মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

ইমরুল আর বোলারদের নৈপুণ্যে সিরিজ বাংলাদেশের




 ব্যাটিং-বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব অনুভব করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারা জিম্বাবুয়েও দিয়েছিল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। কিন্তু সাকিবের বদলে দলে আসা ইমরুল কায়েসের দৃঢ়তা আর বোলারদের দাপটে দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

শহীদ নূর হোসেন দিবস আজ



 
 শহীদ নূর হোসেন দিবস আজ মঙ্গলবার। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন-সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। এমন এক সময় দিবসটি পালিত হচ্ছে যখন নির্বাচিত সরকার রাষ্ট্রীয় মসনদে অধিষ্ঠিত থাকলেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ নিয়ে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার অবিশ্বাস্য সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজপথের বিরোধী শিবিরকে উপেক্ষা করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে বলে পর্যবেক্ষকমহল মনে করছে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়াও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশেষ বাণী দিয়েছেন।
১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলনে বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা স্লোগান নিয়ে বিক্ষোভ করেন যুবলীগ নেতা নূর হোসেন। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলীতে শহীদ হন তিনি। স্বৈরশাসকের বুলেট কেড়ে নিয়েছিল ‘জীবন্ত পোস্টার’ নূর হোসেনের প্রাণ। তার এ আত্মদান স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। নূর হোসেনের রক্তের বিনিময়ে ’৯০-এ স্বৈরাচার এরশাদের পতন হলেও এখনো পর্যন্ত তার হত্যার বিচার হয়নি।
গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অকুতোভয় সেই যুবকের অগ্নিঝরা স্লোগান সহ্য হয়নি তৎকালীন স্বৈরশাসকের। স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী নির্বিচারে গুলী চালিয়ে তার বুক ঝাঁঝরা করে দেয়। গুলীতে আরো শহীদ হন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও। নূর হোসেনের আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৯০ এর ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটে। এর পর থেকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় ১০ নবেম্বর ‘শহীদ নূর হোসেন দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
অন্যদিকে, শহীদ নূর হোসেন দিবসকে কয়েকবছর ধরে তৎকালীন শাসক হুসেইন মুহম্মদ এরশাদের দল জাতীয় পার্টি ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করছে। বর্তমান সরকারও সেই এরশাদের সাথে গাঁটছড়া বেঁধেছে। এরশাদের দলকে করা হয়েছে বিরোধী দল, এরশাদকে বানানো হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ দূত।
নূর হোসেন ১৯৬১ সালে পুরান ঢাকার নারিন্দায় জন্মগ্রহন করেন। বাবা মুজিবর রহমান ও মাতা মরিয়ম বিবি। পেশায় স্কুটার চালক। স্বাধীনতার পর থেকেই নূর হোসেন ও তার পরিবার বনগ্রাম রোডের ৭৯/১ বাড়িতে থাকতেন।
শহীদ নূর হোসেনের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সচিবালয়ের দক্ষিণ-পূর্ব কোণে জিরো পয়েন্টকে ‘নূর হোসেন চত্বর’ নামকরণ করা হয়।
দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদের কবরে (জুরাইন কবরস্থান) পুষ্পস্তবক অর্পণ, শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভা, বিশেষ মুনাজাত প্রভৃতি।
শহীদ নূর হোসেন সংসদ-এর কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় নূর হোসেনের কবরে (জুরাইন কবরস্থান) পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল। এছাড়াও সকাল ৭টায় নূর হোসেন চত্বরে পুষ্পমাল্য অর্পণ। আওয়ামী লীগ আজ সকাল সাড়ে ৭টায় শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের এ মহান শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে শহীদ নূর হোসেন দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য সংগঠনের সকল শাখাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। dailysangram

'বিশ্বের তাপমাত্রা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে'

