‘‘সিগারেট কিনতে চান না রোগ কিনতে চান’’- দক্ষিণ কোরিয়ায় ধূমপান বন্ধে সরকারের নতুন এক প্রচারণা ভিডিও নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন ধূমপায়ীরা।
কোরিয়া টাইমস-কে উদ্ধৃত করে বিবিসির মনিটরিং বিভাগ খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে লোকে সিগারেটের দোকানে গিয়ে কোনো বিশেষ ব্র্যান্ডের সিগারেটের বদলে কিনতে চাইছে বিশেষ কোনো রোগ ।
‘‘আমাকে একটু ফুসফুসের ক্যান্সার দেবেন?’’
হাত বাড়িয়ে দোকানদারের কাছ থেকে সিগারেটের প্যাকেটটা নেওয়ার আগে ক্রেতার প্রশ্ন ছিল এমনটাই।
‘‘ধূমপান একটি অসুখ’’- সরকারের এই ধূমপান বিরোধী প্রচারণার অংশ হিসাবে ১৬ই নভেম্বর থেকে দেখানো হচ্ছে ৪৪ সেকেন্ডের এই ভিডিওটি।
কিন্তু ‘‘আই লাভ স্মোকিং’’ - ‘‘আমি ধূমপান-প্রেমী’’ নামে ধূমপায়ীদের একটি বিরাট অনলাইন গোষ্ঠি এই ভিডিও প্রকাশে প্রতিবাদে সোচ্চার হয়েছে। তারা এর আগেও সরকারি নীতিকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিল।
‘‘মন্ত্রণালয়ের এই ভিডিও-র ভাষা সীমা ছাড়িয়ে গেছে,’’ গোষ্ঠিটি মন্তব্য করেছে তাদের এক বিবৃতিতে।
তারা বলছে সরকার তামাকজাত দ্রব্যের ওপর আরোপিত কর থেকে বিশাল অঙ্কের রাজস্ব আয় করে।
‘‘ধূমপান যদি একটা অসুখ হয়- তাহলে মদ্যপানও অসুখ- কারণ মদ্যপান যকৃতের ক্ষতি করে। চটজলদি খাবার খাওয়াও অসুখ- কারণ এসব খাবার মানুষকে অত্যধিক মোটা করে দেয়।’’
গোষ্ঠিটি বলছে ধূমপায়ীদের প্রতি বৈষম্য এই প্রচারণা ভিডিও। তাদের একঘরে করে দেখানোর এটা একটা সরকারি প্রয়াস। তারা চায় এই বিজ্ঞাপন ভিডিও তুলে নেওয়া হোক।
তারা এর বিরুদ্ধে প্রতিবাদ আরো জোরদার করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় শতকরা ৪৪ ভাগ মানুষ ধূমপান করে।
জানুয়ারি মাসে সরকার সিগারেটের দাম প্রায় দ্বিগুণ বাড়ায় এবং সব রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করে।bbc
আইএসের নামে প্রচারণা ও হুমকি দেয়ার অভিযোগে আবদুল হক ও নাহিদ হোসেন নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে
আইএস ও আনসারুল্লাহ বাংলা টিমের নামে প্রচারণা ও হুমকি দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ।
তাদের একজন ''জিহাদী জন'' পরিচয়ে ফেসবুক পেজ খুলে আইএসের প্রচারণা চালাতো বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে ‘জিহাদি জন’ নামে পরিচয়ে আইএসের প্রচারণা চালানোর অভিযোগে নাহিদ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে আইএস পরিচয়ে ইন্টারনেটে বিভিন্ন আইডি খুলে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে আবদুল হক নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোঃ. মনিরুল ইসলাম বলেন, একটি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান বিভাগের শিক্ষার্থী নাহিদ হোসেন ইন্টারনেটে পড়াশোনা করে জিহাদে উদ্বৃত্ত হয়ে ওঠে। পরে আইএসের লোগোসহ ইসলামিক স্টেট দাওলা আল ইসলামিয়া নামের একটি ফেসবুক পেজ খুলে উস্কানিমুলক বক্তব্য প্রচার করছিল।
তিনি ‘জিহাদি জন’ ‘ খালিদ বিন ওয়ালিদ’ নামেও নিচের পরিচয় দিয়েছে।
প্রযুক্তি ব্যবহার করে ঢাকার বাড্ডা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে আবদুল হক আইএস ও আনসারুল্লাহ বাংলা টিম নাম ব্যবহার করে একাধিক বুদ্ধিজীবী ও রাজনীতিবিদকে হুমকি দিয়েছেন। পরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়ে বার্তা পাঠাতো আবদুল হক।
তিনিও জামায়াতে ইসলামীর একজন কর্মী বলে পুলিশ জানিয়েছে।
সম্প্রতি কয়েকজন বিদেশী নাগরিকের হত্যাকাণ্ডের পর আইএস নামে দায়িত্ব স্বীকার করা হয় বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।
তবে বাংলাদেশের কর্তৃপক্ষ বরাবরই দাবি করছে, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই।
নুয়ান কুলাসেকারা, আশার জাইদি আর আবু হায়দারের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বরিশাল বুলস। ছোট লক্ষ্য পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোনো ভুল করেনি। মাহমুদুল হাসান, মারলন স্যামুয়েলসরা দলকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন।
বুধবারের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতে ৮৯ রানে অলআউট হয়ে যায় বরিশাল। বিপিএলে আগে ব্যাট করে এটাই সর্বনিম্ন রান।
জবাবে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। টানা দ্বিতীয় জয় পেল মাশরাফি বিন মুর্তজার দল। অন্য দিকে প্রথমবারের মতো হারল বরিশাল।
