সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

‘শেখ হাসিনা ভাঙবেন, কিন্তু মচকাবেন না’

 

বড় জয়ে শুরু ঢাকা ডায়নামাইটসের




দিনের প্রথম ম্যাচে যে পিচে ছিল ব্যাটসম্যানদের দাপট; সেখানেই এবার প্রতাপ দেখিয়েছেন ঢাকা ডায়নামাইটসের বোলাররা। তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কম রানে বেধে রাখার পর বাকি কাজটুকু সহজেই সেরেছেন ঢাকার ব্যাটসম্যানরা।

বিপিএলের তৃতীয় আসরের শেষ বলে রংপুর রাইডার্স নাটকীয় জয়



মিসবাহ-উল-হক ও থিসারা পেরেরার ব্যাটিং তাণ্ডব আর ড্যারেন স্যামির ছোট্ট ঝড়ে চিটাগং ভাইকিংসকে হারাল রংপুর রাইডার্স। শেষ বলে শেষ হওয়া রুদ্ধশ্বাস উত্তেজনার এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু হলো বিপিএলের তৃতীয় আসরের।

জন্মভিটা ছাড়লেন পঞ্চগড়ের ৪৮ জন




ঠিকানা বদল শুরু হয়েছে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের ভারত গমনেচ্ছু বাসিন্দাদের।

বোমার হুমকিতে তুর্কী বিমানের পথ পরিবর্তন

   air france
 চারদিন আগেও এয়ার ফ্রান্সের একটি বিমান পথ পরিবর্তন করে হ্যালিফ্যাক্সে অবতরণ করে                
কানাডার কর্মকর্তারা বলছেন, নিউ ইয়র্ক থেকে তুরস্কগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান বোমা হুমকির কারণে পথ পরিবর্তন করে কানাডায় অবতরণ করেছে।
২৫৬ জনকে বহনকারী বিমানটি কানাডার পূর্বাঞ্চলের হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
সংবাদ সংস্থা এপি বলছে, বোমার হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে কানাডিয় পুলিশ। তবে এবিষয়ে বিস্তারিত কোন মন্তব্য তারা করেনি।
সম্প্রতি প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হবার এক সপ্তাহ পরেই এই ঘটনাটি ঘটলো।
রয়্যাল কানাডিয়ান পুলিশ ফোর্স তাদের টুইটারবার্তায় বলেছে, তারা স্থানীয় সময় ২২:৫০-এ (০২:৫০ জিএমটি) বোমার হুমকিটি জানতে পারে। তবে এরই মধ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে।
বোমার হুমকির কারণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের দুটি বিমানও পথ পরিবর্তন করে। bbc

'কখনোই ভাবতে পারিনি বিচার হবে'

 
    sq_mujahid_victims                 শহীদ বুদ্ধিজীবী ড. আলিম চৌধুরী (বামে) এবং কুন্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ (ডানে)     
           
বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করছেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্তদের পরিবার।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মি. মুজাহিদকে ২০১৩ সালের ১৭ জুলাই মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে আনা বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণসহ সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়।
একাত্তর সালে শহীদ বুদ্ধিজীবীদের একজন ডক্টর আলিম চৌধুরীর কন্যা নুজহাত চৌধুরী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিবিসিকে বলেন, তিনি কখনোই ভাবতে পারেননি যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কিংবা সালাহউদ্দিন কাদের চৌধুরীদের মতো যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হবে।
এই মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে চল্লিশ বছরের বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন নুজহাত চৌধুরী।
মানবতা বিরোধী অপরাধে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় হয় ২০১৩ সালের অক্টোবরে। তার বিরুদ্ধে প্রমাণিত নয়টি অভিযোগের মধ্যে হত্যা ও গণহত্যার চারটি অপরাধে তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী প্রধান বিরোধী দল বিএনপির এবং চট্টগ্রামের রাউজানের একজন প্রভাবশালী নেতা। ১৯৭১ সালে চট্টগ্রামে সংঘটিত যেসব হত্যাকাণ্ডের জন্য তার মৃত্যদণ্ড হয় তার মধ্যে নূতন চন্দ্র সিংহের হত্যাকাণ্ড অন্যতম।
নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ মি. চৌধুরীর দণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় বলেন, এর মাধ্যমে তার পিতার আত্মা শান্তি পেয়েছে।
ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একজন মানুষের ফাঁসি হয়েছে বলে মন্তব্য করেন মি. চন্দ্র সিংহ।
বাংলাদেশ সময় রোববার রাত ১২ টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৪৪ বছর পর এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো। bbc

ভারতে প্লাস্টিকের গরু প্রদর্শনীতে পুলিশের অভিযান

 
                                 
প্লাস্টিক দিয়ে তৈরি একটি গরুর মূর্তি হিলিয়াম বেলুন থেকে বাতাসে ঝুলছে - ভারতে রাজস্থানের এক প্রদর্শনীতে এটা তুলে ধরার পর পুলিশ সেখানে অভিযান চালিয়েছে।
স্থানীয় হিন্দুদের কাছ থেকে এবিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই প্রদর্শনীতে হানা দেয়।
সংবাদদাতারা বলছেন, সত্যিকারের বড়ো আকারের একটি গরু বাতাসে ঝুলছে এরকম এক প্রদর্শনী হিন্দুদের জন্যে আক্রমণাত্মক – এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশের কর্মকর্তারা জয়পুরহাট আর্ট মিউজিয়ামে অভিযান চালায়।
সেখান থেকে পুলিশ দু’জন শিল্পীকে আটক করে।
উগ্র হিন্দুত্ববাদীরা পরে ঝুলন্ত প্লাস্টিক গরুটিকে নিচে নামিয়ে আনে।
পুলিশ ওই গরুটিকে জব্দ করেছে।
                 গরুর মাংস খাওয়ার অভিযোগে উত্তর প্রদেশে মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করা হয়                
তবে তার আগে ওই গরুটির গলায় ফুলের মালা পরিয়ে তার পূজা করা হয়েছে।
রাজস্থানের শিল্পীরা এই অভিযানের নিন্দা করেছে।
সংবাদদাতারা বলছেন, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে যে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে রাজস্থানের শিল্পকর্ম প্রদর্শনীতে পুলিশের এই অভিযান তারই ইঙ্গিত দিচ্ছে।
গরুর মাংস খাওয়ার অভিযোগে সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে একজন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এই শিল্পকর্মটি যিনি তৈরি করেছেন সেই শিল্পী সিদ্দার্থা কারারওয়াল বলেছেন, প্লাস্টিক ব্যাগের জঞ্জালের কারণে ভারতে গরুদের কি ধরনের কষ্ট হচ্ছে সেটা তুলে ধরতেই তিনি এটা তৈরি করেছিলেন।
ঘাস খেতে গিয়ে ভারতে প্রায়শই গরুর গলায় প্লাস্টিকের ব্যাগ আটকে যাওয়ার খবর পাওয়া যায়।
কিন্তু যারা অভিযোগ করেছেন, তাদের বক্তব্য ছিলো -মূর্তিটিকে দেখে মনে হচ্ছিলো যে গরুটিকে যেনো ফাঁসি দেওয়া হয়েছে। bbc

'প্যারিস হামলাকারী সিরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে'

 
                      ব্রাসেলসে সৈন্যরা টহল দিচ্ছে      
          
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্যারিস স্টাইলে হামলা হতে পারে এই আশঙ্কায় পুরো শহর এখনও অচল হয়ে আছে।
বেশিরভাগ দোকানপাট, শপিং মল, সিনেমা, কফি শপ,যাদুঘর, রেস্তোরা বন্ধ। রাস্তায় সৈন্যরা টহল দিচ্ছে।
হামলার আশঙ্কায় বেলজিয়াম সরকার চূড়ান্ত সতর্কাবস্থা জারি করলে গতকাল শনিবার থেকেই শহরটি কার্যত বন্ধ হয়ে যায়।
আজ রবিবারও শহরের পাতাল রেল চলাচল বন্ধ রয়েছে।
কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ধারণা করা হয় প্যারিসে হামলাকারীদের একজন সালাহ আবেদস্লাম হামলার পরপরই ফ্রান্স থেকে বেলজিয়ামে ফিরে এসেছেন।
                 ঘরের বাইরে বের হচ্ছে না লোকজন                
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাকে আটক না করা পর্যন্ত হামলার আশঙ্কা কাটবে না।
তিনি জানান, তার পাশাপাশি আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কারণে সরাসরি হুমকি দেখা দিয়েছে।
বেলজিয়ান প্রধানমন্ত্রী বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। সরকারের কাছে খবর আছে অস্ত্র ও বিস্ফোরক সহকারে কয়েকজন মিলে একাধিক স্থানে হামলা চালানো হতে পারে।
সালাহ আবেদস্লামের বন্ধুরা বলেছেন যে তিনি এখনও ব্রাসেলসেই আছেন এবং সেখান থেকে সিরিয়ায় চলে যাওয়ার চেষ্টা করছেন।
তার বন্ধুরা বিবিসিকে বলেছেন যে সালাহ আবেদস্লামের সাথে তাদের স্কাইপে কথা হয়েছে।
                 সন্দেহভাজন হামলাকারী সালাহ আবদেস্লাম                
ফরাসী সরকার বলছে, প্যারিসের ওপর হামলার পরিকল্পনা করা হয়েছে সিরিয়া থেকে কিন্তু ওই হামলা চালানো হয়েছে বেলজিয়াম থেকে।
ইসলামিক স্টেটের চালানো ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছে।
সালাহ আবদেস্লামকে ফ্রান্স থেকে গাড়িতে করে বেলজিয়ামে নিয়ে আসা এক ব্যক্তি তার আইনজীবীকে বলেছেন, সে খুব বড়ো একটা জ্যাকেট পরেছিলো, সম্ভবত সেটা সুইসাইড ভেল্টও হতে পারে।
বেলজিয়ান এক টিভিতে তিনি বলেছেন, এটা থেকে মনে হতে পারে যে সালাহ আবেদস্লাম প্যারিসের হামলা চালানোর সময় আত্মঘাতী হামলা চালিয়ে নিজের মৃত্যু ঘটানোর ব্যবস্থা করে রেখেছিলো কিন্তু সেটা করার আগে তিনি হয়তো দ্বিতীয়বার চিন্তা করে দেখেছেন।
তার বন্ধুরা বলেছেন, শরীরের সাথে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ না ঘটানোয় তিনি তাদের কাছে তার অসন্তোষের কথা জানিয়েছেন। bbc