 

    global_warming_map                            
ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, এ বছরই বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার একটি উদ্বেগজনক মাত্রায় পৌঁছাবে।
তারা বলছেন, শিল্পোন্নত যুগের আগে ১৮৫০ থেকে ১৯০০ সালে পর্যন্ত পঞ্চাশ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা যা ছিল - এ বছরের শেষ নাগাদ পৃথিবীর তাপমাত্রা তার চেয়ে এক ডিগ্রিরও বেশি বাড়বে।
যুক্তরাজ্যের আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা বলছেন, এ বছরের প্রথম ৯ মাসের মধ্যেই বিশ্বের তাপমাত্রা এক দশমিক শূন্য দুই সেলসিয়াস বেড়েছে।
তারা বলছেন, তাপমাত্রা যদি এমনই থাকে তাহলে ২০১৫ই হবে প্রথম বছর যখন তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ এক ডিগ্রির সীমা ছাড়িয়ে গেল।
অনেক বৈজ্ঞানিকের ধারণা পৃথিবীর তাপমাত্রা যদি দুই ডিগ্রির বেশি বেড়ে যায় তাহলে জলবায়ুতে বিপজ্জনক সব পরিবর্তন ঘটে যাবে, যার পূর্বাভাস দেয়া কঠিন হবে।
এমন সময় এই তথ্য জানানো হলো, যখন আর দু সপ্তাহ পরই জাতিসংঘের একটি নতুন জলবায়ু চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে প্যারিসে একটি গৃরৃত্বপূর্ণ সম্মেলন শুরু হতে যাচ্ছে।
অন্যদিকে জাতিসংঘ বলছে, গত বছর পৃথিবীর বায়ুমন্ডলে গ্রীনহাউজ গ্যাসের পরিমাণ রেকর্ড স্তরে পৌঁছেছে।
জাতিসংঘের আবহাওয়া দফতর বলছে, পৃথিবী এখন ভীতিকর গতিতে এমন এক যুগে প্রবেশ করছে যখন চরমভাবাপন্ন আবহাওয়া এবং সমুদ্রের পানির স্তর বৃদ্ধিসহ কি ঘটবে কিছুই বলা যায় না।
বিজ্ঞানীরা বলছেন, তাদের ধারণা গত আট লক্ষ বছরের মধ্যে পৃথিবীর বাতাসে কার্বনডাই অক্সাইড মিখেন এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ এখন সবচাইতে বেশি। bbc

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ-তৎপরতা চলবে: যুক্তরাষ্ট্র

 
দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় আবার নৌ তৎপরতা চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এ মন্তব্য করেন। তবে এ রকম পদক্ষেপের কোনো দিনক্ষণ উল্লেখ করেননি তিনি। আর চীন বলেছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যকার আস্থা ক্ষুণ্ন করেছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত শনিবার রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে মার্কিন ডিফেন্স ফোরামের এক বক্তৃতায় ওই মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণের সমালোচনা করে বক্তৃতায় তিনি বেইজিংয়ের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগ করেন।
গত ২৭ অক্টোবর ইউএসএস লাসেন নামে যুক্তরাষ্ট্রের একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ওই দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে অতিক্রম করে। ঘটনার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, বেইজিং যেকোনো উসকানিমূলক তৎপরতার জবাব দেবে। মার্কিন রণতরিকে সতর্ক করতে সেখানে একটি ডেস্ট্রয়ার শ্রেণির জাহাজ ও একটি ফ্রিগেটও পাঠায় বেইজিং।
তবে ওয়াশিংটনের কথায়, এ অঞ্চলে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিতর্কে তারা কোনো অবস্থান নিচ্ছে না, বরং আন্তর্জাতিক আইনের অধীন নৌ চালনার স্বাধীনতাকে সুরক্ষা করাই ছিল যুদ্ধজাহাজ পাঠানোর উদ্দেশ্য।
এ মিশনের উল্লেখ করে অ্যাশটন কার্টার বলেন, ‘বিশ্বব্যাপী (নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায়) যুক্তরাষ্ট্র আগে থেকে এ ধরনের তৎপরতা চালিয়ে আসছে। আমরা আবারও (দক্ষিণ-চীন সাগরে) তৎপরতা চালাব।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘চীন কী রকমের আচরণ করে, প্রকৃতপক্ষে সেটি হবে শান্তি ও নিরাপত্তা রক্ষায় তার প্রতিশ্রুতির একটি সত্যিকারের পরীক্ষা। এ জন্যই এ অঞ্চলজুড়ে থাকা দেশগুলো চীনের সমুদ্র আধিপত্য ও সাইবার স্পেসের মতো ক্ষেত্রগুলোর ওপর তার কর্মকাণ্ডে নজরদারি করছে।
দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর নিজের সার্বভৌমত্ব দাবি করছে চীন। এ দাবি নিয়ে ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, ফিলিপাইন ও তাইওয়ানের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার বিরোধ চলছে।
কার্টার বলেন, এ অঞ্চলে যেকোনো দেশের চেয়ে চীন অনেক বেশি এলাকার দাবি পুনর্ব্যক্ত করেছে। এ দাবি ও সেখানে আরও সামরিকীকরণের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন।
এদিকে কার্টারের এসব বক্তব্যের আগে গত শুক্রবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক খবরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেছেন, চীনা দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রমের ঘটনায় দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা ক্ষুণ্ন হয়েছে। bbc