চলতি আসরের তৃতীয় ম্যাচে এসে প্রথম রান পেলেন ইমরুল কায়েস। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ব্যাটসম্যান অবশ্য বেশি দূর যেতে পারেননি। ১৩ রান করে আল আমিন হোসেনের বলে সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
আগের দুই ম্যাচের ব্যর্থতায় বাদ পড়া লিটন দাসের জায়গায় ইমরুলের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন মাহমুদুল। স্যামুয়েলসের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন তিনি। কেভন কুপারের বলে মাহমুদউল্লাহকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৩১ রান করেন মাহমুদুল।
শুভাগত হোম চৌধুরীকে (অপরাজিত ১২) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন স্যামুলেস (অপরাজিত ২৩)।
এর আগে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন কুলাসেকারা। চলতি আসরে প্রথমবারের মতো খেলতে নামা শ্রীলঙ্কার এই পেসার পরপর দুই বলে ফিরিয়ে দেন শাহরিয়ার নাফীস ও ব্রেন্ডন টেইলরকে।
শাহরিয়ার, টেইলর ক্যাচ দেন উইকেটরক্ষক ধীমান ঘোষের গ্লাভসবন্দি হন। টানা তিন ম্যাচে দুই অঙ্কে যেতে ব্যর্থ হলেন টেইলর।
পরপর দুই ওভারে মাহমুদউল্লাহ আর রনি তালুকদারকে ফিরিয়ে বরিশালের বিপদ আরও বাড়ান বাঁহাতি পেসার হায়দার। বোল্ড হয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ আর ফিরতি ক্যাচ দেন উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার (১৭)।
সাব্বির, নাদিফ চৌধুরী, সেকুগে প্রসন্নরা ছিলেন বলে তখনও লড়াইয়ের পুঁজির আশা বেঁচে ছিল বরিশালের। সেই স্বপ্নে বড় একটা ধাক্কা দেন বাঁহাতি স্পিনার আশার জাইদি, তিন ব্যাটসম্যানকেই ফিরিয়ে দেন তিনি।
আগের দুই ম্যাচের মতো এবারও দুই অঙ্কে পৌঁছেই ফিরে যান সাব্বির (১০)। মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় শুভাগত হোম চৌধুরীর হাতে ধরা পড়েন সেকুগে। আগের দুই ম্যাচে দলকে পথ দেখানো নাদিফ হন বোল্ড।
রনি-সাব্বির ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল কেভন কুপার। তার ২২ রানের পরও বিব্রতকর রেকর্ড এড়াতে পারেনি বরিশাল। বিপিএলের তিন আসর মিলিয়ে প্রথমে ব্যাট করে সবচেয়ে কম রান করার রেকর্ডটি এখন এই দলটিরই।
কুলাসেকারা ৮ রানে নেন তিন উইকেট। জাইদি তিন উইকেট পেতে খরচ করেন ১৬ রান। তরুণ হায়দার দুই উইকেট নেন ২১ রানে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট মন্থর আর নিচু হয়ে যাচ্ছিল বলে এই লক্ষ্য খুব সহজ ছিল না। আগের ম্যাচেই ১০৯ রানের লক্ষ্য দিয়েও বরিশাল জেতায় লড়াইয়ের আভাস ছিলই। তবে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় কুমিল্লা।
বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্ক আর রাশিয়ার মধ্যে উত্তেজনা শুরু হয়েছে
সিরিয়া-তুরস্কে সীমান্তে ভূপাতিত জেট বিমানের ক্রুদের উদ্ধার করতে গিয়ে রাশিয়ার একজন মেরিন সেনা নিহত হয়েছে।
উদ্ধার অভিযানে যাওয়া দুইটি হেলিকপ্টার লক্ষ্য করে সিরিয়ার বিদ্রোহীরা গুলি করলে এই ঘটনা ঘটে।
জরুরী অবতরণের পর একটি হেলিকপ্টারে মর্টার হামলায় আগুন লেগে যায় বলেও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।
ভূপাতিত জেট বিমানটির দুই পাইলটকেও গুলি করে হত্যার দাবি করেছে বিদ্রোহীরা। তবে বাকি ক্রুদের ভাগ্যে কি ঘটেছে, তা এখনো জানা যায়নি।
এদিকে নেটোর মহাসচিব, ইয়ান্স স্টল্টেনবার্গ বলেছেন, তুরস্ক সিরিয়া সীমান্তে একটি রুশ বিমানকে ভূপাতিত করার পর নেটো জোট তুরস্কের সাথেই আছে।
তুরস্কের ডাকে নেটো জোটের একটি জরুরী বৈঠক শেষে মি. স্টল্টেনবার্গ বলেন, নেটোর মূল্যায়নে রুশ যুদ্ধবিমান তুর্কী আকাশসীমায় আসলেই প্রবেশ করেছিল।
তুর্কী প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তার দেশের সীমান্ত রক্ষার অধিকার সবাইকে সম্মান করতে হবে।
মি. এরদোয়ানকে টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তুরস্কের সার্বভৌমত্বের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র পাশেই থাকবে।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পরিণাম হবে গুরুতর। তিনি এই ঘটনাকে তার ভাষায় সন্ত্রাসবাদীদের সহযোগীদের দ্বারা পিঠে ছুরি মারা সাথে তুলনা করেছেন।
মস্কো দাবি করছে যে তাদের যুদ্ধবিমানটি সিরিয়ার আকাশসীমাতেই অবস্থান করছিল এবং সেটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সের্গেই রুডসকোই বলেন, রুশ বিমানে গুলি চালানোর আগে তুরস্ক কোন যোগাযোগই করেনি। তবে রাশিয়ার এ অভিযোগ অস্বীকার করছে তুরস্ক। bbc
বিপিএলে প্রথমবার ৪ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতেও খেলেছেন কার্যকরী এক ইনিংস। অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা ডায়নামাইটসকে ৬৯ রানে হারিয়েছে রংপুর রাইডার্স।
রংপুরের ১৭৬ রানের জবাবে ঢাকা গুটিয়ে যায় ১০৭ রানেই। তিন ম্যাচে রংপুরের এটি দ্বিতীয় জয়; দুই ম্যাচে প্রথম হার ঢাকার।
রংপুরের জয়ে দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়েছেন থিসারা পেরেরাও। ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
ক্রমশ মন্থর হতে থাকা উইকেটে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ঢাকা; ১৭৭ রান তাড়ায় তাই জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি কখনো। নতুন বলে সাকিব নিজের দ্বিতীয় ওভারেই নেন ২ উইকেট। দারুণ এক আর্মারে বোল্ড শামসুর রহমান (২)। সাকিবকে মাথার ওপর দিয়ে ছক্কা মারার পরের বলে স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে আউট নাসির জামশেদ (১১)।
সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি ঢাকা। ত্রাতা হতে পারেনি সাঙ্গাকারার ব্যাটও। রংপুরের স্পিনাররা চেপে ধরেছিলেন ঢাকার ব্যাটসম্যানদের। ক্রমশ বাড়তে থাকা রান-বলের টানাপোড়েন মেটাতে গিয়ে আরাফাত সানির বলে সীমানায় ধরা পড়েছেন সাঙ্গাকারা (২৮ বলে ২৯)।
শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে শেষ ওভারে গিয়ে অলআউট ঢাকা। ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। বিপিএলে তার আগের সেরা বোলিং ছিল ১৯ রানে ৩ উইকেট।
রংপুরের হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন পেরেরা। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আরাফাত সানি।
এর আগে ব্যাট হাতেও দারুণ কার্যকরী দুটি ইনিংস খেলেছেন সাকিব ও পেরেরা। ২০ বলে ২৭ করেছেন লঙ্কান অলরাউন্ডার পেরেরা। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাকিব ব্যাটিংয়ে নিজেকে নামিয়ে এনেছিলেন ৬ নম্বরে। তাতে রানের দেখাও পেয়েছেন, ১৫ বলে অপরাজিত ছিলেন ২৪ রানে। শেষ দিকে এই দুজনের ব্যাটেই দেড়শ’ ছাড়িয়ে রংপুরের স্কোয় এগোয় আরও অনেকটা দূর।
এর আগে লেন্ডল সিমন্স পেয়েছেন বিপিএলে তার প্রথম অর্ধশতক। তবে আরও এক বার ঝড়ো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। আগের দুই ম্যাচে ১৭ ও ২০ রান করার পর এবার ১০ বলে ১৮ করে আউট হয়েছেন মুস্তাফিজুর রহমানের অফ কাটারে।
আরেক পাশে রংপুরের রানের চাকা সচল রেখেছিলেন সিমন্স। নাসিরকে চার ও ছক্কা মেরেই রানের প্যাডেলে পা রেখেছিলেন ক্যারিবিয়ান ওপেনার। পরে আগের ম্যাচে ঢাকার সেরা বোলার আবুল হাসানকে টানা তিন বলে দুই চার ও এক ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।
সিমন্সের সঙ্গে পাল্লা দিয়ে শট খেলতে থাকেন মিঠুনও। দ্বিতীয় উইকেটে ৩৭ বলে ৫৬ রান তোলেন দুজন। এই জুটি ভাঙার পরই পথ হারায় রংপুরের ইনিংস। ৩৯ বলে ৫১ রান করা সিমন্সকে ফেরান মোশাররফ হোসেন। ২২ বলে ৩৪ করে মিঠুন এলবিডব্লিউ হন আবুল হাসানকে ক্রস ব্যাটে খেলে।
শক্ত ভিত্তি পেয়ে দুই হার্ড হিটার পেরেরা ও ড্যারেন স্যামিকে ব্যাটিং অর্ডারে তুলে আনে রংপুর। সময়ের দাবি মেটাতে পারেননি স্যামি, ৩ রানেই আউট হন ইয়াসির শাহর বলে। পেরেরা অবশ্য বিপজ্জনক হয়ে উঠছিলেন। তবে দুটি করে চার ও ছক্কায় ২৭ করে তাকেও ফিরতে হয় মুস্তাফিজের অফ কাটারে।
২৪ রানে ২ উইকেট নিয়েছেন ঢাকার লেগ স্পিনার ইয়াসির। ৩৮ রানে দুটি নিয়েছেন মুস্তাফিজ। আবুল হাসান ও মোশাররফ হোসেন নিয়েছেন একটি করে।
আরও বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে রংপুর শেষ পর্যন্ত তুলতে পারে ১৭৬। তবে এই রান পরে প্রমাণিত হয়েছে যথেষ্টরও অনেক বেশি।
নিজের ব্যাটিংয়ে সাম্প্রতিক উন্নতির জন্য মাশরাফি বিন মুর্তজা বড় কৃতিত্ব দিলেন বাংলাদেশ দলের কোচ চন্দিকা হাথুরুসিংহেকে।
মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাটিং করে দারুণ ব্যাট করে দলকে জয় এনে দেন মাশরাফি। ৩২ বলে তিনি অপরাজিত ছিলেন ৫৬ রানে। আগের ম্যাচেও ২৫ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক।
শুধু বিপিএলের দুই ম্যাচেই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে শেষ দিকে নেমে প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে দলে অবদান রেখেছেন মাশরাফি।
মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি শোনালেন ব্যাটিংয়ে উন্নতির পেছনের গল্প।
“থ্যাংকস টু হাথুরুসিংহে। ও আমাকে অনেক সাহায্য করেছে। ও সব সময়ই ব্যাটিং করাতে চায় আমাকে। আমি সেভাবে ব্যাটিং অনুশীলন করি না। কিন্ত ব্যাটসম্যানরা যেখানে ব্যাটিং অনুশীলন করে, কোচ আমাকে সেখানে ব্যাটিং দেয়।”
নিচের দিকের ব্যাটসম্যানদের কাছ থেকে কিছু রান পেতেই মাশরাফিকে নিয়ে কোচের এই পরিকল্পনা, জানালেন অধিনায়ক।
“আমরা মূলত সাত জন ব্যাটসম্যান নিয়ে খেলি। আমি যেহেতু আটে ব্যাট করি, কোচ আমার কাছ থেকেও কিছু রান চায়। আমাকে অনুপ্রাণিত করেছে যে, আমার কাছ থেকে যদি ১৫-২০ রান আসে, তাহলে শেষ দিকে ভালো একটা জুটি হবে। আমার মাথায়ও এটা ঢুকেছে, যেন দলকে কিছু রান এনে দিতে পারি।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেন নির্মাণের সুফল চলতি বছরের ডিসেম্বর থেকে দেশের অর্থনীতিতে পড়তে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে চার জাপানি কোম্পানির সঙ্গে মহাসড়কের দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটার সড়কের ১৫৮ কিলোমিটার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কনক্রিট বেইসমেন্ট সম্পন্ন হয়েছে ১৬৮ কিলোমিটার।
“আশা করছি, এ বছরের ডিসেম্বরের মধ্যেই এই মহাসড়কের সুফল দেশের জনগণ, যাত্রী এবং আমাদের দেশের অর্থনীতিতে পড়তে শুরু করবে। এর মাধ্যমে আমাদের কানেক্টিভিটি অনেকদূর এগিয়ে যাবে।”
তবে প্রকল্পের শেষ পর্যায়ে এসে ‘পাথর সংকটের’ কথাও জানান মন্ত্রী।
“ইদানিং আমরা পাথর সংকট তীব্রভাবে অনুভব করছি। এটি আমাদের কিছুটা সমস্যায় ফেলেছে। আশা করি, শীঘ্রই সংকটের সমাধান হয়ে যাবে।”
মহাসড়কের শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতি নদীর উপর নতুন তিনটি সেতু নির্মাণ ও বিদ্যমান সেতুর সংস্কার করতে জাপানি চার ঠিকাদারি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরে রাজধানীর হোটেল র্যাডিসনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাপানের ওবায়শি করপোরেশন, শিমিজু করপোরেশন, জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন এবং আইএইচআই ইনফ্রাস্টাকচার সিস্টেম- এই চার প্রতিষ্ঠান যৌথভাবে এ কাজ করবে।
চুক্তি স্বাক্ষরের পর এ ঘটনাকে বাংলাদেশের সড়ক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার জন্য ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, “আপনারা জানেন যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি আমাদের দেশের অর্থনীতিতে রক্ত সঞ্চালন করে। এই মহাসড়কে এ তিনটি সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“বিদ্যমান সেতু তিনটির পাশে নতুন তিনটি সেতু নির্মাণ, বিদ্যমান সেতুগুলো পুর্নবাসনের কাজও আমরা করব। এর পাশাপাশি কাঁচপুর ইন্টার সেকশনে একটি ফ্লাইওভার নির্মাণ হবে।”
এ প্রকল্প বাস্তবায়নের খরচ হিসেবে সাড়ে আট হাজার কোটি টাকা ধরা হয়েছে, যার মধ্যে জাপান সরকার সাড়ে ছয় হাজার কোটি টাকা দিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
সড়ক ও জনপথ বিভাগের দেওয়া তথ্য অনুসারে, এ প্রকল্পে ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হবে ২০১৯ সালের অক্টোবরে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান কাঁচপুর সেতু, মেঘনা সেতু এবং গোমতী সেতু নির্মাণ করা হয় ১৯৭৮, ১৯৯১ এবং ১৯৯৫ সালে। এর মধ্যে কাঁচপুর সেতু চার লেনের, বাকি দুটি দুই লেনের।
নতুন তিন সেতু নির্মাণ করতে ১৪ অক্টোবর জাপানের চার ঠিকাদারি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ অনুমোদন দেয়।
এই প্রকল্পের নকশা ও তত্ত্বাবধানে আরও চার জাপানি ও এক অস্ট্রেলিয়ান কোম্পানির সঙ্গে তিন বাংলাদেশি প্রতিষ্ঠান পরামর্শক হিসেবে কাজ করবে।
তিন সেতু নির্মাণ প্রকল্প শেষ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে ছয় লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মিৎসু ওয়ানাবে, সড়ক সচিব এমএএন সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল, জাইকা প্রতিনিধি মিকি হাতিকাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভূপাতিত রুশ জেট বিমানের নিখোঁজ পাইলটকে সিরীয় সেনা বাহিনী উদ্ধার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
রাশিয়া বলেছে ওই পাইলট ''জীবিত ও সুস্থ আছে।''
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দ্বিতীয় পাইলট এবং একজন নৌসেনা উদ্ধার তৎপরতায় প্রাণ হারিয়ছে।
ফ্রান্সে মস্কোর রাষ্ট্রদূত আলেকজান্ডার অরলফ এবং সিরিয়ার সরকারি সূত্র বলছে নিখোঁজ পাইলটকে সিরীয় বাহিনী উদ্ধার করেছে । একটি রেডিও স্টেশনকে ওই রাষ্ট্রদূত বলেছেন উদ্ধারকৃত পাইলটকে লাটাকিয়ায় রুশ বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আবার বলেছেন তুরস্ক রুশ জেট বিমান লক্ষ্য করে গুলি করার আগে তাদের সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করে নি।
তুরস্ক অবশ্য বলছে বিমানটি গুলি করে ভূপাতিত করার আগে বারবার তারা রুশ জেট বিমানকে আকাশসীমা লংঘনের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছিল।
নেটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ বলেছেন ''পরিস্থিতি সমাধানের জন্য কূটনৈতিক উদ্যোগ এবং উত্তেজনা প্রশমন জরুরি।''
তুরস্ক সিরিয়া সীমান্তে একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর তীব্র নিন্দা করে বলেন 'সন্ত্রাসীদের সহযোগীরা আমাদের পিঠে ছুরি মেরেছে'।
রাশিয়া আরো হুমকি দেয়, এই ঘটনার পরিণতি হবে 'গুরুতর'।
রাশিয়া জানায় ওই জেট বিমান তুরস্কের জন্য কোনো হুমকির কারণ ছিল না এবং তুরস্ক সিরিয়া সীমান্তে বিমানটি আইএসের ওপর বিমান হামলা চালাচ্ছিল। bbc
এস আলম গ্রুপ একুশে টিভির মালিকানায় এসেছে বলে বুধবার একুশে টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ৮ অক্টোবর এক নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে একুশে টেলিভিশন লিমিটেডের শেয়ার এবং ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এতদসংক্রান্ত সব কিছু কিনে নেয় এস আলম গ্রুপ।
বুধবার প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর এক সভায় টেলিভিশনটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনার কথাও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এবং আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান মনোনিত হয়েছেন।
এছাড়া ওই সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদেও নিয়োগ দেওয়া হয়েছে।
২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ অগাস্ট চারদলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্রচারে আসে একুশে টিভি।
১৯৬৫-তে ভারত বাংলাদেশের মধ্যে বেশিরভাগ সড়ক বন্ধ হয়ে যাওয়ার পর সীমিত সড়কপথে দুই দেশের মধ্যে যাতায়াত চালু আছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত বাড়াতে পঞ্চাশ বছর আগে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগের পথগুলো খুলে দেয়ার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত ভাগের পর এসব পথ চালু থাকলেও ১৯৬৫ সালে পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধের পর এগুলো বন্ধ হয়ে যায়।
ভারত ভাগের আগে তৎকালীন পূর্ববঙ্গের সঙ্গে পাশের এলাকাগুলো সড়ক, রেল ও নৌপথে সংযুক্ত ছিলো। আর এই যোগাযোগ ব্যবস্থা চালু ছিল ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের আগে পর্যন্ত।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নৌপথে সীমিত কিছু যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা হলেও সড়ক আর রেলপথে যোগাযোগ আবার চালু করার উদ্যোগ নেয়া হয় সাম্প্রতিক বছরগুলোতে।
মেঘালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৬৫ সাল পূর্ববর্তী অবস্থার মতো যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলেন, আর এক্ষেত্রে জোর দেন সড়ক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার ওপর।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের কাজে চারদেশীয় সড়ক নেটওয়ার্ক তৈরির যে উদ্যোগ নেয়া হয়েছে, মূলত তার আওতায়, অন্য দুই অংশীদার হলো ভূটান ও নেপাল।
এই উদ্যোগের সমন্বয়ক আবদুল মালেক বলছেন প্রস্তাবনাগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
''এর সাথে কিছু লিগ্যাল ডকুমেন্ট তৈরির ব্যাপার আছে, সেগুলো প্রস্তুত করা হচ্ছে। কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে ঠিক করা হয়নি।''
''ভারত একটি ট্রায়াল করেছে কার্গো নিয়ে। আমরা আরেকটি ট্রায়াল করার চিন্তা-ভাবনা করছি মোংলা থেকে শুরু করে বুড়িমারী পয়েন্ট দিয়ে ভারত হয়ে ভূটান পর্যন্ত। দেশগুলোর সঙ্গে যখন প্রটোকল স্বাক্ষরিত হবে, তখন আমরা বলতে পারবো কতগুলো রুট আমরা গ্রহণ করলাম।''
ভারতকে ট্রানজিট দেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেকদিন ধরে বিতর্ক থাকলেও দুটো দেশই অবশ্য এখন পরস্পরের সঙ্গে যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলছেন ভারতের সাথে বাংলাদেশের ৯০ ভাগ বাণিজ্য হয় স্থলবন্দরের মাধ্যমে।
''কিন্তু এখানে অনেক সময়ের অপচয় হয়, যার ফলে ক্ষতিগ্রস্ত হন রপ্তানীকারক-আমদানীকারক সবাই। আর খেসারত দিতে হয় ভোক্তাদেরও। সুতরাং সব মিলিয়ে বড় সম্ভাবনা আছে এটাকে উইন-উইন করার, অর্থনৈতিকভাবেও উপকৃত হওয়ার সম্ভাবনা আছে।''
ড. রহমান অবশ্য মনে করেন, এক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, আর নজর দিতে হবে মাশুল আদায় ও নিরাপত্তার দিকে।
অন্যদিকে, মি. মালেক জানান, এই অঞ্চলে সড়ক যোগাযোগ হবে সিমলেস, অর্থাৎ সীমান্তে যানবাহন পরিবর্তন করতে হবে না। ওয়ালিউর রহমান মিরাজবিবিসি বাংলা, ঢাকা
২০১১ সালে ভিকারুননিসা নূন স্কুলের বাংলার শিক্ষক কোচিং করানোর সময় এক ছাত্রীকে ধর্ষণ করেন।
চারবছর আগে একজন ছাত্রীকে ধর্ষণ করার মামলায় অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাংলাদেশে ঢাকার একটি আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্কুলে ছাত্রী-ধর্ষণের ঘটনায় আদালত স্কুলের একজন সাবেক শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।
২০১১ সালে সাড়া জাগানো ঐ ঘটনায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরকে কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেছে।
তবে ঐ মামলার দু'জন তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তে চরম অদক্ষতা ও গাফিলতি দেখিয়েছেন বলেও রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন।
ধর্ষণের অভিযোগ প্রকাশ হওয়ার পর সে সময় ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীরা বিক্ষোভে নেমেছিল। প্রতিবাদে সোচ্চার হয়েছিল অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও।
নারী অধিকার নিয়ে আন্দোলনকারী বিভিন্ন সংগঠনও আন্দোলনে নেমেছিল।
ঢাকায় র্শীষস্থানীয় একটি স্কুল ভিকারুননিসা নূন স্কুলের এই ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।
সেই পরিস্থিতির মুখে স্কুল কর্তৃপক্ষ শিক্ষক পরিমল জয়ধরকে বরাখাস্ত করে। তখনই নির্যাতিত ছাত্রীর বাবার দায়ের করা মামলায় ঐ শিক্ষককে গ্রেফতার করা হয়।
এখন বিচারে তার জেল জরিমানা হলো।
পাবলিক প্রসিকিউটর বা পিপি ফোরকান মিয়া বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ধারায় ধর্ষণের অভিযোগে মামলাটি হয়েছিল, বিচারে সেই ধারা অনুযায়ী সর্ব্বোচ্চ সাজা হয়েছে।
আইন অনুযায়ী পিপি বাদীর পক্ষে মামলা পরিচালনা করেছেন। ট্রাইবুনালের রায়ে মামলাটির তদন্তে দূর্বলতা এবং গাফিলতির কথাও উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার বাংলার শিক্ষক পরিমল জয়ধর স্কুলের পাশে একটি বাড়িতে কোচিং করানোর সময় ঐ ছাত্রীকে প্রলোভন দেখিয়ে প্রথম ধর্ষণ করেছিলেন ২০১১সালে ২৮শে মে।
সে সময়ের ভিডিও চিত্র মোবাইলে ধারণা করা হয়েছিল। অল্প কিছুদিন পরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করা হয়েছিল।
মামলায় পরিমল জয়ধরকে প্রধান অভিযুক্ত করে ভিকারুননিসা নূন স্কুলের তৎকালীন অধ্যক্ষ এবং বসুন্ধরা শাখার প্রধানকেও অভিযুক্ত করা হয়েছিল।প্রথমে থানা পুলিশ এবং পরে গোয়েন্দা পুলিশের তদন্তে অভিযোগ থেকে দু’জনকে অব্যহতি দিয়ে শুধু পরিমল জয়ধরকে আসামী রাখা হয়েছিল।
পিপি ফোরকান মিয়া বলেছেন, দু’দফায় তদন্ত হয়েছে এবং ২৮জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। এসব কারণে সময় লেগেছে এবং বিচার কাজে বিলম্ব হয়েছে।
ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা যে করা হয়েছে। জরিমানার সেই টাকা নির্যাতিত ছাত্রীকে দিতে হবে। আর জরিমানার টাকা না দিলে ঐ শিক্ষককে অতিরিক্ত ছয়মাস জেল খাটতে হবে।
এই শিক্ষকের আইনজীবী মাহফুজ মিয়া বলেছেন, তারা হাইকোর্টে আপিল করবেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বুধবার যখন রায় হয়েছে, তখন আসামী পরিমল জয়ধরকে আদালতে হাজির করা হয়েছিল। কাদির কল্লোলবিবিসি বাংলা, ঢাকা
সপ্তাহদুয়েক আগেই যে আলফা নেতা অনুপ চেতিয়াকে বাংলাদেশ ভারতের হাতে তুলে দিয়েছে, তাকে কেন ভারতের কেন্দ্রীয় সরকার শান্তি আলোচনায় সামিল করল না সে ব্যাপারে আলফার মধ্যেই তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আসামের এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতারা বিবিসিকে জানিয়েছেন, যতক্ষণ না মি চেতিয়াকে আলোচনায় যুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সরকারের সঙ্গে কোনও রাজনৈতিক বিষয়ে কথাই বলবেন না।
