মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ঢাকায় শুরু বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিবদের বৈঠক

 
    bd_india_bsf                 জঙ্গি গোষ্ঠীর উত্থান রোধ, সীমান্ত ব্যবস্থাপনা ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা হবে বৈঠকে     
           
বাংলাদেশের ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যপী বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক।
ভারতের তরফ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশে ইসলামিক স্টেট বা আইএস-এর উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে বিশদ আলোচনা হবে।
তবে, বাংলাদেশের তরফ থেকে তা নিশ্চিত করেনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান।
আইএসের নাম উল্লেখ না করে বিবিসি বাংলাকে মি. হক জানিয়েছেন, বন্দি বিনিময়, সদ্য বিলুপ্ত ছিটমহলের সমস্যা ও বাস্তবায়ন এবং সীমান্ত সমস্যা আলোচনা হবে।
তিনি বলেছেন, যেকোন জঙ্গি গোষ্ঠীর উত্থান, বিকাশ ও কার্যক্রম বন্ধের ব্যপারে তারা সজাগ আছেন।
এ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের ব্যপারে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।
এছাড়া, বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামী যারা ভারতে পালিয়ে গেছে, বা ভারতের সন্ত্রাসীদের কেউ এদেশে পালিয়ে থাকলে, তাদের হস্তান্তরে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরস্পরকে আহ্বান জানাবে দুইদেশ।
এছাড়া পার্বত্য চট্টগ্রামের কাছে কয়েকটি সীমান্ত চৌকি নির্মাণের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহারের বিষয়েও এ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মি. হক।

অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় আসছে আজ

 
    bd_australia_football                 সিঙ্গাপুর থেকে একটি চার্টার্ড বিমানে করে আসছেন অষ্ট্রেলিয়ার খেলোয়াড়েরা   
             
রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই ফিরতি ম্যাচ খেলতে সন্ধ্যায় বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
সিঙ্গাপুর থেকে একটি চার্টার্ড বিমানে করে আসছেন খেলোয়াড়েরা।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বিকেলে অনুষ্ঠিত হবে আলোচিত ম্যাচটি।
গত এক মাস ধরে বিস্তারিতভাবে গোয়েন্দা ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম চালানোর পর, সংক্ষিপ্ত এক সফরে আজই সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছচ্ছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানাচ্ছে, আগামীকাল ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে অতিথিরা।
এর আগে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও গত মাসের শুরুতে ঐ সফর বাতিল করা হয়।
নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকার কথা জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য প্রথমে সফর স্থগিত করেছিল।
ফুটবল দলের সফর নিশ্চিত করার আগে অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ঢাকা সফর করেন এবং বৈঠক করেন বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে।

সিরিয়ার রাকায় আইএস ঘাঁটিতে ফরাসী হামলা

 
    raqqa                 সিরিয়ার রাকা শহর আইএসের অন্যতম শক্ত ঘাঁটি---ফাইল ফটো  
              
সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ফরাসী যুদ্ধবিমান।
প্যারিসে ভয়াবহ হামলার দুদিন পরেই এই হামলা চালানো হলো।
ফরাসী প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বারোটি যুদ্ধবিমানে করে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এরমধ্যে আইএসের একটি কম্যান্ড সেন্টার ও একটি প্রশিক্ষণ শিবিরেও হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এর আগে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওল্যাঁদ প্যারিসে হামলার জন্য আইএসকে দায়ী করে, জবাব দেবার অঙ্গীকার জানিয়েছিলেন।
এদিকে ফ্রান্সের পুলিশ কর্মকর্তারা বলছেন প্যারিসে হামলার সাথে সরাসরি জড়িত সন্দেহে যে ব্যক্তিকে খোঁজা হচ্ছে সে ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
প্যারিসে হামলাকারীদের মধ্যে এক ফরাসি পরিবারের তিন ভাই জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। bbc

