শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

আলোয় উজ্জ্বল দেবীনিবাসে ‘প্রাণের ছোঁয়া’



দুই তলা ভবনের কক্ষগুলো থেকে বেরিয়ে আসছে নানা রঙের আলোর রেখা, পলেস্তরা খসে পড়া দেয়ালের ইট থেকে ঝরছে রক্তিম আভা-এর মধ্যে নৃত্যরত শিল্পীরা।

পাহাড়ে সেনা অভিযান: অস্ত্র, গোলাবারুদ উদ্ধার


 
 বান্দরবানের রুমার দুর্গম অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

জঙ্গিদের কাছে তথ্য পাচার, মালয়েশিয়ায় হ্যাকার আটক

           
হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি কম্পিউটার থেকে তথ্য চুরি করে তা চরমপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছে পাচারের অভিযোগে কসোভোর এক তরুণকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ।

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা, নিহত ৩০

নাইজেরিয়ার মানচিত্র।
নাইজেরিয়ার মানচিত্র।
            
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাইদুগুরিতে একটি মসজিদে দুটি বিস্ফোরণে অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

দারফুর শান্তি মিশনে ডেপুটি কমান্ডার ‘হচ্ছেন’ জেনারেল মাকসুদ


 
সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেতে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান।

ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার



নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ সফর স্থগিত করা অস্ট্রেলিয়া ক্ষতি পুষিয়ে দিতে বাড়তি ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েছে। আইসিসির সভা থেকে ফিরে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। 

প্যারিসের ডায়রি


 
দিন মাস যোগ করে আমার প্রবাস জীবনের বযস সাড়ে চার বছর ।জীবনের বড় অংশ মাতৃভূমির আলো বাতাসে কাটানোর পর নিজের পরিকল্পনা ও চিন্তার বাইরে হঠাৎ করেই বিদেশ বিভূঁইয়ে চলে আসা।এই সময়ের মধ্যে সুখ, দুঃখ, হতাশা, প্রাপ্তি এবং হারানোর নানা বৈচিত্রময় অভিজ্ঞতার মধ্য দিয়েই আমার আজকের এই পথচলা।

অস্ট্রেলিয়ার ‘রঙিন’ গোল্ড কোস্ট

কিউ১ ভবন থেকে তোলা গোল্ড কোস্টের আইকনিক দৃশ্য
কিউ১ ভবন থেকে তোলা গোল্ড কোস্টের আইকনিক দৃশ্য

সিডনি যদি হয় অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী আর মেলবোর্ন যদি হয় সাংস্কৃতিক রাজধানী তাহলে গোল্ড কোস্ট নিঃসন্দেহে দেশটির পর্যটন রাজধানী।

ভারতে না হলে এশিয়া কাপ বাংলাদেশে


নভেম্বরে আসছে আইসিসির নিরাপত্তা দল


 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসবে আইসিসির একটি প্রতিনিধি দল।   
 

অবশেষে আসছে দ.আফ্রিকার মহিলা ক্রিকেট দল


সেলফির ‘মরণনেশা’

                              ২০১৪ সালকে যদি ‘সেলফির বছর’ বলা হয়, তাহলে ২০১৫ সালে মানুষের নিজের ছবি তোলার সেই আকাঙ্খা পৌঁছে গেছে বিপদের চূড়ায়।

বুলগেরিয়ায় সীমান্ত পুলিশের গুলিতে ১ শরণার্থী নিহত

মিত্রদের সহায়তায় সিরিয়ার সেনাবাহিনীর আলেপ্প হামলা

সিরিয়া সীমান্তে গুলি করে ‘ড্রোন নামিয়েছে’ তুরস্ক


কখন কিভাবে নুর হোসেনকে ফেরত পাঠাবে ভারত

 
   
 
 
