বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

টাঙ্গাইল কালিহাতী উপ নির্বাচন স্থগিত

 
                        টাঙ্গাইল-৪ (কালিহাতী আসনের উপ নির্বাচন স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট           
     
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ নির্বাচন ২ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
নির্বাচন কমিশনের একটি আবেদনে শুনানির পর সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এই আদেশ দিয়েছেন।
কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের আদেশ স্থগিত করতে সোমবার আপিল আবেদন করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সেই আবেদন শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এই আদেশ দেন।
আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আদালত ২ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
ঋণ খেলাপির অভিযোগে ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তিনি কমিশনে আপিল করলেও তা খারিজ হয়।
পরে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানির পর কাদের সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে রায় দেন হাইকোর্ট। ২২ অক্টোবর তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
তবে সেই আদেশের বিরুদ্ধেই সোমবার নির্বাচন কমিশন আপিল করে।
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ১ সেপ্টেম্বর পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশের আইএসের অবস্থান নিয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

 
                    ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়          
      
বাংলাদেশ ইসলামিক স্টেট বা আইএসের অস্তিত্ব আছে কিনা, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র।
দেশটির স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জন কারবি বলেন, আইএস বাংলাদেশে সক্রিয় কিনা, সেটি নিশ্চিত করে বলা কঠিন। আমি এ বিষয়ে নিশ্চিত করে বলার মতো অবস্থানেও নেই।
এসব ঘটনায় যে তদন্ত চলছে, প্রয়োজনে তাতে যেকোনো সহায়তা করতে তারা আগ্রহী বলে মি. কারবি জানান।
বাংলাদেশে দুইজন বিদেশী নাগরিকের হত্যাকাণ্ডের দায়িত্ব আইএস স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্স নামের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে।
                
আইএস পরিচয়ে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনার দায়িত্ব স্বীকার করা হয়েছে। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, এসব ঘটনার সঙ্গে আইএসের কোন যোগসূত্র নেই                 
তবে মি. কারবি বলেন, তাদের এই দাবির বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলার কোন তথ্য তাদের কাছে নেই। তাদের এই দাবি সত্যি কিনা, সেটা যাচাই করার দায়িত্ব বাংলাদেশের কর্তৃপক্ষের। তারাই এ বিষয়ে তদন্তের পর সিদ্ধান্ত নেবে।
তবে অন্য আর সব ঘটনার মতো, আইএসের এই দাবির বিষয়টিও আমেরিকান সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে তিনি জানান।
কারা এর জন্য দায়ী, তা সনাক্তে বাংলাদেশ ও সহযোগীদের সঙ্গে আমেরিকা ঘনিষ্টভাবে কাজ করছে বলে তিনি মি. কারবি জানান।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।
২৬ অক্টোবর শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলায় এক কিশোর নিহত আর অর্ধশতাধিক মানুষ আহত হয়।
                
 স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কারবি বলছেন, আইএসের দাবি সঠিক কিনা, সেটা যাচাই করে বাংলাদেশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে                
এসব ঘটনার পর সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায় যে, আইএস এসব হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
তবে বাংলাদেশের কর্মকর্তারা বরাবরই দাবি করছেন, এসব ঘটনার সঙ্গে আইএসের কোন যোগসূত্র নেই।
সোমবার চারজনকে গ্রেপ্তারের পর বাংলাদেশের পুলিশ জানিয়েছে, অস্থিতিশীলতা তৈরির জন্য একজন শ্বেতাঙ্গ বিদেশীকে হত্যার জন্য কোন এক 'বড় ভাইয়ের' নির্দেশে ভাড়াটে খুনিরা চেজারে তাভেল্লাকে হত্যা করে।
তবে বিদেশী নাগরিকদের উপর হামলা হতে পারে, এমন তথ্য রয়েছে দাবি করে, বাংলাদেশ ভ্রমণে সতর্ক বার্তা দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ।  bbc

