বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সিরিয়ায় বিমান হামলায় বাংলাদেশী জঙ্গি নিহত

 
                     ইরাকে মার্কিন বিমান হামলা।          
       
সিরিয়া ও ইরাকে যৌথ বাহিনীর বিমান হামলায় কথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছে বলে একটি তালিকা দিচ্ছে মার্কিন সামরিক সূত্র।
ওই তালিকায় একজন বাংলাদেশীর নাম রয়েছে।
তার নাম সাইফুল হক সুজন।
সে ব্রিটেনে থেকে পড়াশোনা করা এক কম্পিউটার প্রকৌশলী।
মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে জানান, গত ১০ই ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়।
“সে বহির্বিশ্বের সাথে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতো। ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে সে হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারী প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত ছিল”, বলছেন কর্নেল ওয়ারেন।
স্টিভ ওয়ারেন আরো বলছেন, সাইফুল হক সুজনের মৃত্যুকে আইএস বহির্বিশ্বের সাথে তার যোগাযোগের একটি উৎস হারালো।
কর্নেল ওয়ারেন গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট দশজন নিহত হবার কথা জানান।
এদের মধ্যে অন্তত দুজনের কথা তিনি উল্লেখ করেন,যাদের সাথে প্যারিসে গত নভেম্বর মাসের হামলাকারীদের যোগাযোগ ছিল।
এদের একজনের নাম শারাফে আল মুদান বলে উল্লেখ করা হয়।
সে সিরিয়া ভিত্তিক একজন আইএস কমান্ডার ছিল যার সঙ্গে প্যারিসের মূল হামলাকারী আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়।
তার মৃত্যু হয় ২৪শে ডিসেম্বরের এক হামলায়।
আর এর দুদিন পর ইরাকের মসুলে এক হামলায় নিহত হয় আব্দুল কাদের হাকিম নামে আরেক আইএস কমান্ডারের। তার সাথেও প্যারিসের হামলাকারীদের সরাসরি যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে।

শহীদের সংখ্যা নিয়ে বিএনপিকে কী মূল্য দিতে হতে পারে?

 
    ড. তারেক শামসুর রেহ্‌মান
ড. তারেক শামসুর রেহ্‌মান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের মোট সংখ্যা নিয়ে মন্তব্যের জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়ে মঙ্গলবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকায় বিএনপি প্রধান খালেদা জিয়ার বাসার কাছে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
ক্ষমাপ্রার্থনার দাবির পাশাপাশি ওই অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যা অস্বীকার বিষয়ে আইন করারও দাবি জানানো হয়েছে।
তবে বিএনপি তাদের এধরনের দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে।
কিন্তু স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে মন্তব্য করেছেন তার জন্য কোনও মূল্য কী দলকে রাজনৈতিকভাবে দিতে হতে পারে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রেহ্‌মান মনে করেন এই বিজয়ের মাসে মিসেস জিয়া এবং গয়েশ্বর চন্দ্র রায় এধরনের বক্তব্য কেন দিলেন সেটি বেশ বিভ্রান্তিকর।
তবে তিনি মনে করেন সঙ্গত কারণেই এই বক্তব্যের একটা রাজনৈতিক প্রভাব থাকবে।
তিনি ব্যাখ্যা করেন, বাংলাদেশে সুশীল সমাজের যে অংশটি বিএনপির প্রতি দুর্বল তারা এই বক্তব্যে বিভ্রান্ত হতে পারেন।
``দেশে একটা প্রচেষ্টা রয়েছে ধীরে ধীরে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার,`` তিনি বলেন, ``আমার কাছে মনে হয় তরুণ প্রজন্ম এই বক্তব্যে পর বিভ্রান্ত হতে পারে এবং তারা বিএনপির দিকে থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে।``
বিএনপির বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রচারের বিষয়টিকে উল্লেখ করে ড. রেহ্‌মান বলেন, বিএনপির বিরুদ্ধে বলা হয়ে থাকে যে তারা পাকিস্তানের স্বার্থ রক্ষা করে।
বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যকে রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্নে বিএনপির অবস্থান কী হতে পারে? তারেক শামসুর রেহ্‌মান মনে করেন বিএনপি এই দাবি উপেক্ষা করতে পারে।
তিনি বলেন, দলের তরফ থেকে বলা হতে পারে এটা খালেদা জিয়ার ব্যক্তিগত মতামত, দলের নয়। আবার এটাও বলা হতে পারে যে তিনি যা বলেছেন সেটার অর্থ বিকৃত করা হয়েছে, এটা ওনার বক্তব্য নয়। এই ধরনের কথা শর্মিলা বোসের বইতেও রয়েছে।
``কিন্তু সিরাজুর রহমানের বক্তব্যই হোক, কিংবা শর্মিলা বসুর বক্তব্যই হোক,`` তিনি বলেন, ``তার বলা উচিত ছিল যেহেতু আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমার একটা রাজনৈতিক ম্যাচিওরিটি আছে। তাই এই বিজয়ের মাসে আমি এই বক্তব্য দেব না।``
বাংলাদেশের গভীর রাজনৈতিক বিভেদের প্রসঙ্গটি উল্লেখ করে মি. রেহ্‌মান বলেন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে এই বক্তব্য যেমন অনাকাঙ্ক্ষিত, তেমনি খালেদা জিয়া এটা বলেছেন বলেই তার বাড়ি ঘেরাও করা হবে, সেটাও কাম্য নয়।

'বাংলাদেশ কখনোই পাকিস্তান-আফগানিস্তানের মতো হবেনা'

 
    রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ        
         
বাংলাদেশে সম্প্রতি জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, এর পেছনে হয়তো আন্তর্জাতিকভাবে ইন্ধন থাকতে পারে।
বঙ্গভবনে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে মি: হামিদ বলেন মসজিদে আক্রমণ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের হুমকির এবং হামলার বিষয়গুলো বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
তিনি বলেন , "এটা আসলে আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, কোনভাবে এটা বাংলাদেশ হতে পারে না। কারণ, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এ দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম এবং এভাবেই তো দেশ চলছিল, কিন্তু হঠাৎ করে এটা দুঃখজনক।"
বিশ্বের বিভিন্ন মুসলিম-প্রধান দেশে এক ধরনের অস্থিরতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেসব দেশের ঘটনা প্রবাহের আঁচ হয়তো বাংলাদেশেও পড়ছে।
বাংলাদেশে সম্প্রতি জঙ্গি কর্মকাণ্ড বেড়ে যাবার পেছনে বিদেশী শক্তির সম্পৃক্ততার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না রাষ্ট্রপতি।
তিনি বলেন, “কারণ আপনি জানেন, বেশ কিছু কাল যাবতই চলছে, আফগানিস্তানে চলছে, এরপর পাকিস্তানে চলছে, এরপর ইরাকে চলছে এসব যুদ্ধ-টুদ্ধ বিভিন্ন ইলামিক কান্ট্রিতে চলছে, আমার মনে হয় ওখানের ঘটনা প্রবাহ পাশাপাশি মানে আন্তর্জাতিকভাবেও এর পেছনে কিছু ইন্ধন দেয়া- এগুলো হয়তো থাকতে পারে।”
বাংলাদেশে সম্প্রতি আশুরার সমাবেশ কিংবা কয়েকটি মসজিদে হামলার ঘটনা অনেকেই উদ্বিগ্ন করে তুলেছে। মসজিদে হামলার মতো ঘটনাগুলো পাকিস্তানে হরহামেশাই দেখা যায়।
                 রাষ্ট্রপতি হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করছেন মো: আব্দুল হামিদ।                
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি কখনোই পাকিস্তান বা আফগানিস্তানের মতো হবেনা।
মি: হামিদ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক উস্কানি থাকতে পারে বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপতি বলেন, “অনেকে অপচেষ্টা চালাতে পারে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি ,বাংলাদেশে-পাকিস্তান বা আফগানিস্তানের মত একটা জঙ্গি চেহারায় নিয়ে যেতে পারবে না।”
তিনি বলেন কিছু কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িক রাজনীতি করে। জঙ্গি কার্যক্রম বৃদ্ধির পেছনে সেসব দলের ধর্মীয় রাজনীতি উস্কানি দিতে পারে বলে রাষ্ট্রপতি ধারনা করছেন।
তবে বাংলাদেশের বেশির ভাগ মানুষই এসব কর্মকাণ্ডে বিশ্বাস করেনা বলে রাষ্ট্রপতি মনে করেন।
তিনি বলেন রাষ্ট্রীয়ভাবে এটা কঠোরভাবে দেখতে হবে পাশাপাশি সামাজিকভাবেও সচেতনতা তৈরি করতে হবে।
(রাষ্ট্রপতির পুরো সাক্ষাৎকারটি আপনারা দেখতে পাবেন বিবিসি বাংলার প্রবাহ টিভির অনুষ্ঠানে। প্রচারিত হবে চ্যানেল আইতে আগামী ৩১শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে।)

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৮

 
    বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হচ্ছে।বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হচ্ছে।          
      
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মার্দানের এক সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।
ঘটনাটি ঘটেছে মার্দানের এনডিআরএ অফিসে যেখানে বহু মানুষ মঙ্গলবার সকালে ভীড় করেছিলেন তাদের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করার জন্য।
কোন গোষ্ঠী এখনেও এই হামলার দায় স্বীকার করেনি।
কোন কোন খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী মোটর সাইকেলে চড়ে ঐ অফিসে আসে এবং গেটের কাছে বিস্ফোরণ ঘটায়।
বছরখানেক আগে পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলে তালেবানের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর সরকার জঙ্গীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।
ঐ ঘটনার পর এটাই পাকিস্তানে তালেবানের সবচেয়ে বড় হামলা।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মার্দান পেশাওয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে।

বেহুঁশ নাবালিকাকে ধর্ষণ করেছে সেনা সদস্যরা

 
    ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এর আগেও উঠেছে, বিশেষত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে।ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এর আগেও উঠেছে, বিশেষত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে।           
     
ভারতের সেনাবাহিনীর তিনজন সদস্য একটি চলন্ত ট্রেনে কলকাতার একজন নাবালিকা কিশোরীকে মাদক দিয়ে বেহুঁশ করে লাগাতার গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত তিনজন সেনা জওয়ানের মধ্যে একজনকে মঙ্গলবার হাওড়ার জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধর্ষণকারী হিসেবে চিহ্নিত বাকি দুই সেনা সদস্য এখনও পলাতক।
সোমবার ঝাড়খন্ডের মধুপুরে অমৃতসর এক্সপ্রেস নামে ট্রেনটি থামিয়ে তার ‘মিলিটারি কম্পার্টমেন্ট’ বা সেনাদের জন্য সংরক্ষিত বিশেষ কামরা থেকে নাটকীয়ভাবে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ বা জিআরপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দি দেবে ওই নাবালিকা।
এদিন সকালে অভিযুক্ত জওয়ান মঞ্জরীশ ত্রিপাঠি ও ওই নির্যাতিতাকে পশ্চিমবঙ্গের হাওড়ায় নিয়ে আসেন মধুপুর জিআরপি থানার ওসি অর্জুন তিওয়ারি।
এই গণধর্ষণের তদন্তভারও তুলে দেওয়া হয় হাওড়া জিআরপি-র হাতে
ভারতের পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতর ফোর্ট উইলিয়াম থেকে সেনাবাহিনীর তরফেও একটি তদন্তকারী দল পাঠানো হয়েছে।
রবিবার হাওড়া স্টেশন থেকে অমৃতসর এক্সপ্রেসের সেনা-জওয়ানদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েছিল ওই কিশোরী।
অভিযোগ, এর পরই তাকে মদ খাইয়ে বেহুঁশ করে চলন্ত ট্রেনে গণধর্ষণ করে তিন সেনা জওয়ান।
ভারতে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন দানা বাঁধছে।                 ভারতে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন দানা বাঁধছে।                
পরে ঝাড়খণ্ডের মধুপুরে ওই কামরা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকাকে।
দেওঘর হাসপাতালে নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়।
রবিবার রেল পুলিশকে ওই কিশোরীর বাবা জানিয়েছিলেন, তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে হাওড়া স্টেশনে গেছে, সম্ভবত সে লুধিয়ানা যাচ্ছিল প্রেমিকের সঙ্গে দেখা করতে।
রেলওয়ে কর্তৃপক্ষকে মেয়ের একটি ছবিও দেন বাবা।
সেই ছবি মিলিয়ে দেখেই স্টেশনের সিসিটিভি ফুটেজ ঘেঁটে আবিষ্কার হয়, মেয়েটি পাঞ্জাবগামী অমৃতসর এক্সপ্রেসে উঠেছে।
এরপরই সোমবার ঝাড়খণ্ডের মধুপুর জিআরপি ট্রেনটি থামিয়ে মেয়েটির খোঁজে তল্লাসি শুরু করে এবং মিলিটারি কম্পার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে।

 

ঘুষ নিয়ে জেলে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী

 
    এহুদ ওলমার্ট ২০০৯ সালে পদত্যাগ করেন।                 এহুদ ওলমার্ট ২০০৯ সালে পদত্যাগ করেন।      
          
ঘুষ নেয়ার অপরাধে ১৮ মাসের জেল হয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের।
আগামী বছর ১৫ই ফেব্রুয়ারি থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।
গত বছর ইসরায়েলের একটি নিম্ন আদালত ঘুষ নেয়ার অপরাধে মি. ওলমার্টকে ছয় বছর কারাদন্ড দেয়।
এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তার সাজার মেয়াদ কমিয়ে ১৮ মাস করে।
জেরুসালেমের মেয়র পদে থাকার সময় মি. ওলমার্ট একটি রিয়েল এস্টেট কেলেংকারিতে এই ঘুষ খান বলে অভিযোগ করা হয়।

প্রতিবাদ কর্মসূচি থেকে খালেদা জিয়ার ক্ষমাপ্রার্থনার দাবী

 
    gulshan protest tarana                 গুলশানে অবস্থান কর্মসূচিতে যোগ দেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম  
              
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ক্ষমাপ্রার্থনার আহ্বান জানিয়েছে প্রতিবাদকারীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত গুলশান-২ মোড়ে একটি অবস্থান কর্মসূচি পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বেশ কয়েকটি সংগঠন।
প্রতিবাদকারীদের সাথে যোগ দেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
ক্ষমাপ্রার্থনার দাবীর পাশাপাশি অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করারও আহ্বান জানানো হয়।
কর্মসূচি থেকে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা অস্বীকার বিষয়ে আইন করারও দাবী জানানো হয়। এসময় সংসদ সদস্য তারানা হালিমও সেখানে উপস্থিত ছিলেন।
কর্মসূচির আগে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসা এবং কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, "মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ঘেরাও কর্মসূচির কারণেই ঐ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠনের সদস্যরা খালেদা জিয়ার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
ঘেরাওকারীদের গুলশান-২ মোড়েই আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভকারীরা অবস্থান করেন।
গত ২২শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মিসেস জিয়া মন্তব্য করেন যে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে।
এরপর এক ফেসবুক বার্তায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়।

