বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

গাড়ি মুক্ত রাজধানী!

গাড়ি মুক্ত রাজধানী!

জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য হুমকি নিয়ে সারা বিশ্বের মানুষ এখন আগের চেয়ে সোচ্চার। পরাশক্তিগুলোও এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে। পরিবেশের উন্নয়নে সাম্প্রতিক সময়ে ইউরোপ বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এই ধারাবাহিকতায় নরওয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদের রাজধানী থেকে নিজস্ব গাড়ি সরিয়ে নেয়া হবে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ ২০১৯ সাল নাগাদ সময় নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
সিদ্ধান্তটি এমন সময় আসলো যখন প্যারিসের রাস্তায় একদিনের জন্য ছোট গাড়ি নিষিদ্ধ করা হয়েছে।   আর এই সিদ্ধান্ত নেবার পেছনে বড় কারণ হিসাবে যেসব বিষয় কাজ করেছে তা হলো- নাগরিকদের প্রতিদিনের উচ্চশব্দ, দূষণ এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়ার বিষয়টি।
 
গত মাসে অনুষ্ঠিত ‘ইউরোপিয়ান মোবিলিটি উইকে’ ২৪৬টি শহর ও ১৪টি দেশ একদিনের জন্য তাদের রাস্তায় ছোট গাড়ি বা নিজস্ব বাহন থাকবে না বলে ঘোষণা দেয়। হাঙ্গেরির বুদাপেস্ট, পর্তুগালের লিসবন এবং সুইডেনের স্টকহোম এই প্রক্রিয়ার মধ্যে থাকবে। তবে বছরে একদিন নিজস্ব গাড়ি মুক্ত দিবস পালন তেমন কোনো পরিবর্তন আনবে না বলেই বিশ্বাস করে নরওয়ে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তার নিজেদের কেন্দ্রীয় অঞ্চলটাকেই ধীরে ধীরে গাড়ি মুক্ত করে দেবার জন্য কাজ শুরু করেছে। এ বিষয়ে অসলোতে গ্রিন পার্টির প্রধান আপোস আলোচনাকারী ল্যান মেরি এঙ্গুয়েন বার্গ বলেন, আমরা চাই গাড়ি মুক্ত কেন্দ্রীয় একটি অঞ্চল। যা উন্মুক্ত করে দেয়া হবে সাইক্লিস্ট এবং পথচারীদের জন্য। - আইবিটাইমস

রুশ সহায়তা চাইতে চাপের মুখে ইরাকি প্রধানমন্ত্রী

রুশ সহায়তা চাইতে চাপের মুখে ইরাকি প্রধানমন্ত্রী

সলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে রাশিয়ার সহায়তা চাইতে দেশের ভিতর থেকে চাপ বাড়ছে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর। শিয়া মিলিশিয়া ও জোট সরকারের শরিকরা এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
 
ইরাকের বর্তমান জোট সরকারের একটি বড় অংশের ওপর প্রভাব রয়েছে এদের। এর আগে দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত কমিটির প্রধান রয়টার্সকে রুশ সহায়তা চাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
 
সেসময় তিনি জানিয়েছিলেন, ইরাক চায় আইএস জঙ্গিদের দমন করতে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়েও বড় ভূমিকা গ্রহণ করুক। রাশিয়াকে হামলা চালাতে অনুরোধ করতে সরকারের ওপর অব্যাহত চাপ রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
 
রুশ সহায়তা চাইতে অব্যাহত এই চাপে জোটের মধ্যে বেশ নাজুক অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী। এক দিকে রাজনৈতিক চাপ ও অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে মৈত্রী রক্ষা করা তার প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল জোসেফ ডানফোর্ড বাগদাদ সফরে গিয়ে মঙ্গলবার জানান, ইরাক সরকার আইএস দমনে রাশিয়ার কাছে সহযোগিতা চাইবে না এমন নিশ্চয়তা পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আবাদি ও প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল ওবেইদি দুজনেই রুশ সহযোগিতা চাওয়ার বিষটি নাকচ করে দেন বলে তিনি জানান।
 
এ মাসের প্রথম সপ্তাহে ইরাকি পার্লামেন্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটির প্রধান রয়টার্সকে জানিয়েছিলেন, ইরাক সরকার শিগগিরই রাশিয়ার কাছে বিমান হামলা চালাতে অনুরোধ করতে বাধ্য হতে পারে। সিরিয়ায় আইএস দমনে রাশিয়ার সাফল্যের ওপর সহায়তা চাওয়ার বিষয়টি নির্ভর করছে বলেও তিনি জানিয়েছিলেন। ittefaq

ফিলিস্তিনি নেতার প্ররোচনায় ইহুদী নিধন হয়েছিল: নেতানিয়াহু

ফিলিস্তিনি নেতার প্ররোচনায় ইহুদী নিধন হয়েছিল: নেতানিয়াহু
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক ফিলিস্তিনি নেতার প্ররোচনায় হিটলার ইহুদি নিধন করেছিলেন বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই বক্তব্যে দেশটির ভিতরেই সমালোচনার ঝড় উঠেছে।
 
মঙ্গলবার জেরুজালেমে ওয়ার্ল্ড জায়োনিস্ট কংগ্রেসে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, অ্যাডলফ হিটলার ইহুদীদের শুধু ইউরোপ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন। কিন্তু জেরুজালেমের গ্র্যান্ড মুফতি হজ আমিন আল হুসেইনি হিটলারকে পরামর্শ দেন, 'ইউরোপ থেকে তাড়িয়ে দিলে তারা ফিলিস্তিনে গিয়ে জড়ো হবে। হিটলার তাকে জিজ্ঞেস করেন, তাহলে ওদের কী করা উচিৎ? তিনি বলেন 'পুড়িয়ে দাও'।
 
ইসরাইলের হলোকস্ট বিষয়ক প্রতিষ্ঠানের প্রধান ইতিহাসবিদ নেতানিয়াহুর এই দাবির সত্যতা নেই বলে জানিয়েছেন। নেতানিয়াহুর এমন বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছে দেশটির বিরোধী দলের নেতাও। তিনি একে 'মারাত্মক ইতিহাস বিকৃতি' বলে নিন্দা জানিয়েছেন। হলোকস্ট অস্বীকারকারীরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন বলেও মন্তব্য করেন ওই নেতা।
 
'নেতানিয়াহু ফিলিস্তিনিদের এতোই ঘৃণা করেন যে তিনি বিশ্বের সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী হিটলার এর দোষ পাচ্ছেন না।' ফিলিস্তিনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নেতানিয়াহুর বক্তব্যের জবাবে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন।
 