পাকিস্তান থেকে ফিরে আসা নারীর ডিএনএ পরীক্ষা করবে ভারত

                     একযুগ পর পাকিস্তান থেকে স্বজনদের সন্ধানে ফিরে এসেছে গীতা    
             
ভারতের সরকার বলছে, পাকিস্তানে তেরো বছর ধরে আটকে থাকার পর ফিরে আসা এক ভারতীয় নারীর ডিএনএ পরীক্ষা করে দেখবে তারা।
গীতা নামে পরিচিত এই মূক ও বধির মেয়েটি ছবি দেখে কয়েকজন মানুষকে তার পরিবারের সদস্য হিসেবে সনাক্ত করেছিল, কিন্তু এখন সামনাসামনি দেখা হবার পর সে বলছে, এদেরকে সে চিনতে পারছে না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, একমাত্র ডিএনএ পরীক্ষাই তার পরিচয় বিষয়ক জটিলতা দূর করতে পারবে।
এদিকে অন্তত চারটি আলাদা আলাদা পরিবার গীতাকে তাদের আত্মীয় বলে দাবী করছে।
তবে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিবারের পরিচয় সনাক্ত না হলে ভারতের আশ্রয় শিবিরে থাকবে গীতা।
সুষমা স্বরাজ বলেছেন, গীতার পরিবারের পরিচয় সনাক্ত হোক বা না হোক, সে আমাদের মেয়ে। তার দায়িত্ব আমাদের।
                 বিমানবন্দরে গীতাকে স্বাগত জানান ভারতীয় কর্মকর্তারা                 
সোমবার পাকিস্তান থেকে ভারতে আসে গীতা। দিল্লীতে গীতা যখন ফিরে আসে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান।
একযুগ আগে পূর্ব বিহারে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গীতা। এরপর থেকে পাকিস্তানের করাচিতে একটি আশ্রয় কেন্দ্রে ছিলেন গীতা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতের উদ্দেশ্যে রওনা হবার আগে তাকে অনেক উপহার সামগ্রী তুলে দেন পাকিস্তানের বন্ধুরা। এমনকি বিমানবন্দরের কর্মকর্তারাও তার হাতে ফুল তুলে দেন।
সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া একটি চলচ্চিত্রের পর গীতার বিষয়টি সামনে চলে আসে। ওই চলচ্চিত্রে একজন পাকিস্তানি মুক বালিকার কাহিনী বলা হয় যে, ভারতে আটকে পড়েছিল।
কিন্তু গীতার ক্ষেত্রে যেন ঠিক উল্টোটাই ঘটেছে। bbc

বন্দুকের ‘ট্রিগার’ চেপে ধরল ‘ট্রিগার’

 

                     ল্যাব্রাডর জাতের পোষা কুকুরটি গুলিতে আহত হয়েছে তার মালিক (ফাইল ফটো)   
             
যুক্তরাষ্ট্রে একটি লাব্রাডর কুকুরের গুলিতে আহত হয়েছে তার মালিক।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অ্যালি কার্টার নামের ২৫ বছর বয়সী ওই নারী এ সময় তার কুকুরটি সঙ্গে নিয়ে বনে শিকার করছিলেন।
গুলি ভরা অবস্থায় তিনি বন্দুকটি পাশেই রেখেছিলেন।
কিন্তু তাঁর ‘ট্রিগার’ নামের ল্যাব্রাডর কুকুরটি সেটির উপর উঠে বন্দুকটির ট্রিগার চেপে ধরলে গুলি বেরিয়ে মিজ কার্টারের পায়ে লাগে।
তবে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি এখন অনেকটাই সুস্থ। bbc

যুক্তরাজ্যে টকটক হ্যাকিং অভিযোগে কিশোর গ্রেপ্তার

 
                     যুক্তরাজ্যে টকটকের চল্লিশ লাখের বেশি গ্রাহক রয়েছে        
        
যুক্তরাজ্যের ফোন কোম্পানি টকটকের হ্যাকিং এর অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তর আয়ারল্যান্ডের অ্যানট্রিম কাউন্টি থেকে ওই কিশোরকে সোমবার বিকালে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
তার বিরুদ্ধে কম্পিউটারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরের নাম জানায়নি পুলিশ।
গত সপ্তাহে টকটকের ওয়েবসাইট কয়েক দফা সাইবার হামলার শিকার হয়।
এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং এবং ব্যক্তিগত তথ্য চুরি করা হয়ে থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেছিল টকটক। তবে কত গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে, সে সম্পর্কে তারা কোন ধারণা দিতে পারেনি।
তবে এখন টকটকের কর্মকর্তারা বলছেন, প্রথমে সাইবার হামলাটিকে যত বড় বলে ভাবা হয়েছিল, আসলে তার পরিধি ছিল অনেক কম।
যুক্তরাজ্যের এই ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির চল্লিশ লাখের বেশি গ্রাহক রয়েছে। bbc

আফগানিস্তান ও পাকিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে

    earthquake                 পেশওয়ারের একটি হাসপাতালে ভূমিকম্পে আহত একজন নারীর চিকিৎসা চলছে                

