রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫

শরণার্থী ক্যাম্পে ইন্টারনেট, সাহায্য করবে ফেসবুক

    bbc                 মার্ক জুকারবার্গ                

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ঘোষণা করেছেন শরণার্থী ক্যাম্প গুলোতে ইন্টারনেট সেবা দিতে তিনি সাহায্য করবেন।
নিউইয়র্কে জাতিসংঘের একটি ফোরামে মি. জুকারবার্গ বলেন এটা শরণার্থীদের নানা সাহায্য পাওয়া এবং পরিবারের সাথে যোগাযোগ রাখতে সুবিধা হবে।
তিনি আরো বলেছেন "ফেসবুক একটি নতুন প্রচারণার অংশ হবে যেটা হবে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া"।
bbc
                 ক্রোয়েশিয়ার একটি শরণার্থী শিবির
"ইন্টারনেট এমন একটি সেবা জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে পূরণে সহায়তা করবে একই সাথে মানুষকে দারিদ্রমুক্ত করবে" বলে মন্তব্য করেন তিনি।
'কানেক্টিভিটি ডিক্লেরাশন' নামে ঐ প্রচারণায় স্বাক্ষর করেছেন বড় বড় তারকারা।
তাদের মধ্যে রয়েছেন রকস্টার বনো, অভিনেত্রী শার্লিজ থেরন। এছাড়া বিল গেটস, রিচার্ড ব্রানসন ও উইকিপিডিয়ার সহ প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস রয়েছেন।
বিশ্বে বর্তমানে তিনশ কোটি মানুষের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে।

এই প্রচারণাটা বলছে তারা ইন্টারনেট সংযোগ চারশো কোটি মানুষের কাছে নিয়ে যেতে চায়।

BBC BANGLA

নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখতে ঢাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান

 
              বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)       
         
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বিলম্বিত করার পর সে দেশের ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা এখন ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলের বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে তার আগেই মি. কামাল বলেছেন, নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ান বোর্ড ভ্রান্ত ধারণায় রয়েছে।
বাংলাদেশে থাকার সময়ে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তায় কোন বিঘ্ন হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
দুটো টেস্ট ও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে বিশ্বের অন্যতম ক্রিকেট শক্তি অস্ট্রেলিয়ার বাংলাদেশে পৌঁছানোর কথা সোমবারে।
তবে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এই সফর বিলম্বিত করার কথা জানিয়ে সে দেশের ক্রিকেট বোর্ড তাদের নিরাপত্তা প্রধান শন ক্যারলকে ঢাকায় পাঠিয়েছে।
মি. ক্যারল ঢাকায় এসে পৌঁছানোর আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ব্রিসবেনে সাংবাদিকদের বলেন, শুক্রবারে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে তাদের জানানো হয় যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের প্রতি হুমকি আছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।
        
এরপর অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের পরিকল্পনায় পরিবর্তন আনার জন্যেও তাদেরকে বলা হয় বলে তিনি জানান। মি. সাদারল্যান্ড বলেন, নিরাপত্তার বিষয়টিতেই তাকে সবচেয়ে বেশী মনোযোগ দিতে হয়েছে।
"আমাদের অবস্থান হলো, আমরা চাই সফরটি পরিকল্পনা মত এগিয়ে যাক। এটি খুব আকস্মিকভাবে এসেছে এবং আমাদেরকে এর প্রতি সাড়া দিতে হয়েছে। আমাদের খুবই ইচ্ছে সফরটি হোক, কিন্তু খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার" বলছিলেন মি. সাদারল্যান্ড।
শন ক্যারল ঢাকায় এসে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনে।
বোর্ডের কর্মকর্তারা বলছেন, সোমবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করার আগে তিনি আলোচনা করবেন বাংলাদেশের কয়েকটি নিরাপত্তা সংস্থার সঙ্গে।
তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে গণমাধ্যমে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেন নিরাপত্তার বিষয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আশ্বস্ত করেছেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধানকেও তিনি একই কথা বলবেন।
কিন্তু নিরাপত্তা ঝুঁকির বিষয়টি যেহেতু অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে তোলা হয়েছে, তাই এটি সামলানোর জন্যে বাংলাদেশ কী করবে, তা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন "আমরা স্পষ্ট করে বলছি নিরাপত্তার কোন সমস্যা হবে না। এটা পাকিস্তান নয়, আমাদের মানুষ জঙ্গিবাদ পছন্দ করেনা"।
এটি এখন পরিষ্কার যে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর আপাতত স্থগিত হয়ে গেছে।
জেমস সাদারল্যান্ড বলছেন, পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তার মানে হলো দলের যাত্রা পিছিয়ে গেছে। আর বিসিবির কর্মকর্তারা মনে করেন, এই সফরের ভবিষ্যৎ নির্ভর করবে শন ক্যারল কী রিপোর্ট দেবেন, তার ওপর।
 