প্রাণভিক্ষা নিয়ে আইনমন্ত্রীর চ্যালেঞ্জ

                     প্রেসিডেন্টের দপ্তর ও ভবন- বঙ্গভবন                

সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ফাঁসির আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন কিনা তা নিয়ে বিতর্ক এখনো চলছে।
বাংলাদেশের আইনমন্ত্রী বলছেন, দু’জনের স্বহস্তে লেখা আবেদন তিনি দেখেছেন যার বিষয় হিসেবে লেখা ছিল সংবিধানের ৪৯ অনুচ্ছেদ মোতাবেক ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে।
তবে মি. চৌধুরী ও মি. মুজাহিদের পরিবারের সদস্যরা সরকারের এ দাবী এখনো অস্বীকার করছেন।
মি. মুজাহিদের ছেলে বলছেন, তারা বাবা চিঠি একটি দিয়েছেন রাষ্ট্রপতিকে তবে তা বিচার ব্যবস্থার অসঙ্গতি নিয়ে, ক্ষমা চেয়ে নয়।
আইনমন্ত্রী আনিসুল হক আজ স্পষ্ট করেই বলছেন, দু’জনের আবেদন পত্র তিনি দেখেছেন এবং সেখানে স্পষ্ট করে লেখা ছিল সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে।
তবে মি. মুজাহিদের ছেলে দাবী করছেন, কারা কর্তৃপক্ষের চাপের মুখে তার বাবা চিঠি একটি লিখেছিলেন, তবে সেটা কোনও আবেদন নয়, এবং কোনও ক্ষমা প্রার্থনাও তিনি করেননি।
                 আাদালতে সালাহউদ্দিন কাদের চৌধুরী                
শনিবার সারাদিনই সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নিয়ে বিতর্ক চলেছে।
রাতে মি. চৌধুরীর পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে শেষ দেখা করে আসার পর তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীর ছেলে সাংবাদিকদের কাছে বলেন, তার বাবা প্রাণভিক্ষা চাওয়ার খবর উড়িয়ে দিয়েছেন।
একই রকম বক্তব্য তখন দিয়েছিলেন মি. মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুরও।
কিন্তু দণ্ড কার্যকরের পরদিনও এ নিয়ে বিতর্ক থামছে না। দুই দণ্ডপ্রাপ্তের পরিবারের সদস্যরা আজও সারাদিন ধরে এটাকে সরকারের একটি অপকৌশল বর্ণনা করে বক্তব্য দিয়েছেন।
এই প্রেক্ষাপটে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “আবেদনের মধ্যে পরিষ্কার লেখা ছিল বাংলাদেশ সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে, তো এর থেকে আর কি থাকতে পারে বলুন। একেবারে নিজে হাতে, একজন বাংলায় লিখেছেন একজন ইংরেজিতে লিখেছেন। রাষ্ট্রপতির কাছে যখন ৪৯ অনুচ্ছেদের একটি পিটিশন যায়, এটা কিন্তু ক্ষমা প্রার্থনা ছাড়া আর কিছু না।”
                 আইনমন্ত্রী আনিসুল হক                
তবে মি. মুজাহিদের ছেলে মি. মাবরুর বিবিসিকে বলছেন, তার বাবা চিঠি একটি লিখেছেন তবে সেটা কোনও আবেদন নয়, সেটা ছিল তার ভাষায় একটি ‘নোটিফিকেশন লেটার।’
তিনি বলেন, “এটাকে আবেদন বলা যাবে না এজন্য যে ওনার এখানে কোন আবেদন ছিল না। যেহেতু জেল কর্তৃপক্ষ ওনাকে চাপ দিয়েছে, উনি বলেছেন, আমি এই বিচারের অসঙ্গতিগুলো এবং আমার ক্ষেত্রে মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে যে বঞ্চিত করা হয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে রাষ্ট্রপতিকে একটা চিঠি দিয়েছি। উনি বলেছেন আমার কোনও প্রয়োজন নেই তার কাছে প্রাণভিক্ষা চাওয়ার এবং আমি সেটা করিনি।”
মি. মাবরুরের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আইন মন্ত্রী বলছেন, সংবিধান মোতাবেক ক্ষমা প্রার্থনা ছাড়া কোনও ফাঁসির আসামীর জন্য রাষ্ট্রপতির কাছে আর কোনও রকম কোনও আবেদন করার সুযোগ নেই।
                 আলী আহসান মুহাম্মদ মুজাহিদ                
তিনি বলেন, “বিচার ব্যবস্থার যদি ত্রুটি থাকেই সেটা ওনারা কোর্টে বলতে পারতেন। মহামান্য রাষ্ট্রপতির কাছে লেখার কোনও অবকাশ নেই। আমরা যারা এই দরখাস্তটা দেখেছি, আমরা বলছি, ওনারা যদি দরখাস্তটা দেখে থাকেন, ওনাদের কাছে যদি দরখাস্তের কপি থেকে থাকে, দয়া করে ওনারা যেন দেখান যে এটা আর্টিকেল ৪৯ এর আন্ডারে কোনও পিটিশন ছিল না, তাহলেই হোক, আর আমরাটা তো আমার কাছে আছেই। আমার মুখের কথাই যথেষ্ট।”
এখানে উল্লেখ করা যেতে পারে সংবিধানের আলোচ্য ৪৯ অনুচ্ছেদে বলা রয়েছে, কোনও আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষের দেয়া যে কোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করবার এবং যে কোনও দণ্ড মওকুফ স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে।

ফাঁসি কার্যকর করায় ক্ষুব্ধ পাকিস্তান

 
                               
বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে দু’জন বিরোধী নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েক ঘণ্টা পর পাকিস্তান সরকার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ রবিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করেছি যে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এই ঘটনায় পাকিস্তান শঙ্কিত।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয়েছে, “১৯৭১ সালের ঘটনার ব্যাপারে বাংলাদেশে যে ত্রুটিপূর্ণ বিচার চলছে সেবিষয়ে আমরা আন্তর্জাতিক প্রতিক্রিয়াও লক্ষ্য করেছি।”
১৯৭১ সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই রায় শনিবার মাঝরাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়।
                 সালাহউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় পাকিস্তান থেকে তার পক্ষে সাফাই সাক্ষী আনার জন্যে আদালতের কাছে আবেদন করেছিলেন
পাকিস্তান সরকার বলছে, “পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৪ সালের ৯ই এপ্রিল যে সমঝোতা হয়েছে সে অনুসারে বাংলাদেশে জাতীয় সমঝোতার প্রয়োজন আছে। এই সমঝোতায় ১৯৭১ সালের ব্যাপারে ভবিষ্যতের দিকে তাকানোর কথা বলা হয়েছে।”
পাকিস্তান বলছে, এই সমঝোতার মধ্য দিয়ে সম্প্রীতি আরো বাড়বে।
পাকিস্তান সরকার বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সমালোচনা করে আসছে শুরু থেকেই।
এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তান সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এই বিচার প্রক্রিয়ায় তার পক্ষে পাকিস্তান থেকে কয়েকজন সাফাই সাক্ষী নিয়ে আসার জন্যেও আদালতের কাছে আবেদন করেছিলেন। bbc