ফরাসি পুলিশ বলছে গতমাসে প্যারিসের বাতাক্লাঁ কনসার্ট হলে ইসলামী জঙ্গীবাদীরা যে হামলা চালিয়েছিল সে সময় তৃতীয় যে আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় তার পরিচয় তারা জানতে পেরেছে।
বিস্ফোরণে আত্মঘাতী ওই ব্যক্তির নাম ফুয়েদ মোহামেদ আগ্গাদ। ২৩ বছর বয়সী ওই ব্যক্তি ছিল স্ট্রাসবার্গের বাসিন্দা।পুলিশ বলছে ২০১৩ সালে ওই ব্যক্তি ও তার ভাই সিরিয়ায় যুদ্ধ করতে গিয়েছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন তরুণ দলবদ্ধভাবে যুদ্ধ করতে যায়।
কবে ও কীভাবে মিঃ আগ্গাদ ফ্রান্সে ফিরে আসে তা জানা যায় নি।
ওই দলের বেশ কিছু সদস্যকে ফ্রান্সে ফেরত আসার পর গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাতাক্লাঁ প্রেক্ষাগৃহের ওই আত্মঘাতী হামলাকারীকে পুলিশ ধরতে পারে নি।
ওই প্রেক্ষাগৃহে আরও যে দুই ব্যক্তি নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল, পুলিশ জানিয়েছে তাদের একজন ২৯ বছর বয়সী ওমর ইসমাইল মোস্তেফাই এবং অন্যজন ২৮ বছর বয়স্ক সামি আমিমুর। দুজনেই ফরাসি।
ঘটনাস্থলে পাওয়া মোস্তেফাইয়ের আঙুলের একটি অংশ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।
মোস্তেফাই আগে প্যারিসের কাছে সাত্রে এলাকার একটি ব্যাংকে কাজ করত, তবে ফরাসি কর্তৃপক্ষ ২০১০ সালে তাকে সন্দেহভাজন উগ্রপন্থী হিসাবে চিহ্ণিত করে।
আমিমুর থাকত প্যারিসের উত্তর পূর্ব শহরতলীতে। ২০১২ সালে সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে তাকে অভিযুক্ত করা হয়।
বিচারবিভাগের নজরদারিতে থাকা অবস্থায় আমিমুর কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্যারিস হামলায় যে ১৩০ জন প্রাণ হারায়, তাদের বেশিরভাগই মারা যায় বাতাক্লাঁ প্রেক্ষাগৃহে চালানো হামলায়।
বন্দুকধারীরা হামলা চালানোর সময় ওই হলে আমেরিকান ব্যান্ড ইগলস্ অফ ডেথ মেটাল-এর সঙ্গীতানুষ্ঠান চলছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন