শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

লেবাননে আইএসের আত্মঘাতী হামলা, নিহত ৪৩

দুটি বিস্ফোরণের পর লেবাননের সেনাবাহিনী ঘটনাস্থলে তদন্ত শুরু করে। ছবি: রয়টার্স
দুটি বিস্ফোরণের পর লেবাননের সেনাবাহিনী ঘটনাস্থলে তদন্ত শুরু করে। ছবি: রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুতের একটি জেলায় দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন ২৪০ জনেরও বেশি মানুষ।

প্রেসিডেন্ট দলের সিদ্ধান্তে চলবেন: সু চি

 
ইয়াঙ্গুনে অং সান সু চির বাসভবনের সামনে গতকাল সেলফি তোলায় ব্যস্ত দেশটির অভিনেত্রী কে কে মো মিন্ত। ঐতিহাসিক নির্বাচনে জয়ের পথে রয়েছে সু চির দল এনএলডি। তারকাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গতকাল প্রাতরাশের আয়োজন করেন সু চি l এএফপি


মিয়ানমারের আগামী দিনের প্রেসিডেন্টের ভূমিকা প্রশ্নে ক্রমশ অনমনীয় মনোভাব দেখাচ্ছেন দলটির নেতা অং সান সু চি। দেশটির সাধারণ নির্বাচনে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নিরঙ্কুশ বিজয় স্পষ্ট হয়ে ওঠার মুখে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওই প্রেসিডেন্টের কোনো কর্তৃত্ব থাকবে না। তিনি দলের সিদ্ধান্ত মেনে কাজ করবেন।
আর ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠানের জন্য মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন ও তাঁর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর রয়টার্সের।
নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা এবং বিজয়ী দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় এখন এনএলডি। অপেক্ষার এই ক্ষণ যতই ফুরিয়ে আসছে, ততই ক্ষমতায় যাওয়ার পর নিজ ভূমিকা সম্পর্কে খোলাখুলি বক্তব্য দিচ্ছেন গণতন্ত্রকামী নেত্রী সু চি। এরই মধ্যে নোবেল বিজয়ী এই নেত্রী বলেছেন, প্রেসিডেন্ট হতে না পারলেও তাঁর ওপরেই থাকবেন তিনি।
আর এবার আরও স্পষ্টভাবে সু চি জানিয়ে দিলেন, তাঁর দল যাকেই প্রেসিডেন্ট নির্বাচিত করুক না কেন, তাতে কিছু আসে-যায় না; রাষ্ট্রক্ষমতা তিনিই চালাবেন। গত মঙ্গলবার তাঁর বাসভবনে সিঙ্গাপুরভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল নিউজ এশিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে সু চি বলেছেন, ‘সব সিদ্ধান্ত আমিই নিয়ে থাকি। কেননা, আমি জয়ী দলের নেতা। কেবল সাংবিধানিক প্রয়োজন পূরণে এমন একজনকে প্রেসিডেন্ট করা হবে, যাঁকে আমরা পছন্দ করব।’
‘তাঁর কোনো কর্তৃত্ব থাকবে না। দলের সিদ্ধান্ত মেনেই তিনি কাজ করবেন।’ বললেন সু চি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্টকে সেটাই করতে বলা হবে, যা প্রকৃতই তিনি পারবেন।’

অং সান সু চিপ্রেসিডেন্টের কোনো কর্তৃত্ব না থাকার ব্যাপারে সু চি যুক্তি দেন, ‘এটাই একমাত্র যৌক্তিক উপায়। কেননা, যেকোনো গণতান্ত্রিক দেশে বিজয়ী দলের নেতাই সরকারে নেতৃত্ব দেন। এই সংবিধান যদি এটা সমর্থন না করে, তবে প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সংগতি রেখে আমরা যাতে এগোতে পারি, সে জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে।’
এ রকম মন্তব্য কর্তৃত্ববাদীতুল্য কি না, এ-সংক্রান্ত এক প্রশ্নে এনএলডি নেত্রীর জবাব, ‘জনগণই এনএলডির শক্তি হওয়ায় তারা এমন পথ থেকে পিছু হটবে না। তা ছাড়া, যে সরকার জনসমর্থনের ওপর নির্ভরশীল, তারা কখনো কর্তৃত্ববাদী হতে পারে না।’ বর্তমান বিরোধীদলীয় এই নেত্রী সামরিক বাহিনী ও অন্যান্য পক্ষের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার সম্পর্ক বজায় রেখে চলার কথাও ব্যক্ত করেন সাক্ষাৎকারে।
মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী, সন্তানেরা বিদেশি নাগরিক হওয়ায় অং সান সু চি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে দুজন ভাইস প্রেসিডেন্টের একজন হতে তাঁর বাধা নেই।
এনএলডি বলেছে, তারা পার্লামেন্টের নিম্নকক্ষে ২৫০-এর বেশি আসন পাবে। এই কক্ষ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ২২১ আসনের চেয়ে এটা ঢের বেশি। গত বুধবার মধ্যরাত পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পার্লামেন্টের উভয় কক্ষের ঘোষিত ২৯৯টি আসনের মধ্যে দলটি পেয়েছে ২৫৬ আসন। উচ্চকক্ষ ও আঞ্চলিক পরিষদগুলোতেও এগিয়ে আছে দলটি।



বারাক ওবামার অভিনন্দন: গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের ক্ষেত্রে মিয়ানমারে সফলভাবে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করায় গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট থেইন সেইনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
থেইন সেইনের মুখপাত্র ই এইচতুত এ প্রসঙ্গে তাঁর ফেসবুক পাতায় বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ওবামা এক অবাধ ও নিরপেক্ষ ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করায় প্রেসিডেন্ট ও পুরো সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র মিয়ানমার সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।’

ডিসেম্বরে উপজেলায় টেলিটকের থ্রিজি: তারানা

 
সরকারি মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের লোকসানের পরিমাণ ৩৯ কোটি টাকা। এই ক্ষতি পুষিয়ে নিয়ে টেলিটককে লাভজনক করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব উপজেলা সদরকে টেলিটকের থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হবে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বৃহস্পতিবার সংসদে এসব কথা বলেন।
এ সম্পর্কে সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, টেলিটকের নেটওয়ার্ক সমস্যার সমাধান করা হবে কি না? সরকারি প্রতিষ্ঠান হিসেবে এটি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে।
জবাবে তারানা হালিম বলেন, টেলিটক যা লাভ করবে, তা দেশেই থাকবে। অথচ কিছুই হয়নি। আমরা সত্যি হতাশ। এত বছরেও কেন টেলিটক নিজের পায়ে দাঁড়াতে পারেনি! আমরা প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে কাজ করে যাচ্ছি। সারা দেশের প্রতিটি ডাকঘরে একটি করে কক্ষ টেলিটককে দেওয়া হবে। নতুন করে রিব্র্যান্ডিং করব। আমি কোরিয়ায় গিয়ে তাদের সহজ শর্তে ঋণ দিতে বলেছি।
প্রতিমন্ত্রী বলেন, টেলিটক শুধু প্রতিষ্ঠানই নয়, সেবা প্রতিষ্ঠানও বটে। যে কারণে লাভ না হলেও অনেক জায়গায় কাজ করতে হয়, যাতে ব্যয় বেড়ে যায়। আশা করছি, নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ তৈরি হলে টেলিটকের আয় বাড়বে। টাওয়ার শেয়ার করতে পারলে টেলিটককে তৃণমূলে নিয়ে যেতে পারব।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব উপজেলা সদরকে টেলিটকের থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হবে। আগামী বছরের মধ্যে টেলিটকের নেটওয়ার্ক ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণ করা সম্ভব হবে। বর্তমানে ৬৪ জেলা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আছে।
গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, বর্তমানে দুটি মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল) ও টেলিটকের কাছে সরকারের টাকা পাওনা রয়েছে। টাকার পরিমাণ এক হাজার ৮৬৫ কোটি টাকা। এর মধ্যে টেলিটকের কাছে পাওনার পরিমাণ এক হাজার ৫৮৫ কোটি টাকা।
মামুনুর রশীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গত ১৫ বছরে ব্যাংকে গচ্ছিত মানুষের আমানতের পরিমাণ আট গুণের বেশি বেড়েছে। ২০০১-০২ অর্থবছরে ব্যাংকে আমানতের পরিমাণ ছিল ৮১ হাজার ৬০৪ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে তা সাত লাখ ৪৬ হাজার ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। prothomalo

হত্যা মামলায় সিবিআইয়ের রিমান্ডে অনুপ চেটিয়া


বাংলাদেশ থেকে হস্তান্তরের পরদিন ১৯৯৮ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের অনুমতিতে বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা-সিবিআই।
বৃহস্পতিবার নয়া দিল্লির একটি আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসাম সরকারের অনুরোধে উলফা নেতা অনুপকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন।
“ছয় দিনের হেফাজত শেষে যে কোনো দিন তাকে গৌহাটি নেওয়া হতে পারে এবং সিবিআই স্পেশাল কোর্টে হাজির করা হতে পারে,” বলেছেন সিবিআইয়ের এক কর্মকর্তা।
বুধবার সকালে সিবিআইয়ের একটি স্পেশাল টিমের কাছে হস্তান্তরের পর অনুপ চেটিয়া ওরফে গোলাপ বড়ুয়াকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়।
হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ অনেক মামলায় আসামে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়।
পরে তিনটি মামলায় অনুপ চেটিয়াকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়।
কারাবন্দি অবস্থায় অনুপ চেটিয়া জীবনের নিরাপত্তা চেয়ে উচ্চ আদালতে একটি আবেদন করেছিলেন, তার নিষ্পত্তি এখনও হয়নি। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা হেফাজতে তাকে রাখার আদেশ ছিল হাই কোর্টের।
তবে বাংলাদেশে আটক অবস্থায়ই অনুপ রিটটি প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল শুরু

 
   
                 ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যপী লোকসঙ্গীত উৎসব।
বলা হচ্ছে, লোকজ সঙ্গীত নিয়ে এই প্রথমবার এমন আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সান ইভেন্টস এবং বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন ‘ঢাকা ফোক ফেস্ট’নামে এই উৎসবের আয়োজন করেছে।
ঢাকার আর্মি স্টেডিয়ামে এই উৎসবে অংশগ্রহন করবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন আয়ারল্যান্ড এবং মিসরের নামকরা সব লোক শিল্পী।
উৎসবের আয়োজক সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের গ্রাম-শহর সর্বত্রই লোকসঙ্গীত অত্যন্ত জনপ্রিয়। এটাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখেই তারা এই উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের লোকসঙ্গীতকে বহির্বিশ্বে ছড়িয়ে দেয়াই মূল উদ্দেশ্য।
এখানে লোকজ গানের মৌলিক রূপটাকেই তুলে ধরতে চান আয়োজকরা।
                 ফিউশন আর মূলধারার লোকগান দুটোই থাকছে আয়োজনে।
অঞ্জন চৌধুরি জানান, নতুন প্রজন্মের আগ্রহ ধরে রাখার জন্য ফিউশন কিছুটা থাকবে । তবে গুরুত্ব পাবে মূল ধারার লোকগানই।
উল্লেখ্যযোগ্য শিল্পীদের মধ্যে আছেন, বাংলাদেশের ফরিদা পারভীন, মমতাজ বেগম, বারী সিদ্দিকী, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শশী মন্ডল,কাঙালিনী সুফিয়া, নাশিদ কামাল, কামাল গৌরব ও বাউলিয়ানা, অর্ণব, জলের গানসহ প্রমুখ।
পাকিস্তান থেকে আবিদা পারভিন ও সাঁই জহুর, ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, অর্ক মুখার্জী, পবন দাস বাউল, পার্বতী বাউল আসছেন। এছাড়া আয়ারল্যান্ড, চীনও মিশর থেকে শিল্পীরা অংশগ্রহণ করবেন।
এই লোকসঙ্গীত উৎসবকে ঘিরে দারুণ সাড়া পাওয়া গেছে বলে জানাচ্ছেন আয়োজকরা।
দেশী –বিদেশী শিল্পীদের নিয়ে প্রতিবছরই এমন আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

বাবা-মাকে হত্যার ঘটনায় ঐশী রহমানের ফাঁসির আদেশ

   

                 পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান ২০১৩ সালের আগস্টে নিজ বাসায় খুন হন।
বাংলাদেশের রাজধানী ঢাকায় এক পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীর হত্যাকান্ডের ঘটনায় তাদেরই মেয়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
দুই বছর আগের ওই হত্যাকান্ডের ঘটনার আলোচিত মামলাটির রায় আজ ঘোষণা করেছে ঢাকার একটি দ্রুত বিচার আদালত।
আদালত অভিযুক্ত অপর দুইজনের মধ্যে একজন মিজানুর রহমান রনিকে ঐশী রহমানকে আশ্রয় দেয়ায় দুই বছরের কারাদন্ড দিয়েছে। আর আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এরা দুজনেই ঐশী রহমানের বন্ধু।
ঐশী রহমানের অন্যতম আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৩ সালের ১৪ই অগাস্ট রাতে ঢাকার চামেলীবাগের নিজ বাসায় খুন হন পুলিশ কর্মকর্তা (পুলিশের স্পেশাল ব্রাঞ্চ) মাহফুজুর রহমান এবং তাঁর স্ত্রী স্বপ্না রহমান। হত্যাকান্ডের তিনদিন পর তাদের মেয়ে ঐশী রহমান পুলিশের কাছে আত্মসমর্পন করেন।
ঐশীসহ তিনজনের বিরুদ্ধে গত বছরের মে মাসে অভিযোগ গঠন করে মহানহর দায়রা জজ আদালত। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়।
সেসময় ও লেভেল পড়ুয়া ঐশী রহমান সাবালক কি-না সে প্রশ্ন দেখা দিলে মেডিকেল বোর্ড গঠন করে তার বয়স নির্ধারণ করা হয় এবং ঐশীর বয়স ১৯ বছরের বেশি বলে জানানো হয়।
২০১৩ সালে ঢাকায় এক সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ঐশী রহমান তার বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেছে। তবে ঐশী পরে সেই জবানবন্দী প্রত্যাহার করে জানান, ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হয়েছিল।

নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত

 
   
                 নূর হোসেন ও তার দুই সঙ্গী গতবছর ১৪ই জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালি থেকে গ্রেপ্তার হয়েছিলেন।
নারায়ণগঞ্জ সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত।
পশ্চিমবঙ্গের কারা দপ্তরের শীর্ষ কর্মকর্তা অরুণ গুপ্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নূর হোসেনকে তাঁরা দমদম কেন্দ্রীয় কারাগার থেকে গোয়েন্দা কর্তাদের কাছে তুলে দেন।
তারপরে তাকে পেট্রাপোল সীমান্তে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আদালতের নির্দেশ থাকলেও চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করে তাকে হস্তান্তর করা হল।
নিয়ম অনুযায়ী জেল থেকে প্রথমে পুলিশ, তারপরে বিএসএফ বন্দীর দায়িত্ব নেয় এবং বিজিবি-র সঙ্গে সমন্বয় সাধন করে হস্তান্তর করে।
কিন্তু এক্ষেত্রে পুলিশ বা বিএসএফের কর্তাদের কাছেও কোনও খবর ছিল না। বিকেল থেকে সকলেই অস্বীকার করেন যে নূর হোসেনকে ছেড়ে দেওয়া হতে চলেছে।
জেল কর্তৃপক্ষের সর্বোচ্চ অফিসারেরা ছাড়া আর কেউ জানতেই পারেন নি এই অতি গোপন অপারেশন।
দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে এই প্রথম কোনও বিচারাধীন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে ফেরত পাঠানো হলো।
নূর হোসেন ও তার দুই সঙ্গী গতবছর ১৪ই জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালি থেকে গ্রেপ্তার হয়েছিলেন।
তারপর থেকে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারেই বন্দী ছিলেন।

রুশ খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হবে: পুতিন


    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রথম ডোপিং কেলেঙ্কারির বিষয়ে কথা বললেন।   
             
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশটির অ্যাথলেটদের বিরুদ্ধে নিষিদ্ধ বলবর্ধক ওষুধ গ্রহণের যে অভিযোগ উঠেছে, তার তদন্ত শুরু করবে সরকার।
বিষয়টি নিয়ে তোলপাড় শুরুর পর এই প্রথম এ নিয়ে কথা বললেন রুশ প্রেসিডেন্ট।
তিনি আরও বলেছেন, অ্যাথলেটদের নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধ ব্যবহার বন্ধে কাজ করে এমন আন্তর্জাতিক সব প্রতিষ্ঠানকে রাশিয়া সর্বোচ্চ সহযোগিতা দেবে।
সংবাদদাতারা বলছেন, মি. পুতিনের মন্তব্যে পরিস্কার বোঝা যাচ্ছে, বিষয়টি নিয়ে রাশিয়া ক্রমেই নিজের আগের অবস্থান থেকে সরে আসছে।
কারণ রাশিয়া বাহাত্তর ঘণ্টার মধ্যে উপযুক্ত কোনও জবাব দিতে না পারলে আগামী বছর রিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক্সে অংশগ্রহণের ওপরে নিষেধাজ্ঞা আসতে পারে-এমন আশঙ্কা তৈরি হয়েছে।
                 সোচিতে ক্রীড়ামন্ত্রীর সাথে ভ্লাদিমির পুতিনের জরুরি বৈঠক।                
এর আগে রুশ খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যাপকভাবে ডোপিং এর অভিযোগ তোলায়, ব্রিটেনের এ্যান্টি- ডোপিং ব্যবস্থাকে ‘মূল্যহীন’ বলে মন্তব্য করেছিলেন রুশ ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো।
এবার তার সেই মন্তব্যের সমালোচনা করেছে যুক্তরাজ্য সরকারের সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া মন্ত্রনালয়। এক বিবৃতিতে মন্ত্রনালয় বলেছে, দেশটির এ্যান্টি ডোপিং আইন অনুযায়ী খেলোয়াড়দের ওপর কড়া নজরদারি করা হয়, এবং নিয়মিত বিরতিতে ডোপিং টেষ্ট করা হয়। এসব ধাপ এড়িয়ে কোন টুর্নামেন্টে অংশ নিতে পারে না কোন অ্যাথলেট।
ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা গত সোমবার অভিযোগ তোলে যে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুশ খেলোয়াড়েরা মাদক গ্রহণ করে যে প্রতারণা করেছে এবং তাতে রাষ্ট্রের মদত ছিল। bbc