শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

পঞ্চগড়ে মঠপ্রধান হত্যা: আটক 'হোতা'সহ আরও ৩ জন

Image copyrightFocus Bangla
Image captionপঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষকে রোববার হত্যা করার পর ঘটনাস্থলে মানুষের ভীড় (ফাইল চিত্র)
বাংলাদেশে রংপুরের পুলিশ বলছে তারা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি মঠের অধ্যক্ষকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিন ব্যক্তিকে আজ (শুক্রবার) গ্রেপ্তার করেছে।
রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন হত্যাকান্ডের প্রধান 'হোতা' সহ সন্দেহভাজন তিন 'জঙ্গিকে' এক অভিযানে তারা গ্রেপ্তার করেছে এবং তিনি বলছেন এরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ বা জেএমবির সদস্য।
বিবিসি বাংলার শায়লা রোকসানাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন গতরাতে রংপুর ও পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহার করা ছুরিসহ অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেছেন গ্রেপ্তার হওয়াদের মধ্যে ওই হত্যাকান্ডের মূল হোতা হিসাবে যাকে তারা সন্দেহ করছেন তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
Image copyrightAP
Image captionপুলিশ বলছে এর আগে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার সঙ্গে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতার প্রমাণ তারা পেয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ২১শে ফেব্রুয়ারি রোববার শ্রী শ্রী সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে।
ওই সময় তাঁর সহকারী গোপাল চন্দ্র রায়ও গুলিবিদ্ধ হন।
ঘটনার পরপরই পুলিশ দুজনকে আটক করেছিল এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ গতরাতের অভিযান চালায় বলে জানিয়েছে।
মি: কবির জানিয়েছেন মঠের অধ্যক্ষ হত্যার পুরো রহস্য তারা উদঘাটন করতে পেরেছেন।
তিনি বলেছেন এর আগে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা এবং দিনাজপুরে খ্রিষ্টান পাদ্রী ও হোমিও চিকিৎসককে হত্যার চেষ্টার ঘটনার সঙ্গে এই জঙ্গি গোষ্ঠিটি সম্পৃক্ত বলে তারা ধারণা করছেন।

ছাগল হিসাবে ঘাস খেয়ে অভিনব জীবনযাপন

Image captionব্রিটিশ ডিজাইনার সুইজারল্যান্ডের পাহাড়ে ছাগলের সাথে জীবন কাটালেন ছয়দিন।
ব্রিটেনের তরুণ এক কনসেপ্ট ডিজাইনার টমাস থোয়েটস্‌ ছয়দিন সুইজারল্যান্ডের পাহাড়ে ছাগল হিসাবে জীবন কাটালেন।
কল্পকাহিনি নয় এ কাহিনি সত্যি।
একটি গবেষণায় অংশ নিতে ছয়দিন মানুষের জীবন বাদ দিয়ে তিনি ছাগলের জীবন বেছে নিয়েছিলেন।
বিবিসির টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন জন্তুর জীবন বেছে নিতে কেন তিনি অনুপ্রাণিত হলেন আর ছাগলের জীবনযাপন করতে গিয়ে তাকে কীধরনের প্রযুক্তির সাহায্য নিতে হয়েছিল।
বিবিসিকে টমাস বলেন ‘‘একটা সময় আমার ভাল যাচ্ছিল না – বেশ মনমরা লাগছিল- আমার ভাইঝির কুকুরটার দেখাশোনা করছিলাম- কুকুরটা মহা উৎসাহে লাফাচ্ছিল – হৈচৈ করছিল- হঠাৎ মনে হল – ইস্‌ ওর মত যদি হতে পারতাম- সব ভুলে আনন্দে থাকতে পারতাম।’’
‘‘কেন জানি না মনে হল – মানুষ না হয়ে জন্তু হয়ে জন্মালেই ভাল হতো- শুরুটা সেখান থেকেই।’’
Image caption''কেন জানি না মনে হল – মানুষ না হয়ে জন্তু হয়ে জন্মালেই ভাল হতো- শুরুটা সেখান থেকেই''- বিবিসিকে টমাস থোয়েটস্।
টমাসের তখনই প্রথম মনে হল আসলে জীবজন্তুর জীবন- তাদের মনস্তত্ব- তাদের আচরণ ভালভাবে বুঝতে চান তিনি। একবার সরেজমিনে পরীক্ষা করে দেখতে চান মানুষের সাথে তাদের কতটা পার্থক্য।
‘‘আসলে ছোটবেলাতেও মাঝে মাঝে আমার মনে হতো – বিড়াল হয়ে জন্মালে কী মজা হতো- স্কুলে যেতে হতো না!’’
তার ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি ওয়েলকম ট্রাস্টের কাছে ফান্ডের জন্য আবেদন জানান । ট্রাস্টও টমাসকে তাদের চারুকলা তহবিল থেকে সামান্য কিছু অর্থ দেয় তার অভিনব এই পরীক্ষা চালানোর জন্য।
কিন্তু আর সব জন্তু ছেড়ে ছাগল কেন?
Image copyrightbbc
Image captionজীবজন্তুর মনস্তত্বসহ তাদের জীবন বোঝাই ছিল টমাসের মূল লক্ষ্য।
টমাস বলেছেন এর সহজ কোনো উত্তর নেই। তার গবেষণায় তিনি দেখেছিলেন নানা গুহা চিত্রে অর্ধ-মানব অর্ধ-পশুর নানাধরনের ছবি। সেখানে অর্ধেক-নর অর্ধেক ছাগলের ছবি ছিল অনেক। এর থেকে তার মনে হয়েছিল গুহা মানব কী জীব-জন্তুর আচরণের কোনো প্রতিফলন তাদের জীবনে দেখতে চাইত? তারা কী জীবজন্তুর কিছু আচরণ আয়ত্ত করতে চেয়েছিল? সেগুলো কী এটাই তিনি বুঝতে চেয়েছিলেন।
‘‘আমি সুইজারল্যান্ডে আল্পস্‌ পাহাড়ে একটা ছাগলের খামারে কিছুদিন সময় কাটালাম এই প্রকল্পের অংশ হিসাবে। যারা নকল হাত পা বানান তাদের দিয়ে আমি ছাগলের নকল পায়ের খুর বানালাম- চারপায়ে সহজে হাঁটার জন্য দুটো হাতে নকল বাড়তি অংশ লাগালাম। শুধু তাই নয় আমাকে যেহেতু কটা দিন শুধু ঘাস খেয়ে কাটাতে হবে – তাই সেলুলোজ হজম করার জন্য আমাকে শরীরে আলাদা পাকস্থলীও লাগাতে হল।’’
টমাস বলেন ছাগলের শারীরবিদ্যা, অ্যানাটমি, মনস্তত্ত্ব সব কিছু নিয়েই তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে।
তিনি বলেন, ‘‘এরপর শুরু হল ছাগলের সঙ্গে আমার বসবাস। ছাগলের খামারে ছাগলের সঙ্গে আমার মেলামেশা- খাওয়া-দাওয়া এবং ওঠাবসা- আমার ছাগলজীবন যাপন।’’
ব্রিটিশ তরুণ টমাস থোয়েটস্‌ ছাগলের জীবন বুঝতে ছাগল হিসাবে কাটিয়েছিলেন ছয় দিন।
তার কথায়, ‘‘আমি চেয়েছিলাম মনুষ্য জীবনের নানা গ্লানি, সমস্যা-মুক্ত হয়ে ক’টা দিন পশুর মত আনন্দে কাটাতে।’’

ফিফার নতুন প্রেসিডেন্ট হলেন জেয়ানি ইনফান্তিনো

Image captionফিফার নতুন প্রেসিডেন্ট জেয়ানি ইনফান্তিনো
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ডের জেয়ানি ইনফান্তিনো।
জুরিখে দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটিতে আরও তিনজন প্রার্থীকে হারিয়ে এই পদে বিজয়ী হয়েছেন সুইস এই আইনজীবী ।
মি: ইনফান্তিনো ইউরোপীয় ফুটবল সংস্থা ইউএফার বর্তমান প্রধান।
তিনি সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হলেন, দুর্নীতির অভিযোগ যিনি গতবছর প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান।
Image copyrightReuters
Image captionফিফার নজিরবিহীন অধিবেশনে শুক্রবার বেশ কিছু সংস্কার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।
উপস্থিতি প্রতিনিধিদের উদ্দেশ্যে তার বিজয় ভাষণে মিঃ ইনফান্তিনো ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন স্বচ্ছ্বতা ও সুশাসনের মাধ্যমে তিনি সংস্থার হৃতগৌরব ফিরিয়ে আনতে চান।
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটির আগে আজ শুক্রবার ফিফার এক নজিরবিহীন অধিবেশনে ফুটবলে দুর্নীতি ঠেকাতে এবং সংস্থার স্বচ্ছতা বাড়াতে ফিফা বেশ কিছু সংস্কার পরিকল্পনা অনুমোদন করে।
এসব সংস্কারের মধ্যে প্রেসিডেন্টসহ নির্বাচিত ফিফা কর্মকর্তাদের বিভিন্ন পদে থাকার সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং প্রেসিডেন্টের বেশ কিছু ক্ষমতা ছেঁটে দেওয়া হয়।