মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

১০০ কোটি ব্যবহারকারীর ছয় সেবা

গুগলের নেক্সাস ফোনে প্রি ইনস্টল করা অ্যাপস।বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে গুগল। প্রতিদিন কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী গুগলের নানা সেবা ব্যবহার করেন। সম্প্রতি গুগলের প্রান্তিক আয় ঘোষণার সময় গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, প্লে স্টোর সেবাটি গুগলের ষষ্ঠ সেবা হিসেবে এক কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। এক কোটিরও বেশি ব্যবহারকারীর হিসেবে গুগলের ছয়টি সেবা হচ্ছে অ্যান্ড্রয়েড, ম্যাপস, সার্চ, ক্রোম, প্লেস্টোর ও ইউটিউব।
অ্যান্ড্রয়েড
গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ১৪০ কোটিরও বেশি। স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের বাজারে এটি শীর্ষে। এ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ১৬ লাখ অ্যাপ ছাড়াও অন্যান্য কনটেন্ট রয়েছে। গুগল নেক্সাস ব্র্যান্ডের অধীনে নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে থাকে।
ম্যাপস
গুগল ম্যাপস সেবাটি অনলাইন ম্যাপিং সেবা হিসেবে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। অনলাইনে সেবা হিসেবে এটি এখন অনেক জনপ্রিয় একটি সেবা। ওয়েবসাইট হিসেবে ব্যবহারের পাশাপাশি একাধিক প্ল্যাটফর্মে এটি অ্যাপ হিসেবেও পাওয়া যায়। ২০১৩ সালে এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হয়েছিল এবং অন্যতম দরকারি অ্যাপ হিসেবে এটি এখনো তালিকার ওপরের দিকে রয়েছে।
সার্চ
ইন্টারনেট সার্চের সমার্থক হয়ে গেছে গুগলের নাম। গুগলের সার্চ পেজটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট। প্রতিদিন ৩০০ কোটিরও বেশিবার গুগল সার্চে কোনো কিছু অনুসন্ধান করা হয়। ওয়েবের পাশাপাশি মোবাইল প্ল্যাটফর্মে অ্যাপ হিসেবেও এটি রয়েছে।
গুগল ক্রোম
গুগলের ক্রোম ব্রাউজারটিও এখন অনেক জনপ্রিয়। বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষ গুগল ক্রোম ব্যবহার করছেন। ডেস্কটপের পাশাপাশি মোবাইলেও এটি ব্যবহার করা যায় বলে বিভিন্ন প্ল্যাটফর্মে এ ব্রাউজারটি ব্যবহার করেন অনেকে। বর্তমানে ব্রাউজারের বাজারের ৪৫ শতাংশ ক্রোমের দখলে। গুগলের বর্তমান প্রধান নির্বাহী সুন্দর পিচাই গুগল ক্রোমের উন্নয়নে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন।
প্লেস্টোর
প্লে স্টোর হচ্ছে গুগলের অ্যাপ প্ল্যাটফর্ম। সম্প্রতি এ প্লাটফর্মটির ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়েছে। এই মার্কেটপ্লেস থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপস, গেমস, মুভি, বই নিতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অনেক অ্যাপ প্রি-ইনস্টল করা থাকে। এই অ্যাপ স্টোর থেকে বিভিন্ন কনটেন্ট ৫০ বিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
ইউটিউব
২০১৩ সালের মার্চ মাসে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পার হয়ে যায় ইউটিউব। এরপর থেকে গুগল আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। গুগল কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিদিন কোটি কোটি ঘণ্টা ইউটিউব ভিডিও দেখে মানুষ। গড়ে প্রতিজন মোবাইল ব্যবহারকারী প্রতিবার ৪০ মিনিট করে ইউটিউবে সময় কাটান। ৫০ শতাংশ ইউটিউব দর্শক আসে মোবাইল থেকে। prothomalo

মহাকাশে প্রতি সেকেন্ডে ৫০০ বোতল মদ ছাড়ছে ধূমকেতু ‘লাভজয়’

এভাবেই অনন্য সবুজাভ আভা ছড়িয়ে পৃথিবীকে বিদায় জানায় ‘লাভজয়’ ধূমকেতু। ছবি: নাসার সৌজন্যেলাভজয়ের কথা আকাশপ্রেমীরা নিশ্চয়ই ভুলে যাননি। পৃথিবীকে সম্প্রতি পাশ কাটিয়ে যাওয়া একটি ধূমকেতুর নাম, ‘লাভজয়’। সম্প্রতি লাভজয় সম্পর্কে বিস্ময়কর আরেকটি তথ্য জানালেন ফ্রান্সের গবেষকেরা। তাঁদের দাবি, ধূমকেতুটি মহাকাশে প্রতি সেকেন্ডে ৫০০ বোতলের মতো অ্যালকোহল বা মদ তৈরি করে চলেছে। এ ছাড়া সাধারণ চিনির মতো আরেকটি জৈব উপাদানও তৈরি করছে এটি।
গবেষকেদের দাবি, কোনো ধূমকেতুতে অ্যালকোহলযুক্ত পানীয়র মতো ইথাইল অ্যালকোহল পাওয়ার বিষয়টি প্রথমবারের মতো শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ছাড়াও জীবনের উদ্ভব ঘটার জন্য প্রয়োজনীয় জটিল জৈব অণুর উৎস যে ধূমকেতু হতে পারে, এই আবিষ্কারের ফলে এটার প্রমাণও পাওয়া গেল।
ফ্রান্সের প্যারিস অবজারভেটরির গবেষক নিকোলাস বিভার বলেন, ‘আমরা প্রত্যক্ষ করেছি যে ধূমকেতুটি যখন সবচেয়ে সক্রিয় থাকে তখন প্রতি সেকেন্ডে এ ধূমকেতু থেকে ৫০০ বোতলের মতো অ্যালকোহল নির্গত হয়।’
‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা দাবি করেছেন, লাভজয় ধূমকেতু থেকে ২১টি গ্যাসীয় উপাদানের পাশাপাশি দুটি জৈব উপাদানের সন্ধান পান তাঁরা। এর একটি হচ্ছে অ্যালকোহল, আরেকটি চিনি। গবেষকেরা বলেছেন, এই জটিল জৈব অণু গ্রহে গঠিত হয়, যা থেকে পাথুরে উপাদান তৈরি হতে পারে।
ধূমকেতু সৌরজগতের প্রাচীনতম এবং সবচেয়ে আদিম উপাদান। বিজ্ঞানীদের ধারণা, এই ধূমকেতুটি ৪৬০ কোটি বছর আগে জন্মেছে। এর আগে এ বছরের ২৪ জানুয়ারি আকাশে যাঁরা চোখ মেলেছিলেন, তাঁদের মধ্যে সৌভাগ্যবান অনেকে হয়তো খালি চোখেই লাভজয় (সি/২০১৪ কিউ২) ধূমকেতুটিকে দেখতে পেয়েছিলেন। তিন বছর ধরে এই ধূমকেতুটি জ্যোতির্বিদদের সম্মোহিত করে রেখেছিল। ২৪ জানুয়ারি পৃথিবীকে বিদায় জানায় এটি। এই ধূমকেতুটি আকাশপ্রেমীদের বিশেষ আকর্ষণ করেছিল এর অনন্য সবুজ আভার জন্য, যা একে অন্যান্য ধূমকেতুর চেয়ে পৃথক করে তুলেছিল। বিজ্ঞানীদের মতে, বিশেষ ডাইঅ্যাটমিক কার্বন গ্যাসের কারণেই লাভজয়ের এই সবুজাভ আভা দেখা গিয়েছিল।
ওই সময় গবেষকেরা জানিয়েছিলেন, ধূমকেতুটি এ বছরের ৩০ জানুয়ারি পেরিহেলিয়নে (সূর্যের সর্বোচ্চ কাছাকাছি) পৌঁছানোর পরই আট হাজার বছরের জন্য মহাশূন্যে হারিয়ে যাবে। ৭ জানুয়ারি এটি পৃথিবীর সর্বোচ্চ কাছ (৭ কোটি কিলোমিটার) দিয়ে অতিক্রম করেছিল। এটি ১১ হাজার বছর পরে পৃথিবীর এত কাছে এসেছিল। পৃথিবীকে দীর্ঘদিনের জন্য বিদায় জানিয়ে গেলেও বেশ কিছু তথ্য বিজ্ঞানীদের জন্য ছেড়ে গেছে লাভজয়।
অস্ট্রেলিয়ার শৌখিন জ্যোতির্বিদ টেরি লাভজয় ২০১১ সালের নভেম্বর মাসে এই ধূমকেতুটি আবিষ্কার করেন। তাঁর নামেই এই ধূমকেতুটির নাম। prothomalo

ভুমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে নিহত দেড় শতাধিক

 
    afghan quake
 
 
উত্তর পূর্ব আফগানিস্তানে এক শক্তিশালী ভুমিকম্পে নিহতের সংখ্যা দেড়শ' ছাড়িয়ে গেছে। পাকিস্তান, আফগানিস্তান, ভারত এবং তাজিকিস্তানে এ ভূকম্পন অনুভূত হয়।
পাকিস্তানের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুশিত এলাকাগুলোর এ ভুমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে এখন পর্যন্ত পাওয়া খবরে দেখা যাচ্ছে। পাকিস্তানে কমপক্ষে ৫১ জন এবং আফগানিস্তানে ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
উত্তর আফগানিস্তানের তাখান প্রদেশের রাজধানী তালুকানে ভুমিকম্পের সময় একটি মেয়েদের স্কুলের আতংকিত ছাত্রীদের হুড়োহুড়িতে অন্তত ১২ জন ছাত্রী নিহত এবং ২৫ জন আহত হয়।
আহতদের অনেকের অবস্থা সংকটজনক।
ghazni_earthquake
                 ভূমিকম্পে বিধ্বস্ত আফগান শহর গজনীর একটি ভবন
কুনার প্রদেশেও হাসপাতাল সূত্র সাতজন নিহত হবার কথা জানিয়েছে। এ ছাড়া জালালাবাদে ৫ জন এবং উত্তর বাদাথশানে একজন মহিলা নিহত হবার খবর নিশ্চিত করা হয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ দফতরের খবরে বলা হয় রিখটার স্কেলে সাত মাত্রারও বেশি শক্তিশালী ছিল এ ভূকম্পন।
তিনটি দেশেরই রাজধানীতে এই ভুমিকম্প অনুভূত হয়। এতে কাবুল, ইসলামাবাদ ও দিল্লির ভবনগুলো প্রায় মিনিটখানেক ধরে দুলতে থাকে।
রাওয়ালপিন্ডি ও পেশাওয়ার শহরের বেশ কিছু ভবন সম্পূর্ণ ভেঙে পড়েছে। পাকিস্তানের লাহোরে ভূকম্পনের সময় ফোন লাইন বিকল হয়ে পড়ে বলে বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন।
afghanistan_quake_map                 ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তরপূর্ব আফগানিস্তানে। ছবি ইউএসজিএস                
দিল্লিতে আতংকিত শত শত লোক এ সময় ছুটে রাস্তায় বেরিয়ে আসে। দিল্লির পাতাল রেল কিছুসময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বাসিন্দারা বলেছেন, এত শক্তিশালী ভুমিকম্প তারা এর আগে অনুভব করেননি।
আফগানিস্তানে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, হাসপাতালগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা বলছে, উত্তর পূর্ব আফগানিস্তানের পার্বত্য শহর ফৈজাবাদের ৭৫ কিলোমিটার দক্ষিণে এই ভুমিকম্পের কেন্দ্রবিন্দুটি ছিল। bbc

'গরু-ভেড়া-ছাগলের মাংস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়'

 
    beef red meat                           
গরু, ছাগল, ভেড়া বা শূকরের মাংস খাওয়া বা প্রক্রিয়াজাত করা মাংস খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে বলে এক জরিপে বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ক্যান্সার গবেষণা সংক্রান্ত আন্তর্জাতিক এজেন্সি তাদের এক গবেষণা রিপোর্টে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।
রিপোর্টে বলা হয়, প্রক্রিয়াজাত করা মাংস অর্থাৎ সসেজ, হ্যাম, সালামী বা হট ডগ জাতীয় খাবারকে 'কার্সিনোজেনিক' অর্থাৎ মানবদেহে ক্যান্সার সৃষ্টিতে সক্ষম বলে শ্রেণীভুক্ত করা যেতে পারে।
আর গবাদিপশুর মাংস অর্থাৎ 'রেড মিট' খাওয়াটা 'সম্ভবত' ক্যান্সার সৃষ্টি করতে পারে - এমন শ্রেণীভুক্ত করা হয় ওই রিপোর্টে।
জরিপে দেখা যাচ্ছে, প্রতিদিন মাত্র ৫০ গ্রাম করে প্রক্রিয়াজাত মাংস খেলেও অন্ত্রের ক্যান্সারের সম্ভাবনা ১৮ শতাংশ বেড়ে যায়।
red meat                           
তবে প্রক্রিয়াজাত নয় এমন লাল মাংসের ক্ষেত্রে চিত্রটা অত পরিষ্কার নয়। জরিপে বলা হচ্ছে গরু, ভেড়া বা শূকরের মাংস খেলে ক্যান্সার হতে পারে এমন 'সীমিত' প্রমাণ পাওয়া গেছে, তবে এর অন্য ব্যাখ্যাও করা সম্ভব।
সারা পৃথিবীর মাংস ব্যবসার সাথে সংশ্লিষ্টরা এই রিপোর্টে যে আদৌ খুশি হবেন না তার স্পষ্ট।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যারা মাংস খাচ্ছেন তাদের জানা উচিত যে মাংস খাওয়ার স্বাস্থ্যগত উপকারিত আছে ঠিকই - কিন্তু ঝুঁকিও আছে।
সুতরাং 'মাংস কম খান' - বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা এটাই। bbc

'শ্বেতাঙ্গ কাউকে হত্যার নির্দেশ দেন বড় ভাই': পুলিশ

 
   
                 চেজারে তাবেলা হত্যাকাণ্ডের স্থান
বাংলাদেশে ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেলাকে হত্যার ঘটনায় গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এর আগে আজ ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদসম্মেলনে বলা হয়, একজন শ্বেতাঙ্গ বিদেশীকে হত্যার জন্য কোন এক 'বড় ভাইয়ের' নির্দেশে ভাড়াটে খুনিরা এ ঘটনা ঘটায়।
পুলিশ এখন সেই 'বড় ভাইকে' খুঁজছে। কর্মকর্তারা বলছেন, শ্বেতাঙ্গ কোন বিদেশীকে টার্গেট করে সরকারকে চাপে ফেলার জন্যই ওই আক্রমণ চালানো হয়। গত ২৮শে সেপ্টেম্বর ঢাকার গুলশান এলাকায় ইতালির ঐ নাগরিককে গুলি করে হত্যার পর পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করে।
ইতালীয় নাগরিককে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া চারজনের মধ্যে একজন তামজীদ আহমেদ রুবেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাকি তিন জন রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন রাসেল এবং সাখাওয়াত হোসেন শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তদের আদালতে নেয়ার আগে সোমবার সকালে ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের দপ্তরে নিয়ে সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেয়া হয়।
সেখানেই এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া চারজনের গ্রেফতারের বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন কয়েকদিন ধরে অভিযান চালিয়ে গত রোববার চার জনকে গ্রেফতার করা সম্ভব হয়।
কিন্তু চারজনকে গত ১০ই অক্টোবর আটক করা হয়েছে বলে তাদের পরিবারের দেয়া তথ্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে জবাবে পুলিশ কমিশনার বলেছেন, অনেক আগে গ্রেফতারের ঐ তথ্য সঠিক নয়।
তিনি দাবি করেন, একজন কথিত বড় ভাইয়ের নির্দেশে ভাড়াটিয়া খুনি হিসেবে চার জনের মধ্যে তিন জনই সরাসরি জড়িত ছিল এবং একজন মোটর সাইকেল ধার দিয়েছিল। এই 'বড় ভাই' -এর পরিচয় নিশ্চিত করতে পারে নি পুলিশ, কর্মকর্তারা বলছেন, তাকে এবং তার পেছনের মদদদাতা করা তা খোঁজা হচ্ছে।
গত ২৮ শে সেপ্টেম্বর ঢাকার গুলশান এলাকায় সন্ধ্যায় যখন ইতালীয় নাগরিক চেজারে তাভেলাকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনা ঘটিয়ে দু’জন মোটর সাইকেলে পালিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীর বর্ণনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। পুলিশের সংবাদ সম্মেলনের আগে সেই মোটর সাইকেলও সেখানে আনা হয়েছিল। তবে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবহৃত অস্ত্র এবং কথিত 'বড় ভাই' সম্পর্কে তথ্য দিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া উল্লেখ করেছেন, চেজারে তাভেলা কোন সুনির্দিষ্ট টার্গেট ছিলেন না। সরকারকে চাপে ফেলার জন্য হত্যার টার্গেট ছিল কোন একজন শ্বেতাঙ্গ বিদেশী - প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য তারা পেয়েছেন।
হত্যাকান্ডের ঘটনার পর থেকেই সরকারের মন্ত্রীদের অনেকেই বলে আসছেন, দেশকে অস্থিতিশীল করার টার্গেট থেকে এই ঘটনা ঘটনো হয়েছে। এসব বক্তব্যে বিরোধীদল বিএনপি এবং জামায়াতের প্রতিও ইঙ্গিত দেয়া হচ্ছে। বিএনপি এসব অভিযোগ অস্বীকার করেছে।
রাজনৈতিক বক্তব্য নিয়ে কিছু বলতে চাননি পুলিশ কমিশনার। তবে তিনি বলেছেন, সরকারকে চাপে ফেলার জন্য হত্যাকান্ড ঘটানো হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যই তারা তুলে ধরেছেন। অন্যদিকে, জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট হত্যার দায় স্বীকার করেছে বলে যে খবর প্রকাশ হয়েছে, তা নাকচ করে দেন পুলিশ কমিশনার।
পুলিশের কর্মকর্তারা এটাও উল্লেখ করেছেন, পেশাদার খুনি দিয়ে ইতালীয় নাগরিককে হত্যা করা হয়েছে। আটককৃত ‘ভাড়াটে খুনিদের’ সাথে সেই কথিত বড় ভাই হত্যাকাণ্ডের জন্য টাকার বিনিময়ে মৌখিক চুক্তিবদ্ধ হয়েছিলেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আগে অর্ধেক টাকা ‘খুনিদের’ দেয়া হয়েছে। বাকি অর্ধেক পরে দেয়া হবে বলে সেই কথিত বড়ভাই জানিয়েছিলেন।
পুলিশ কমিশনার বলেন, “একজন কথিত বড়ভাই তাদের (আটক ব্যক্তিদের) বলেছে একজন বিদেশীকে খুন করতে হবে। সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সাহায্য নিয়ে নিশ্চিতভাবে অপরাধীদের সনাক্ত করা হয়েছে।"
পুলিশ বলছে, এই একই গ্রুপ রংপুরে একজন জাপানের নাগরিক হত্যা বা দু’দিন আগে তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনার সাথে জড়িত নয়। কিন্তু সবক’টি ঘটনার উদ্দেশ্য এবং পরিকল্পনাকারী অভিন্ন বলে পুলিশ ধারণা করছে।

