্যারিসন ভালোভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেন প্রতিস্থাপিত টিস্যুকে প্রত্যাখ্যান করতে না পারে সেজন্যে তাকে বাকি জীবন এন্টি-রিজেকশন অষুধ গ্রহণ করতে হবে।
অস্ত্রোপচারের ফলে প্যাট্রিক তার চোখের পাতা এবং চোখের পাতা ফেলার ক্ষমতা ফিরে পেয়েছেন। এখন তার মাথাভর্তি চুল, ভ্রু, খোঁচা খোঁচা দাড়িও রয়েছে। bbc

ফ্লাইট এ৩২১ বোমায় বিধ্বস্ত, রুশ স্বীকারোক্তি

 
sinai crash                 বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে রুশ ও মিশরের নিরাপত্তা গোয়েন্দারা (ফাইল ফটো)  
              
রাশিয়া স্বীকার করেছে সন্ত্রাসী হামলার কারণেই ৩১ অক্টোবর সিনাইয়ের আকাশে তাদের যাত্রী বিমানটি বিধ্বস্ত হয়েছিল।
রুশ গোয়েন্দা বিভাগ এফএসবি'র প্রধান অ্যালেক্সান্ডার বরটিনকভ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন বিমানটির ধ্বংসস্তূপের ভেতর বিস্ফোরকের নমুনা পাওয়া গেছে।
রুশ প্রেসিডেন্টের অফিস ক্রেমলিনের ওয়েবসাইটে এফএসবি প্রধান জানিয়েছেন, বিমানটিতে এক কেজি টিএনটি বিস্ফোরকের সমান একটি বোমা বিমানটিতে পাতা হয়েছিল।
পুতিনের কড়া হুমকি
রিপোর্ট পাওয়ার পর প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এই হামলার পেছনে দায়ীদের যে কোন মূল্যে ধরে শাস্তি দেওয়া হবে।
"বিশ্বের যেখানেই তারা পালিয়ে থাকুক, আমরা তাদের খুঁজে এনে শাস্তি দেব।"
রুশ প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় রুশ বিমান হামলা আরও বাড়ানো হবে।
এফএসবি প্রধানের সাথে প্রেসিডেন্ট পুতিনের মঙ্গলবারের বৈঠকে রুশ সামরিক কম্যান্ডারও উপস্থিত ছিলেন।
গত মাসে মিশরের অবকাশ কেন্দ্র শারম আল শেখ থেকে ওড়ার পর সিনাইয়ের আকাশে রুশ বিমানটি বিধ্বস্ত ২২৪ যাত্রীর সবাই মারা যায়।
ইসলামিক স্টেটের সাথে সম্পর্কিত একটি জঙ্গি গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করলেও রাশিয়া এবং বিশেষ করে মিশর এতদিন পর্যন্ত সন্ত্রাসী হামলার বিষয়টি মেনে নেয়নি।
কিন্তু এফএসবি প্রধানের এই বক্তব্যের পর রুশ বিমান বিধ্বস্তের সাথে সন্ত্রাসী হামলার যোগসূত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো।
ব্রিটেন এবং রাশিয়া সহ অনেক দেশ শারম আল শেখে ফ্লাইট বন্ধ রেখেছে। bbc

রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক?

 
    rahul                 মা সেনিয়ার মত রাহুলকেও কি নাগরিকত্ব নিয়ে বিতর্ক সামলে যেতে হবে?   
             