এমাসের শুরু থেকে ফিলিস্তিনিদের ওপর নতুন করে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। গাজায় বিমান হামলাসহ ইসরাইলি সেনাদের গুলিতে গত একমাসে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় একজন ইরিত্রিয়ার শরণার্থীকেও ফিলিস্তিনি মনে করে গুলি করেছে হত্যা করে সেনারা। আর ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আট জন ইসরাইলি। সূত্র: বিবিসি

‘কাশ্মীর নিয়ে ইসলামাবাদের আহ্বানে নিরুত্সাহ নয়াদিল্লির’

‘কাশ্মীর নিয়ে ইসলামাবাদের আহ্বানে নিরুত্সাহ নয়াদিল্লির’

'ভারত ও পাকিস্তানের মধ্যকার কাশ্মীর সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানানো হলেও নয়াদিল্লি নেতিবাচক সাড়া দিয়েছে।' যুক্তরাষ্ট্রে চার দিনের সফরে গিয়ে এক ভাষণে বুধবার এ কথা বলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খবর এনডিটিভির।
 
মার্কিন মুলুকে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নওয়াজ। এ সময় তাদের উদ্দেশে দেয়া ভাষণে নওয়াজ বলেন, ‘নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তাদের ইচ্ছা পূরণে আগ্রহী নয়।’ প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জিও টেলিভিশন একথা জানিয়েছে।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীর ইস্যু দুই প্রতিবেশী দেশের মধ্যে বিবাদ বজায় রাখার মূল। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনয়নে এর সমাধান প্রয়োজন। এর আগে অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে নওয়াজ পৌঁছালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পিটার সেলফ্রিজ তাকে অভ্যর্থনা জানায়। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সম্মানে গার্ড অব অনার দেয়া হয়।
 
এ দিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। দুই নেতা  দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
 
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট জানিয়েছেন—এ অঞ্চলের চরমপন্থী গ্রুপগুলোকে মোকাবিলায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আরো জোরদারে গুরুত্ব দিতে পারেন ওবামা। ittefaq

আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্বোধন

আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্বোধন

আঙুলের ছাপ পদ্ধতিতে (বায়োমেট্রিক) সিম নিবন্ধন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিজেই আঙুলের ছাপ দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। সজীব ওয়াজেদ জয় বলেন, বায়ুমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়। এটি আমার ভালো লেগেছে।
 
১৭ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিন মাসের এই পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পেরেছে টেলিফোন শিল্পসংস্থা। সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
 আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে মোবাইল সিম নিবন্ধন কার্যক্রম চলবে। এরপরও যারা নিবন্ধনের বাইরে থাকবে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। আগামী ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবেন অপারেটররা। ittefaq

‘ভারতের হামলা ঠেকাতেই পাকিস্তানের পরমাণু অস্ত্র’

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরী বলেছেন, তাঁরা পরমাণু অস্ত্রভান্ডার গড়ে তুলেছেন শুধু ভারতের ‘আগ্রাসন ঠেকানোর’ জন্য। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইজাজ চৌধুরী বলেন, ‘আমাদের যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা নেই।’ খবর এনডিটিভির।
পাকিস্তান বলেছে, যুদ্ধের সময় দ্রুত পরমাণু হামলা চালানোর সুবিধার্থে ভারত জম্মু ও কাশ্মীর সীমান্তে অবকাঠামো নির্মাণ করছে। এ কারণেই তারা সম্ভাব্য হামলা ঠেকাতে উদ্যোগী হয়েছে। তবে পাকিস্তানের কৌশলগত পরমাণু পরিকল্পনার কারণে ভারতের পক্ষে হামলা চালানো সহজ হবে না।
আইজাজ চৌধুরী বলেন, ভারত সামরিক বাহিনীর বিভিন্ন অংশের সামর্থ্য বাড়ানোর মাধ্যমে দু্ই দেশের মধ্যে সক্ষমতার বিরাট ব্যবধান সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে কৌশলগত ও প্রতিরোধমূলক পরমাণু পরিকল্পনার দিকে অগ্রসর হওয়া ছাড়া পাকিস্তানের জন্য কোনো বিকল্প ছিল না। তিনি দাবি করেন, পাকিস্তানের পরমাণু পরিকল্পনার একটিই মাত্র লক্ষ্য ভারতের হামলা ঠেকিয়ে দেওয়া।’ prothom alo

প্রশ্ন ফাঁস করলে ৪ বছরের দণ্ড

 

প্রশ্নপত্র ফাঁস করলে চার বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা; প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদকাল হবে দুই বছর; অষ্টম শ্রেণি পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা—এমন অনেক বিধানসংবলিত একটি প্রস্তাবিত শিক্ষা আইনের ব্যাপারে জনগণের মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ জন্য আইনের একটি খসড়া আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর পর্যন্ত মতামত দেওয়া যাবে।
প্রস্তাবিত আইনে প্রাক-প্রাথমিক শিক্ষা হবে শিশুদের চার থেকে ছয় বছর পর্যন্ত অর্থাৎ দুই বছর মেয়াদি। আর প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স হবে ছয় বছর। প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। মাধ্যমিক স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এ ছাড়াও প্রস্তাবিত আইনে প্রশ্নপত্র ফাঁস করলে ৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
শিক্ষানীতির আলোকে প্রস্তাবিত আইনেও একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের কথা বলা হয়েছে। মূলত শিক্ষানীতিতে যেসব বিষয় রয়েছে সেগুলোই প্রস্তাবিত আইনে স্থান পেয়েছে।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই আইন হলে এরপর এ বিষয়ে বিধিমালা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সাড়ে চার বছর ধরে এই আইনের খসড়া নিয়ে শুধু টানাটানিই চলছে। কিন্তু আইনটি আর চূড়ান্ত হয়নি। এ কারণে জাতীয় শিক্ষানীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না।

prothom alo

৩ কোটি বাংলাদেশি তিন বেলা খাবার পায় না -মার্কিন রাষ্ট্রদূত



 
কূটনৈতিক রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশ গত দুই দশকে নাগরিকদের সুবিধার জন্য প্রাকৃতিক সম্পদ উন্নয়নে অসাধারণ অগ্রগতি করেছে। তবে এখনো বাংলাদেশের তিন কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে এবং বেশিরভাগ সময়েই তারা তিন বেলা খাবার অথবা পুষ্টিকর খাবার পায় না। তিনি বলেন, দুর্বল ওই পরিবারগুলো শিক্ষা বা স্বাস্থ্যসেবার সুযোগ পায় না, উল্টো লগ্নি ব্যবসায়ী এবং ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমির ক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ক্ষতির ঝুঁকিতে থাকে।
গতকাল বুধবার সকালে ইউএসএআইডির বাংলাদেশের উপকূলীয় মৎস্য সম্পদ বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প উদ্বোধন (২০১৪-২০১৯) অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মেদ ছায়েদুল হক।
রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেন, গত দুই দশকে বাংলাদেশ তার নাগরিকদের সুবিধার জন্য প্রাকৃতিক সম্পদ উন্নয়নে অসাধারণ অগ্রগতি করেছে। ১৯৯৭ সাল থেকে বন, জলাভূমি, সুন্দরবন ম্যানগ্রোভ বন রক্ষায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার অংশীদার হয়ে কাজ করছে। এই মানুষকেন্দ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্যোগগুলো নিয়ে আমি গর্ব করে বলতে চাই, সংরক্ষণই হচ্ছে উন্নয়ন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের এই পরিবর্তন ও নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হওয়াতে ইলিশ উৎপাদন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুষ্টি, বংশপরম্পরায় পাঁচ লাখ জেলের কর্মসংস্থান এবং পুরো প্রক্রিয়ায় আরও ২০ লাখ লোকের কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে বাংলাদেশের জাতীয় মাছ। আসলে এর অর্থনৈতিক মূল্য বাংলাদেশ, মিয়ানমার ও ভারতে ২০০ কোটি ডলার। বাংলাদেশে ইলিশ মাছ উৎপাদন মোট দেশজ আয়ের ১ দশমিক ৫ শতাংশ, যা কিনা প্রচুর মাছ!’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এখনো তিন কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করে এবং প্রতিদিন ১ দশমিক ২৫ ডলারের চেয়ে কম আয় করে। এই পরিবারগুলো সবচেয়ে হুমকির সম্মুখীন ও ধকলের মধ্যে থাকে। বেশিরভাগই দিনে তিন বেলা খাবার অথবা পুষ্টিকর খাবার পায় না। মেঘনা নদীর পাড়ে থাকা ছোট ছোট যে সব গ্রামে মাছ ধরা হয় সেখানে চরম দারিদ্র্যসীমার হার ৮৫-৯০ শতাংশ। এই দুর্বল পরিবারগুলো শিক্ষা বা স্বাস্থ্যসেবার সুযোগ পায় না, উল্টো তারা লগ্নি ব্যবসায়ী এবং ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমির ক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ঝুঁকিতে থাকেন।এ জন্য বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকে চরম দারিদ্র্য নির্মূল করার জন্য এবং একটি গণতান্ত্রিক, সহিষ্ণু সম্প্রদায়ের প্রসারে যুক্তরাষ্ট্র সরকার কাজ করে যাচ্ছে।’
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, প্রোটিনের চাহিদা পূরণের জন্য সারাবিশ্বের ৩০০ কোটি মানুষ উপকূলীয় ও সামুদ্রিক মাছের ওপর নির্ভর করে। কিন্তু মহাসাগরগুলো আজ বিভিন্ন সমস্যার সম্মুখীন। যেমনÑ অধিক মৎস্য শিকার, দুষণ ও সামুদ্রিক অম্লকরণ। এই সমস্যাগুলো সামুদ্রিক মৎস্যসম্পদকে ঝুঁকির মুখে ফেলেছে। এ জন্য সেক্রেটারি জন কেরি জুন ২০১৪ সালে ‘আওয়ার ওশেন্স কনফারেন্স’ আহ্বান করেছিলেন এবং এ মাসে চিলিতে অনুষ্ঠিত ‘আওয়ার ওশেন্স ২০১৫’-তে অংশ নিয়েছিলেন। মহাসাগর, নদী ও জলাভূমী সংরক্ষণ কেবল জীববৈচিত্র্য রক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি মানুষের আয়ের এবং পুষ্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। এ কথা বাংলাদেশে যেমন সত্য তেমনি পুরো পৃথিবীতেও সত্য।’
তিনি বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি আনুষ্ঠানিকভাবে ‘এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ)’ শীর্ষক প্রজেক্ট উদ্বোধন করতে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ১ দশমিক ৫ কোটি ইউএস ডলার আর্থিক সহায়তায় পাঁচ বছর মেয়াদী এই উদ্যোগ বাস্তবায়ন করবে ওয়ার্ল্ড ফিশ ও বাংলাদেশ মৎস্য অধিদফতর। ইকোফিশ মেঘনা নদীর বাস্তুসংস্থানের এবং উপকূলীয় মৎস্যজীবী কমিউনিটির সহিষ্ণুতা উন্নয়নে কাজ করবে। ইকোফিশ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মৎস্যচাষ বিজ্ঞানের উন্নয়ন সাধন করবে, এটি মৎস্যচাষের পরিবর্তনশীল সহ-ব্যবস্থাপনাকে শক্তিশালী করবে এবং ইলিশ মাছ শিকারি জেলে কমিউনিটির সহিষ্ণুতা বৃদ্ধি করবে।
বাংলাদেশ সরকারের ইলিশ সংরক্ষণ কর্মসূচির সাফল্যের ওপর গড়ে উঠবে এই ইকোফিশ প্রকল্প, যার লক্ষ্য হচ্ছে মা ইলিশ ও বাচ্চা ইলিশ রক্ষা করা এবং যে সময়ে ইলিশ ধরা নিষেধ সেই সময়ে মৎস্যচাষীদের ক্ষতিপূরণ দেওয়া। কীভাবে নির্দিষ্ট মৎস্য অভয়াশ্রম এবং সামুদ্রিক সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা করতে হয় সে বিষয়ে ইকোফিশ বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রিত হয়ে স্থানীয় সম্প্রদায়কে উপদেশ দেবে। ইকোফিশ মৎস্যচাষী সম্প্রদায়ের আর্থসামাজিক দুর্বলতাকেও চিহ্নিত করবে, অতিদরিদ্র নারীদের জন্য সঞ্চয়ী হিসাব স্থাপন, নারীদের জন্য দীর্ঘমেয়াদী বিকল্প আয়ের সুযোগ এবং মূল্য সংযোজন কৌশল ও প্রযুক্তি প্রদানের মাধ্যমে যেন প্রত্যেক মাছের জন্য সর্বোচ্চ সাম্ভব্য মূল্য তারা পায় এবং নিশ্চিত করা যে অতিরিক্ত মূল্য যেন ওই সম্প্রদায়ের কাছেই থাকে।’
মার্শা ব্লুম বার্নিকাট বলেন, এটি আমাদের একান্ত আশাবাদ যে একটি ইলিশ সংরক্ষণ তহবিল স্থাপনে ইকোফিশ সাহায্য করবে, যা বাস্তুসংস্থান সেবার জন্য বাজারভিত্তিক দাম নির্ধারণ করবে, ধরে রাখবে এবং এই প্রকল্প শেষ হওয়ার পরও যেন এই তহবিল স্বচ্ছ ও ন্যায্যভাবে মৎস্য ব্যবস্থাপনা ও মৎস্যজীবী সহিষ্ণু গোষ্ঠীর কাজে হস্তান্তর নিশ্চিত করবে। এটি বেশ উচ্চাভিলাষী কর্মসূচি। কিন্তু এই কক্ষে অবস্থারত সম্মানিত সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে দেখে আমি আত্মবিশ্বাসী যে, ইকোফিশ নানামুখী সফলতা অর্জন করবে।

dailysangram

আতঙ্কের কথা বাজে কথা: অর্থমন্ত্রী


 
দুই বিদেশি হত্যাকাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি ভালো  আছে।

মানবপাচার ঠেকাতে কঠোর আইন চান ডেপুটি স্পিকার


ফাইল ছবি
                               
অভিবাসী সংকট মোকাবেলায় পৃথিবীর বিভিন্ন দেশকে মানবপাচার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

প্রশ্ন ফাঁসের আইনে ‘ছাড়’




 পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং এনিয়ে বিভিন্ন মহলের কঠোর সমালোচনার মধ্যেই এ সংক্রান্ত যে আইন হচ্ছে তাতে নেই প্রশ্ন ফাঁসের শাস্তি বাড়ানোর কোনো উদ্যোগ।

শতাব্দির সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স

দিমিত্রি রিবলভলেভ ও তার সাবেক স্ত্রী এলেনা
দিমিত্রি রিবলভলেভ ও তার সাবেক স্ত্রী এলেনা

বিয়ে বিচ্ছেদের ঘোষণা আগেই দিয়েছিলেন, কিন্তু দেনা-পাওনা নিয়ে বনিবনা হচ্ছিল না। এখন তারা জানিয়েছেন, সমঝোতা হয়েছে।

পরমাণু চুক্তি অনুমোদন করেছেন খামেনি



 ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে যে চুক্তি হয়েছে তা অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সিরিয়ায় রুশ বিমান হামলায় বিদ্রোহী নেতা নিহত

     সিরিয়ার ইদলিবে সারমানিয়ার কাছে জঙ্গি-বিদ্রোহীদের একটি স্থাপনায় রুশ বিমান হামলায় বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: রয়টার্স                                             

ফিলিপিন্সে গুলিতে নিহত দুই চীনা কূটনীতিক


ফিলিপিন্সের কেবু নগরে একটি রেস্তোরাঁয় এক নারীর গুলিতে চীনের দুই কূটনীতিক নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।
 

আসাদকে ‘লালগালিচা’ সংবর্ধনার নিন্দা যুক্তরাষ্ট্রের



           সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ‘লালগালিচা’ সংবর্ধনা দেওয়ায় রাশিয়ার সমালোচনা করেছে হোয়াইট হাউজ।

কাতার পাড়ি জমাচ্ছেন ‘ঘড়ি বালক’ আহমেদ

হোয়াইট হাউজে নাসার সাবেক নভোচারী, বর্তমানে সায়েন্স মিশন দপ্তরের সহযোগী প্রশাসক জন এম. গ্রান্সফেল্ডের সঙ্গে সেলফি তুলছেন কিশোর আহমেদ। ছবি: রয়টার্স
হোয়াইট হাউজে নাসার সাবেক নভোচারী, বর্তমানে সায়েন্স মিশন দপ্তরের সহযোগী প্রশাসক জন এম. গ্রান্সফেল্ডের সঙ্গে সেলফি তুলছেন কিশোর আহমেদ। ছবি: রয়টার্স
           
‘ঘড়ি বালক’ নামে পরিচিতি পাওয়া ১৪ বছর বয়সী স্কুলছাত্র আহমেদ মোহামেদ পরিবারসহ কাতার পাড়ি জমাচ্ছেন।

ইংরেজিতে অদক্ষতায় প্রবাসে উপার্জনে পিছিয়ে বাংলাদেশিরা: মন্ত্রী

সার্চ নিয়ে সমঝোতায় গুগল-ইয়াহু

            
ইতিহাস কি ফিরে আসছে? ১৮ বছর আগে প্রায় কোমায় চলে যাওয়া অ্যাপলে দেড়শ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছিল প্রধান প্রতিযোগী মাইক্রোসফট। অ্যাপলের ঘুরে দাঁড়ানোর পেছনে অনেকগুলো কারণের মধ্যে ওই অ্যাপল-মাইক্রোসফট চুক্তিও অন্যতম বলে মনে করেন প্রযুক্তি-বাণিজ্যবোদ্ধারা।

নিরাপত্তা ঝুঁকিতে কর্মীদের ফেরত পাঠিয়েছে জাইকা

    bbc

জাইকার আটচল্লিশ জন স্বেচ্ছাসেবককে গত দুদিনে দেশে ফেরত পাঠানো হয়েছে
বাংলাদেশে নিরাপত্তা শঙ্কায় জাপানি দাতা সংস্থা জাইকার আটচল্লিশ জন স্বেচ্ছাসেবককে গত দুদিনে দেশে ফেরত পাঠানো হয়েছে।
যদিও বাংলাদেশের সরকার বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে ব্যাপক ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করছে এবং শঙ্কা নেই বলে দাবী করছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে দেশটিতে এখনো এসব হুমকির ‘বাস্তব অস্তিত্ব’ রয়ে গেছে।
সন্ত্রাসী হামলার হুমকি এবং করনীয় নিয়ে আজ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ক্যানাডার রাষ্ট্রদূত।
সম্প্রতি বাংলাদেশে দুটি পৃথক হামলায় দুজন বিদেশী নাগরিক নিহত হবার পর থেকেই দেশটিতে অবস্থানরত বিদেশীদের নিরাপত্তা নিয়ে এই উদ্বেগ তৈরি হয়।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যাচ্ছে, জাপানী সাহায্য সংস্থা জাইকায় স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত আটচল্লিশ জন সদস্যকে গতকাল এবং আজ জাপানে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একাধিক কর্মকর্তা বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন।
তারা বলছেন, ঢাকার বাইরে কর্মরত আটষট্টি জন স্বেচ্ছাসেবককে আগেই প্রত্যাহার করে এনেছিল সংস্থাটি। এখন তাদের চার সপ্তাহ করে ছুটি দিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং নিরাপত্তা হুমকি থাকার কারণেই এটা করা হচ্ছে।
বাংলাদেশে সম্প্রতি পৃথক হামলায় একজন ইটালিয়ান এবং একজন জাপানি নাগরিক নিহত হবার পর বিদেশী নাগরিকদের নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
বিভিন্ন স্থানে কর্মরত বিদেশী নাগরিকদের সঙ্গে সশস্ত্র প্রহরী দেখা যাচ্ছে, পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে ঢাকার গুলশানসহ কূটনীতিক ও দূতাবাস অধ্যুষিত এলাকাগুলোতে।
bbc
                 বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
যদিও সরকারের এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করছে দেশগুলো কিন্তু উদ্বেগ কাটছে না, আজই চারটি দেশ ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতেরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে রাষ্ট্রদূতদের পক্ষে বক্তব্য তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকট "আমরা বিশ্বাস করি নিরাপত্তা নিয়ে যেসব হুমকি রয়েছে তা বিশ্বাসযোগ্য, এগুলোর বাস্তব অস্তিত্ব রয়েছে, ফলে আমরা সতর্ক থাকবো বলে মনস্থ করেছি। আমাদের নাগরিকদের নিরাপদে রাখার আইনি বাধ্যবাধকতা আমাদের রয়েছে, আর আমরা এটা করি পরামর্শ প্রদানের মাধ্যমে। এসব পরামর্শে তাদের সতর্ক থাকতে বলা হয় এবং সংশ্লিষ্ট স্থানের হুমকি গুলো সম্পর্কে সচেতন থাকতে বলা হয়। ওইসব পরামর্শে মানুষকে বাংলাদেশে আসতে নিষেধ করে না।"
তিনি আরো বলেন "আমরা চাই বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্য শিক্ষা এবং সফর আদান প্রদান অব্যাহত থাকুক। কিন্তু একই সময়ে আমাদেরকে আপনাদের এবং আপনাদের সরকারের সাথে কাজ করতে হবে যাতে করে আমাদের জনগণকে নিরাপদে রাখা যায় এবং বাংলাদেশী নাগরিকদেরকেও সন্ত্রাসী হামলা সহ সকল ধরণের হুমকি থেকে নিরাপদে রাখা যায়।"
দুই বিদেশী নাগরিক হত্যার পর বাংলাদেশে বিদেশীদের নিরাপত্তা প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতদের এটা দ্বিতীয় দফা বৈঠক।
মিজ বার্নিকটের বক্তব্য প্রসঙ্গে বিবিসিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হুমকি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন তিনি রাষ্ট্রদূতদের কাছে কিন্তু তারা দেননি।
মিস্টার খান আরো বলছিলেন, তিনি রাষ্ট্রদূতদের আশ্বস্ত করেছেন, বিদেশীদের নিরাপত্তায় অতিরিক্ত যেসব ব্যবস্থা নেয়া হয়েছে তা ততদিনই বজায় থাকবে যতদিন না তারা নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত হচ্ছে এবং এসব উদ্যোগের ফলে বিদেশীরা আগের মতোই অবাধে চলাচল করতে পারছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য গত আটাশে সেপ্টেম্বর ঢাকার কূটনৈতিক পাড়ায় আততায়ীদের গুলিতে নিহত হন ইটালির নাগরিক চেজারে তাভেল্লা, আর এর কয়েকদিন পর তেসরা অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করে আরেকদল আততায়ী।
দুটি হত্যাকাণ্ডের পরই আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএসের নামে এর দায় দায়িত্ব স্বীকার করা হয়।

এবার কলকাতার পূজাতে ছিটমহল

    বিবিসি

                 বিষয়ভাবনা 'ছিটমহল আর সেখানকার মানুষ'
দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলের একটা বারোয়ারী দূর্গাপূজোতে এবছরের ‘থিম’ বা বিষয়ভাবনা ছিটমহল আর সেখানকার মানুষ, প্রায় সাত দশক ধরে নাগরিকত্ব হীন হয়ে বেঁচে থাকার কাহিনী।
কলকাতায় গড়ে ওঠা ছিটমহলে যেমন রয়েছে বি এস এফ আর বিজিবি-র পাহারা চৌকি, তেমনই আছে কাঁটাতারের বেড়া। পোয়াতুরকুঠি, মশালডাঙ্গা, শিবপ্রসাদ মুস্তাফি ছিটমহলগুলোর বাড়ি, মাজার, প্রাচীন শিবমন্দির আর দূর্গাপূজোর মণ্ডপ, পুকুর, চাষের ক্ষেত – চায়ের দোকান, স্কুল সবই তৈরী হয়েছে কসবা শক্তি সংঘের মাঠে।
আবার রয়েছেন কয়েকজন সদ্য ভারতীয় হওয়া ছিটমহলের বাসিন্দারাও – কিছু মাটির মূর্তিতে আর কয়েকজন সশরীরে।
পূজো দেখতে আসা কলকাতার মানুষদের নিজেদের গ্রাম চিনিয়ে দিচ্ছিলেন বিলুপ্ত হওয়া ছিটমহল মশালডাঙ্গার বাসিন্দা জয়নাল আবেদিন, সাদ্দাম মিঞাঁ, শিবপ্রসাদ মুস্তাফি ছিটের বিষ্ণু বর্মন, পোয়াতুরকুঠির রহমান আলি বা ৭৫ বছর বয়সী মনসুর মিঞাঁরা।
জানাচ্ছেন কীভাবে পরিচয় হীন হয়ে বেঁচে থেকেছেন তাঁরা, কয়েকজন বয়স্ক তো আবার জীবনে দু দুটো স্বাধীনতা দেখলেও নিজেরা এতবছর পরাধীন হয়েই বেঁচে থেকেছেন।
বিবিসি
                 ছিটমহলের আদলে তৈরী করা হয়েছে এসব এলাকা
এঁদের অনেকের এটাই প্রথম কলকাতায় আসা, আবার কয়েকজন আগে এলেও সেবারে সব সময়ে ভয়ে ভয়ে থাকতে হয়েছে – যদি বাংলাদেশী ছিটের বাসিন্দা বলে পুলিশ গ্রেপ্তার করে! স্বাধীনতা পাওয়ার পরে এখন তাঁরা নির্ভয়ে ঘুরতে পারছেন কলকাতায়।
কলকাতার মানুষ যে শুধু বিলুপ্ত হয়ে যাওয়া ছিটমহলগুলোর মানুষদের কথা শুনছেন, তা নয়, চোখের সামনে দেখতে পাচ্ছেন সেখানকার মানুষদের মাটির প্রতিমূর্তিও – যেগুলো ছড়ানো রয়েছে চায়ের দোকান বা মাজার বা নারকোল গাছে। দর্শকরা আরও দেখতে পাচ্ছেন ছয় বছরের জিহাদ হোসেন ওবামাকেও – ছিটমহলের প্রথম শিশু, যে নিজের বাবা-মায়ের আসল পরিচয় দিয়েই জন্ম নিয়েছিল ভারতের হাসপাতালে।
তার আগে সবাইকেই লুকিয়ে চুরিয়ে ভারতীয় পরিষেবা নিতে হলে বদলে ফেলতে হত বাবা-মা, বা স্বামী-স্ত্রীর নাম, পরিচয়। জিহাদ তার বাবা শাহজাহান শেখ আর মা আসমা বিবির সঙ্গে কলকাতায় এসেছে।
ছিটমহলের পূজো দেখতে আসা কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম এখানে আসার আগে তাঁরা কতটা জানতেন ছিটমহলের সমস্যা বা সেগুলো বাংলাদেশের সঙ্গে বিনিময়ের দাবীর ব্যাপারে।
বিবিসি
                 যেমন রয়েছে বি এস এফ আর বিজিবি-র পাহারা চৌকি, তেমনই আছে কাঁটাতারের বেড়া।
দেখা গেল কয়েকজন ছিটমহলের ব্যাপারে কিছু খবর রাখেন, কিন্তু বেশীরভাগই জানতেন না ছিটমহল বিষয়টা কি। তবে এই দূর্গাপূজোয় ছিটের মানুষদের সঙ্গে কথা বলে বা তাঁদের জীবনযাত্রা চোখে দেখে আন্দাজ পেয়েছেন কিছুটা।
এটাই উদ্দেশ্য ছিল ছিটমহলকে নিজেদের পূজোর ‘থিম’ হিসাবে তৈরী করতে, বলছিলেন পূজোর উদ্যোক্তা রক্তিম দাশ বা সনৎ মুখার্জীরা।
সেই উদ্দেশ্য কতটা সফল হল, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে এটা ঘটনা, প্রচার মাধ্যমের দৌলতে কলকাতার এই ছিটমহলের কথা বহু মানুষের কানে পৌঁছিয়েছে, আর সেকারণেই বোধহয় পূজো দেখতে ভীড় করছেন হাজার হাজার মানুষ।
সন্ধেবেলায় রীতিমতো লম্বা লাইন দিয়ে ঢুকতে হচ্ছে কলকাতার ছিটমহলে।
ভারত আর বাংলাদেশের মধ্যে ১৬২ টি ছিটমহল বিনিময় শেষ হয়েছে কয়েকমাস আগেই। শেষ হয়েছে মানুষের নাগরিকত্ব হীনতার কঠিন লড়াই। কিন্তু আবারও ছিটমহল তৈরী হয়েছে - এবার খাস কলকাতা শহরে!