প্যারিস হামলার 'মূল পরিকল্পনাকারী' এক বেলজিয়ান

 
    paris police  search                           
প্যারিসে নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, মরোক্কান বংশোদ্ভূত একজন বেলজিয়ান নাগরিক শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী বলে তারা মন্দেহ করছেন।
আবদেল আবআউদ নামে ব্রাসেলসের বাসিন্দা এই ব্যক্তির বয়েস ২৭। তিনি এখন ইসলামিক স্টেটের সাতে সিরিয়ায় অবস্থান করছেন।
প্যারিসের রেস্তোরাঁ, বার এবং থিয়েটারে ওই হামলায় ১২৯ জন লোক নিহত হয়। যে লোকেরা এ আক্রমণ চালিয়েছে তার মধ্যে দুজন ব্রাসেলসের যে এলাকায় থাকতো - সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবআউদও সেই একই এলাকার বলে জানা যাচ্ছে।
ওই আক্রমণের পর সন্দেহভাজন ইসলামী চরমপন্থীদের বিরুদ্ধে ফরাসী পুলিশ ১৫০টিরও বেশি অভিযান চালিয়ে এ পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ।
paris_attackers_movements
                 আক্রমণকারীদের ব্যবহৃত পথ
এসব অস্ত্রের মধ্যে আছে কালাশনিকভ রাইফেল ও রকেট লাঞ্চার। ১১ জন লোককে গৃহবন্দী করা হয়েছে।
ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলছেন, ওই হামলার সাথে জড়িত যাদের খোঁজ চলছে তার মধ্যে একজনের নাম ২৬ বছর বয়স্ক সালাহ আবদেসলাম - যে আত্মঘাতী হামলাকারীদের একজনের ভাই।
সাতজন আক্রমণকারীর মধ্যে আরো দুজনের নাম আহমেদ আল-মোহামেদ এবং সামি আমিনুর বলে আজ জানানো হয়েছে। অন্য পাঁচজনের নাম আগেই প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে একজনের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে যে, সে অভিবাসী হিসেবে এ বছরের শুরুর দিকে গ্রীস হয়ে ইউরোপে ঢুকেছিল।
ফ্রান্সের উত্তরে বেলজিয়ান সীমান্ত থেকে শুরু করে প্যারিসের উপশহরগুলো এবং দক্ষিণের তুলুস পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তল্লাশি অভিযান চলছে।
batacla
                 বাতাক্লাঁ থিয়েটারে রক কনসার্টে যে ভাবে হামলা হয়
তদন্তকারীরা বলছেন, শুক্রবার রাতের আক্রমণটির পরিকল্পনা করেছিল বেলজিয়ামের একটি গ্রুপ এবং তারা ফ্রান্সের কিছু লোকের সহযোগিতা পেয়েছিল ।
ফরাসী প্রধানমন্ত্রী মানুয়েল ভালস বলেছেন, ওই হামলা সংগঠিত হয়েছিল সিরিয়া থেকে, এবং ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশে আরো আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেণ, জরুরি অবস্থাকে কাজে লাগিয়ে জিহাদি আন্দোলনের সাথে যুক্ত লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বেলজিয়ামে এ ঘটনার ব্যাপারে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
ইসলামিক স্টেট এ হামলার দায়িত্ব স্বীকার করার পর গতরাতে ফ্রান্সের জঙ্গীবিমানগুলো সিরিয়ার রাক্কা শহরে - যা ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকার রাজধানী - একাধিক স্থাপনার ওপর ২০টি বোমা ফেলেছে। bbc

বাংলাদেশ ও ভারতের সমুদ্রে ক্রুজ ভ্রমণের অনুমতি

 
    cruise                 বিশ্বের বহু দেশেই ক্রুজ বা প্রমোদতরীতে ভ্রমণ জনপ্রিয়                
ভারত ও বাংলাদেশের মধ্যে সমুদ্রোপকূল ঘেঁষে দুদেশের পর্যটকরা যাতে ক্রুজ বা প্রমোদতরীতে ভ্রমণ করতে পারেন, তার জন্য দুদেশের মধ্যে আজ দিল্লিতে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
দিল্লিতে আজ থেকে ভারত ও বাংলাদেশের জাহাজ পরিবহন মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে, তাতেই নৌপথে পর্যটকদের সফর করার বিষয়টি চূড়ান্ত করা হয়।
এই ব্যবস্থা চালু হয়ে গেলে ভারতীয় পর্যটকরা সরাসরি চেন্নাই থেকে বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপে প্রমোদ সফরে যেতে পারবেন, ঢাকার কাছে নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে পর্যটকরা আসতে পারবেন ভারতের বিশাখাপতনমে।
ভারত ও বাংলাদেশ – এই দুই প্রতিবেশী একই বঙ্গোপসাগরের তটরেখায় অবস্থিত হলেও এতদিন দুদেশের মধ্যে কোনও জাহাজ চলাচল ছিল না বললেই চলে। যাত্রী পরিবহন তো নয়ই, দ্বিপাক্ষিক স্তরে নৌপথে সরাসরি পণ্য পরিবহনেরও কোনও পদ্ধতি এতদিন চালু ছিল না।
অথচ গত চব্বিশ ঘন্টার মধ্যে সেই দুটো বাধাই প্রায় পর পর দূর হয়ে গেল – প্রথমে কোস্টাল শিপিংয়ের মাধ্যমে পণ্য পরিবহনের প্রোটোকলে স্বাক্ষর করলের দুই দেশের কর্মকর্তারা – তারপর এদিন দুদেশের মধ্যে যাত্রী বা পর্যটক পরিবহনের প্রস্তাবও তুমুল উৎসাহের সঙ্গে অনুমোদিত হয়ে গেল।
সোমবার সন্ধ্যায় এই সংক্রান্ত সমঝোতায় সই করলেন ভারতের নৌপরিবহন সচিব রাজীব কুমার ও বাংলাদেশে তাঁর কাউন্টারপার্ট শফিক আলম মেহেদি।
cruise_travel                           
বাংলাদেশে জাহাজ পরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম বলছিলেন এর মাধ্যমে বহু বছরের পুরনো একটি সমুদ্রযাত্রার পথ আবার জিইয়ে তোলা হচ্ছে।
তিনি জানান, ‘ব্রিটিশ আমলে বা তারও আগে কিন্তু এই পথে জাহাজ চলাচল করত। এখন আবার আমরা সেটাই চালু করতে চাইছি। আজ যে সমঝোতাপত্র চূড়ান্ত হয়েছে, তার ভিত্তিতে দুই সরকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চূড়ান্ত করবেন, যাতে বলা হবে কী পদ্ধতিতে এই জাহাজ-চলাচল হবে। এরপরই যাত্রী বা পর্যটক পরিবহন শুরু হবে বলে আমাদের আশা।’
থাইল্যান্ড বা সিঙ্গাপুর-মালয়েশিয়ার উপকূল ঘেঁষে প্রমোদতরণীতে ভ্রমণ বা ক্রুজ সফর খুব জনপ্রিয় হলেও তার খুব কাছে বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ এলাকায় সেই ক্রুজের কিন্তু কোনও চল নেই।
তবে ভারত ও বাংলাদেশ আশা করছে এই রুটে যাত্রীদের মধ্যে ভাল চাহিদা থাকবে, সড়ক বা রেলপথের ঝক্কিঝামেলা এড়িয়ে দুদেশের যাত্রীরাই সমুদ্রপথে প্রমোদভ্রমণে যেতে পছন্দ করবেন।
এই সব ক্রুজের জন্য বড় জাহাজপথে কোস্টাল রুট বা ছোট নৌযানে প্রোটোকল রুটে ভারতীয় যাত্রীদের হাতের নাগালে এসে যাবে সুন্দরবন বা সেন্ট মার্টিন্স, বলছিলেন ফখরুল ইসলাম।
এই যাত্রী পরিবহন শুরু হতে হতে অবশ্য আরও প্রায় বছরখানেক লেগে যাবে বলে দুদেশের কর্মকর্তাদের অনুমান। তবে তারও অনেক আগে শুরু হয়ে যাবে দুদেশের মধ্যে উপকূলপথে কার্গো বা পণ্য পরিবহন।
ভারতের পারাদ্বীপ বা চেন্নাই বন্দর থেকে বাংলাদেশের চট্ট্রগ্রামে এতদিন পণ্য আসত কলম্বো বা সিঙ্গাপুর বন্দর ঘুরে – কিন্তু বেশ কয়েক সপ্তাহের লম্বা সেই নৌযাত্রাই এখন কমে আসবে মাত্র কয়েকদিনে।
সোজা কথায়, পণ্য ও যাত্রী পরিবহন দুটো ক্ষেত্রেই ভারত ও বাংলাদেশের মধ্যে সমুদ্রপথের এক নতুন দিগন্ত খুলে যাবে আগামী কয়েক মাসের মধ্যেই।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় বরফের ভাস্কর্যের বিপত্তি

 
   
বরফ দিয়ে তৈরি ভাস্কর্যের উৎসব হয় প্রতিবছর বেলজিয়ামের ব্রুগে শহরে।
তবে এবছর এই উৎসবের আয়োজকরা নতুন একটি সমস্যায় পড়েছেন।
তারা বলছেন, শহরের গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই ভাস্কর্যগুলোকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
আর এগুলোকে বরফের আকারে ধরে রাখতে বিদ্যুতের বিল বেড়ে গেছে তাদের।
আয়োজনকারী আইস ম্যাজিকের ব্যবস্থাপনা পরিচালক ফ্রান্সিস ভানদেনদ্রোপ বার্তা সংস্থা এপিকে বলেছেন, ভাস্কর্যগুলোকে অক্ষত রাখতে সেখানকার পরিবেশ ঠাণ্ডা রাখতে তাদের খরচ হবে প্রায় ১১,০০০ ডলার।
বলা হচ্ছে, আগের বছরের চাইতে এই বিল বেড়েছে।
সাধারণত এই নভেম্বরে ইউরোপে বেশ ভালোই ঠাণ্ডা পড়ে কিন্তু এবার তুলনামূলকভাবে এখনও বেশ গরম।
ব্রুগের তাপমাত্রা রবিবার ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, “লোকজন আশা করছিলো ঠাণ্ডা পড়বে কিন্তু এবার এখনও শীত আসেনি।”
বরফ যাতে গলে না যায় সেজন্যে এই উৎসবের হলে ১২টি কম্প্রেসর ব্যবহার করা হচ্ছে।
এর ফলে অনেক ভাস্কর ইতোমধ্যে ঠাণ্ডা ও সর্দি কাশি লাগার অভিযোগ করেছেন।
তারা বলছেন, হলের বাইরে ওে ভেতরে তাপমাত্রার হেরফেরের কারণেই এরকম হচ্ছে।
একজন শিল্পী বলেছেন, “বাইরে গরম কিন্তু হলের ভেতরে খুব ঠাণ্ডা।”
এমাসেই আরো পরের দিকে প্যারিসে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।