মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

ইরানের সঙ্গে এবারে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে সৌদি আরব

 

bbc
Image captionসৌদি আরবের সাথে ইরানের সম্পর্কের অবনতি হচ্ছে প্রতিদিন
সৌদি আরব বলছে তারা ইরানের সাথে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে।
শিয়া নেতাকে মৃত্যুদণ্ড দেয়া নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা যে চরমে উঠেছে তারই প্রেক্ষিতে এখন বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করার কথাও বলেছে সৌদি আরব।
এর আগে তেহরানের সৌদি আরবের দূতাবাসে ভাংচুর করা হলে তাদের সাথে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। বিস্তারিত শুনুন মীর সাব্বিরের প্রতিবেদনে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাতকারে বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার কথা বলেন। তবে তিনি আরো উল্লেখ করেন সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র স্থানে ইরানের নাগরিকরা যেতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রী বলছেন ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কারণ বছরের পর বছর ধরে তাদের আগ্রাসী নীতি। বিশেষ করে গত কয়েক মাসের তাদের আচরণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্যিক সম্পর্ক সহ সব সম্পর্ক ছিন্ন করার।
এদিকে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনার জেরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সোমবার আরও তিনটি দেশ বাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছে।
bbcImage copyrightAP
Image captionবাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছে
সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে শনিবার ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদের মধ্যে একজন ছিলেন শিয়া নেতা শেখ নিমর আল-নিমর। সৌদি আরবে শেখ আল-নিমরের মৃত্যুদণ্ড লেবানন থেকে ইরান পর্যন্ত বিভিন্ন দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
বিশ্বের এই অঞ্চলে শিয়া ও সুন্নিদের সবচেয়ে বড় শক্তি ইরান ও সৌদি আরব।
এদিকে ইরানে সৌদি দূতাবাসের ওপর হামলার ঘটনায় জাতিসংঘে ইরানের দূত জাতিসংঘের কাছে লেখা এক চিঠিতে বলেছেন তেহরানে দূতাবাস ভাংচুর করার ব্যাপারে যারা জড়িত তাদের ধরার চেষ্টা করছে তার দেশ।
খবর পাওয়া যাচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে কথা বলেছেন এই উত্তপ্ত পরিস্থিতি থেকে সরে আসার জন্য।

রেয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার জিনেদিন জিদান

 

zidaneImage copyrightGetty
Image captionরেয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় জিনেদিন জিদান
স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফরাসী তারকা জিনেদিন জিদানকে।
মাত্র সাত মাস বার্নব্যুর দায়িত্বে থাকার পর রেয়াল মাদ্রিদের ম্যানেজার পদ থেকে রাফায়েল বেনিতেজকে পদচ্যুত করে দায়িত্ব পুর্নবন্টন করা হলো।
৫৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড বেনিতেজকে রেয়ালের একটি বোর্ড মিটিংয়ের পর দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।
এরপরই রেয়ালের বি দলের কোচ জিনেদিন জিদানকে মূল দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়।
রেয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় জিদান বলেন, "সবকিছু যাতে ঠিকভাবে চলে, সেজন্যে আমি আমার হৃদয় এবং আত্মার সবটুকুই এই দায়িত্বের পেছনে ব্যয় করব।"

যুক্তরাষ্ট্রে অস্ত্র আইনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন ওবামা

 

gunImage copyrightEuropean photopress agency
Image captionঅস্ত্র আইন যুক্তরাষ্ট্রে একটি স্পর্শকাতর ইস্যু

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র কেনার সময় ক্রেতার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহসহ আরো কয়েকটি ব্যবস্থা নেয়ার বিধান করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে যা মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রেসিডেন্ট ওবামা। তবে দেশটির কংগ্রেস এসব ব্যবস্থার বিরোধিতা করছে।
এই আইনের ফলে যেসব বিক্রেতারা অনলাইন কিংবা অস্ত্র প্রদর্শনীতে অস্ত্র বিক্রি করবেন তাদেরকে ক্রেতাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বাধ্য করা হবে।
অস্ত্রের সমর্থকরা এধরণের যেকোন আইনের বিরুদ্ধে।
মি. ওবামা বলছেন, তার আইনগত কর্তৃত্বের সীমার মধ্যে থেকেই তিনি এসব ব্যবস্থা নিচ্ছেন এবং এটি মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনের সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় সংশোধনীতে মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকার দেয়া হয়েছে।

লিট্‌ল মারমেইডকে ব্লক করেছে ফেসবুক

 

কোপেনহেগেনের উপকূলে লিট্‌ল মারমেইড-এর বিষন্ন ভাস্কর্য।Image copyrightGetty
Image captionকোপেনহেগেনের উপকূলে লিট্‌ল মারমেইড-এর বিষন্ন ভাস্কর্য।

ডেনমার্কের একজন রাজনীতিক সম্প্রতি রাজধানী কোপেনহেগেনের সবচেয়ে পরিচিত ভাস্কর্য -- হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের অমর রূপকথা -- লিট্‌ল মারমেইড-এর একটি ছবি ফেসবুকে পোস্ট করতে গিয়ে দ্যাখেন যে তিনি সেটা পারছেন না।
ফেসুবক তাকে মেসেজ দিলো নগ্নতার প্রশ্নে ফেসবুকের যে নীতিমালা রয়েছে তার আওতায় ঐ ছবিটি তিনি পোস্ট করতে পারবেন না।
মেসেজ পড়ে সোশাল ডেমোক্র্যাট দলের এমপি মিস মিট জার্সকভ তো অবাক!
সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বিষয়টা শেয়ার করে তিনি জানান, ফেসবুক তাকে জানিয়েছে লিট্‌ল মারমেইড ভাস্কর্যটি বেশি খোলামেলা এবং তার আবেদন যৌণাত্মক।
সেই কারণেই ফেসবুক এটি প্রকাশ করতে পারছে না।
তার পোস্টে ফেসবুকের এই নীতিমালাটিকে মিস জার্সকভ `অত্যন্ত হাস্যকর` বলে বর্ণনা করেন।
পরে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে নেয় এবং ছবিটি পোস্ট করতে দেয়।
নগ্নতার প্রশ্নে নীতিমালাকে ব্যাখ্যা করে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, চিত্রকর্ম, ভাস্কর্য এবং অন্যান্য শিল্পকর্মে যদি নগ্নতা থাকে তাহলে শিল্পের স্বার্থে সেগুলোর ছবি ফেসবুকে প্রকাশ করা যাবে।
তবে ডেনমার্কে লিট্‌ল মারমেইডই কিন্তু প্রথম এই সমস্যায় পড়েনি।
গত সেপ্টেম্বর মাসে সে দেশের একটি পর্যটন সংস্থার একটি ছবি ফেসবুক আটকে দিয়েছিল।
সেটি ছিল সি. ডাব্লিউ একার্সবার্গের ১৮৪১ সালের একটি তৈলচিত্র যার শিরোনাম আয়নার সামনে দাঁড়ানো নারী।
সেবারও ফেসবুক তার ভুল স্বীকার করে সিদ্ধান্ত পাল্টেছিল।
সি. ডাব্লিউ একার্সবার্গের তৈলচিত্র: আয়নার সামনে দাঁড়ানো নারী।
Image captionসি. ডাব্লিউ একার্সবার্গের তৈলচিত্র: আয়নার সামনে দাঁড়ানো নারী।