শিখদের পবিত্র ধর্মগ্রন্থ ছেঁড়ায় পাঞ্জাবে প্রতিবাদ, সহিংসতা

    bbc

                 রাজ্যের বিভিন্ন শহরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে
পাঞ্জাবের ফরিদকোট জেলায় কোট কাপুরার কাছে গত বুধবার ভোরে শিখদের গুরু গ্রন্থসাহিবের ছেঁড়া বেশ কিছু পৃষ্ঠা রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল।
পবিত্র ধর্মগ্রন্থের এই অপমানের প্রতিবাদে আশেপাশের গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন – পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে গুলি চালালে দুজন নিহত হন, আহত হন আরও বহু মানুষ।
তারপরই সেই বিক্ষোভ আর সহিংসতা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। প্রতিবাদকারীরা বলছেন, গুরু গ্রন্থসাহিবের লাঞ্ছনা কিছুতেই বরদাস্ত করা যাবে না, আর তাই তারা জাতীয় সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি দাবি করছেন।
বস্তুত গত এক সপ্তাহ ধরেই পাঞ্জাবের বড় শহরগুলোর মধ্যে সড়ক সংযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে, রাস্তার মোড়ে মোড়ে অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।
সমস্যা আরও জটিল হয়ে উঠেছে কারণ ফরিদকোটের পর রাজ্যের আরও অন্তত পাঁচটি জায়গা থেকেও ছেঁড়াখোঁড়া গ্রন্থসাহিবের পৃষ্ঠা মিলেছে।
এই জায়গাগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে গোটা রাজ্য জুড়েই, আর অনেক ক্ষেত্রেই সেই গ্রন্থসাহিব খোয়া গিয়েছিল স্থানীয় গুরদোয়ারা থেকেই। এরই প্রতিবাদে গুরদোয়ারাগুলোর পরিচালনায় বিভিন্ন শিখ সঙ্গত বা ধর্মীয় সভাগুলো এই লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
পাঞ্জাবের অকালি দল পরিচালিত সরকারের জন্যও এত বড় বিপদ আগে আসেনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যদিও পাঞ্জাবকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ও প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী সে রাজ্যে পাঠানো হয়েছে – তারপরও জনজীবন একেবারেই স্বাভাবিক করে তোলা যায়নি।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল " আমি ও আমার বাবা মুখ্যমন্ত্রী পরকাশজি এবং পুরো অকালি নেতৃত্ব এখন একটাই লক্ষ্যে নিয়োজিত – যে কোনোভাবে হোক দোষীদের ধরে এই ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে হবে। আর ইতিমধ্যে আমি পাঞ্জাবের জনগণের কাছে একটাই আবেদন জানাব – আপনারা রাজ্যে শান্তি ও শৃঙ্খলাটুকু শুধু বজায় রাখুন।"
কিন্তু সরকারের আবেদনে এখনও কোনও কাজ হয়েছে বলে মনে হচ্ছে না – কারণ বিক্ষোভের তীব্রতা এতটুকুও কমেনি।
রাজ্য পুলিশ ইতিমধ্যে এই গ্রন্থসাহিব ছেঁড়ার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে দুই ভাইকে গ্রেফতার করেছে – যারা দুবাই ও অস্ট্রেলিয়াতে ফোন করে এই ষড়যন্ত্র নিয়ে আলাপ করছিল বলে পুলিশের দাবি।
পাঞ্জাব পুলিশের অপরাধ বিভাগের প্রধান আইপিএস সাহোটা জানান, আইন মোতাবেক এই দুই ব্যক্তির ফোনে আড়ি পেতে তারা প্রমাণ পেয়েছেন এরাই এই ষড়যন্ত্রের মূল হোতা।
দুবাই ও অস্ট্রেলিয়া-সহ ভারতের বাইরে বসে থাকা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তারা নির্দেশ নিচ্ছিল, এবং বিদেশ থেকে কারা এদের চালাচ্ছিল তা খুব শিগগিরি জানা যাবে বলেও পুলিশ নিশ্চিত।
ভারতের গোয়েন্দা সূত্রগুলোও মনে করছে, পাঞ্জাবে যেভাবে পরিকল্পিতভাবে গ্রন্থসাহিবের অপমান আর বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে বিদেশি যোগসাজশের ইঙ্গিত স্পষ্ট।
তা ছাড়া আশির দশকে বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের জন্মভূমি পাঞ্জাবে পরিস্থিতি মোকাবিলায় সরকারকে খুব সতর্কভাবে এগোতে হচ্ছে, ফলে সমস্যা আছে সেখানেও।