নারায়ণগঞ্জ সাত খুন মামলার অন্যতম প্রধান অভিযুক্ত নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত।
অতি দ্রুত এই নির্দেশ কার্যকর করার আদেশ দিয়েছেন উত্তর চব্বিশ পরগণা জেলার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সন্দীপ চক্রবর্তী। দুমাসের মধ্যে সরকারপক্ষকে জানাতে হবে যে নূর হোসেনকে নিয়ম মেনে প্রত্যর্পন করা হয়েছে।
তবে পুলিশ আর কারা দপ্তরের আধিকারিকরা জানচ্ছেন বন্দী প্রত্যর্পনের প্রক্রিয়াটি বেশ জটিল।
কারা দপ্তরের এক শীর্ষ পদাধিকারি বিবিসি-কে জানিয়েছেন, “আদালতের নির্দেশ আসার পরে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা বিদেশী বিভাগ প্রত্যর্পনের একটা সমান্তরাল আদেশ দেবে। একই সঙ্গে আদালতের আদেশ যাবে কারাগার আর সেটি যে পুলিশ বিভাগের অধীন সেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছেও। তারা বি এস এফের সঙ্গে সমন্বয় করে এসকর্ট করে সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে।“
বি এস এফের এক আধিকারিক বলছিলেন, তাঁরা এখনও আদালতের নির্দেশ বা পুলিশের কাছ থেকে কোনও তথ্য পান নি। নির্দেশ পেলেই বিজিবি-র সঙ্গে কথা বলবেন তাঁরা।
নিয়ম অনুযায়ী বি এস এফ নূর হোসেনকে নিয়ে সীমান্তের জিরো লাইন অবধি গিয়ে বি জি বি-র হাতে তুলে দেবে।
প্রত্যর্পন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত, রাজ্য সরকারের একজন আধিকারিক বিবিসি কে জানিয়েছেন, “যদিও সাধারণত এই প্রক্রিয়া শেষ করতে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে, তবে এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ মামলা, তাই হয়তো খুব দ্রুতই শেষ করা হবে প্রক্রিয়াটি।“
তবে পশ্চিমবঙ্গে দূর্গাপুজো আর মহরম মিলিয়ে সামনেই লম্বা ছুটি, তার আগে এতগুলো দপ্তর নিজেদের মধ্যে সমন্বয় করে নূর হোসেনকে ফিরিয়ে দিতে পারবে না কি আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, তা এখনও পরিষ্কার নয়।
কিন্তু প্রশাসন চাইছে যত দ্রুত সম্ভব নূর হোসেনকে বাংলাদেশে পাঠিয়ে দিতে।

ঢাকায় দুটি বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ

 
               এ পর্যন্ত ঢাকার ৫০ টি স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ      
          
বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে আজ ঢাকায় দুটো বেসরকারী হাসপাতাল বন্ধ করার নির্দেশ দিয়েছে, আর তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে আর্থিক জরিমানা করেছে।
কর্মকর্তারা বলছেন, গতকালও একই রকম অভিযানে সাতটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল।
বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মান নিয়ে যে অভিযোগ রয়েছে, সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে যে অভিযান চালাচ্ছে, তার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
কর্মকর্তারা বলছেন, কোনভাবেই মান নিশ্চিত করতে পারছে না, গত ছয় মানে এমন প্রায় ৫০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের সদস্য নিয়ে অভিযান চালিয়েছেন মোহাম্মদপুর এলাকায়। এখানে তাদের অভিযানের মূলকেন্দ্রে ছিল একটি মানসিক হাসপাতাল, যেটি আবার মাদক নিরাময় কেন্দ্র হিসেবেও পরিচালিত হয়।
র‍্যাবের পরিচালক মুফতি মাহমুদ খান বলছেন, সেখানে গিয়ে তাঁরা নানা রকম অনিয়ম দেখতে পান, যার মধ্যে রয়েছে মেয়াদোর্ত্তীন ঔষধের ব্যবহার।
এছাড়া, হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই বলে জানান মি. খান। তিনি বলেন, কয়েকজন চিকিৎসককে চুক্তিভিত্তিক রাখা হয়েছে হাসপাতালটিকে দাঁড় করানোর জন্যে। এছাড়া, মানসিক রোগী ও মাদক নিরাময়ের জন্যে আসা দের একসাথে রাখা হয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ।
বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে অভিযানে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সামিউল ইসলাম সাদী।
তিনি বলছেন, বেসরকারী ঐ হাসপ্তালটিতে ৫২ জন রোগী থাকার কারণে তাদের আগামী তিন দিনের মধ্যে সরকারী হাসপাতালে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং এরপরই হাসপাতালটি বন্ধ করে দেয়া হবে।
আর এর মালিককে কারাদণ্ড সহ আর্থিক জরিমানাও করা হয়েছে। এছাড়া, শুক্রবার আরো একটি হাসপাতাল বন্ধের নির্দেশ ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে নানা রকম অনিয়মের জন্যে। আর বৃহস্পতিবারই দুটো বেসরকারী ক্লিনিক বন্ধ ও পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানান সামিউল ইসলাম সাদী।
তিনি বলছেন, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব ব্যবস্থা নেয়া হয়েছে। এই বিশেষ অভিযানে দেশের বিভিন্ন জায়গায় প্রায় ২,০০০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিরীক্ষা করে দেখা হয়েছে এবং এদের একটি বড় অংশই ত্রুটিপূর্ণ পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। তিনি বলেন, ৪০০ প্রতিষ্ঠানকে এরই মধ্যে নোটিশ দেয়া হয়েছে তাদের ত্রুটি ঠিক করতে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান যে সারা দেশে প্রায় ৫,০০০ মতো বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখা হচ্ছে, তাহলো এসব প্রতিষ্ঠানের আদৌ কোন লাইসেন্স রয়েছে কিনা। মি. মালেক বলেন, এসব প্রতিষ্ঠানকে সরকার কোন ছাড় দিতে চায় না।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যাতে সঠিক নিয়মনীতি মেনে চলে, সে জন্যে একটি নীতিমালা তৈরী করা হচ্ছে।

