সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

আজ মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা

 
    bd_municipality_election_campaign
                 চট্টগ্রাম ও বরিশালসহ অনেক জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে
আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণার সময়সীমা।
প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় জাতীয় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে দেশজুড়ে।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী'র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনী প্রচারের সময় শান্তিপূর্ণ এবং অনিয়ম দু’ধরণের ঘটনাই দেখতে পেয়েছেন তারা।
তিনি বলেছেন, চট্টগ্রাম ও বরিশালসহ অনেক জায়গায় শান্তিপূর্ণ এবং ভালো পরিবেশে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা।
সেসব জায়গার নির্বাচনী আচরণবিধি নিয়েও বড় কোন অভিযোগ শোনা যায়নি।
bd_municipality_election
                 নির্বাচন কমিশন শক্ত ব্যবস্থা নিতে পারলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে--শারমিন মুর্শিদ
তবে, সেই সঙ্গে দেশের অনেক জায়গায় সহিংসতা এবং অনিয়মের ঘটনা দেখতে পেয়েছেন তারা।
মিজ মুর্শিদ বলছেন, প্রাক নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক নয়।
কারণ ভোটারদের মধ্যে এক ধরণের আশংকা রয়েছে।
এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোন শক্ত ব্যবস্থা নিতে পারে, তাহলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে।
বাংলাদেশে আগামী বুধবার ৩০শে ডিসেম্বর পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
pouro_elex_poster                 প্রথম বারের মত দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া এই নির্বাচনে সবগুলো বড় রাজনৈতিক দল অংশ নিচ্ছে                
প্রথম বারের মত দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া এই স্থানীয় নির্বাচনে ভোটারদের ওপর জাতীয় রাজনীতির পুরো প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন মিজ মুর্শিদ।
কারণ এখানে সবগুলো বড় রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
নিয়ম অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে।
ফলে আজ সোমবার দিবাগত মধ্যরাতেই প্রার্থীদের সব ধরণের প্রচারণা বন্ধ করতে হবে।
সেই সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনো মিছিল-শোডাউন করা যাবে না।

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত দুইজন

 

    bangladesh_rab                 নিহতরা জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র‍্যাবের ধারণা                
bangladesh_rab
bangladesh_rab
bangladesh_rab
বাংলাদেশের গাজীপুরে এক জঙ্গি আস্তানায় মধ্যরাতে চালানো এক অভিযানে দুজন নিহত হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।
অভিযান শেষে ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের ভোগড়া এলাকায় বাইপাস সড়কের কাছের একটি পরিত্যক্ত বাড়িতে ও আশেপাশের এলাকায় রোববার মধ্যরাতে এই অভিযান শুরু করে র‍্যাব।
ঐ এলাকা র‍্যাব ঘিরে ফেলার পর জঙ্গিরা র‍্যাবের ওপর হামলা চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়।
পরে বাড়ির ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে র‍্যাব।
যদিও মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি র‍্যাব।
তবে মি. খান জানিয়েছেন, নিহত দুজন জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র‍্যাব ধারণা করছে।
অভিযানে র‍্যাবের একজন সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে র‍্যাব বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এর আগে ঢাকার মিরপুর ও চট্টগ্রামের হাটহাজারিতে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড, স্নাইপার রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের ভরাডুবি: অধিনায়কের পদত্যাগের ঘোষণা

 

                               
সাফ টুর্নামেন্টের দুই ম্যাচে সাত গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন।
রবিবার কেরালায় এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মামুনুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটিতে অধিনায়ক হিসেবে খেলার পর এই পদে আর থাকতে চান না তিনি।
ভুটানও এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।
ফলে আগামীকাল ভুটানের সাথে বাংলাদেশের শেষ ম্যাচটি হতে যাচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার।
তাই দুটো দলই বলছে, অন্তত শেষ ম্যাচে তারা সান্ত্বনার জয় পাওয়ার চেষ্টা করবেন।
                 অধিনায়ক মামুনুল ইসলাম, তার ফেসবুক থেকে নেওয়া ছবি                
অধিনায়ক মামুনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, “এই দল নিয়ে সামনে এগুনো খুব কঠিন। দায়িত্ব নিয়ে সবসময় হারতে চাই না।”
বলেছেন, এই ভরাডুবির জন্যে তিনি খুবই লজ্জিত।
এর আগের দুটি ম্যাচে বাংলাদেশ দল শিরোপাধারী আফগানিস্তানের কাছে ৪-০ গোলে এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে।
মামুনুল বলেন, এতো পরাজয়ের ভার তিনি আর বইতে পারছেন না।
                 বাংলাদেশের কোচ মারুফুল হক                
শোচনীয় এই পরাজয়ের জন্যে বাংলাদেশ দলের কোচ মারুফুল হকও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
বলেছেন, এই ব্যর্থতার জন্যে তিনিই দায়ী।
সাংবাদিকদের কাছে তিনি ইঙ্গিত দিয়েছেন, এরকম পরাজয়ের পর তিনি নিজেও আর কোচ থাকতে আগ্রহী নন।
সাফ ফুটবলে বাংলাদেশের এটাই সবচে শোচনীয় পরাজয়।

একা নৌকা চালিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি

 
   
 
ছোট্ট একটি নৌকা চালিয়ে এই প্রথম একজন ব্রিটিশ নাগরিক উত্তর অ্যামেরিকা থেকে যাত্রা শুরু করে কোনো ধরনের বিরতি ছাড়াই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে পৌঁছেছেন।
এই ব্যক্তির নাম জন বিডেন, বয়স ৫৩।
প্রশান্ত মহাসাগরে এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ২০৯ দিন।
তিনি যাত্রা শুরু করেছিলেন ১লা জুন, সান ফ্রান্সিসকো থেকে।
প্রতিদিন তিনি গড়ে ১৫ ঘণ্টা নৌকা চালিয়েছেন।
তিনি ভেবেছিলেন, আরো কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলীয় কেয়ার্নসে গিয়ে পৌঁছে যাবেন।
কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার এই বিলম্ব হয়েছে।
চার বছর আগে মি. বিডেন পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর।
তিনি বলেন,“প্রথমবারের মতো এধরনের একটা কাজ করতে পেরে আমি খুবই খুশি।”
শেফিল্ড শহরে বেড়ে উঠলেও বর্তমানে তিনি বসবাস করছেন কানাডায়।
তার স্ত্রী বলেছেন, “ও একজন দারুণ মানুষ। অন্যদের চেয়ে তিনি একেবারেই আলাদা। সবসময় তিনি নতুন একটা কিছু করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান।”
“আমি সবসময় মনে করেছি যে তিনি সফল হবেন। শুধু একটু বেশি সময় নিয়েছে। তবে আমি খুশি যে সে নিরাপদে বাড়িতে ফিরেছে।”

ইরাকি বাহিনী রামাদির আইএস ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে

 
    ইরাকি বাহিনী রামাদির আইএস ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে
ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, রামাদি শহরে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের পুনর্দখল নিয়েছে তারা।
রামাদিতে এটিই ছিল আইএস জঙ্গিদের সর্বশেষ ঘাঁটি, যেখান থেকে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করে আসছিল।
তবে, এই ভবনের নানান জায়গায় জঙ্গীরা বোমা পুঁতে রেখেছে বলে মনে করা হচ্ছে।
আশপাশের এলাকা থেকে আইএস এখনও প্রতিরোধ করে যাচ্ছে বলেও জানা গেছে।
ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সেই সরকারি ভবনটির পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই রয়েছে। শুধু তাই নয়, সেই ভবনে আইএস সদস্যদের এখন কোনও চিহ্নই নেই বলেও তিনি জানিয়েছেন।
তবে, আশপাশের বিভিন্ন ছোট ছোট এলাকায় থেকে আইএস এখনো লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।
গত বেশ কিছুদিন ধরেই রামাদি পুনর্দখলের জন্য লড়াই করে আসছিল সরকারি বাহিনী।
বিবিসির বাগদাদ সংবাদদাতা টমাস ফেসি জানিয়েছেন, রামাদি শহর নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি এই ভবনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাগদাদ থেকে মাত্র ৫৫ মাইল পশ্চিমে অবস্থিত সুন্নী অধ্যুষিত এই শহরটি গত মে মাসে আইএস-এর নিয়ন্ত্রণে চলে যায়। যা ইরাকি সেনাবাহিনীর জন্য একটি বিব্রতকর পরাজয় হিসেবেই বিবেচিত হয়ে আসছিল।
সাম্প্রতিক সময়ে ইরাকি বাহিনী সামনে এগিয়েছে এবং আইএস-এর কাছ থেকে বিভিন্ন জায়গার পুনর্দখল নিয়েছে।

বাংলাদেশে নতুন মাত্রায় জঙ্গি তৎপরতা

 
                                
বাংলাদেশে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ যুক্তরাষ্ট্রে তৈরি একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, প্রায় ২০০ রাউন্ড গুলি এবং বিস্ফোরক উদ্ধার করেছে।
সেনাবাহিনীর পোশাকও পাওয়া গেছে ঐ বাড়িতে।
গোয়েন্দা পুলিশ ধারণা করছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা এই বাড়িটিকে তাদের আস্তানা বানিয়েছিল।
অভিযানের সময় অবশ্য বাড়িতে কেউ ছিল না।
বাংলাদেশে জঙ্গিদের কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধারের ঘটনা বিরল।
সেই সাথে সেনা পোশাক পাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
ওই বাড়ি থেকে স্নাইপার রাইফেল ও সেনা পোশাক ছাড়াও রিমোট ডিটোনেটর, বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ বলছে, এটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি আস্তানা।
চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বলছেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করার পর তাদের তথ্যের ভিত্তিতে ঐ বাড়িটির সন্ধান পেয়েছেন তারা।
সেখানে সেনাবাহিনীর পোশাকের সাথে মেজর পদবীর ব্যাজও পাওয়া গেছে।
তিনি বলেছেন, “মেজরের ব্যজ পাওয়া গেছে ইউনিফর্মের সাথে। তারা যে কোন ভাবেই হোক এটা সংগ্রহ করেছে।”
বাংলাদেশে স্নাইপার রাইফেল উদ্ধারের বিষয়টি বেশ বিরল বলে উল্লেখ করে মি আক্তার বলেছেন, “অস্ত্রটির গায়ে লেখা আছে এমকে ডাবল ওয়ান। এধরণের স্নাইপার রাইফেল পাওয়ার খবর আমি আগে কখনো দেখিনি।”
ইন্টারনেটে এই স্নাইপার রাইফেলটি নিয়ে একটু গবেষণা করে দেখা গেলো তার সাথে চট্টগ্রামের পাওয়া অস্ত্রটির ছবির কোনো মিল নেই।
সেনিয়ে মি আক্তার জানান, এটি পুরনো ধরনের এমকে ইলেভেন। সেনিয়ে সংশ্লিষ্টদের সাথে তিনি আলাপও করেছেন।
গত ছ’মাস ধরে এই বাড়িটিকে একজন ভাড়া নিয়েছিলো বলে জানা গেছে। তবে অভিযানের সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলো না।
মি আক্তার জানিয়েছেন, যাদের আটক করা হয়েছে তাদের সবাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ।
“এদের একজনের বাড়ি মহেশখালী, একজনের ফেনি আর একজনের বাড়ি কুড়িগ্রামে। এদের বয়স চব্বিশ পঁচিশের মতো। এরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছে।”
                 পুলিশ বলছে, আটক ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া                
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার মিরপুরে একটি কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ সক্রিয় ১৬ টি গ্রেনেড, বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও সুইসাইড ভেস্ট উদ্ধার করে।
সেখানে এগুলো বানানোর একজন প্রশিক্ষকও ছিলো বলে জানানো হয়েছে।
পরবর্তীতে পুলিশ মিরপুরের ঐ বাড়িটিকে 'বোমা তৈরির কারখানা' বলে জানায়।
এই অভিযানের মাত্র চারদিনের মাথায় হলো নতুন এই অভিযান।
নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রব খান বলেছেন, সেনা পোশাক উদ্ধার আর তা ব্যবহারের সম্ভাব্য উদ্দেশ্য কি সেটি বিশেষভাবে উদ্বেগের বিষয়।
তিনি বলেন, “ঢাকার কাফরুলে আর্মড পুলিশ ব্যটালিয়ন যেখানে পাহারা দিচ্ছিলো সেখানে আক্রমণ হয়েছে। আর চট্টগ্রামে নৌবাহিনীর সুরক্ষিত এলাকায় দুটি মসজিদে হামলা হয়েছে। সেখানেই উদ্বেগের বিষয়। কারণ সেনাবাহিনীর পোশাককে ক্যামোফ্লাজ হিসেবে ব্যবহার করে যদি তারা ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর উপর হামলা চালায় তা অত্যন্ত ভয়ের ব্যাপার হবে।”
“এর আগে সেনাবাহিনীর পোশাকের ব্যাপারটি দেখিনি। এখন হয়ত আইনশৃঙ্খলা বাহিনী পরীক্ষা করে দেখবেন এগুলো আসল না নকল। কিন্তু যেটাই হোক তাদের কি ইচ্ছা ছিলো সেটা সেটাই উদ্বেগের বিষয়।”
মি খান বলছেন, সবমিলিয়ে জঙ্গিদের কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ নতুন মাত্রার মুখোমুখি হচ্ছে।