পাকিস্তানের উত্তরাঞ্চলে এবং আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখনো পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
অধিকাংশ নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটেছে পাকিস্তানে। দেশটির প্রত্যন্ত অঞ্চলে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
৭.৭ মাত্রার ঐ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।
সময় বাড়ার সাথে সাথে ভূমিকম্পে আরো হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং ক্ষয়ক্ষতির চিত্র আরো স্পষ্ট হচ্ছে। ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিওচিত্রে অসংখ্য ভূমিধ্বস এবং ক্ষতিগ্রস্ত ভবনের ছবি দেখা যাচ্ছে।
নিহতদের মধ্যে অন্তত ১২ জন আফগানিস্তানের স্কুলছাত্রী, যারা সবাই স্কুল থেকে বের হবার সময় ধ্বসে পড়া ভবনের নীচে চাপা পড়ে।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
earthquake        পাকিস্তানের হুনজা উপত্যকার একটি পাহাড়ে ভূমিধ্বসের ছবি                
পাকিস্তানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় নিহতের সংখ্যা ২১৪ জনে পৌছেছে।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী, পারভেজ রশিদ বলেন, সবচেয়ে বেশি হতাহত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রাল এলাকায়।
পাক কর্তৃপক্ষের হিসেবে, শুধুমাত্র খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই ১৭৯ জন নিহত হয়েছে এবং আরো অন্তত ১,৮০০ মানুষ আহত হয়েছে।
এদিকে ভূমিকম্পের পর বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
বিশেষজ্ঞরা বলছেন, সোমবারের ভূমিকম্পের উৎসটি গভীর হওয়ায় অবশ্য ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে এবং কর্তৃপক্ষও আশা করছে যে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে না।
এরই মধ্যে ভারত, ইরান এবং আফগানিস্তানে থাকা মার্কিন বাহিনী উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সাহায্যের জন্য আবেদন জানায়নি।
তবে আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ এক টুইটারবার্তায় জানিয়েছেন, আক্রান্তদের সাহায্যের জন্য সরকারের সাথে কাজ করতে ত্রাণ সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে। bbc

বাংলাদেশে ২০১৬ সাল হবে পর্যটন বর্ষ

 
                     পর্যটন বর্ষ ঘোষণার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প গতিশীল হবে বলে সরকার আশা করছে    
            
বাংলাদেশে ২০১৬ সাল পর্যটন বর্ষ হিসাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
দেশটির রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৬ সাল হবে ‘ভিজিট বাংলাদেশ ইয়ার’।
এর মাধ্যমে পর্যটন শিল্প গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, ভারত, ভুটান, নেপালের সঙ্গে বাংলাদেশের মোটর ভেহিকল এগ্রিমেন্ট চুক্তি সই হয়েছে। এর ফলে বাংলাদেশের পর্যটন শিল্প বিকশিত হবে। পর্যটকদের আসা যাওয়া বাড়বে।
বিশ্বে বাংলাদেশকে পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হিসাবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এজন্য পর্যটন এলাকাগুলোতে অবকাঠামোসহ নানা উন্নয়নের কাজ চলছে বলে তিনি জানান।
বৌদ্ধ ধর্মের নানা ঐতিহ্য ও পুরাতাত্ত্বিক নিদর্শনকে পর্যটনে আরো ভালভাবে সংযুক্ত করার বিষয়ে মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে এই আন্তর্জাতিক সম্মেলনটি।
জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা UNWTO এবং বাংলাদেশ সরকারের আয়োজনে দুদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি বৌদ্ধ প্রধান দেশসহ মোট ১২ টি দেশ।

বিদেশী হত্যার পেছনের "বড়ভাই একজন রাজনীতিক"

 
    tavella arrest                 চেজারে তাভেলার হত্যার সাথে জড়িত সন্দেহে আটক চার যুবক। পুলিশ জানায় এক "বড় ভাইয়ের" নির্দেশে তারা কাজ করেছিলো।     
           
ঢাকায় ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে চারজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছিল গতকাল (সোমবার)।
পুলিশের একজন কর্মকর্তা সেসময় বলেন, এরা ভাড়াটে খুনি এবং একজন "বড়ভাইয়ের" কথামত তারা গুলশান এলাকায় চেজারে তাভেলাকে হত্যা করে।
কথিত এই "বড় ভাইটি" কে তা নিয়ে তারপর থেকেই তুমুল জল্পনা শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসির কাদির কল্লোলকে বলেছেন ইতালীয় নাগরিককে হত্যার পরিকল্পনাকারী মধ্য-সারির একজন রাজনীতিবিদ।
বিস্তারিত কিছু ভেঙ্গে বলতে চাননি তিনি, তবে প্রশ্নের উত্তরে বলেন ঐ ব্যক্তি দেশের ভেতরেই আছে বলে পুলিশের ধারণা।
তবে বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টিও একবারে উড়িয়ে দেননি মন্ত্রী।
“যেহেতু এখন তদন্ত হচ্ছে এবং নজরদারি করা হচ্ছে, ফলে এখন আর কিছু বলবো না। বড় ভাইটি কে, তা সময়মতো আমরা প্রকাশ করবো।”
এদিকে, সরাসরি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃতদের আজ গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে।
গোয়েন্দা পুলিশের মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বলেছেন, জিজ্ঞাসাবাদে কথিত বড় ভাই সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি বের করার ওপর জোর দিচেছন গোয়েন্দারা।  bbc

চীনা দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজ, উত্তেজনা

 
    south china sea                 কৃত্রিমভাবে চীনের তৈরি এই দ্বীপের কাছ ঘেঁষে চলে যায় মার্কিন একটি যুদ্ধজাহাজ      
          
দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
চীন বলছে, তাদের এলাকায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে দেখার পর তারা ওই জাহাজটিকে সতর্ক করে দিয়েছে।
জাহাজটি ওই সাগরে কৃত্রিমভাবে তৈরি করা চীনের কয়েকটি দ্বীপের কাছাকাছি বিতর্কিত জলসীমায় ঢুকে পড়েছিলো।
বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের এই তৎপরতা অবৈধ এবং চীনের সার্বভৌমত্বের ওপর হুমকি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, এটা রুটিন অপারেশন এবং আন্তর্জাতিক জলসীমা আইন মেনেই তা করা হয়েছে।
দক্ষিণ চীন সাগরের যে বিতর্কিত অঞ্চলটিকে চীন তাদের সমুদ্র সীমা বলে দাবি করছে, সেখানে যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই কিছু জাহাজ পাঠানোর পরিকল্পনা করছিল।
সেই পরিকল্পনার অংশ হিসেবেই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাসেন চীনের তৈরি কৃত্রিম দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে ঢুকে পড়ে।
চীনের কড়া হুমকি
যেমনটা প্রত্যাশিত ছিল, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। চীনের পররাষ্ট্র দফতর বলেছে, এটি চীনের সার্বভৌমত্ব লংঘনের সামিল।
চীনের সরকারি গণমাধ্যমে এই ঘটনাকে এক নগ্ন উস্কানি বলে বর্ণনা করা হচ্ছে। চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র লু কাং অভিযোগ করেন, ওয়াশিংটন ইচ্ছে করেই দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।
"যে কোন দেশের ইচ্ছাকৃত উস্কানির বিরুদ্ধে চীন শক্ত ব্যবস্থা নেবে...চীন তাদের আকাশ সীমা এবং সমুদ্র সীমার ওপর তীক্ষ্ণ নজর রাখছে।" চীনের "সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্বার্থে" আঘাত হানার বিরুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ার করে দেন।
কিন্তু চীন যাকে নিজের সমুদ্র সীমা বলে দাবি করছে, সেটিকে চীনের অনেক প্রতিবেশী দেশ বিবেচনা করে আন্তর্জাতিক সমুদ্র সীমা হিসেবে।
২০১৩ সালে দক্ষিণ চীন সাগরের ডুবন্ত কোরাল রীফের ওপর মাটি ফেলে চীন এই কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করে, এরপর সেখানে সামরিক ব্যবহারের উপযোগী রানওয়ে এবং লাইটহাউজও বসানো হয়। এসবের লক্ষ্য ছিল চীনের সমুদ্র সীমা দক্ষিণ চীন সাগরের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত করা।
যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে জাপান
যুক্তরাষ্ট্র বলছে, যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমুদ্র সীমা হিসেবে সবার জন্য উন্মুক্ত ছিল, কৃত্রিম দ্বীপ তৈরি করে সেটিকে নিজের বলে দাবি করা যায় না। ওয়াশিংটন পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, তারা ভবিষ্যতেও ঐ অঞ্চলে তাদের ভাষায় এরকম 'স্বাধীন সমুদ্রচলাচল অভিযান' পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানও একই ধরণের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে।
দক্ষিণ চীন সাগর বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি। এই সমুদ্র পথে এখন বছরে পাঁচ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের পণ্য পরিবহন করা হয়।
বিশ্লেষকরা বলছেন, সে কারণেই চীনের মত এক অর্থনৈতিক পরাশক্তি এটিকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে।
কিন্তু শুধু চীন নয়, ভিয়েতনাম এবং ফিলিপিন্সও একইভাবে কৃত্রিম দ্বীপ তৈরি করে তাদের সীমানা বাড়াতে চাইছে।
কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে জাপান, ফিলিপিন্স এবং ভিয়েতনামের পক্ষ নিয়ে ঐ অঞ্চলে সামরিক পেশি প্রদর্শনের চেষ্টা করছে, তাতে বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনৈতিক শক্তির মধ্যে সামরিক উত্তেজনা সামনে আরও বাড়বে বলে আশংকা করছেন বিশ্লেষকরা। bbc

ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র গ্রেপ্তার

    amit mishra                 ভারতীয় স্পিনার অমিত মিশ্র (ফাইল ছবি)       
         
এক মহিলা সাংবাদিককে মারধরের অভিযোগে ব্যাঙ্গালোরের পুলিশ ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে আজ (মঙ্গলবার) গ্রেপ্তারের পর জামিন দিয়েছে।
একটি টেলিভিশন চ্যানেলের একজন মহিলা সাংবাদিক পুলিশের কাছে অভিযোগ করেছেন, সেপ্টেম্বর মাসে জাতীয় দলের ঐ লেগ স্পিনার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঐ অভিযোগের প্রেক্ষিতে ব্যাঙ্গালোর পুলিশ অমিত মিশ্রকে ডেকে পাঠায়। কয়েক ঘণ্টা জেরার পর তাকে গ্রেপ্তার করা করা হয়। তবে কিছুক্ষণ পর তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।
কলকাতায় আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী পুলিশের সূত্র উদ্ধৃত করে বলছেন, জেরার সময় অমিত মিশ্র ঐ মহিলার সাথে তার বচসার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে লেখা হচ্ছে, ঐ মহিলা সাংবাদিক অমিত মিশের পূর্ব-পরিচিত।
কথিত ঐ লাঞ্ছনার ঘটনাটি ঘটে সেপ্টেম্বর মাসে যখন দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজের আগে ব্যাঙ্গালোরে ভারতীয় জাতীয় দলের একটি প্রস্তুতি শিবির চলছিল।
চলতি সিরিজে অমিত মিশ্র ভারতীয় দলে রয়েছেন। রোববার মুম্বাইতে সিরিজের পঞ্চম এবং শেষ একদিনের ম্যাচে তিনি মাঠে ছিলেন।
আজকের এই ঘটনার পর তিনি চলতি সিরিজের বাকি অংশে দলে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।bbc

মেনুতে গোমাংস রাখার অভিযোগে পুলিশী হানা

    beef                    ভারতে গোমাংস রাখার গুজবে সম্প্রতি এক মুসলিমকে পিটিয়ে হত্যার পর থেকে এই ইস্যু নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। 
               