ভারতে থাকতে হলে গরুর মাংস বাদ দিতে হবে

 
   
 
ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা মনোহর লাল খাট্টার ভারতীয় মুসলমানদের গরুর মাংস খাওয়া বন্ধ করতে বলার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মিস্টার খাট্টার বলেন, মুসলমানরা ভারতে থাকতে পারে, কিন্তু তাদের গরুর মাংস খাওয়া বাদ দিতে হবে। কারণ ভারতে গরু ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, একজনের স্বাধীনতার সীমা ততটুকু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তা অন্যের ওপর আঘাত না করছে।
“গরুর মাংস খেলে তা অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আহত করে। ভারতের সংবিধান অনুযায়ীও এটা করা যায়না। সংবিধান অনুযায়ী আপনি এমন কাজ করতে পারেন না, যা আমাকে আহত করে। আমি এমন কাজ করতে পারি না, যা আপনার অনুভূতিকে আহত করে।”
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস মনোহর লাল খাট্টারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। দলের মুখপাত্র রশিদ আলভি বলেছেন, মিস্টার খাট্টারের কোন অধিকার নেই মুখ্যমন্ত্রীর পদে থাকার।
ভারতে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংস নিষিদ্ধ করার বিতর্ক আবার তীব্র হয়ে উঠেছে। ভারতের বেশিরভাগ রাজ্যে গরু জবাই নিষিদ্ধ।
গত মাসে উত্তর প্রদেশে ৫০ বছর বয়সী এক মুসলিমকে হিন্দু গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে। মোহাম্মদ আখলাক নামে এই ব্যক্তি তার বাড়ীর ফ্রিজে গরুর মাংস লুকিয়ে রেখেছেন, এমন গুজবের পর গ্রামবাসী তার ওপর হামলা চালায়।
ভারতের এই গরুর মাংস বিতর্কে যেভাবে ধর্মীয় অসহিষ্ণুতার প্রকাশ দেখা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সেখানকার অনেক নেতৃস্থানীয় লেখক।

bbc bangla

ইহুদীদের পবিত্র তীর্থস্থানে আগুন দিয়েছে ফিলিস্তিনিরা

 
                               
                    ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইহুদীদের কাছে পবিত্র বলে বিবেচিত এক ধর্মীয় স্থানে আগুন ধরিয়ে দিয়েছে।
পশ্চিম তীরের শহর নাবলুসে জোসেফের কবর বলে বিবেচিত এই তীর্থস্থানে ফিলিস্তিনি বিক্ষোভাকারীরা হামলা চালায়। পরে অবশ্য ফিলিস্তিনি পুলিশ তাদের হটিয়ে দেয়।
দমকল কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এই প্রাচীন স্থাপনার অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।
ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা এবং সহিংসতার মধ্যে এই হামলা হলো।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদী এবং খ্রীষ্টানদের পবিত্র তীর্থস্থানের ওপর হামলার নিন্দা করেছেন।
নাবলুসে এই হামলাকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তীর্থস্থানটির সংস্কার করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
এ মাসের শুরু থেকে ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে এবং গুলিতে সাত জন ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত তিরিশ জন ফিলিস্তিনি।
মুসলিমদের কাছে পবিত্র তীর্থ বলে পরিচিত জেরুসালেমের আল আকসা মসজিদ নিয়ে ইসরায়েলের এক কথিত পরিকল্পনাকে ঘিরে ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ইসরায়েলে আল আকসা মসজিদ প্রাঙ্গনকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিতে চায় বলে সন্দেহ করছে ফিলিস্তিনিরা।
সহিংসতার মাত্রা এবার যেরকম ব্যাপক রূপ নিচ্ছে তাকে ফিলিস্তিনিদের 'তৃতীয় ইন্তিফাদা'র সূচনা বলে মনে করছেন অনেকে।
এই ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরী বৈঠক ডাকা হয়েছে আজ

bbc bangla