২০১৫ সালে ইন্টারনেটে যেভাবে মিথ্যাচার হয়েছে

 
    গত কয়েক বছরের মতো ২০১৫ সালেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা এবং ভুল বিভিন্ন ছবি খুজে বের করা নিয়ে সাংবাদিকদের ব্যস্ত থাকতে হয়েছে।
২০১৫ সালে অনেক ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আদতে যেগুলো ছিল মিথ্যা এবং ভুল।
ইচ্ছাকৃতভাবে মিথ্যা ছবি তৈরি করা হয়েছে, কখনো কখনো সদ্য পাওয়া খবরের ক্ষেত্রেও এমনটা হয়েছে যেখানে খবরের সাথে সম্পর্ক নেই এমন ছবিও বহুবার শেয়ার করা হয়েছে ইন্টারনেটের সামাজিক মাধ্যমে।
আপনি কি এসব মিথ্যার জালে ধরা পড়েছিলেন?
নেপাল ভূমিকম্পের হৃদয়বিদারক ছবি
nepal quake fake               
গত এপ্রিলে নেপাল ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া ছবিগুলোর একটি এটি।
"নেপালে চার বছরের ভাই তার দুই বছরের বোনকে আগলে রাখছে" এই ক্যাপশনের সাথে ছবিটি ফেসবুক এবং টুইটারে শেয়ার হয়েছে অসংখ্যবার। তবে আসলে ছবিটি তোলা হয়েছে ২০০৭ সালে ভিয়েতনামের একটি প্রত্যন্ত গ্রাম থেকে।
নেপাল ভূমিকম্পের সময় সুইমিং পুলের ভিডিও
nepal fake
ভূমিকম্পের সময় ইউটিউব এবং ফেসবুকে কাঠমুণ্ডু্র একটি হোটেলের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ উল্লেখ করে একটি ভিডিও শেয়ার করা হয়।
কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও ভূমিকম্পের তীব্রতা দেখাতে গিয়ে ভিডিওটি ব্যবহার করা হয়। কিন্তু আদতে এই ভিডিওটি বেশ পুরনো। সম্ভবত: ২০১০ সালে মেক্সিকোতে ভূমিকম্পের সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল।
ইন্সটাগ্রামে ইউরোপে যাওয়ার পথ বর্ণনা করছেন একজন অভিবাসী
fakemigrant                           
গত গ্রীষ্মে ইন্সটাগ্রামে একজন অভিবাসীর সেনেগাল থেকে স্পেনে যাত্রার ছবি আসতে শুরু করে।
ডাকারের বাসিন্দা আবু দিউফের এসব সেলফি ইন্টারনেটে আলোড়ন তোলে এবং হাজার-হাজার মানুষ তাকে ফলো করতে শুরু করে।
তবে শেষপর্যন্ত ধরা পড়ে যে এই ছবিগুলো ছিল উত্তর স্পেনের একটি ফটোগ্রাফি উৎসবের প্রচারণা।
আইএস যোদ্ধার সাজে শরণার্থী?
syriarefugee1 fake
ইউরোপে শরণার্থী সংকটের সময় এই ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে।
"এই লোককে মনে পড়ে? গতবছর আইসিসের ছবিতে দেখা গিয়েছিল- এখন সে শরণার্থী" লেখেন একজন।
পরবর্তীতে ছবির এই ব্যক্তিকে লাইথ আল-সালেহ হিসেবে শনাক্ত করা হয়, যিনি বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত মধ্যপন্থী সিরীয় বিদ্রোহী গোষ্ঠি ফ্রি সিরিয়ান আর্মির একজন কমান্ডার। সিরিয়া থেকে পালিয়ে তিনি ২০১৫ সালের অগাস্টে সিরিয়া থেকে পালিয়ে মেসেডোনিয়ায় পৌছান।
ঈগলস অফ ডেথ মেটাল কনসার্টের ছবি
eagles
নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর এই খবরকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে।
গুরুতর কিছু মিথ্যার মধ্যে রয়েছে এই ছবিটি, যেটিকে সোশ্যাল মিডিয়ায় হামলার আগে বাটাক্লঁ কনসার্ট হলে ঈগলস অফ ডেথ মেটালের কনসার্টের ছবি হিসেবে উল্লেখ করা হয়।
আসলে ছবিটি তোলা হয়েছিল ডাবলিনে ব্যান্ডটির কনসার্টের সময়।
প্যারিসের ফাঁকা রাস্তা
parisstreets
আত্মঘাতি হামলার পর প্যারিসের ফাঁকা রাস্তার ছবি হিসেবে এই ছবিটি শেয়ার করা হয়।
কিন্তু আসলে এই ছবিটি তোলা হয়েছিল সাইলেন্ট ওয়ার্ল্ড নামের একটি ছবি সিরিজের অংশ হিসেবে।
এবং শেষে... এক স্বামীর চরম প্রতিশোধ
germancar fake               
বিবাহবিচ্ছেদের পর এক জার্মান ব্যক্তি তার সকল সম্পত্তি দুইভাগ করে বিক্রি করছেন এমন একটি খবরে অনেকেই বোকা হয়েছেন। গত জুনে ঐ ছবি দেখে অনেক গণমাধ্যমও প্রতিবেদন করে।
ইউটিউবে প্রায় ৪৫ লাখ বার দেখা হওয়ার পর জার্মান বার এসোসিয়েশন স্বীকার করে যে, তারা তাদের প্রচারণার অংশ হিসেবে মিথ্যা এই গল্পটি বানিয়েছিল।