আবারো পিছিয়ে গেল মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি

    malaysia                 ২০০৯ সাল থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রয়েছে            
    
সরকারের সঙ্গে বেসরকারি রপ্তানিকারকদের যুক্ত করে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়টি আবারও পিছিয়ে গেল।
এ প্রক্রিয়াটির নাম দেয়া হয়েছে জিটুজি প্লাস, অর্থাৎ দুই দেশের সরকার ও বেসরকারি রপ্তানিকারকেরা একসাথে জনশক্তি রপ্তানির কাজটি করবেন।
মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করার পরেও সেটি প্রত্যাহার করে নেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারকের কয়েকটি ধারা নিয়ে শেষ পর্যন্ত একমত হতে পারেনি উভয় পক্ষ।
সেকারণেই এটি পিছিয়ে দেয়া হয়েছে, জানিয়েছেন মি. আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল।
কিন্তু তখন কর্মকর্তারা একমত হয়েছিলেন এমন কয়েকটি বিষয়ে পরে তারা আপত্তি জানিয়েছেন বলে জানাচ্ছেন, মন্ত্রীপরিষদ সচিব।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়ায় ২০০৯ সাল থেকে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। bbc

মিয়ানমারের নির্বাচনে 'বিপুল জয়ের' আশা করছে এনএলডি

 
    myanmar election nld                            
মিয়ানমারে রোববারের নির্বাচনের পর আজ প্রধান বিরোধীদল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বলছে, তারা ৭০ শতাংশ আসনে বিজয়ী হবে বলে আশা করছে।
এখন পর্যন্ত যদিও অল্প কয়েকটি আসনের সরকারি ফলাফল ঘোষিত হয়েছে - কিন্তু এনএলডির নেত্রী অং সান সু চি এর মধে আভাস দিয়েছেন যে তারা জয়ী হতে যাচ্ছেন।
উল্লসিত জনতার এক সমাবেশে মিজ সু চি বলেন, "আমার মনে হয় সবাই আন্দাজ করতে পারছে যে ফলাফল কি হবে।" তবে তিনি সতর্ক করে দেন যেন প্রার্থীরা এখনই বিজয় উদযাপন করতে শুরু না করেন।
মিয়ানমারের পার্লামেন্টের স্পিকার শোয়ে মান - যিনি সেনাবাহিনী-সমর্থিত ইউডিপিএসএর সদস্য - তিনি এর মধ্যেই আর নিজ আসনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। ওই আসনে তাকে হারিয়েছেন এনএলডির একজন প্রার্থী।
বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন সরকারি ফলাফল ঘোষণা প্রায় ৯ ঘন্টা বিলম্বিত হয়েছে, যার ফলে ভোটে কোন রকম অনিয়ম হয় কিনা সে আশংকা বেড়ে গেছে।
মিয়ানমারের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের ২৫ শতাংশ আসন দেশটির সামরিক বাহিনীর হাতে থাকবে। তাই সরকার গঠন করতে হলে নির্বাচনে এনএলডিকে বাকি আসনগুলোর দুই-তৃতীয়াংশ পেতে হবে।
এ ছাড়া সংবিধানের আরেকটি বিধি অনুযায়ী অং সান সু চি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে পারবেন না - কারণ তার সন্তানরা বিদেশী নাগরিক।
গত ২৫ বছরের মধ্যে এটাই মিয়ানমারের প্রথম অবাধ নির্বাচন। bbc