ধূমপায়ীদের কফ 'গুরুতর রোগের সংকেত'

 
    smoking                  ধূমপায়ীদের কফ নিয়ে সতর্ক করছে স্বাস্থ্যবিষয়ক সংস্থা              
  
ধূমপায়ীদের কফ গুরুতর রোগের সংকেত হতে পারে বলে সতর্ক করে দিচ্ছে ব্রিটেনের একটি স্বাস্থ্যবিষয়ক সংস্থা।
পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন এক প্রচারণায় বলা হচ্ছে, অনেক ধূমপায়ীই ফুসফুসের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) ঝুঁকির বিষয়ে অসতর্ক।
সিওপিডির ফলে শ্বাসনালী সরু হয়ে পড়ে এবং এর ফলে সিড়ি দিয়ে ওঠার মতো সহজ কাজেও মানুষ হাপিয়ে উঠতে পারে।
পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ডে প্রায় ১০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত, যার প্রতি ১০ জনের নয় জনের ক্ষেত্রেই এর কারণ ধূমপান।
ফুসফুসের বেশ কিছু গুরুতর রোগের ক্ষেত্রে সিওপিডি পরিভাষাটি ব্যবহার করা হয়।
চিকিৎসা নেই
এই রোগে আক্রান্ত ব্যক্তিরা শ্বাসনালী সরু হয়ে যাওয়া এবং ফুসফুসের টিস্যু ধ্বংস হবার কারণে শ্বাস নিতে সমস্যায় ভোগেন।
সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কায়িক পরিশ্রমর সময় শ্বাসকষ্ট, নিয়মিত কফ এবং বুকে সংক্রমণ।
পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, ধূমপায়ীরা প্রায়সময়ই 'ধূমায়ীদের কফের' মতো প্রাথমিক উপসর্গগুলোকে আমলে না নিয়ে ধূমপান চালিয়ে যান, ফলে অবস্থারও অবনতি ঘটে।
যদিও এই অবস্থার কোন নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে ধূমপান ছেড়ে দেয়া, বিশেষ ব্যয়াম এবং অষুধের মাধ্যমে সিওপিডির অগ্রগতি কমিয়ে আনা যায়।

নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

 
    shahadat wife
গত ৩রা অক্টোবর গ্রেপ্তার করা হয় শাহাদাত হোসেনের স্ত্রী নিত্য শাহাদাতকে
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তার স্ত্রী নিত্য শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন জানিয়েছেন, মি. হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলায় অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।
১১ বছর বয়সী গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত ৩রা অক্টোবর নিত্য শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন পর জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বর্তমানে তারা উভয়েই জামিনে রয়েছেন।
পুলিশ বলছে, তথ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তারা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন।
স্থানীয়দের কাছে খবর পেয়ে গত ৬ই সেপ্টেম্বরে পল্লবীর কালশী থেকে মারাত্মক আহত অবস্থায় গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে উদ্ধার করে পুলিশ।

