বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

আওয়ামী লীগের টার্গেট দীর্ঘদিনের শাসন: বিএনপি


মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে তুলে ধরেছেন।
Image copyrightBD PMO
Image captionমঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে তুলে ধরেছেন।
বাংলাদেশে বিরোধীদল বিএনপির নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকার টার্গেট নিয়ে এগুতে চাইছে।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে তারা মনে করছেন।
আর সেকারণেই আওয়ামী লীগ জাতীয় নির্বাচন বা সংলাপে আগ্রহ দেখাচ্ছে না বলেও বিএনপি নেতাদের ধারণা।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
তবে এটাকে ভিশন বা লক্ষ্য হিসেবে বর্ণনা করছেন আওয়ামী লীগ নেতারা।
তারা বলেছেন, দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নয়, আওয়ামী লীগ সরকার জনগণকে উদ্বুদ্ধ করার জন্য একটা ভিশন নিয়ে এগুচ্ছে।
আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে রূপকল্প২১ শিরোনামে তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছিল।
তাতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্ন বা লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছিল।
সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বছর তিনেক পর আওয়ামী লীগ বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার বক্তব্য তুলে ধরে।
বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার লক্ষ্যেই আওয়ামী লীগ নির্বাচন বা সংলাপ নিয়ে কথা বলতে অনাগ্রহী।Image copyrightfocus bangla
Image captionবিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার লক্ষ্যেই আওয়ামী লীগ নির্বাচন বা সংলাপ নিয়ে কথা বলতে অনাগ্রহী।
আওয়ামী লীগের এই বক্তব্য নিয়ে সরকার বিরোধীরা প্রশ্ন তুলে আসছিল যে, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে রাখতে চায় কিনা।
সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে তুলে ধরেছেন।
তিনি বলেছেন, “আশাবাদী এবং আত্মবিশ্বাসী দেশবাসীকে সাথে নিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করব ... আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই।”
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই ভাষণের আগের দিনে ঢাকায় আওয়ামী লীগের জনসভায় দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বলেছিলেন, তাদের সরকারের আরও কয়েক মেয়াদে ক্ষমতায় থাকা দরকার।
বিরোধীদল বিএনপির নেতারা বলেছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চিন্তা থেকে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা নিয়ে কোন সংলাপে আগ্রহী নয় এবং তারা রাজনীতিকেই একটা সীমিত বা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে ঠেলে দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার মধ্য দিয়েই আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে। এখন প্রধানমন্ত্রী ভাষণে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইঙ্গিত এলো। তবে সংলাপ বা নির্বাচনী ব্যবস্থা নিয়ে কোন দিক নির্দেশনা পেলাম না।”
বিএনপির নেতৃত্বাধীন জোট ৫ই জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে তাতে ব্যর্থ হয়েছিল।
সেই নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাদের অনেকের বক্তব্যে এমন ইঙ্গীত ছিল যে, অল্প সময়ের মধ্যে সব দলের অংশ গ্রহণে জাতীয় নির্বাচন হতে পারে।
কিন্তু দু’বছরে আওয়ামী লীগ আত্মবিশ্বাসী হয়ে বেশ মুক্ত অবস্থানে এসেছে। ফলে সহসা জাতীয় নির্বাচনের সম্ভাবনা কম।
পাঁচ বছর মেয়াদ শেষে অর্থাৎ ২০১৯ সালের আগে কোন নির্বাচন নয়, এমন চিন্তাই এখন আওয়ামী লীগের মধ্যে কাজ করছে।
এতে বিএনপিতে সন্দেহ বেড়েছে যে, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইছে।
তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, “এ সরকার ২০৪১ সাল পর্যন্ত থাকার কথা কোথাও বলা হয়নি। কিন্তু আওয়ামী লীগ অবশ্যই চাইবে, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকুক। তা না হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে না।”
তিনি আরও বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার বিষয়টি একটি ভিশন বা স্বপ্ন।
জনগণকে উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী ভিশন বাস্তবায়নে তাদের সহযোগিতা চেয়েছেন।

ব্যক্তিগত মেসেজ অফিস খুলে দেখতে পারবে: আদালত


স্ট্রাসবার্গে ইওরোপীয় আদালত ভবন
Image copyrightCouncil of Europe
Image captionস্ট্রাসবার্গে ইওরোপীয় আদালত ভবন
আপনি অফিসে কাজ করার সময় যদি অনলাইনে চ্যাট করেন বা ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেন, তাহলে সেখানে আপনি কী লিখছেন সেটা আপনার বসের দেখার অধিকার রয়েছে।
এ নিয়ে ইওরোপের মানবাধিকার আদালতে এক মামালায় মঙ্গলবার বিচারকরা এই রায় দিয়েছেন।
রায়ে বলা হয়েছে, অফিসের কাজের সময় কোন কর্মীর পাঠানো ইয়াহু মেসেঞ্জারে কী বার্তা রয়েছে সেটা পড়ার অধিকার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার রয়েছে।
আদালত বলেছে, কাজের সময় ব্যক্তিগত মেসেঞ্জার ব্যবহার করলে ঐ কর্মী অফিসের নিয়মকানুন ভঙ্গ করছেন বলেই ধরে নিতে হবে।
এবং অফিসের দায়িত্ব হচ্ছে তিনি ঠিকমত কাজ করছেন কি না তা দেখা।
ব্রিটেনসহ যে সব দেশ মানবাধিকার সংক্রান্ত ইওরোপীয় সনদে সই করেছে সে সব দেশে এই রায় প্রযোজ্য হবে।
রোমানিয়ার একজন এঞ্জিনিয়ার ইওরোপীয় আদালতে এই মামলা দায়ের করে আর্জি জানিয়েছিলেন যে তার গোপন চিঠিপত্র পড়ার অধিকার যে অফিসের নেই, আদালত যেন তার পক্ষে রায় দেয়।
এই ব্যক্তি ইয়াহু মেসেঞ্জারকে তার ব্যক্তিগত এবং অফিসের কাজে ব্যবহার করতেন।
বিচারকরা বলছেন, যেহেতু তিনি দুধরনের কাজেই ইয়াহু ব্যবহার করেন, তাই অফিস যদি তার মেসেজগুলো খুরে দেখে তাহলে তারা কোন ভুল করেনি।
২০০৭ সালে ঐ এঞ্জিনিয়ারকে চাকরীচ্যুত করা হয়।

মাদ্রাসা ছাত্ররা সহিংসতা চালিয়েছে বিনা বাধায়


Image copyrightFocus Bangla
Image captionবিক্ষোভকারি মাদ্রাসার ছাত্ররা রেল লাইন এবং সড়ক অবরোধ করে অন্যান্য জায়গার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর চালায়।
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার দিনভর মাদ্রাসা ছাত্রদের সহিংস বিক্ষোভের পর আজ বুধবার সেখানে একেবারে উল্টো চিত্র বিরাজ করছে।
স্থানীয় সংবাদদাতারা বলছেন, গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরও গভীর রাত পর্যন্ত শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল।
কিন্তু আজ সকাল থেকেই শহরে পরিস্থিতি একেবারে স্বাভাবিক।
শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং যেসব স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সে স্থান না দেখলে বোঝারই উপায় নেই গতকাল সেখানে এত বড় তাণ্ডব হয়ে গেছে।
সংবাদদাতারা জানাচ্ছেন, মঙ্গলবারের সহিংসতার শিকার রেলস্টেশন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত বিদ্যালয়, আওয়ামীলীগ কার্যালয় ইত্যাদি ঘটনাস্থলগুলো অবিকল পড়ে রয়েছে।
সেসব জায়গায় এখনো কেউ হাত দেয়নি।
এ নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনও মামলাও হয়নি বলে জানাচ্ছেন সংবাদদাতারা।
গতকালের এই সহিংসতায় বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত কোনও বাধা দেয়নি বলেও অভিযোগ রয়েছে।
এর কারণ কি?
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য উবাইদুল মুক্তাদির চৌধুরী বলেন, "প্রশাসন বড় ধরণের শক্ত অবস্থানে যায়নি এজন্য যে আর কোন হতাহতের ঘটনা ঘটুক এটা প্রশাসন চাইছিল না।"
"আমরাও চাইনি। আমরা আমাদের যেসব কর্মী আছে তাদেরকে মবিলাইজ করতে পারতাম। কিন্তু আমরা অনেক চিন্তাভাবনা করে দেখেছি যে এটাকে আমরা পলিটিকালি নিয়ে যাব না।"
"দোকানদারদের সাথে একটা ঘটনা ঘটে জানমালের ক্ষতি হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা আমরা জানিনা, একটা মৃত্যু ঘটেছে। কিন্তু আরো যাতে মৃত্যু না হয় সেটা এড়ানোর চেষ্টা করেছিলাম।"
এই মনোভাবকে তারা নমনীয় মনে করে তারা তাণ্ডব চালিয়েছে বলে উল্লেখ করেন এমপি মি. চৌধুরী।
উল্লেখ করা যেতে পারে, ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি কওমি মাদ্রাসার পাশে বাজারে মোবাইল ফোন কেনা নিয়ে বাক-বিতণ্ডা থেকে মাদ্রাসাটির ছাত্রদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয় গত সোমবার।
সংঘর্ষে পুলিশ এবং সরকার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও জড়িয়ে পড়েছিল।
পরে সংঘর্ষে আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হলে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসা থেকে শত শত ছাত্র লাঠিসোটা নিয়ে শহরটিতে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারি মাদ্রাসার ছাত্ররা রেল লাইন এবং সড়ক অবরোধ করে অন্যান্য জায়গার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর চালায়।

পুলিশী নির্যাতনের বিচার চেয়ে গভর্নরের চিঠি


গোলাম রাব্বানী
Image captionগোলাম রাব্বানী
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ করে পুলিশ প্রধানকে চিঠি দিয়েছেন ব্যাংকের গভর্নর।
সংবাদদাতারা বলছেন, পুলিশের আইজি একেএম শহীদুল হককে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ব্যাংক কর্মী গোলাম রাব্বানীর কথিত নির্যাতনকারী এএসআই মাসুদ শিকদারের বিচার চেয়েছেন।
গভর্নরের এই চিঠি বুধবারই পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
গত শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মি. রাব্বানীকে তল্লাশির নামে নির্যাতন করা হয় বলে অভিযোগ বলা হয়েছে।
পরে তিনি থানায় অভিযোগ করে জানান, তাজমহল রোডে তার গতিরোধ করার পর পুলিশ তার কাছে মাদকদ্রব্য রয়েছে বলে দাবি করে।
এ সময় এএসআই মাসুদ শিকদার তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো বলে মি. রাব্বানী অভিযোগ করেন।
ঘটনাটি বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

জয়েশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তানের অভিযান


পাঠানকোটে হামলার জন্য জয়েশ-ই মোহাম্মদের নিন্দা হয়েছে নানা দেশে।
Image copyrightAFP
Image captionপাঠানকোটে হামলার জন্য জয়েশ-ই মোহাম্মদের নিন্দা হয়েছে নানা দেশে।
ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জয়েশ-ই মোহাম্মদের কয়েকজন সদস্যকে আটক করেছে।
পাকিস্তানের সরকারি টেলিভিশন পিটিভিতে বুধবার এখবরটি নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে জয়েশ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজহারও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পিটিভির খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের সভাপতিত্বে শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে জয়েশ-ই মোহাম্মদের সব অফিস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পাশাপাশি এ বিষয়ে তদন্ত করার জন্য পাকিস্তানী তদন্তকারীদের পাঠানকোটে পাঠানরও সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২রা জানুয়ারি পাকিস্তান সীমান্তের অদূরে পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর এক ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত সাত ব্যক্তি নিহত হন।
আর এই আক্রমণ হয় লাহোরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কদিন পর।
কাশ্মীর-ভিত্তিক জয়েশ-ই মোহম্মদকে পাকিস্তান সমর্থন করে বলে ভারত সরকার অভিযোগ করেছে।
তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।
ভারত সরকার বলছে, জয়েশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা না নিলে ভারত আগামী শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দেবে না।

অ্যাসিড ঝলসানো মুখ নিয়েই তিনি ফ্যাশন মডেল


ব্যতিক্রমী ফ্যাশন মডেল লক্ষী সা
Image copyrightvivandiva
Image captionব্যতিক্রমী ফ্যাশন মডেল লক্ষী সা
ভারতের একটি ফ্যাশন ব্র্যান্ড একজন নারী মডেলের সাথে চুক্তি করেছে, যিনি অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন।
প্রতিষ্ঠানটির নতুন পোশাকের মডেল হবেন লক্ষ্মী সা নামের এই নারী।
ভিভা এন ডিভা নামে এই পোশাক প্রতিষ্ঠানটি মিজ সা'কে নিয়ে যে প্রচারণা শুরু করতে যাচ্ছে তাকে তারা বলছে 'সাহসী মুখ'।
বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ১৫ বছর বয়সে মিজ সা'য়ের মুখমণ্ডল লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে ৩২ বছর বয়স্ক এক ব্যক্তি।
এর পর থেকে লক্ষী সা ভারতে বেআইনি অ্যাসিড বিক্রির বিরুদ্ধে সবচাইতে সোচ্চার কণ্ঠস্বরে পরিণত হন।
বিবিসিকে তিনি বলেন, একটি পোশাকের ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার সুযোগকে কাজে লাগিয়ে তিনি এমন উদাহরণ সৃষ্টি করতে চান যাতে শারীরিকভাবে অক্ষম মানুষেরাও সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন।
"এটা আমার জন্য এমন একটি প্ল্যাটফর্মও বটে যেখান থেকে অপরাধীদের কাছে একটি বার্তা যাবে যে, শারীরিক সৌন্দর্য ক্ষুণ্ণ করবার জন্য অ্যাসিড ছুঁড়ে মারার পরও মহিলারা সাহস হারাবে না।"
অ্যাসিড সারভাইভার্স ট্রাস্ট ইন্টারন্যাশনালের তথ্য মতে, ভারতে মহিলাদের ওপর বছরে ১০০০-এরও বেশী অ্যাসিড হামলার ঘটনা ঘটে।
এর মধ্যে অনেক ঘটনাই সংবাদমাধ্যমের খবরে আসে না।