সংখ্যালঘু নির্যাতন থিমে সাজানো এক পূজা মণ্ডপ

    bbc

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ এই পূজার থিম। সৌজন্যে: পাথরঘাটা পূজা কমিটি
সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে সেটার প্রতিবাদেই এই প্রতিমা গড়ে তোলা হয়েছে।
এই পূজায় প্রতিমাদের শরীরে বিভিন্ন প্রতিবেদন সমৃদ্ধ সংবাদপত্রের অংশ বিশেষ দিয়ে পোশাক তৈরি করা হয়েছে।
সংবাদপত্রের অংশ দিয়ে ব্যাকগ্রাউন্ড। খবরগুলো মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর বিভিন্ন সময়ে হামলার খবর।
এছাড়া প্রতিমার হাতে মানুষের কাটা মাথা, একটি প্রতিমার হাত খুঁটিতে বাধা।
পাঁচ বাড়ি পূজা মণ্ডপ কমিটির সেক্রেটারি জয়জিত চৌধুরি বলছিলেন সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে সেটার প্রতিবাদেই এই প্রতিমা গড়ে তোলা হয়েছে।
তবে এই মুল বেদির পাশে আলাদাভাবে আরেকটা বেদিতে রয়েছে মুল প্রতিমা।
সেখানেই চলছে পূজা অর্চনা। বাংলাদেশ পূজা উতযাপন পরিষদ বলছে এ বছরেই দেশের বিভিন্ন স্থানে ১৫টি পূজা ভাংচুরের ঘটনা ঘটেছে।
বাংলাদেশের চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় পাঁচ বাড়ি পূজা মণ্ডপের এবারের ব্যতিক্রমী এই পূজোর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে আসলে সেটা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। bbc

প্রেসিডেন্ট আসাদের হঠাৎ মস্কো সফর

    bbc                 সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ এবং রুশ প্রেসিডেন্ট পুতিন        
        
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটিতে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সিরিয়ার বাইরে কোন দেশে গেলেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে রাশিয়াতে এই ঝটিকা সফরে মি. আসাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন।
সিরিয়াতে গত মাসে বিমান হামলা চালিয়েছিল মস্কো।
উদ্দেশ্য ছিল ইসলামিক স্টেট ও অন্যান্য জঙ্গি গ্রুপগুলো যারা মি. আসাদের বাহিনীর সাথে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে এই হামলা চালানো।
মি. আসাদ বলেছেন রাশিয়ার এই লড়াইয়ে যুক্ত হওয়ার কারণে সন্ত্রাসবাদ যেটা ক্ষতিকর ভাবে ছড়িয়ে পরছিল সেটা বন্ধ হয়েছে।
আর মি. পুতিন বলেছেন সিরিয়ার মানুষ বলতে গেলে একেবারে একাই ছিল, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে কয়েক বছর ধরে যুদ্ধ করছিল।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন প্রেসিডেন্ট আসাদের এই ঝটিকা সফর সংকেত দিচ্ছে সিরিয়ান প্রেসিডেন্ট এখন আগের চেয়ে আরো বেশি আত্মবিশ্বাসী।
কারণ প্রথমত তিনি মনে করছেন দামেস্ক ছেড়ে যাওয়াটা তার জন্য অনিরাপদ নয়।
এছাড়া বর্তমান সিরিয়াতে রাশিয়ার অবস্থান যে বেশ ‘আত্মবিশ্বাসী’ সেটার সংকেত দৃশ্যমান বলে মনে করছেন বিশ্লেষকেরা। bbc

বাংলাদেশে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

   

                 টাঙ্গাইল -৪ আসনের উপ নির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশের টাঙ্গাইলে আসন্ন উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এর ফলে নিজের ভাই লতিফ সিদ্দিকীর পদত্যাগের পর শূন্য হওয়া এই আসনটিতে কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হল।
মিস্টার সিদ্দিকীর পক্ষে করা রিট আবেদনের শুনানির পর বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মোঃ. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ এই আদেশ দেয়।
                 হজ্ব নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।(ফাইল ছবি)                
বাংলাদেশে হজ্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করে দল ও মন্ত্রীসভা থেকে পদ হারান লতিফ সিদ্দিকী। এরপর তিনি সংসদ সদস্যপদ থেকেও ইস্তফা দিলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।
এরপর ওই আসনে উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীসহ বেশ কয়েকজন মনোনয়নপত্র জমা দেন।
তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান ঋণ খেলাপির অভিযোগে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে মঙ্গলবার মিস্টার সিদ্দিকী হাইকোর্টে রিট করেন।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইলের-৪ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। bbc

টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত, দাবি র‍্যাবের

 
                     বাংলাদেশের পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব (ফাইল ছবি)  
              
বাংলাদেশের টাঙ্গাইল জেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে।
গুলিবিদ্ধ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
র‍্যাবের একজন সাব-ইন্সপেক্টর আহত হয়েছেন বলে র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ওসি নাজমুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সদর উপজেলার মইশাল নানতোলা এলাকায় বুধবার ভোররাতের দিকে এই ঘটনা ঘটে।
মিস্টার হক জানান, স্থানীয় একটি বাড়িতে চরমপন্থি সংগঠনের ১০/১২ জন অবস্থান নিলে খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালায়।
তিনি জানান, হতাহতরা সবাই চরমপন্থি দলের সদস্য। তবে তারা কোন দলের সদস্য এবং তাদের পরিচয় কি সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
তারা খুন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের জন্য অভিযুক্ত বলে তিনি দাবি করেন। bbc

ইরাক ও সিরিয়া থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করবে কানাডা

 
                     অটোয়ার ন্যাশনাল প্রেস থিয়েটারে এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো  
            
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান থেকে যুদ্ধ বিমান প্রত্যাহার করে নেবে কানাডা। দেশটির সোমবারের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পর হবু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
দেশটিতে স্টিফেন হার্পারের নেতৃত্বে কনজারভেটিভদের দীর্ঘ ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে জয় পায় মিস্টার ট্রুডোর বিরোধী লিবারেল পার্টি।
আর নির্বাচনের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নিজের সিদ্ধান্তের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবহিত করেছেন বলেও জানিয়েছেন।
আগামী ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত আকাশপথে আইএস এর বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে কানাডীয় যোদ্ধাদের অংশ নেয়ার কথা।
তবে নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই মিস্টার ট্রুডো সিএফ-১৮ যুদ্ধ বিমান দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তার কোনও সময়সীমা অবশ্য তিনি দেননি।
৪৩ বছর বয়সী প্রাক্তন স্কুলশিক্ষক জাস্টিন ট্রুডো কানাডার প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে। bbc