পাসওয়ার্ড মুক্ত বিশ্ব গড়তে আগ্রহী মাইক্রোসফট

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। ছবি: রয়টার্সমাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। ছবি: রয়টার্সমোবাইল ফোন, ইমেইল নিয়ে একদিকে যখন দুশ্চিন্তা বাড়ছে অন্যদিকে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহারকারীদের পাসওয়ার্ডদের দুশ্চিন্তামুক্ত করার প্রয়াস চালাচ্ছে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা সম্প্রতি বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে আমাদের প্রধান বিষয়টি হচ্ছে পাসওয়ার্ড। আমরা বিশ্বকে পাসওয়ার্ডমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে সহজে পাসওয়ার্ড হ্যাক করা না যায় সেরকম বায়োমেট্রিক পদ্ধতির কম্পিউটিং ইন্টারফেস তৈরিতে কাজ করছি।’
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ফিউচার আনলিশড: অ্যাকসেলেরেটিং ইন্ডিয়া’ শীর্ষক কিনোট উপস্থাপন করেন সত্য নাদেলা। নাদেলা বলেন, তাঁর প্রতিষ্ঠানের একটি উদ্দেশ্য আছে আর তা হচ্ছে এ পৃথিবীর প্রতিটি মানুষের প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষমতায়ন যাতে আরও বেশি কিছু অর্জন করা যায়। নাদেলা বলেন, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা ও ব্যবসা প্রক্রিয়াকে নতুন করে সাজানো। এ ছাড়া মানুষকে যাতে কাজের জন্য কোথাও যেতে না হয়, অর্থাৎ যেকোনো স্থানে বসেই কাজ করা যায় সে সুবিধা দিতে কাজ করছে মাইক্রোসফট। আমরা বুদ্ধিমান ক্লাউড প্রযুক্তি তৈরি করছি।
নিজের ব্যক্তিগত ফোনগুলো প্রসঙ্গে নাদেলা বলেন, আমি আইফোন ব্যবহার করি। এটা যদিও আমার ফোন নয়, এটা আইফোন। এটাকে আমি আইফোন প্রো বলতে পারি কারণ এতে মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যার ব্যবহার করা যায়। এ ছাড়াও আমি ব্যক্তিগতভাবে হাই-এন্ডের লুমিয়া ফোন ব্যবহার করি।