রাসেলকে আটক করা হয় ১৫ দিন আগে: দাবি মায়ের

 
    tavella_police                           
বাংলাদেশে ইতালীয় নাগরিককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করার পর পুলিশ দাবী করছে, গতকাল ঢাকার বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়। কিন্তু আটককৃতদের একজনের মা দাবি করছেন, তার ছেলেকে আসলে আটক করা হয় ১৫ দিনেরও বেশি আগে - অক্টোবরের ১০ তারিখে।
আটককৃত চার ব্যক্তির একজন হলেন ঢাকার দক্ষিণ বাড্ডার বাসিন্দা রাসেল চৌধুরী (৩৩)। পুলিশ বলছে, ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গতরাতে আটক করা হয়।
কিন্তু তার মা আফরোজা আখতার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ডিবি পুলিশের লোক বলে পরিচয় দিয়ে তিন-চারজন লোক তার ছেলেকে ধরে নিয়ে যায় ১০ই অক্টোবর শনিবার সকাল ১১টায়।
তিনি বলেন, পুলিশ বলছে গতকাল গুলশান থেকে রাসেলকে আটক করেছে, কিন্তু তা ঠিক নয় বলে দাবি করেন তিনি।
বিবিসি বাংলার মিজানুর রহমান খানকে দেয়া সাক্ষাৎকারে আফরোজা আখতার বলেন, ওই লোকেরা ছিলেন সাদা পোশাকে - তবে একজনের কাছে একটি পিস্তল ছিল বলে তিনি দেখেছেন। তারা কোন গ্রেফতারি পরোয়ানা দেখাননি. শুধু বলেন একটি 'ইনকোয়ারির' কাজে তারা রাসেলকে নিয়ে যাচ্ছেন। কি অভিযোগের তদন্ত - তা জানতে চাইলেও তারা বলেন নি বলে জানান আফরোজা আখতার।
"তারা ঘরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালান, এবং তার পর একটি কাগজে রাসেলের বাবা এবং আরেকজনের স্বাক্ষর নিয়ে রাসেলকে নিয়ে যান। তার আগে তারা রাসেলকে প্রশ্ন করেন যে সে ছাত্রদল বা যুবদল করে কিনা। রাসেল তাদের জানায় যে সে কোন দল করে না।"
tavella police
আফরোজা জানান, ডিবি পুলিশের পরিচয়দানকারীরা একটি টেলিফোন নাম্বার দিয়ে গিয়েছিলেন যাতে ফোন করে প্রথম কয়েকদিন তারা জানতে পারেন যে রাসেল ভালো আছে। তারা ডিবি অফিসেও গিয়েছিলেন, সেখান থেকে তাদের থানায় জিডি করতে বলা হয়। তবে জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করে নি বলে অভিযোগ করেন আফরোজা আখতার।
পুলিশ আজ এক সংবাদ সম্মেলনে জানায়, ইটালীয় নাগরিক চেজারে তাভেলা হত্যাকাণ্ডের ঘটনায় রাসেল চৌধুরী সহ চারজনকে আটক করা হয়।
তাদের আটক করার দিন তারিখ নিয়ে আটককৃতদের পরিবারের লোকেরা যা বলছেন, তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে জবাবে পুলিশ কমিশনার বলেছেন, অনেক আগে গ্রেফতারের ঐ তথ্য সঠিক নয়।
পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, আটক ব্যক্তিরা ভাড়াটে খুনী হিসেবে একজন কথিত 'বড় ভাইয়ের নির্দেশে' এই হত্যাকাণ্ড চালিয়েছে। “আমরা সেই কথিত বড় ভাইকে খুঁজছি। এই বড়ভাই-এর পেছনে মদদদাতা কারা সেটিও আমরা চিহ্নিত করার চেষ্টা করছি।”
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আগে অর্ধেক টাকা ‘খুনিদের’ দেয়া হয়েছে। বাকি অর্ধেক পরে দেয়া হবে বলে সেই কথিত বড়ভাই জানিয়েছিলেন।
পুলিশ কমিশনার বলেন, “একজন কথিত বড়ভাই তাদের (আটক ব্যক্তিদের) বলেছে একজন বিদেশীকে খুন করতে হবে।”
তিনি জানান সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সাহায্য নিয়ে নিশ্চিতভাবে অপরাধীদের সনাক্ত করা হয়েছে।
গত ২৮শে সেপ্টেম্বর ঢাকার গুলশানে একটি বিদেশী প্রতিষ্ঠানের কর্মী চেজারে তাভেলাকে গুলি করে হত্যা করা হয়।