"মুসলমানদের অপমান করা ঠিক নয়": ওবামা


Image copyrightReuters
Image captionঅষ্টম ও শেষবারের মতো স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিছুক্ষণ আগে দেয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বারাক ওবামা আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন।
মার্কিন কংগ্রেসে তিনি এই ভাষণ দেন।
এতে তিনি বলেন, "যখন কোনও রাজনীতিবিদ নিজ দেশের বা বিদেশের মুসলিমদের অপমান করে বক্তব্য দেয়, যখন কোনও মসজিদ ভাংচুর করা হয়, সেটা আমাদেরকে নিরাপদ করে না।"
"এটা সঠিক নয়। এটা বিশ্বের চোখে আমাদেরকে ছোট করে ফেলে। এটা আমাদের লক্ষ্যে পৌঁছনোকে কঠিন করে তোলে। এটা আমাদের দেশের সাথে প্রতারণা করবার সামিল"।
তার এই বক্তব্য দেবার সময় উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ করতালিতে ফেটে পড়েন।
মুসলমান এবং অভিবাসীদের নিয়ে করা বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচিত হয়ে আসছেন মি. ট্রাম্প।
প্রেসিডেন্ট ওবামার ওই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালে ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিল।
প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ মেয়াদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন মি. ওবামা।
আজ ছিল তার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ।
মার্কিন কংগ্রেসেরে সামনে দেয়া বার্ষিক এই ভাষণে প্রথা অনুযায়ী পরবর্তী বছরের জন্য নতুন নতুন পরিকল্পনা এবং সরকারের আসন্ন নতুন নীতিমালা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্টরা।
কিন্তু আজকের ভাষণে প্রেসিডেন্ট ওবামা নতুন পরিকল্পনা তুলে ধরার বদলে নিজের বিগত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরাতেই বেশী মনযোগী ছিলেন।

পাকিস্তানে টিকা কেন্দ্রের কাছে বিস্ফোরণ: ১৪ জন নিহত


Image copyrightAFP
Image captionপাকিস্তানে পোলিও টিকা কর্মীদেরকে সার্বক্ষণিক সশস্ত্র প্রহরা দেয়া হয়।
কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের কোয়েটা শহরে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানো হয় এমন একটি ক্লিনিকের সামনে এক বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
মনে করা হচ্ছে নিহতদের অধিকাংশই পুলিশের সদস্য।
তারা ওই টিকা কেন্দ্রটির প্রহরায় ছিল।
পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো মনে করে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচী মূলত পাকিস্তানি শিশুদের বিরুদ্ধে একটি পশ্চিমা ষড়যন্ত্রের অংশবিশেষ।
ফলে পোলিও টিকা কর্মীরা সাম্প্রতিক বছরগুলোতে বহু ইসলামপন্থী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এজন্য তাদেরকে সবসময় সশস্ত্র প্রহরা দেয়া হয়।
সারা বিশ্বের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানেই শুধুমাত্র এখনো পোলিও রোগ মহামারি আকারে বিরাজ করছে।
বেলুচিস্তান প্রদেশের একজন মন্ত্রী সরফরাজ বুগতি সংবাদদাতাদের বলেন, সকালবেলা টিকা কর্মীরা যখন পরিদর্শনে বের হবার আগে কার্যালয়ে এসে হাজিরা দিচ্ছিলেন তখনই এই বিস্ফোরণটি ঘটে।
অন্তত কুড়ি জন মানুষ এতে আহতও হন।
মি. বুগতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, "আমরা একটি যুদ্ধক্ষেত্রে বসবাস করছি এবং এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না।"
সংবাদদাতারা বলছেন, ২০১৪ সালের সাথে তুলনা করলে গত বছর পোলিও টিকা কর্মীদের উপর কমই হামলার ঘটনা ঘটেছে।
পোলিও টিকা কর্মীদের উপর এর আগে সর্বশেষ হামলাটি হয়েছিল গত নভেম্বর মাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক স্থানীয় পোলিও সমন্বয়কের মৃত্যুর মধ্যে দিয়ে।

রোনালদোর মূর্তির গায়ে ‘মেসি’ লিখে দিল দুর্বৃত্তরা


Image copyrightTwitter
Image captionমাদেরিয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্রোঞ্জ মূর্তিটির এই হাল করেছে দুর্বৃত্তরা। ছবিটি কয়েক ঘন্টা আগে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ফরাসি ফুটবল সাংবাদিক নিকোলা ভিলা।
রেয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তির পিঠে বার্সেলোনা তারকা লিওনেল মেসির নাম ও জার্সি নম্বর লিখে দিয়েছে একদল দুর্বৃত্ত।
রোনালদোর নিজ শহর পর্তুগালের মাদেরিয়া শহরে ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই প্রমাণ আকারের ব্রোঞ্জ মূর্তিটি স্থাপন করা হয়।
সোমবার রাতে ফিফার বর্ষসেরা ফুটবলার বা ব্যালন ডি অর পুরষ্কার জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
ওই পুরষ্কারের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন এবং জরিপে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।
Image copyrightEPA
Image captionনিজের ব্রোঞ্জ মূর্তির পাশে ক্রিশ্চিয়ানো রোনালদো: ফাইল চিত্র
এর পরেই দেখা যায় মাদেরিয়ায় রোনালদোর ওই মূর্তিটির পিঠে কে বা কারা লাল কালিতে ইংরেজিতে ‘মেসি’ এবং তার নিচে ‘১০’ সংখ্যাটি লিখে রেখেছে।
উল্লেখ্য, বার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ১০ সংখ্যা-ধারী জার্সি পরিধান করেন।
খবরে জানা যাচ্ছে, ঘটনাটি মাদেরিয়ার কর্তৃপক্ষের নজরে আসবার পরে বুধবারই মূর্তিটির পেছন থেকে এই লেখাগুলো মুছে ফেলা হয়েছে।
কিন্তু এরই মধ্যে ব্যাপারটি রোনালদো ভক্তদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।

আলু খেলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে


Image captionসপ্তাহে পাঁচবারের মতো আলু প্রধান খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৫০ ভাগ বৃদ্ধি পায়।
মার্কিন বিজ্ঞানীরা বলছেন, গর্ভকালীন সময় যে সব নারীরা বেশি আলু খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি।
তারা ২১ হাজার গর্ভবতী নারীর ডাক্তারি কাগজপত্র ঘেঁটে এই তথ্য দিচ্ছেন।
তারা বলছেন, সপ্তাহে পাঁচবারের মতো আলু প্রধান খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৫০ ভাগ বৃদ্ধি পায়।
আলুতে যে স্টার্চ থাকে সেটি রক্তে চিনির পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয়।
গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত সন্তান প্রসবের পরপরই দূরীভূত হয়, কিন্তু এটা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

১০ জন নাবিকসহ মার্কিন নৌযান আটক করেছে ইরান


  • য়ার করু
us sailorsImage copyrightGetty
Image captionদুটি টহল নৌকায় ছিলেন মার্কিন নাবিকেরা
দশজন নাবিকসহ মার্কিন দুটি টহল নৌযান আটক করেছে ইরান।
মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌযান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল এবং একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়।
মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাবার পথে তারা আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। তিনি বলেন, পরবর্তীতে ইরানীয়রাই তাদেরকে জানান যে নাবিকরা নিরাপদ আছে।
ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে।
ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সাথে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তা সংস্থা এপির একজন কর্মকর্তা বলছেন, দ্রুত ফলাফলের জন্য ব্যক্তিগতভাবে মি. জারিফের সাথে কথা বলেছেন মি. কেরি।
ইরানের পারমানবিক চুক্তির বিষয়ে কয়েক বছরের দীর্ঘ বৈঠকের কারণে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র কারিগরি ত্রুটির কথা বললেও ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা ফার্স বলছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড নয়জন পুরুষ এবং একজন মহিলাকে আটক করেছে।
যদিও ওয়াশিংটন বলছে নাবিকদের দ্রুত ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান, তবে কবে তাদের ফিরিয়ে দেয়া হবে তা এখনো পরিষ্কার নয়।
গত ডিসেম্বরে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানের কাছে রকেট পরীক্ষা চালায় ইরানের নৌবাহিনী। সেসময় মার্কিন একজন সামরিক কর্মকর্তা ঐ পরীক্ষাকে ‘উচ্চমাত্রার প্ররোচনা’ বলে অভিহিত করেছিলেন।