সিরিয়ায় প্রথমবারের মত ফ্রান্সের বিমান হামলা।

    বিবিসি                 প্রথম বারের মত সিরিয়াতে ফ্রান্সের বিমান হামলা                

সিরিয়ায় প্রথমবারের মত ফ্রান্সের বিমান হামলা প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে এই অপারেশনে আঞ্চলিক সহযোগিদের সাথে ফ্রান্স সমন্বয় করছে।
এর আগে ফ্রান্স প্রতিবেশী ইরাকের ওপর বিমান হামলা করেছিল।
প্রেসিডেন্টের ভবন থেকে যে বিবৃতি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে “ আমাদের জাতীয় নিরাপত্তা যতবার হুমকির মুখে পরবে ততবার আমরা বিমান হামলা করবো”।
বিবিসিহামলার লক্ষ্যবস্তু ঠিক করতে আকাশে ফ্রান্সের বিমান                
এই মাসের শুরুতেই অবশ্য প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ বলেছিলেন তিনি সিরিয়াতে বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি সে সময় বলেছিলেন সিরিয়া থেকে ফ্রান্সে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি জোট সিরিয়া এবং ইরাকে এক বছরের বেশি সময় ধরে বিমান হামলা চালাচ্ছে।
এর আগে অবশ্য ফ্রান্স তাদের বিমান হামলার পরিধি শুধুমাত্র ইরাকের আকাশ সীমার মধ্যেই রেখেছিল।
আসাদের ক্ষমতা থেকে সরে আসার ব্যাপারে যুক্তরাজ্যের মত বদল
ফ্রান্সের এই বিমান হামলার ঘোষণা এমন এক সময়ে আসলো যখন আশা করা হচ্ছে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা ছেড়ে দেয়ার ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে বদ্ধপরিকর ছিলেন তার সেই অবস্থান থেকে সরে আসবেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘের যে অধিবেশন চলছে ধারণা করা হচ্ছে মি. ক্যামেরন এই সপ্তাহেই ঘোষণা দেবেন।
বিবিসি                 ২০১১ সাল থেকে দেশটিতে দুই লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে                
বলা হচ্ছে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মি. আসাদের মিত্র রাশিয়ার কাছ থেকে সমর্থন নিশ্চিত করার জন্য তিনি মি. আসাদকে ক্ষমতা থেকে সরে আসার বিষয়টিতে ছাড় দেবেন।
২০১১ সাল থেকে দেশটিতে দুই লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে।
চার লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া হয় এবং এদের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করছে
bbc bangla

নিখোঁজ শিক্ষার্থীদের স্মরণে মেক্সিকোর রাস্তায় জনতা

                     মেক্সিকোর রাস্তায় নিখোঁজ শিক্ষার্থীদের ছবি হাতে ন্যায়বিচারের দাবিতে স্বজেনরা                
 
মেক্সিকো থেকে ৪৩জন শিক্ষার্থীর হারিয়ে যাওয়ার ঘটনার এক বছর পূর্তীতে তাদের পরিবারের সদস্যরা আজ রাজধানীতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
ন্যায়বিচারের দাবিতে হারিয়ে যাওয়া সন্তানদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আসেন বাবা-মায়েরা।
প্রতিবাদ হিসেবে তারা ২৩ ঘণ্টা উপোষ করেন। তাদের সাথে যোগ দেন হাজারো মানুষ।
দেশটির সরকার বলছে, একটি অপরাধী চক্র ঐসব শিক্ষার্থীকে হত্যা করে পুড়িয়ে ফেলেছিল।
বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, এই শিক্ষার্থীরা না বুঝেই মাদক বহনকারী একটি বাসের নিয়ন্ত্রণ নিলে, অপরাধী চক্র তাদের হত্যা করে এবং সরকার তাদের বাঁচাতে কিছুই করেনি।
এই ঘটনার তদন্ত ভার আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে বিশেষ বিভাগকে দেয়ার দাবি জানিয়েছে নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মায়েরা।
হোসে এঞ্জেল নাম নিখোঁজ এক ছাত্রের বাবা বর্ণাঢ্য সান্টোস কাম্পোস বিবিসিকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা না যাবে, ততক্ষণ তাদের আন্দোলন চলবেই।
তিনি বলেন, যতক্ষণ তারা আমাদের নিখোঁজ সন্তানদের ফিরিয়ে দিতে না পারবে, অথবা এ বিষয়ে কোনও সদুত্তর না দেবে, ততক্ষণ এই লড়াই চলবে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন।
bbc bangla