ঢাকাসহ বাংলাদেশের বিমানবন্দরগুলোয় জোর নিরাপত্তা

 
                     হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর।                
বাংলাদেশের প্রধান বিমানবন্দর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশটির সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবিসিকে বলেছেন, বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেয়ার আগে স্বরাষ্ট্র ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মধ্যে এক বৈঠকে নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে দেখা হয়।
কর্মকর্তারা বলছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এর অংশ হিসেবে বিমানবন্দরের মূল টার্মিনাল ভবনে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, বাড়তি তল্লাশীর মুখোমুখি হচ্ছেন যাত্রীরাও।
গতরাত থেকে এই নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ বলছে নাশকতার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বছরে প্রায় ৫০ লক্ষ যাত্রী বাংলাদেশের এই প্রধান বিমানবন্দরটি ব্যবহার করেন, যার মধ্যে ৪০ লক্ষই আন্তর্জাতিক গন্তব্যের যাত্রী। আর এর মধ্যে রয়েছেন বিদেশী যাত্রীরাও।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলছেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কড়াকড়ি আরোপ করা হয়েছে –
বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী নাগরিক হত্যা এবং ঢাকায় শিয়া সম্প্রদায়ের মূল কেন্দ্র হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বিস্ফোরণের ঘটনার পর বিমানবন্দরগুলোতে নিরাপত্তা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে তা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। এই সিদ্ধান্ত নেয়ার আগে তাঁর ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননের মধ্যে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে মি. কামাল জানান।
অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন, দু’জন ভিনদেশী নাগরিক হত্যার পর বিশেষ করে বিদেশীদের মধ্যে একধরণের নিরাপত্তাহীনতার বোধ তৈরী হয়েছে। শিয়া স্থাপনায় হামলার ঘটনার পর নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। আর এরপর ঢাকায় কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস তাদের নাগরিকদের চলাচলে সতর্ক হতে আবারো নির্দেশনা দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সার্বিকভাবেই সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, তবে বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তার ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
বিমানবন্দরে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো কতদিন বজায় থাকবে, সে ব্যাপারে কর্মকর্তারা ঠিক নিশ্চিত নন।
ঢাকায় পুলিশের কর্মকর্তারা বলছেন, সব কিছুই নির্ভর করবে গোয়েন্দা তথ্যের ওপর।
কয়েক সপ্তাহ আগে শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশের একটি অভ্যন্তরীণ এয়ারলাইন্সের চট্টগ্রামগামী ফ্লাইটে বোর্ডিং পাস ছাড়াই একজন নারী উঠে পড়ে।
বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিষয়টি নজরে আসে এবং সেই নারীকে পুলিশে হস্তান্তর করা হয়।
জ্ঞিজাসাবাদের পর সেই নারীকে ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে চিহ্নিত করা হয়।
তবে সেই ঘটনার পরে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

তাভেলা হত্যাকান্ডে কথিত বড় ভাইকে খুঁজছে পুলিশ

 
   
                 চেজারে তাবেলা হত্যাকাণ্ডের স্থান
পুলিশ দাবী করছে ভাড়াটে খুনিদের মাধ্যমেই ইটালিয় নাগরিক চেজারে তাভেলাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কোন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা নেই।
আজ এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন আটক ব্যক্তিরা একজন কথিত বড় ভাইয়ের নির্দেশে এই হত্যাকাণ্ড চালিয়েছে।
তবে এই ‘ বড়ভাই-এর’ পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
পুলিশ কমিশনার জানিয়েছেন ,পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এই এই চারজনকে গতকাল ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটিও পুলিশ জব্দ করেছে।
পুলিশ কমিশনার বলেন, “ আমরা সেই কথিত বড় ভাইকে খুঁজছি। এই বড়ভাই-এর পেছনে মদদদাতা কারা সেটিও আমরা চিহ্নিত করার চেষ্টা করছি।”
আটককৃত ‘ভাড়াটে খুনিদের’ সাথে সেই কথিত বড়ভাই হত্যাকাণ্ডের জন্য টাকার বিনিময়ে মৌখিক চুক্তিবদ্ধ হয়েছিলেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আগে অর্ধেক টাকা ‘খুনিদের’ দেয়া হয়েছে। বাকি অর্ধেক পরে দেয়া হবে বলে সেই কথিত বড়ভাই জানিয়েছিলেন।
পুলিশ কমিশনার বলেন, “ একজন কথিত বড়ভাই তাদের (আটক ব্যক্তিদের) বলেছে একজন বিদেশীকে খুন করতে হবে।”
তিনি জানান সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সাহায্য নিয়ে নিশ্চিতভাবে অপরাধীদের সনাক্ত করা হয়েছে।
পুলিশ কমিশনার জানান চেজারে তাভেলাকে টার্গেট করে খুন করা হয়নি। তিনি দাবী করেন একজন পশ্চিমা নাগরিককে হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই ছিল এর লক্ষ্য।
তবে কারা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে বিষয়টি ব্যাখ্যা করেননি তিনি।
তিনি বলেন পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেফতার করেছে। গোয়েন্দা পুলিশের দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তারা এই তদন্ত তদারকি করেছে বলে তিনি উল্লেখ করেন।
গত ২৮শে সেপ্টেম্বর ঢাকার গুলশানে চেজারে তাভেলাকে গুলি করে হত্যা করা হয়।
তিনি ঢাকায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
সেই হত্যাকাণ্ডের পর একটি ওয়েবসাইটে দাবী করা হয়েছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট চেজারে তাবেলা হত্যার ‘দায় স্বীকার’ করেছে।
কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনে ইসলামিক স্টেট’র জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। bbc