ভারতে বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী একজন ব্রিটিশ নাগরিক, এই অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে তার সংসদের সদস্য পদ বাতিল করার দাবি তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি দাখিল করেছেন ব্রিটেনের কোম্পানি আইন অনুযায়ী দাখিল করা রাহুল গান্ধীর রিটার্ন, যাতে মি গান্ধীকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে লন্ডনের একটি ঠিকানাও।
রাহুল গান্ধীর দল অবশ্য দাবি করেছে দশ-বারো বছরের পুরনো ওই রিটার্ন পেশ করার সময় কোনও ভুল হয়ে থাকতে পারে।
ভারতে কংগ্রেস দলের ৪৫ বছর বয়সী নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্ক অবশ্য নতুন কোনও ঘটনা নয়।
এ বছরের গোড়াতেই তার লম্বা সময় ধরে দেশের বাইরে আচমকা উধাও হয়ে যাওয়া নিয়ে সমালোচনা কম হয়নি – মি গান্ধীর সেই অন্তর্ধান ব্যাখ্যা করতে গিয়ে তার দলকে হিমশিম খেতে হয়েছে।
পাশাপাশি তার বক্তৃতায় নানা ভুলভ্রান্তিকেও ব্যাখ্যা করা হয়েছে তার রাজনৈতিক অপরিপক্বতা হিসেবে।
যেমন রাহুল কখনও বলেছেন গুজরাটে প্রতি একজন বাচ্চার মধ্যে দুজন অপুষ্টিতে ভোগেন – কিংবা মেয়েরা ধর্ষণের শিকার বলতে গিয়ে বলে ফেলেছেন দুর্নীতির শিকার।
কিন্তু এখন তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা অনেক বেশি গুরুতর – আর সেটা হল তিনি না কি গোপনে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন।
ভারতীয় সংবিধানের নয়-নম্বর আর্টিকল অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব নেওয়াটা পুরোপুরি বেআইনি – অথচ ব্রিটেনে ব্যাকঅপস লিমিটেড নামে ২০০৩ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানির রিটার্ন দাখিল করতে গিয়ে সংস্থার ডিরেক্টর রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক বলেই পরিচয় দিয়েছেন।
সে দেশের কোম্পানি রেজিস্ট্রারের দফতর থেকে সংগৃহীত নথি পেশ করে এই অভিযোগ তুলেছেন বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী – গান্ধী পরিবারের বিদেশি যোগসাজশ নিয়ে যিনি আক্রমণ শানিয়ে যাচ্ছেন বহু বছর ধরে।
মি স্বামী বলেছেন, ‘এই রিটার্নে সবচেয়ে বড় অপরাধটা হল তিনি নিজের নাগরিকত্ব ব্রিটিশ বলে জানিয়েছেন। আর সেটা একবার নয়, একাধিকবার। আমি তাই প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকারকে দিনকয়েক আগেই চিঠি লিখে জানিয়েছি, এটা সত্যি হলে তার পার্লামেন্টের সদস্যপদ যেন খারিজ করা হয়, আর আইন অনুযায়ী তিনি ভারতের নাগরিকও আর থাকতে পারেন না।’
মুখ খোলেননি রাহুল
মি স্বামীর এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পরই কংগ্রেসকে রক্ষণাত্মক মনে হয়েছে।
যদিও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিহারে শোচনীয় পরাজয়ের হতাশা থেকেই বিজেপি এই ধরনের নোংরা আক্রমণে নেমেছে, কিন্তু মি স্বামীর পেশ করা নথিকে তারা জাল বলে উড়িয়ে দিতে পারেনি।
বরং দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, নাগরিকত্বের কলামে ব্রিটিশ লেখা থাকলে সেটা টাইপের ভুলে হয়ে থাকতে পারে।
মি সিং আরও যোগ করেন, ‘রাহুল গান্ধী জন্ম থেকেই ভারতীয় নাগরিক আছেন ও চিরকালই থাকবেন। আর এই ভুলটা কোনও অপরাধ নয় – আর এর প্রতি যেহেতু এখন আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে তাই এটা এখন শুধরে নেওয়াই যাবে।’
রাহুল গান্ধী নিজে এখনও এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি – তিনি এই মুহুর্তে কোথায় সেটাও অজানা, এবং সোশ্যাল মিডিয়াতে তাঁর টিমও এর কোনও জবাব দেয়নি।
জন্মসূত্রে ইতালিয়ান সোনিয়া গান্ধীকে যেমন রাজনৈতিক জীবনে আগাগোড়া বিদেশিনী বলে আক্রমণের মুখে পড়তে হয়েছে। এখন এই ব্রিটিশ নাগরিকত্বের অভিযোগ তার ছেলেকে কতটা বিব্রত করতে পারে সেটাও দেখার বিষয় হবে।

