শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

সৈয়দপুরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে ইউএস বাংলা




শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ইউএস বাংলার সৈয়দপুর ইনচার্জ রাকিব মুস্তাকিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তাদের সরিয়ে নেওয়া হয়েছে।”
ঢাকা থেকে ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর আসা ইউএস বাংলার এই উড়োজাহাজটি ৪৬ জনকে নিয়ে আবার ফিরে যাওয়ার কথা ছিল বলে জানান  তিনি।
ইউএস বাংলার গণমাধ্যম সমন্বয়কারী শেখ সাদী শিশির বলেন, “আমাদের ফ্লাইট যখন ল্যান্ড করে তখন সৈয়দপুরে বৃষ্টি হচ্ছিল। এ কারণে রানওয়ে পিচ্ছিল অবস্থায় ছিল। যেখানে প্লেন থামার কথা তা না থেমে পিছলে সামনে চলে যায়।”
এতে উড়োজাহাজের কোনো ক্ষতি হয়েছে কি না- প্রাথমিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা থেকে হেলিকপ্টারে করে ইউএস বাংলার প্রকৌশলীরা সৈয়দপুরে গেছেন বলে এ বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।