সিলেটে আলোচিত কিশোর সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে আজ বিকেলে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
বিকাল ৩টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে তিনজন পুলিশ কর্মকর্তা কামরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসেন।এরপর তাকে নিয়ে পুলিশের একটি দল সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হয়। সেখানে তাকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হবে।
পুলিশ বলছে, ইন্টারপোলের সহায়তায় কামরুলকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
এদিকে রাজন হত্যার আসামী কামরুলকে দেশে ফেরত আনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
গত ৮ জুলাই চুরির সন্দেহে ১৩ বছর বয়সী শিশু রাজনকে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা উদ্ধার করে।
রাজনকে নির্যাতনের দৃশ্যটি ভিডিওতে ধারণ করে নির্যাতনকারীরা। পরে সেই ভিডিও ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোড়নের সৃষ্টি হয়।
দুই সপ্তাহ আগে রাজন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলায় ৩০ জনের বেশি সাক্ষী রয়েছেন।
যারা এই ঘটনা প্রত্যক্ষ করেছেন বা পরোক্ষভাবে জেনেছেন, তাদের সাক্ষ্য নেয়ার জন্য মোট ১৫ দিন ধার্য করা হয়েছে। খুব দ্রুতগতিতে এই বিচারকাজ শেষ করতে চাইছেন কর্তৃপক্ষ।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন