শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ সফর নিয়ে ‘বিপাকে’ অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নারের চোটের খবর পুরোনোই। সর্বশেষ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে, সহ-অধিনায়ককে ছাড়াই
বাংলাদেশে আসতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ওয়ার্নারের চোট, একের পর এক খেলোয়াড়ের অবসরের মিছিল, জশ হ্যাজেলউড ও মিচেল জনসনকে বিশ্রাম দেওয়ার ভাবনা—বাংলাদেশ সফর যতই ঘনিয়ে আসছে অস্ট্রেলিয়া দলে সমস্যা যেন ততই প্রকট হচ্ছে!
র‍্যাঙ্কিং, ইতিহাস-ঐতিহ্যে বিস্তর ব্যবধান দুই দলের। ক্রিকেটের তিন সংস্করণে ২৬বার মুখোমুখি হয়ে কেবল একবারই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ১০ বছর আগে কার্ডিফে সেই কাব্যিক জয়টাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি। টেস্টের ফলটা একতরফা। চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রেরণা ২০০৬ সালে সেই ফতুল্লা টেস্ট—ক্রিকেটের বড় সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একমাত্র দৃষ্টান্ত।
ইতিহাস-পরিসংখ্যান কিংবা বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নয়, অস্ট্রেলীয় নির্বাচকদের বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়ে স্কোয়াড নিয়ে। এরই মধ্যে অবসরে গিয়েছেন চার বছর ধরে নেতৃত্ব দিয়ে আসা মাইকেল ক্লার্ক। অবসরে যাওয়ার তালিকায় রয়েছেন ওপেনার ক্রিস রজার্স, উইকেট রক্ষক ব্র্যাড হ্যাডিন, অলরাউন্ডার শেন ওয়াটসন ও পেসার রায়ান হ্যারিস। এর মাঝে ধাক্কা হয়ে এসেছে ওয়ার্নারের চোট। ইংল্যান্ডের সঙ্গে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাম হাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিলেন ওয়ার্নার। ব্যাটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হতে লাগবে ছয় সপ্তাহ। রজার্সের অবসরের পর দলে নতুন একজন ওপেনার আনতেই হতো নির্বাচকদের। এখন ওয়ার্নারের চোটে দুজন আনকোরা ওপেনারকে স্কোয়াডে রাখতে হবে। সেই সঙ্গে সহ অধিনায়কত্বের জায়গার জন্য সাময়িকভাবে বেছে নিতে হবে কাউকে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যস্ত সূচির কারণে দুই পেসারের বিশ্রামের বিষয়টিও।

বেশ কজন সিনিয়র খেলোয়াড়ের অবসর, নতুন দুই ওপেনার সন্ধান, উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে সমন্বয় করে বোলিং আক্রমণ তো আছেই এখন সহ অধিনায়ক নির্বাচনের হ্যাঁপাও পোহাতে হচ্ছে নির্বাচকদের। সব মিলিয়ে বেশ বিপাকেই অস্ট্রেলিয়ার নির্বাচক দল। তথ্যসূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভ্যাট প্রত্যাহারের দাবি রাজপথে শিক্ষার্থী, ঢাকা অচল


মেঘলা আকাশ, কখনো টিপটিপ বৃষ্টি। ফুটপাতে হাজারো মানুষের ঢল। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে গাড়ির সারি। ভাদ্রের ভাপসা গরমের মধ্যেই ঘামে-বৃষ্টিতে ভিজে রুদ্ধশ্বাসে ছুটছে নগরবাসী। কারও কাঁধে ব্যাগ, কারও কোলে শিশু। গতকাল বৃহস্পতিবার রাজধানীজুড়ে ছিল এমন চিত্র।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে গুরুত্বপূর্ণ সড়কগুলো আটকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করায় অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা, যা যানবাহনের চাকা থামিয়ে নগরবাসীকে ভোগায়। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই নাগরিক ভোগান্তি চলে রাত পর্যন্ত।
শুধু ঢাকা নয়, প্রচণ্ড যানজটে একইভাবে ভুগতে হয়েছে চট্টগ্রামবাসীকে। সিলেট শহরের বাসিন্দারাও কম ভোগেননি। রাজশাহীতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে একই দাবি জানিয়েছেন।
পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিন নগরের অন্তত ১৫টি জায়গায় ৩০টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর পথ আটকে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা ‘নো ভ্যাট, গুলি কর’, ‘ভ্যাট দেব না, গুলি কর’ ইত্যাদি স্লোগান দেন ও প্ল্যাকার্ড বহন করেন। তবে তাঁরা ভাঙচুর করেননি, সংঘর্ষেও জড়াননি। এর মধ্যে ঢাকায় অন্তত নয়টি স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ রাস্তায় অবস্থান করলেও বাধা দেয়নি বা লাঠিপেটা করেনি। সন্ধ্যার পরও ধানমন্ডি, উত্তরা ও রামপুরায় অবরোধকারীদের অবস্থান ছিল।



তবে রাত নয়টার দিকে ধানমন্ডিতে অবরোধকারীদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয় একদল তরুণ। এ সময় হামলাকারীরা জয় বাংলা স্লোগান দেয়।
দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮৩টি, যেগুলোর মধ্যে গুণগত মান বজায় রাখতে পারছে বড়জোর ১৫টি বিশ্ববিদ্যালয়। বাকিগুলোর লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন রয়েছে। একের পর এক মূলত রাজনৈতিক বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ায় বেসরকারি পর্যায়ের উচ্চশিক্ষা ঘিরে নৈরাজ্য চলে আসছে, অভিযোগ রয়েছে সনদ কেনাবেচারও।
এরই মধ্যে গত জুনে জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর ১০ শতাংশ ভ্যাট আরোপের ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যা পরে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়। এর প্রতিবাদে কয়েক মাস ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, এই ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলে দিয়েছে, ছাত্রদের ওপর ভ্যাট আরোপ করা হয়নি। ভ্যাট পরিশোধ করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এনবিআর যেভাবেই ব্যাখ্যা দিক, এই ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে।
তিন মাস ধরে ভ্যাট প্রত্যাহারের দাবি উত্থাপন ও এ-সংক্রান্ত বক্তব্য-বিবৃতির ধারাবাহিকতায় গত বুধবার রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। তাঁদের সরাতে পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে অন্তত ৩০ জন আহত হন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শটগানের স্প্লিন্টার বিদ্ধ শরীরের ছবি রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও আন্দোলনে নামতে আহ্বান জানানো হয়। এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গতকাল সকাল থেকে রাস্তায় নামতে থাকেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বেলা ১১টার পর থেকে ঢাকার রাস্তাগুলো অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নর্দ্দায় বসুন্ধরার ফটকে নর্থ সাউথ ও ইনডিপেনডেন্ট, মহাখালীতে ব্র্যাক, কাকলীতে এআইইউবি, ধানমন্ডির ২৭ নম্বরে ড্যাফোডিল, সাতমসজিদ সড়কে স্টেট, স্ট্যামফোর্ড, আগারগাঁওয়ে গ্রিন, উত্তরায় এশিয়ানসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ও শ্যামলীতে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে তীব্র যানজট তৈরি হয় নগরজুড়ে। বিকেলে অফিসপাড়ায় ছুটির ঢল নামলে রাস্তাগুলো পুরোপুরি আটকে যায়। হাজারো মানুষ ফুটপাত ধরে হাঁটতে শুরু করে।

দুর্ভোগের রাজধানী: যানজটে পড়ে গতকাল প্রায় সাড়ে আট ঘণ্টারও বেশি সময় গাড়িতে বসে ছিলেন অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। তিনি জানান, বেলা ১১টায় সেন্ট্রাল রোডের বাসা থেকে উত্তরা সানবিম স্কুলের উদ্দেশে রওনা দিয়ে আড়াইটায় পৌঁছান। সন্ধ্যায় শিল্পকলায় তাঁর একক নাটক কোকিলারার মঞ্চায়ন। তাই স্কুলে দেরি না করে পৌনে তিনটার দিকে তিনি শিল্পকলার উদ্দেশে রওনা দেন। পৌঁছান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে।
গাবতলী থেকে সদরঘাটের বাসের চালক মো. জুলহাস জানালেন, তিনি বেলা আড়াইটার দিকে গাবতলী থেকে বাস ছেড়েছেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় কারওয়ান বাজারে যখন জুলহাসের সঙ্গে কথা হয়, তখন তাঁর বাসে কোনো যাত্রী নেই। হতাশ জুলহাস বলেন, তাঁদের নিয়মিত পথ মিরপুর রোড, নিউমার্কেট হয়ে সদরঘাট। কিন্তু মিরপুর সড়কে অবরোধ থাকায় তিনি ফার্মগেট হয়ে ঢুকেছেন। ফার্মগেট থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত এক কিলোমিটার পথেই তাঁর দুই ঘণ্টা কেটে গেছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির কারণে দিনভর প্রচণ্ড যানজট ছিল। কোনো সংঘর্ষ, লাঠিপেটা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীদের বিক্ষোভ শেষ হয়েছে।

prothom alo

জাতিসংঘে উড়বে ফিলিস্তিনের পতাকা


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার মুখেও জাতিসংঘ সদর দপ্তরের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যরাষ্ট্রগুলো।

বৃহস্পতিবার এ সিদ্ধান্তের পক্ষে পড়ে ১১৯ ভোট। আর বিপক্ষে ভোট দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ ৮ দেশ। বাকী দেশগুলো ভোটদানে বিরত ছিল।

সিদ্ধান্ত গ্রহণে দ্বিধায় ছিল ইউরোপীয় দেশগুলো। ফ্রান্স এবং সুইডেন ইতালি, স্পেন, আয়ারল্যান্ড প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বহু দেশই ভোটদানে বিরত ছিল বলে জানিয়েছে বিবিসি।

এ প্রস্তাব পাশের ফলে নিউ ইয়র্কের জাতিসংঘ ভবনে উড়বে ফিলিস্তিনের পতাকা।

জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর জানান, ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আরো জোরদার করার জন্য এ ভোট আরেকটি পদক্ষেপ।

অতীতে কয়েকটি রাষ্ট্রের স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পট প্রস্তুত হতে থাকার মধ্যে এ পদক্ষেপ নিল জাতিসংঘ সাধারণ পরিষদ।

গত মে মাসে ভ্যাটিকান প্রথম আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় চুক্তি করার মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

আর বৃহস্পতিবার ভোটে পাশ হওয়া প্রস্তাবটিতে জাতিসংঘ কার্যালয়ের বাইরে সদস্য রাষ্ট্রগুলোর পতাকার পাশাপাশি ফিলিস্তিনের মত অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর পাতাকা ওড়ানোরও আহ্বান জানানো হয়েছিল।

এ প্রস্তাব পাশ হওয়ায় এখন অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র ভ্যাটিকানও পতাকা ওড়াতে পারবে।

আগামী ২০ দিনের মধ্যে পাতাকা ওড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে জাতিসংঘকে। ৩০ সেপ্টেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে গেলে তখনই পতাকাটি ওড়ানো হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি পর্যবেক্ষকরা।
bdnews24

মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে নিহত ৮৭

হজের প্রস্তুতির মধ্যেই মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরিফ ঘিরে থাকা মসজিদ আল-হারামে একটি ক্রেইন উল্টে পড়ে অন্তত ৮৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বাংলাদেশিসহ আরও দেড় শতাধিক মানুষ।




সৌদি আরবের সিভিল ডিফেন্সের প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের অল্প সময় আগে এ দুর্ঘটনা ঘটে।

আহত ১৮৩ জনের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি রয়েছেন বলে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলাদেশি নাগরিক শামসুদ্দিন আহমেদ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাগরিবের আগে প্রচণ্ড বালু ঝড় হয়। এ সময় ক্রেইনটি ভেঙে পড়ে। আমাদের চোখের সামনে বহু মানুষকে আহত নিহত হতে দেখেছি।”

প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ মুসলমান হজ পালন করতে বিশ্বের সর্ববৃহৎ এই মসজিদে সমবেত হন। এবার প্রায় এক লাখ বাংলাদেশির হজে অংশ নেওয়ার কথা রয়েছে।

আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল ঝড়ের কারণে ক্রেইন উল্টে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। গত কয়েক দিন ধরে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে শক্তিশালী বালু ঝড় বইছে।

টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, হজের ইহরাম পরিহিত রক্তাক্ত বহু মানুষের দেহ কংক্রিটের স্তূপের মধ্যে পড়ে আছ। ছাদ ভেঙে নেমে আসা লাল রঙের একটি বিশাল ক্রেইনের অংশবিশেষও এসব ছবিতে দেখা যাচ্ছে।

স্থান সঙ্কুলান না হওয়ায় বেশ কিছুদিন ধরেই এ মসজিদ সম্প্রসারণের কাজ চলছিল। এই নির্মাণ কাজের জন্য বিরাট আকৃতির কয়েকটি ক্রেনও সেখানে রাখা ছিল বলে রয়টার্সের এক ছবিতে দেখা যায়।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পৌনে ৬টার দিকে একটি ক্রেইন মসজিদের ওই অংশের চতুর্থ তলার ওপর আছড়ে পড়ে। হজে আসা মুসল্লিরা মাগরিবের নামাজের আগে জড়ো হওয়ায় সে সময় ওই অংশটি ছিল বহু মানুষে পূর্ণ।