অনলাইন পত্রিকার নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

 
     bangladesh_online_media_newspapers                           
বাংলাদেশে সংবাদমাধ্যম হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধনকে কর্তৃপক্ষ বাধ্যতামূলক করেছে। সরকার বলছে, অপসাংবাদিকতা বন্ধ করতেই এই উদ্যোগ।
অনলাইন সংবাদমাধ্যমগুলোকে আগামী ২৫ শে ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে নির্দেশনা জারী করা হয়েছে।
বর্তমানে যেসব অনলাইন নিউজ পোর্টাল চলছে এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে একটি হলফনামাও জমা দিতে হবে এবং সে তথ্যাদি যাচাই-বাছাই করে মন্ত্রনালয় এ রেজিষ্ট্রেশন দেবে।
তথ্য মন্ত্রনালয় বলছে, অনলাইন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারী সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ‘অপসাংবাদিকতা’ বন্ধ করতেই এই নিবন্ধনের উদ্যোগ।
বাংলাদেশে সংবাদমাধ্যম হিসেবে অনলাইন এখন দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশে যেভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, ধারনা করা হচ্ছে নিকট ভবিষ্যতে এই মাধ্যমের জনপ্রিয়তা টেলিভিশন এবং সংবাদপত্রকে ছাড়িয়ে যাবে। এমন প্রেক্ষাপটে অনলাইন পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিবন্ধন কার্যক্রম চালু করেছে।
তথ্য মন্ত্রনালয়ের সচিব মর্তুজা আহমেদ বলেন , “প্রত্যেকের কিছু নীতি-নৈতিকতার মধ্যে থাকা উচিত। কিন্তু অনেকে সেগুলো প্রয়োজন মনে করছেন না। যখন যেভাবে পারছেন অনলাইন খুলে দিচ্ছেন।”
তথ্য সচিব বলেন অনলাইন সংবাদ মাধ্যমকে শৃঙ্খলার মাধ্যমে পরিচালনার জন্যই এই নিবন্ধনের উদ্যোগ।
বাংলাদেশে এখন ঠিক কতগুলো অনলাইন সংবাদমাধ্যম কাজ করছে সেটির সুনিদ্দির্ষ্ট কোন পরিসঙখ্যান নেই। এমন অনেক অনলাইন পোর্টাল আছে যাদের খবরের সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে। অভিযোগ রয়েছে অনেক সময় যাচাই করা তথ্যের চেয়ে গুজবের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রেই তাদের মনোযোগ বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক ফাহমিদুল হক মনে করেন নিবন্ধনের উদ্যোগ প্রয়োজনীয়।
মি: হক বলেন, “আমার মনে হয় এটা মত প্রকাশের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক হচ্ছে না। এখন অনলাইন মিডিয়া কমিউনিটিতে চরম বিশৃঙ্খলা চলছে।”
সেজন্য এখানে শৃংখলা আনা দরকার বলে তিনি মনে করেন। কেউ পেশাদারি সাংবাদিকতা করতে চাইলে নিবন্ধনের মধ্যে থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তথ্য মন্ত্রনালয় বলছে যেসব অনলাইন সংবাদ মাধ্যম নিবন্ধন পাবে সেসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের পরিচয়পত্র দেয়া হবে। যারা অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন তারাও এই নিবন্ধনের পক্ষে।
তবে এর আড়ালে আবার অনেকে শংকাও প্রকাশ করছেন। ঢাকার একটি অনলাইন সংবাদমাধ্যম নতুনবার্তা ডট কমের সম্পাদক সরদার ফরিদ আহমেদ বলেন বেশিরভাগ অনলাইন নিউজ পোর্টাল নামধারী এবং সেখানে পেশাদারিত্ব বলে কিছু নেই।
তিনি নিবন্ধন পক্ষে হলেও বিষয়টি নিয়ে তার মধ্যে এক ধরনের আশংকাও আছে।
মি: আহমেদ বলেন , “কারন সেখানে একেবারে সরকারের মতের মিল হলেই কেবল তারা অনুমতি পাবে। অন্যরা কেউ পাবে না। তখন পেশাদারিত্বের বিষয়টি খুব একটা কাজে লাগবে বলে আমার মনে হয় না।”
তবে তথ্য সচিব মর্তুজা আহমেদ বলছেন অনলাইনের বিকাশ বাধাগ্রস্ত হবার কোন সম্ভাবনা নেই।
কর্মকর্তারা বলছেন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল চালুর ক্ষেত্রে অনুমোদনের যেমন প্রয়োজন তেমনি অনলাইনের ক্ষেত্রেও নিবন্ধন এখন সময়ের দাবী।

এ্যাথলেটিকসে রাশিয়ার অংশগ্রহণ নিষিদ্ধের সুপারিশ

 
    athletics doping                           
এ্যাথলেটিকসের কোন প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণ সাময়িকভাবে নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিশ্ব এন্টি-ডোপিং সন্থা ওয়াডা।
এ্যাথলেটদের মধ্যে নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধ বা 'ডোপ' সেবন ঠেকানো জন্য ওয়াডা কাজ করে।
রাশিয়ার এ্যাথলেটিক্স জগতে ব্যাপকভাবে ডোপিং চলছে - এমন এক অভিযোগের তদন্ত করার পর ওয়াডা আজ তাদের রিপোর্ট প্রকাশ করে।
তারা পাঁচজন রুশ দৌড়বিদ এবং পাঁচজন কোচকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করারও সুপারিশ করেছে।
athletics doping                            
ওয়াডার সাবেক প্রধান ডিক পাউন্ড এই রিপোর্ট তৈরি করেন। স্বাধীন এই কমিশনের রিপোর্টে বলা হয়, তারা রাশিয়ার এ্যাথলেটিকসে ডোপিং, এ ধরণের ঘটনা ধামাচাপা দেয়া, জোর করে অর্থ আদায় - ইত্যাদি নানা অভিযোগ পরীক্ষা করে দেখেছেন।
এসব অনিয়ম ঠেকাতে ব্যর্থ হবার জন্য আন্তর্জাতিক এ্যাথলেটিক্স ফেডারেশনের ধারাবাহিক ব্যর্থতাও চিহ্নিত করা হয় রিপোর্টে।
বলা হয়, এ ব্যর্থতার জন্য এন্টিডোপিং কর্মসূচি কার্যকরভাবে চালানো যায় নি।
২০১২ সালের লন্ডন অলিম্পিকের সময়ও সন্দেহভাজন রুশ এ্যাথলেটদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখিয়েছে আইএ এএফ এবং রুশফেডারেশন।  bbc

কেনেডির গাড়ির নম্বর প্লেট নিলামে এক লাখ ডলার

   

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে গাড়িতে করে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয় সেই গাড়ির একজোড়া নম্বর প্লেট নিলামে এক লাখ ডলারে বিক্রি হয়েছে।
টেক্সাসের ডালাসে ১৯৬৩ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট কেনেডিকে গুলি করে হত্যা করার পর লিমোজিনটিকে যখন আপগ্রেড করার জন্যে পাঠানো হয়েছিলো তখন ওই দুটো নম্বর প্লেট খুলে রাখা হয়েছিলো।
কোম্পানির মালিক ওই নম্বর প্লেট-দুটো খুলে প্রেসিডেন্ট কেনেডির মেয়ের কাছে পাঠিয়ে দেয়।
ওই প্লেটে গাড়ির নম্বর লেখা - GG-300। ধারণা করা হয়েছিলো ডালাসে ওঠা নিলামে নম্বর প্লেটটি ৪০ হাজার ডলারে বিক্রি হতে পারে।কিন্তু পরে তা এর চেয়েও দ্বিগুণ মূল্যে বিক্রি হয়েছে।
উত্তরাধিকার সূত্রে যিনি এই নম্বর প্লেট পেয়েছেন সেই জেন ওয়াকার বলেছেন, “আমি এই প্লেটের তাৎপর্য সম্পর্কে জানতাম।“সেকারণে আমি ওসব ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছিলাম।”
“কখনো কখনো আমি প্লেট-দুটোকে ড্রয়ার থেকে বের করে বন্ধুদের দেখাতাম।”
তবে যিনি প্লেট-দুটো নিলামে কিনেছেন তার নাম গোপন রাখা হয়েছে।
টাইটানিক ডুবে যাওয়ার আগে শেষ ডিনারের মেন্যুও ওই নিলামে বিক্রি হয়েছে।
ওই মেনুর দাম উঠেছিলো প্রায় ১ লাখ ২০ হাজার ডলার।
মেনুতে ছিলো ঝিনুক ও হাসের ছানার রোস্ট। bbc