ভারতের রাজধানী দিল্লিতে কেরালা রাজ্য সরকারের অতিথিশালার মেনুতে গরুর মাংস রাখার অভিযোগ পেয়ে পুলিশ সেখানে হানা দিলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
কট্টর একটি হিন্দু সংগঠন পুলিশের কাছে এই অভিযোগ করে।
তবে অতিথিশালার কর্মচারীরা পুলিশের কাছে জানায় তাদের মেনুতে গোমাংস নয়, মহিষের মাংস রয়েছে।
রাজ্য অতিথিশালায় এ ধরণের পুলিশী হানার তীব্র প্রতিবাদ করেছেন স্বয়ং কেরালার মুখ্যমন্ত্রী। ক্রুদ্ধ ওমেন চান্দি বলেন, "গো-মাংসের খোঁজে সরাসরি রেস্তোরায় তল্লাশির আগে দিল্লি পুলিশের উচিৎ ছিল কর্মকর্তাদের সাথে কথা বলা।"
গোমাংসের খোঁজে কেরালা হাউজে পুলিশী হানার তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ভারতের অল্প যে কটি রাজ্যে এখনো গরু জবাই নিষিদ্ধ হয়নি, কেরালা সেগুলোর একটি।
তবে দিল্লিতে সোমবার রাতের এই ঘটনার পর কেরালা রাজ্য অতিথিশালার মেনু থেকে বিফের সমস্ত আইটেম প্রত্যাহার করা হয়েছে।
অতিথিশালার কর্মচারীরা পুলিশের নিরাপত্তা চেয়েছেন।
চাপে পড়ে দিল্লির পুলিশ অবশ্য এখন দাবি করছে, তারা গো-মাংসের খোঁজে কেরালার অতিথিশালায় যায়নি। বরঞ্চ অভিযোগের সূত্র ধরে কোনো অপ্রীতিকর পরিস্থিতির যেন সৃষ্টি না হতে পারে সেই চেষ্টাই তারা করছেন।
পুলিশ জানিয়েছে, হিন্দু সেনা নামে একটি সংগঠনের সাথে যুক্ত যে ব্যক্তি টেলিফোনে অভিযোগ করেছিলেন, তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভারতে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই হিন্দুত্ববাদি বিভিন্ন সংগঠন গরুর মাংস পুরোপুরি নিষিদ্ধ করার জন্য তীব্র আন্দোলন শুরু করেছে। তাদের এই আন্দোলন বিভিন্ন সময় মুসলমানদের প্রতি সহিংসতার গড়াচ্ছে।
সম্প্রতি উত্তরর প্রদেশে রাজ্যের একটি গ্রামে বাড়িতে গরুর মাংস রাখার গুজবে ৫০ বছরের একজন মুসলিমকে পিটিয়ে মারা হয়েছে।
সামাজিক গণমাধ্যমে ব্যাপক বিতর্ক
দিল্লিতে কেরালার অতিথিশালায় পুলিশী হানার ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের পাশাপাশি ইন্টারনেটে সামাজিক গণমাধ্যমেও বিস্তর বিতর্ক শুরু হয়েছে।
ইংরিজি দৈনিক দি টেলিগ্রাফের একটি সম্পাদকীয়তে লেখা হয়েছে, "কেরালার বিখ্যাত বিফ কারির কাঁটা সংঘ পরিবারের গলায় গিয়ে আটকেছে।"
টুইটারে কেরালা হাউস হ্যাশট্যাগে ব্যাপক লেখালেখি হচ্ছে।
রঘুরাম নামে একজন টুইটারে মন্তব্য করেছেন, "দিল্লিতে এখন একজন মেয়ে হয়ে বসবাস করার চাইতে গরু হয়ে থাকা উত্তম। bbc

'খাবার অযোগ্য' ফ্রাইড রাইসের বিশ্বরেকর্ড বাতিল

 
    china_yangzhou_fried_rice_world_record                 বিশ্বরেকর্ড কেড়ে নেয়া ইয়াংঝুর সেই ফ্রাইড রাইস         
       
পৃথিবীর বিশালতম পাত্রে ফ্রাইড রাইস পরিবেশনের যে রেকর্ড করেছিল চীনের ইয়াংঝু শহর - তা মানুষকে না খাইয়ে শূকরকে খাওয়ানো হয়েছে, এই অভিযোগে তাদের বিশ্বরেকর্ড বাতিল ঘোষণা করা হয়েছে।
ইয়াংঝু শহরের লোকেরা এক বিশাল প্লেটে ৪ হাজার ১শ ৯২ কেজি ফ্রাইড রাইস পরিবেশন করে ওই রেকর্ড গড়েছিলেন। এর আগে ওই রেকর্ড ছিল তুরস্কের।
তবে বিশ্বকের্ডএর মালিক হয়ে তাদের সেই উল্লাস বেশীদিন স্থায়ী হয় নি। কারণ কিছু ছবি সংবাদ মাধ্যমে বেরোয় - যাতে দেখা যায় যে ওই ফ্রাইড রাইস আবর্জনার ট্রাকে তোলা হচ্ছে।
ইভেন্ট ম্যানেজাররা দাবি করেছিলেন যে ওই ফ্রাইড রাইস স্থানীয় ক্যান্টিনগুলোকে দেয়া হবে।
কিন্তু ইয়াংঝুর পর্যটন ব্যুরোর কর্মকর্তারা জানান ১৫০ কেজি খাবার অযোগ্য চাল শূকরের খামারে দিয়ে দেয়া হয়েয়ে।
এ খবর বেরুনোর পর ওই ফ্রাইড রাইস 'মানুষকে খাওয়ানো হয়নি' এ কারণ দেখিয়ে রেকর্ডটি বাতিল করে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
গিনেসের কর্মকর্তা শ্যারন ইয়ং বলেন, এটা স্পষ্ট যে ওই ফ্রাইড রাইসের অন্তত ১৫০ কেজি চাল মানুষের খাবার যোগ্য ছিল না।