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কাজ বর্জনের কর্মসূচি

    Hill tracks army
                 সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় অস্থিরতা দেখা যাচ্ছে। এ বছরের মার্চে খাগড়াছড়িতে পাহাড়ীদের পদযাত্রা কর্মসূচি। (ফাইল ছবি)
বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ‘পার্বত্য শান্তি চুক্তি’ বাস্তবায়নের দাবিতে আজ কাজ থেকে বিরত থাকার এক কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
সংগঠনটি বলছে, সরকারের সঙ্গে অসহযোগ কর্মসূচীর অংশ হিসেবে তারা আজ কর্ম বর্জন করছেন।
এ কারণে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে সরকারি-বেসরকারি অফিসে কর্মরত স্থানীয় পাহাড়ী লোকজনকে কাজে যোগ না দিতে আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় চুক্তি বাস্তবায়নের দাবিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ১৯৯৭ সালে বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি সই হয়।
                 পার্বত্য জেলা রাঙ্গামটি
চুক্তির ১৭ বছর পরেও চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায়, গত বছরের নভেম্বর মাসে এক সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির নেতারা সরকারকে পাঁচ মাসের সময়-সীমা বেধে দিয়েছিল। এরপর তারা শুরু করে অসহযোগ আন্দোলন।
পার্বত্য জনসংহতি সমিতির প্রধান দাবিগুলোর মধ্যে পার্বত্য আঞ্চলিক পরিষদ পূর্ণাঙ্গ কার্যকর করা, সামরিক বাহিনীর ক্যাম্প পুরোপুরি প্রত্যাহার করে নেয়া অন্যতম ।
সমিতির নেতা সন্তু লারমার অভিযোগ, চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। কোনও একটি অংশ পার্বত্য এলাকায় অস্থিরতা তৈরি করতে চাইছে।
অন্যদিকে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, জনসংহতি সমিতিই পার্বত্য এলাকায় অস্থিরতা তৈরির জন্য দায়ী।
এর আগে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জনসংহতি সমিতি। স্থানীয় বাঙ্গালিরা এ ধরনের কর্মসূচিতে সাড়া না দিলেও স্থানীয় পাহাড়ী এসব কর্মসূচি পালন করে থাকেন।
 
bbc

সিরিয়ার আকাশে ‘অনিচ্ছাকৃত সংঘর্ষ’ এড়াতে রুশ মার্কিন সমঝোতা

 
সিরিয়াতে মার্কিন ও রুশ যুদ্ধবিমানের অনিচ্ছাকৃত সংঘর্ষ এড়াতে এক সমঝোতা চুক্তি সাক্ষর করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
সিরিয়াতে ইসলামিক স্টেটের অবস্থানের উপর হামলা চালানোর সময় দু পক্ষের বিমান এক অপরের খুব কাছে চলে আসার পর এই সমঝোতা হলো।
যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটিতে বিমান বাহিনীর সদস্যদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র।
গত সপ্তাহে রুশ ও মার্কিন বিমান দুর্ঘটনাবশত একই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং পরস্পরের খুব কাছে চলে আসে।
সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে রাশিয়া।
একে অপরকে ভুল করে আক্রমণ করে বসা এড়াতে সেপ্টেম্বর থেকেই মার্কিন ও রুশ কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছানোরও চেষ্টা করছিল।
পেন্টাগনের মুখপাত্র পিটার ব্রুক বলেছেন, সমঝোতায় ঠিক কি লেখা রয়েছে, মস্কোর অনুরোধে, তা অপ্রকাশিত থাকবে।
তবে, এই চুক্তি অনুযায়ী দুই দেশে যুদ্ধরত সেনারা পরস্পরের সঙ্গে সবসময় যোগাযোগ করবে এবং তাদের মধ্যে ‘গ্রাউন্ডে’ বা যুদ্ধক্ষেত্রে একটি হটলাইন থাকবে বলেও জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদক ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন, নতুন এই সমঝোতায় বিমান হামলা, তার লক্ষবস্তু ও গোয়েন্দা তৎপরতা নিয়ে কিছু বলা হয় নি।
শুধু নিরাপদ দূরত্ব রাখার বিষয়টিতেই জোর দিয়েছে।
তাই তা কতটা কার্যকর হবে সেটি নিশ্চিত নয়।
আইএস নয় এমন লক্ষ্যবস্তুর উপরেও রাশিয়া বিমান হামলা করছে বলে পশ্চিমাদেশগুলো দাবি করে আসছে।
তবে এই দাবি সবসময়ই নাকচ করেছে রাশিয়া।

bbc

'চোরাই ভারতীয় তাম্রমূর্তি'' ফিরিয়ে দিচ্ছে সিঙ্গাপুর


    সিঙ্গাপুরের যাদুঘর একাদশ শতাব্দীর একটি মূর্তি ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সিঙ্গাপুরের যাদুঘর এই মূর্তিটি নিউ ইয়র্কের এক ব্যবসায়ীর কাছ থেকে কেনে ২০০৭ সালে
ধারণা করা হয় প্রাচীন এই তাম্রমূর্তিটি ভারত থেকে চুরি যাওয়া দক্ষিণ ভারতীয় একটি দেবীর মূর্তি।
এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম এই ভাস্কর্যটি ২০০৭ সালে সাড়ে ছয় লাখ ডলার মূল্যে কিনেছিল নিউ ইয়র্কের আর্ট অফ দ্যা পাস্ট নামে এক আর্ট ডিলারের কাছ থেকে।
নিউ ইয়র্কের ওই পুরনো শিল্পকর্ম বিক্রির প্রতিষ্ঠানের ম্যানেজার পরে স্বীকার করেন যে তিনি ভারত থেকে চুরি করে আনা পুরাতাত্ত্বিক ভাস্কর্য বিক্রি করেছিলেন।
ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রাচীন নিদর্শন ভারত থেকে চোরাচালানের দায়ে একটি মামলা ২০১২ সালে আদালতে উঠলে বিষয়টি প্রথম সামনে আসে।
উমা পরমেশ্বরী নামে এক হিন্দু দেবীর ওই মূর্তিটি খোয়া যায় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি শিবমন্দির থেকে।
সিঙ্গাপুরের যাদুঘর ভারত থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর চোলা সাম্রাজ্যের এই তাম্রমূর্তিটি ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ভারত সরকারের পুরাতাত্ত্বিক বিভাগ ও সিঙ্গাপুরের জাতীয় হেরিটেজ বোর্ড-এর মধ্যে আলোচনার পর এই মূর্তিটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
যাদুঘরের দেওয়া এক বিবৃতিতে বলা হয় যদিও এই দেবী মূর্তিটি তামিলনাড়ুর শিবমন্দির থেকেই চুরি গিয়েছিল বলে অকাট্য প্রমাণ পাওয়া যায় নি, কিন্তু আর্ট অফ দ্যা পাস্ট কোম্পানির ম্যানেজার অ্যারন ফ্রিডম্যান-এর দেওয়া স্বীকারোক্তি তারা আমলে নিয়ে মূর্তিটি ফিরিয়ে দিতে রাজি হয়েছে।
মিঃ ফ্রিডম্যান তার স্বীকারোক্তিতে বলেন তার কাছে দেড়শর মত যেসব চোরাই পুরাতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার মধ্যে ভারত থেকে চোরাই জিনিষও রয়েছে। bbc