মধুমতিতে বিলুপ্ত মিঠা পানির কুমিরের সন্ধান

croc

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা মাগুরার মধুমতি নদীতে একটি মিঠা পানির কুমির পাওয়া গেছে।
একসময় দেশের খাল-বিল-নদীতে এই কুমিরের বসবাস থাকলেও, অন্তত অর্ধ শতাব্দী ধরে কোথাও এই কুমির দেখা যায়নি।
খুলনা বিভাগীয় বন দপ্তরের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা জাহিদুল কবির বিবিসিকে জানিয়েছেন, ২৩শে অক্টোবর মাগুরার মধুমতি নদীতে কুমিরটি একজনের ওপর চড়াও হয়।
পরে গ্রামবাসীরা সেটিকে ধরে স্থানীয় পুলিশের কাছে দিয়ে আসে।
কুমিরটিকে এখন সুন্দরবনের করমজল এলাকায় কুমির প্রজনন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।
শেষ দেখা যায় ৬২তে
জাহিদুল কবির জানান, ১৯৬২ তে শেষবার বাংলাদেশে এই কুমির দেখা গেছে বলে তাদের কাছে রেকর্ড আছে।
দু'হাজার সালে বাংলাদেশে এই প্রজাতির কুমির বিলুপ্ত ঘোষণা করা হয়।
শুধুমাত্র বাগেরহাটের খানজাহান আলীর দরগার দিঘিতে কালা-পাহাড় এবং ধলা-পাহাড় নামে এই প্রজাতির দুটো কুমির ছিল যেগুলোও এখন নেই।
ফলে, মি কবির বলেন, এতদিন পর নদীতে এই কুমিরের সন্ধান লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তার মতে, বিলুপ্ত এই প্রজাতিটিকে আবারো সংরক্ষণের একটি সুযোগ তৈরি হয়েছে।
মাগুরার মধুমতিতে আটক কুমিরটি পুরুষ। ঐ এলাকায় আরো এরকম কুমির রয়েছে কিনা তা দেখতে বন কর্মকর্তারা খুব শীঘ্রই সেখানে যাবেন।
"একটি নারী কুমির পাওয়া গেলে, আলাদা জায়গায় প্রজনন সম্ভব। পরে চলন বিল বা সিলেটের কিছু হাওর সংরক্ষণ করে সেখানে ছেড়ে দেওয়া যেতে পারে।"
বিপজ্জনক প্রাণী?
মধুমতি নদীতে পাওয়া এই প্রজাতির কুমির মানুষের জন্য কতটা বিপজ্জনক?
এই প্রশ্নে, জাহিদুল কবির বলেন, কাছাকাছি গেলে বা বিরক্ত করলে এগুলো আক্রমণ করতে পারে।
একসময় বাংলাদেশের বহু খালে বিলে নদীতে মিঠা পানির কুমির হর-হামেশাই চোখে পড়তো।
জাহিদুল কবির জানান, মাছ শিকার বেড়ে যাওয়ায় জালে বেঁধে এগুলো মারা পড়তে থাকে। কালে তা বিলুপ্ত হয়ে যায়। bbc

স্টেডিয়াম মার্কেট বন্ধ, নিরাপত্তায় শত শত পুলিশ

 
    australia_bd_football                 ঢাকা স্টেডিয়ামের চারদিকে শত শত পুলিশ মোতায়েন        
        
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের একটি ফুটবল ম্যাচ নিয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে।
বাংলাদেশে সম্প্রতি দুজন বিদেশীকে হত্যার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ফুটবল দল নিরাপত্তার যুক্তিতে ম্যাচটি তৃতীয় দেশে নেওয়ার প্রস্তাব করেছিল।
ফিফা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অস্ট্রেলিয়া দল আদৌ ম্যাচটি খেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বহু টানাহেঁচড়ার পর সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া দল ঢাকায় আসে।
ঢাকার স্টেডিয়াম এলাকা থেকে বিবিসি বাংলার রাকিব হাসনাত জানাচ্ছেন, কোনও ফুটবল ম্যাচ নিয়ে ঢাকায় এই ধরণের নিরাপত্তা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।
গতকাল (সোমবার) থেকেই স্টেডিয়াম মার্কেট বন্ধ রয়েছে। এছাড়া, সকাল থেকে স্টেডিয়ামের সামনের সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
স্টেডিয়ামের চারদিকে সকাল থেকেই শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেটাল ডিটেক্টর গেট দিয়ে দর্শকদের ঢোকানো হচ্ছে।
স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ শুরুর কথা। ম্যাচ শেষ করে আজ রাতেই অস্ট্রেলিয়া দল ঢাকা ছেড়ে যাবে। bbc

তাজমহলের পাশ থেকে শ্মশান সরানোর নির্দেশ

 
   tajmahal                 তাজমহলের পাথরের রং বদলে যাচ্ছে বলে উদ্বেগ বাড়ছে  
         
তাজমহলের কাছাকাছি একটি শ্মশান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
উত্তর প্রদেশ রাজ্য সরকারকে দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, ঐ শ্মশানে পোড়ানো কাঠের আগুনের ধোঁয়ায় মুঘল সম্রাট শাহজাহানের তৈরি অসামান্য এই সৌধের ক্ষতি হচ্ছে।
ভারতের সর্বোচ্চ আদালত বলেছে, হয় কাঠ পোড়ানো শ্মশানটি সরিয়ে নিতে হবে। নাহলে কাঠের বদলে ধোঁয়াবিহীন বিদ্যুৎ চুল্লি বসাতে হবে।
আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
চারশো বছর আগে তৈরি তাজমহল বিশ্বের অন্যতম বিখ্যাত সৌধ। বছরে প্রায় ৩০ লাখ মানুষ তাজমহল দেখতে আসে।
কিন্তু আশপাশের কলকারখানার ধোঁয়ায় গত কয়েক দশক ধরে সাদা মুক্তার রংয়ের মার্বেল পাথর হলুদ রং নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে।
ক্ষতি ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে আগ্রা শহরের কাছাকাছি বহু কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
আগ্রার বাসিন্দারা যাতে ডিজেল চালিত জেনারেটর না চালায়, সে জন্য শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে রাজ্য সরকার।
এমনকি ঘুটে বা গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আগ্রায়।
এখন কাঠ পোড়ানো শ্মশান বন্ধেরও নির্দেশ এলো সুপ্রিম কোর্ট থেকে। bbc

ইসলামিক স্টেটকে 'ধ্বংসের' প্রতিজ্ঞা করলেন ওঁলাদ

 
     hollande                 ভার্সেইতে সংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ            
    
ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ বলেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-কে তারা ধ্বংস করে দেবেন।
শুক্রবার সেদেশে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে গতরাতে তিনি ফ্রান্সের পার্লামেন্টের উভয় কক্ষে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। মি: ওঁলাদ বলেন ফ্রান্স আইএস-এর বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ায় বিমান হামলা আরো জোরদার করবে।
দেশের নিরাপত্তা বাড়ানোর জন্য আরো দুই হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ এবং জরুরী অবস্থা আরো তিন মাস বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
মি: ওঁলাদ বলেন, সিরিয়া হচ্ছে সন্ত্রাসী তৈরির কারখানা। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি বারবারই দেখেছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মি: ওঁলাদ উল্লেখ করেন। যেসব বিদেশী তাদের নিরাপত্তার জন্য হুমকি তাদের চিহ্নিত করে দেশে পাঠিয়ে দেবার প্রক্রিয়া তরান্বিত করা হবে বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।
এদিকে তুরস্কে অনুষ্ঠিত জি-টুয়েন্টির বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো ইসলামিক স্টেটের সন্ত্রাসের বিরুদ্ধে অভিন্ন পদক্ষেপ সেবার কথা ঘোষণা করেছে। এক বিবৃতিতে নেতারা বলেছেন, সন্ত্রাসের জন্য তহবিল যাতে কেউ জোগাড় করতে না পারে সেজন্য তারা দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ব্যবস্থা আরো জোরদার করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যের গভর্নররা ঘোষণা দিয়েছেন প্যারিসে হামলার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সিরিয়া থেকে আসা শরণার্থীদের তাদের রাজ্যে জায়গা দেয়া হবে না। মিশিগান রাজ্যের গভর্নর বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির পুনরায় মূল্যায়ন না হওয়া পর্যন্ত সিরিয় শরণার্থিদের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত থাকবে।
মিশিগান ছাড়াও আলাবামা, টেক্সাসসহ আরো কয়েকটি রাজ্যের গভর্নররা একই ঘোষণা দিয়েছেন। তবে গভর্নররা আইনগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কিনা সেটি এখনও পরিষ্কার নয়। এদিকে প্রেসিডেন্ট ওবামা বলেছেন শরণার্থীদের মুখের ওপর দরজা বন্ধ করে দেবার বিষয়টি আমেরিকার মূল্যবোধের বিরোধী। bbc