আফগানিস্তানে আঘাত হেনেছে শক্তিশালী ভুমিকম্প

 
    afghanistan_quake_mapভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তরপূর্ব আফগানিস্তানে। ছবি ইউএসজিএস  
              
উত্তর পূর্ব আফগানিস্তানে এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে, যা পাকিস্তান ও ভারতেও অনুভূত হয়েছে। প্রাথমিক খবরে জানা যাচ্ছে, রিখটার স্কেলে সাত মাত্রারও বেশি শক্তিশালী এ ভূকম্পনে পাকিস্তানে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
তিনটি দেশেরই রাজধানীতে এই ভুমিকম্প অনুভূত হয়। এতে কাবুল, ইসলামাবাদ ও দিল্লির ভবনগুলো প্রায় মিনিটখানেক ধরে দুলতে থাকে।
এসময় পাকিস্তানের লাহোর শহরে ফোন লাইন বিকল হয়ে পড়ে বলে বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন।
দিল্লিতে আতংকিত শত শত লোক এ সময় ছুটে রাস্তায় বেরিয়ে আসে। দিল্লির পাতাল রেল কিছুসময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বাসিন্দারা বলেছেন, এত শক্তিশালী ভুমিকম্প তারা এর আগে অনুভব করেননি।
আফগানিস্তানে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, হাসপাতালগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা বলছে, উত্তর পূর্ব আফগানিস্তানের পার্বত্য শহর ফৈজাবাদের ৭৫ কিলোমিটার দক্ষিণে এই ভুমিকম্পের কেন্দ্রবিন্দুটি ছিল।

আরো ১ লক্ষ অভিবাসীর জন্য আশ্রয়কেন্দ্র হবে: ইইউ

 
    eu migrants
 
 
মধ্য ইউরোপ ও বলকান দেশগুলোর নেতারা আরো এক লক্ষ অভিবাসীর থাকার জন্য সাময়িক আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে একমত হয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়াসহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে এখনও প্রতিদিন গড়ে কয়েক হাজার করে অভিবাসী গ্রীস হয়ে বা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসছে। এদের অধিকাংশই বলকান দেশগুলোর ভেতর দিয়ে কয়েকশ' মাইল পথ পাড়ি দিয়ে জার্মানিতে আশ্রয় নিতে চায়।
এ প্রেক্ষাপটেই ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের এক জরুরি বৈঠকে এই আশ্রয়কেন্দ্র নির্মাণসহ বেশ কিছু পদক্ষেপের ব্যাপারে ঐকমত্য হয়।
পরিকল্পনায় স্লোভেনিয়া ও গ্রীসের সীমান্ত সুরক্ষিত করতে শত শত পুলিশ পাঠানোর কথাও রয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা উন্নত করতেও অঙ্গীকার করে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ ইয়ুংকার বলেন, বিভিন্ন দেশ যেভাবে অভিবাসীদেরকে নিজেদের ভুখন্ডের ভেতর দিয়ে অন্য দেশে চলে যেতে দিচ্ছে - তা বন্ধ করাই শুঙ্খলা প্রতিষ্ঠার একমাত্র উপায়।

পোল্যান্ডের নির্বাচনে বিরোধী রক্ষণশীল দল জয়ের পথে

 
    বিজয়ী                 বুথ ফেরত জরিপের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী পদপ্রার্থির বিজয় উদযাপন।                 
পোল্যান্ডের সংসদ নির্বাচনে বিরোধী রক্ষণশীল দল ল এন্ড জাস্টিস পার্টি নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
বুথ ফেরত ভোটারদের উপর চালানো জরিপে দেখা যাচ্ছে, ল এন্ড জাস্টিস পার্টি সরকার পরিচালনার জন্য যথেষ্ট আসন পেয়েছে।
তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৯ শতাংশ। পোল্যান্ডের গ্রামাঞ্চলে এই দলটির ব্যাপক জনসমর্থন রয়েছে।
বুথ ফেরত ভোটারদের উপর জরিপ যদি সঠিক প্রমাণিত হয় ,তাহলে দেশটিতে ১৯৯০ সালে গণতন্ত্র প্রবর্তনের পর এই প্রথম কোন রাজনৈতিক দল সরকার চালানোর জন্য যথেষ্ট আসন পেতে যাচ্ছে।
সম্ভাব্য বিজয়ী দলের নেতা বলছেন ,তার দল আইনের শাসন প্রতিষ্ঠা করবে কিন্তু কোন প্রতিশোধ নেবার পথে হাঁটবে না।
পোল্যান্ড থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন,ল এন্ড জাস্টিস পার্টির বিজয়ের মূল কারণ হচ্ছে এই দলটি নিম্নবিত্তদের জন্য খুব সহজ এবং সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ঘোষণা করেছে।
বিজয়                  প্রধানমন্ত্রী পদপ্রার্থিকে অভিনন্দন জানাচ্ছেন ল এন্ড জাস্টিস পার্টির প্রধান।                 
নির্বাচনের আগে দলটি শিশুদের জন্য অধিক সুবিধা এবং নিম্নবিত্তদের জন্য আয়কর সুবিধা দেবার কথা ঘোষণা করেছিল।
পোল্যান্ডে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন হলেও অনেকে সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
গত আট বছর ধরে প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়া এবং নানা কেলেঙ্কারির জন্য বর্তমান ক্ষমতাসীন দলের প্রতি অনেকেই ক্লান্ত হয়ে উঠেছিলেন।
এজন্য ভোটারদের সাথে তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়।
এছাড়া ইউরোপে শরণার্থী সংকটের ইস্যুটিও নির্বাচনে বড় ধরনের বিতর্কের বিষয় ছিল। সরকার সাত হাজার শরণার্থী নেবার ঘোষণা দিলেও বিরোধী দল তার বিরোধিতা করেছে।
পোল্যান্ডের ক্ষমতাধর রোমান ক্যাথলিক চার্চের সাথে নির্বাচনের সম্ভাব্য বিজয়ী ল এন্ড জাস্টিস পার্টি ঘনিষ্ঠতা রয়েছে।
তারা গর্ভপাতের বিরোধী । এছাড়া রাশিয়ার হুমকি মোকাবেলায় শক্তিশালী নেটোর প্রয়োজন রয়েছে বলে দলটি মনে করে। bbc