গত বছরকয়েক ধরে দিল্লিও ঢাকাকে বারবার বলে এসেছে শান্তি আলোচনায় গতি আনার জন্যই মি চেতিয়াকে তাদের হাতে পাওয়া প্রয়োজন – কিন্তু এখন সেই দাবি মিটে যাওয়ার পর মি চেতিয়াকে আলোচনায় সামিল করার ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকার এখন আর স্পষ্ট করে কিছু বলছে না।
প্রায় আঠারো বছর বাংলাদেশের জেলে কাটানোর পর আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াকে ভারতে ফিরিয়ে আনা হয় গত ১১ নভেম্বর সকালে।
এদিকে চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া-সহ আলফার অন্য যে নেতারা সরকারের সঙ্গে শান্তি-আলোচনা চালাচ্ছেন ২৪ নভেম্বর তাদের মধ্যে দিল্লিতে বৈঠক হবে সেটাও আগে থেকেই স্থির ছিল – ফলে সেই বৈঠকে মি চেতিয়াও যোগ দিতে পারবেন বলে তার সতীর্থরা আশা করেছিলেন।
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, প্রথমে ছদিনের ট্রানজিট রিমান্ড, তারপর পাঁচদিনের সিবিআই হেফাজতের পর এখন ১৯৮৬ সালের পুরনো একটি হত্যা মামলার জেরে মি চেতিয়া বিচারবিভাগীয় হেফাজতে কাটাচ্ছেন – আর তাঁকে ছাড়াই দিল্লি এসে সরকারের সঙ্গে বৈঠক করতে হচ্ছে আলফার অন্য নেতাদের।
সংগঠনের পররাষ্ট্র সচিব শশধর চৌধুরী বিবিসিকে বলছিলেন, ‘‘আমাদের বিশ্বাস উনি শান্তি-প্রক্রিয়ায় সমর্থন দেবেন। উনি আমাদের সাধারণ সম্পাদক আছেন ও থাকবেন – আর এখন যেহেতু উনি আসামে পৌঁছে গেছেন তাই ওনাকে বাইরে রেখে আমাদের কোনও রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়াটা ঠিক হবে না।’’
আলফা-র যে অন্য নেতারা আলোচনা প্রক্রিয়ায় যুক্ত আছেন, তাদেরও প্রায় সবাই জামিনে মুক্ত – কোনও কোনও মামলায় তারা অব্যাহতিও পেয়েছেন।
কিন্তু অনুপ চেতিয়ার মতো গুরুত্বপূর্ণ একজন নেতার জামিনের ব্যবস্থা করে কেন তাকে আলোচনায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে না? ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এ প্রশ্নের কোনও সরাসরি জবাব দিচ্ছেন না।
মি রিজিজু বলছেন, ‘‘এখন মি চেতিয়াকে নিয়ে তদন্তকারী সংস্থাগুলো তাদের কাজ করছে। যখন সেই জিজ্ঞাসাবাদ ও তদন্তের কাজ শেষ হবে তখনই জানা যাবে তিনি আলোচনার প্রক্রিয়ায় আসতে পারবেন কি না। তবে আলফার সঙ্গে আলোচনা খুব ভালভাবে এগোচ্ছে, খুব তাড়াতাড়ি এই আলোচনায় ভাল ফল মিলবে বলেও আমরা আশা করছি।’’
সরকারের বক্তব্যে এই ইঙ্গিত আছে – মি চেতিয়া যোগ দিন বা না-দিন, আলোচনা সফল হওয়ার দিকেই এগোচ্ছে বলে তাদের ধারণা। আগামী বছরের গোড়ায় আসামে নির্বাচনের আগেই কেন্দ্র আলফার সঙ্গে শান্তিচুক্তি সই করতে আগ্রহী, সরকার সেটাও আগেই জানিয়েছে।
কিন্তু শশধর চৌধুরী বলছেন – তারা বৈঠক বয়কট করেননি ঠিকই, কিন্তু সরকার যদি ভেবে থাকে ‘চেতিয়া-স্যার’কে ছাড়াও আলফা আলোচনা চালিয়ে যাবে তাহলে তারা ভুল ভাবছে।
তিনি বলছিলেন, ‘‘এই বৈঠকটা যেহেতু চেতিয়া-স্যার ভারতে আসার আগে থেকেই ঠিক ছিল তাই সরকারের আমন্ত্রণকে সম্মান জানাতে আমরা বৈঠক বর্জন করিনি। কিন্তু পাশাপাশি আমরা কিন্তু বৈঠকে এলেও রাজনৈতিক বিষয়ে একটাও কথা বলিনি। এখন সরকার আমাদের বলেছে স্যার-কে নিয়েই ডিসেম্বরের ভেতরেই আবার বৈঠক আয়োজন করা হবে।’’
ডিসেম্বরে পরের দফার বৈঠকে অনুপ চেতিয়াকে যোগ দিতে দেখা যাবে কি না – সে প্রশ্নের স্পষ্ট উত্তর অবশ্য কারও কাছেই নেই।
মি চেতিয়ার স্ত্রী ও পুত্র তাঁর আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন বিজন মহাজনকে – যিনি আসামে বিজেপির মুখপাত্রও বটে। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতাও নিশ্চিত হতে পারছেন না তাঁর মক্কেল শান্তি আলোচনায় যোগ দিতে পারবেন কি না।
তিনি বিবিসিকে বলছিলেন, ‘‘সত্যি কথা বলতে বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন কেউ এমন আলোচনায় যোগ দিয়েছেন, এমন নজির কিন্তু একেবারেই নেই। তবে সরকারের তরফে সিবিআই যদি সেই মর্মে আবেদন করে তবে আদালত তা বিবেচনা করে দেখতে পারেন।’’
এর মধ্যে মি চেতিয়া জামিন পেয়ে গেলে অবশ্য অন্য কথা – কিন্তু তার বিরুদ্ধে আসামেও বহু বকেয়া মামলা আছে, সেগুলোতে রাজ্য সরকার কী অবস্থান নেবে সেটাও স্পষ্ট করেনি।
শুধু একটা ব্যাপারই স্পষ্ট – যে যুক্তি দেখিয়ে ভারত এত বছর ধরে বাংলাদেশের কাছ থেকে মি চেতিয়ার প্রত্যর্পণ দাবি করে এসেছে, সরকারের দিক থেকে সেই যুক্তিকে মর্যাদা দেওয়ার কোনও চেষ্টা এখনও অবধি চোখে পড়েনি। শুভজ্যোতি ঘোষবিবিসি বাংলা, দিল্লি
শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের মস্তিষ্কের গঠন নিয়ে কাজ করছেন গবেষকরা
শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের অপরাধের মাত্রা উদ্বিগ্নজনক হারে বাড়ার পর বিজ্ঞানীরা গত কয়েক বছর ধরে এই অপরাধীদের মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণা করার পর একটা বিষয়ে একমত হতে পারেন নি যে শিশু যৌন নির্যাতনকারীদের এই অপরাধের তাড়না আসে কোথা থেকে।
‘‘মানুষ চায় পিডোফাইল বা শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের বিচারের কাঠগড়ায় তুলতে, তাদের কারাগারে পাঠাতে বা তাদের নির্বীজ করে সাজা দিতে। কিন্তু তাদের এই অপরাধ প্রবণতার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা গেলে হয়ত শিশুদের এই নির্যাতনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।’’
এই মন্তব্য করেছিলেন ব্রিটেনে শিশু নির্যাতনের শিকার এক কিশোরী এপ্রিল জোনসের বাবা। ২০১২- র অক্টোবরে তাকে অপহরণ করে যৌন নির্যাতনের পর হত্যা করে অপরাধী মার্ক ব্রিজার। তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণে বলা হয় ওই কিশোরীকে অপহরণের আগে অপরাধী অনলাইনে শিশু পর্নোগ্রাফিক সাইটে শিশুদের অশ্লীল ছবি দেখছিল।
ক্যানাডার টরন্টোর মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষক ডঃ জেমস ক্যান্টর শিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের মস্তিষ্ক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তার গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ কিন্তু বির্তকিত তথ্য।
তিনি বলছেন , ‘‘পিডোফিলিয়া একটা যৌন প্রবণতা এবং মানুষ এই প্রবণতা নিয়ে জন্মায়। সময়ের সঙ্গে এর পরিবর্তন ঘটে না।’’
শিশুদের ওপর যৌন হামলাকারীদের মস্তিষ্কের গঠন যাদের মধ্যে এই প্রবণতা নেই তাদের মস্তিষ্কের গঠনের থেকে আলাদা।
ড: ক্যান্টর বলছেন সাধারণ মানুষ যেমন শিশুদের দেখলে আদর করে – তাদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে- এই পিডোফাইলদের মধ্যে সেধরনের প্রবণতা জাগে না- শিশুদের দেখলে তাদের মধ্যে যৌন প্রবণতা তৈরি হয়।
তাঁর তত্ত্ব অনুযায়ী এধরনের প্রবণতা জন্ম নেয় যখন মাতৃগর্ভে একটা শিশু বেড়ে ওঠে এবং তার মস্তিষ্ক গঠিত হয়। তিনি গবেষণায় দেখেছেন মা গর্ভাবস্থায় মানসিক চাপ ও অপুষ্টিতে ভুগলে শিশুর মস্তিষ্কের যথাযথ বিকাশ হয় না।
তবে এ নিয়ে আরও গবেষণা করে তিনি দেখতে চান এই প্রক্রিয়াকে বন্ধ করা যায় কীনা।
তার এই গবেষণাকে বির্তকিত বলছেন ক্যানাডারই অটাওয়ার একজন গবেষক ড: পল ফেডোরফ। তিনি মনে করেন না এটা জন্মগত সমস্যা। তার মতে এর চিকিৎসা সম্ভব।
তিনি বলেছন অ্যান্টি-অ্যান্ড্রোজেন ওষুধ দিয়ে এধরনের অপরাধীদের যৌন প্রবণতা বন্ধ করা সম্ভব। তার মতে ওষুধ ব্যবহার করে শিশুদের ওপর তাদের যৌন নির্যাতনের প্রবণতা যদি রোখা যায় তাহলে এদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে সহায়তাদান সম্ভব। bbc
বাংলাদেশের মেয়েদের এখনো অনেক সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তবে তারা এসব মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে যুব অধিকার নেত্রী ফাহমিদা ফাইজা বলছেন, অনেক কম সুযোগ সুবিধা নিয়েই বাংলাদেশের মেয়েরা লড়াই করছে।
সমাজের বিভিন্ন স্তরে নারীদের অবস্থান তুলে ধরতে বিবিসিতে শুরু হয়েছে 'হান্ড্রেড উইমেন' বা ‘একশ নারী’ শিরোনামের এক বিশেষ আয়োজনমালা।
এই অনুষ্ঠানমালায় বিবিসি বাংলাও তুলে ধরছে বাংলাদেশের নারীদের অভিজ্ঞতা। তেমনই একজন নারী ফাহমিদা ফাইজা, যিনি বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করেন।
বাংলাদেশের মেয়েদের নানা সমস্যা প্রসঙ্গে তিনি বলছিলেন, ছোট থেকেই এদেশের মেয়েদের একটি ধারণা দিয়ে দেয়া হয় যে, একজন মেয়ে হিসাবে এগুলো তোমার দায়িত্ব, এই এই কাজ তোমাকে করতে হবে । এর বাইরে কিছু করতে গেলে বাধা আসতে পারে।
তার মতে, একজন নারীর পরবর্তী ভাগ্য কি হবে, সেটা যেন অনেকটা সমাজ নির্ধারণ করে দেয়। সে কতদূর পড়বে, কবে বিয়ে হবে ইত্যাদি। সেই প্রথাগত গণ্ডির বাইরে কেউ আসতে চাইলে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়। স্বামী হাত কেটে দিচ্ছে, তালাক দিচ্ছে, এসব ঘটনা দেখতে পাওয়া যায়।ৎ
কিন্তু এসব বাধা কাটিয়েই বাংলাদেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।
মিজ ফাইজা বলছেন, নারীর প্রতি সহিংসতা সারা বিশ্বেরই একটি সমস্যা। কিন্তু বাংলাদেশের মেয়েরা এসব সমস্যা মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে, সেটাই সবচেয়ে আশার কথা। অনেক কম সুযোগ সুবিধা নিয়েই বাংলাদেশের মেয়েরা লড়াই করছে, বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন। bbc