চীনে রবীন্দ্রনাথকে ঘিরে তুমুল বিতর্ক

 
    ম্যাকমিলান কোম্পানি স্ট্রে বার্ডস কাব্যগ্রন্থটি ১৯১৬ সালে নিউ ইয়র্ক থেকে প্রকাশ করে।
ম্যাকমিলান কোম্পানি স্ট্রে বার্ডস কাব্যগ্রন্থটি ১৯১৬ সালে নিউ ইয়র্ক থেকে প্রকাশ করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের তর্জমা নিয়ে তীব্র বিতর্কের মুখে চীনের এক প্রকাশক দোকান থেকে সব বই প্রত্যাহার করেছে।
চীনা ঔপন্যাসিক ফেঙ টাঙের অনুবাদ যৌন আবেদনে ভরপুর বলে অভিযোগ করা হচ্ছে।
স্ট্রে বার্ডস` (Stray Birds) নামে ইংরেজিতে লেখা রবীন্দ্রনাথের এই কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় ১৯১৬ সালে। এতে ৫০টি কবিতা রয়েছে।
মি. ফেঙের অনুবাদের সমলোচনা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপল্‌স ডেইলি সংবাদপত্র এক পর্যালোচনায় বলছে, আগে এই কবিতার যে অনুবাদ চীনা ভাষায় হয়েছে, মি. ফেঙের অনুবাদ তার চেয়ে অনেকখানি ভিন্ন।
ঐ নিবন্ধে বলা হয়েছে, অনুবাদ করতে গিয়ে মি. ফেঙ যে সব শব্দ চয়ন করেছেন তা এতটাই অশালীন যে তা মোটেই গ্রহণযোগ্য নয়।
তবে অনুবাদের মানের প্রশ্নে নিজের কাজকে সমর্থন করে মি. ফেঙ বলছেন, তার অনুবাদে কোন ভুল নেই।
ডংফাঙ ডেইলি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ``কাব্যগ্রন্থের মূল ভাষা এবং কবির মনোভাবনার নানা রকম ব্যাখ্যা হতে পারে। এর মধ্যে কোন্‌টি ঠিক এটা কে দাবি করতে পারে?``
স্ট্রে বার্ডসের মূল ইংরেজি কবিতাটি:
The world puts off its mask of
vastness to its lover.
It becomes small as one song,
as one kiss of the eternal
ফেঙ টাঙের চীনা অনুবাদের ইংরেজি তর্জমা:
The vast world unzips its trousers in front of its lover
Long as a tongue kiss
Slim as a verse

ইবোলামুক্ত হিসেবে ঘোষণা করা হচ্ছে গিনিকে

    guinea ebolaগিনির সর্বশেষ ইবোলা রোগীকে ২০১৫ সালের নভেম্বরে হাসপাতাল থেকে রিলিজ করা হয়   

             
ইবোলা মহামারি ছড়িয়ে পড়ার প্রায় দুই বছর পর গিনিকে ইবোলামুক্ত ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কনসার্ট এবং আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে গিনির বাসিন্দারা।
ইবোলা আক্রান্ত হয়ে শুধুমাত্র গিনিতেই প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছেন এবং পাশ্ববর্তী সিয়েরা লিওন ও লাইবেরিয়ার মৃতের সংখ্যা আরো প্রায় নয় হাজার।
গত নভেম্বরে সিয়েরা লিওনকে ইবোলামুক্ত হিসেবে ঘোষণা করা হয়, তবে সেপ্টেম্বরে ইবোলামুক্ত ঘোষণা করা হলেও লাইবেরিয়ায় ইবোলার নতুন রোগী শণাক্ত করা হয়েছে।
সর্বশেষ রোগী শনাক্তের পর থেকে দুই দফায় ২১ দিনের ইনকিউবেশন সময় পার হবার পরই কোন দেশকে মানুষ থেকে মানুষে ইবোলার সংক্রমণ মুক্ত হিসেবে ঘোষণা করা হয়।
জাতিসংঘের হিসেবে, গিনির মোট ৬,২২০ টি শিশু ইবোলার কারণে মা-বাবার একজন অথবা উভয়কেই হারিয়েছে।

খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের চেষ্টা, নিরাপত্তা জোরদার

 
    khaleda                 ফেসবুকে খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান করেন সজীব ওয়াজেদ জয়   
             
বাংলাদেশের ঢাকার গুলশানে বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসা এবং কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, "মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ঘেরাও কর্মসূচির কারণেই ঐ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠণের সদস্যরা খালেদা জিয়ার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
পুলিশ বলছে, তারা ঘেরাওকারীদের গুলশান-২ মোড়েই আটকে দিয়েছেন এবং তাদেরকে খালেদা জিয়ার বাড়ির কাছে যেতে দেয়া হবে না। সেখানেই এখন বিক্ষোভকারীরা অবস্থান করছেন।
গুলশান-২ মোড়ে প্রতিবাদকারীদের সাথে যোগ দিয়েছেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
গত ২২শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মিসেস জিয়া মন্তব্য করেন যে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে।
এরপর এক ফেসবুক বার্তায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়।