তুরস্ক জুড়ে একটাই প্রশ্ন : এখন তাহলে কটা বাজে?

 
    clock                            
গোটা তুরস্ক জুড়ে এখন সময় নিয়ে চরম বিভ্রান্তি। নানা বিরোধে ও সংঘাতে দীর্ণ তুরস্কের বাসিন্দারা এখন একটা ব্যাপারেই ঐক্যবদ্ধ, আর তা হল তাদের সবারই একটাই প্রশ্ন, ‘এখন ঠিক কটা বাজে?’
এই বিভ্রান্তির মূলে আছে তুরস্ক সরকারের একটি সিদ্ধান্ত - যাতে তারা গ্রীষ্মকালীন বা ডে-লাইট সেভিং টাইমকে আরও কিছুদিনের জন্য বাড়িয়ে দিয়েছে।
বাকি ইউরোপের সঙ্গে তুরস্কেও অক্টোবরের শেষ রবিবার মধ্যরাতের কিছু পরেই ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া বা ‘ফল ব্যাক’ করার কথা ছিল।
কিন্তু তুরস্ক সরকার শেষ মুহুর্তে স্থির করেছে, এই প্রক্রিয়াটা করা হবে আসন্ন নির্বাচনের পর – যাতে ভোটাররা দিনের আলোর সুবিধাটা ১লা নভেম্বর ভোটের দিনে বেশি সময়ের জন্য নিতে পারেন।
ভোটপর্ব মিটে যাওয়ার পরের রবিবার, অর্থাৎ ৮ নভেম্বর মধ্যরাতের পর সময় পেছোনোর প্রক্রিয়া কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে, অর্থাৎ নির্ধারিত সময়ের ঠিক দুসপ্তাহ পর।
কিন্তু সারা দেশে বহু ঘড়িতেই এই নতুন ফরমান কার্যকর করা যায়নি – তারা রীতিমাফিক কাঁটা এক ঘন্টা পিছিয়ে দিয়েছে পূর্বনির্ধারিত সময়েই, আর সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত।
erdogan                 তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এর্দোয়ান                
তুরস্কে সরকারিভাবে এখনও ডে লাইট সেভিং টাইম চালু থাকলেও বুলগেরিয়া, লিথুয়ানিয়া বা ইউক্রেনের মতো যে দেশগুলো ইস্টার্ন ইউরোপীয়ান টাইম (ইইটি) অনুসরণ করে তারা কিন্তু যথারীতি ঘড়ির কাঁটা যথাসময়েই পিছিয়ে দিয়েছে।
ফলে সোশ্যাল মিডিয়াতে ঠাট্টা করে অনেকে লিখছেন, তুরস্ক এখন ইইটি-তে নয়, বরং ইইএসটি-তে চলছে – অর্থাৎ কিনা যাকে বলে ‘এর্দোয়ান ইঞ্জিনিয়ার্ড স্ট্যান্ডার্ড টাইম’।
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এর্দোয়ান-কে ব্যঙ্গ করে অনেকেই দেশের নতুন এই সময়কে ‘এর্দোয়ান টাইম’ বলেও ডাকছেন।
হ্যাশট্যাগ #saatkac, যার অর্থ হল ‘এখন কটা বাজে?’ এই মুহুর্তে তুরস্কে টুইটার ব্যবহারকারীদের মধ্যে দারুণ ট্রেন্ড করছে – সবাই সেখানে নিজেদের বিভ্রান্তি প্রকাশ করছেন।
কিন্তু আগামী দুসপ্তাহের জন্য তুরস্ককে এখন এই ঘড়ির গন্ডগোলের মধ্যে দিয়েই পেরোতে হবে!bbc