ফেসবুকের মোবাইল সাইটে একটি বাগ বা সফটওয়্যার ত্রুটির কারণে কার পোস্ট কতবার দেখা হয়েছে সেটি দেখা যাচ্ছে। এতে কার পোস্ট কত জনপ্রিয় বা কে কত জনপ্রিয় তা বোঝা সহজ হয়।
ফেসবুকের বাগটির কারণে পোস্ট দাতার পাশাপাশি অন্য ফেসবুক ব্যবহারকারীও পোস্ট কতবার দেখা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন। ভিডিও পোস্টের নিচে যেভাবে কতবার ভিডিও দেখা হলো সেটি জানা যায় এই বাগের কারণে আর্টিকেল, লিংকম নিউজ বা যেকোনো পোস্টের ভিউসংখ্যা দেখা যাচ্ছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাগ সরানো হয়েছে। তবে এখনো কেউ কেউ হয়তো তার পোস্টের ভিউ দেখতে পারছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ভিউ দেখানোর পরিকল্পনা ফেসবুকের নেই।
এর আগে ২০১৩ সালের এক গবেষণায় দেখা যায়, মাত্র ৩৫ শতাংশ বন্ধু পোস্ট দেখেন।
তবে ফেসবুকের বাগের কারণে কার কত জনপ্রিয়তা সেটি দেখে নেওয়ার সুযোগ পেলেন অনেকেই।
prothom alo
ফেসবুকের বাগটির কারণে পোস্ট দাতার পাশাপাশি অন্য ফেসবুক ব্যবহারকারীও পোস্ট কতবার দেখা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন। ভিডিও পোস্টের নিচে যেভাবে কতবার ভিডিও দেখা হলো সেটি জানা যায় এই বাগের কারণে আর্টিকেল, লিংকম নিউজ বা যেকোনো পোস্টের ভিউসংখ্যা দেখা যাচ্ছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাগ সরানো হয়েছে। তবে এখনো কেউ কেউ হয়তো তার পোস্টের ভিউ দেখতে পারছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ভিউ দেখানোর পরিকল্পনা ফেসবুকের নেই।
এর আগে ২০১৩ সালের এক গবেষণায় দেখা যায়, মাত্র ৩৫ শতাংশ বন্ধু পোস্ট দেখেন।
তবে ফেসবুকের বাগের কারণে কার কত জনপ্রিয়তা সেটি দেখে নেওয়ার সুযোগ পেলেন অনেকেই।
prothom alo
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন