বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজের কন্টেইনার থেকে বিপুল পরিমাণ জাল ভারতীয় টাকা উদ্ধার করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই জাল ভারতীয় রুপির পরিমাণ কয়েক কোটি পর্যন্ত হতে পারে, এবং এমন দক্ষতার সাথে এই জাল নোট তৈরি করা হয়েছে - যা অত্যন্ত অভিক্ষ বিশেষজ্ঞ ছাড়া বোঝাই সম্ভব নয়।এর সাথে জড়িত থাকার সন্দেহে অন্তত চারজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে এই জাহাজে কন্টেইনারটি তোলা হয় এবং সেটা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে খালাস হওয়ার কথা ছিল। আমদানি নিষিদ্ধ এমন পণ্য এই কন্টেইনার গুলোতে আছে এমন তথ্য শুল্ক গোয়েন্দা বিভাগ পেয়েছিলেন কিন্তু তার মধ্যে যে জাল নোট আছে সেটার কোন তথ্য ছিল না কর্মকর্তাদের কাছে, বলছিলেন মি. হোসেন।
তবে বিশদ তদন্তের পর এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে এবং কোথায় অর্থ যাওয়ার কথা ছিল এসব তথ্য জানা যাবে বলেন জানান তিনি।
এর আগেও বাংলাদেশে ভারতীয় জাল নোট ধরা পরেছে। ধারণা করা হয় বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয় এসব জাল নোট ভারতে পাচারের ক্ষেত্রে।
bbc bangla