রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

তিনশো বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

 
                               
তিনশো বছরেরও বেশি আগে কলম্বিয়ার উপকুলে অনেক ধনরত্ন সহ ডুবে যাওয়া এক স্প্যানিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েলে স্যান্টোস নিজে এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন।
১৭০৮ সালে এই স্প্যানিশ জাহাজটি বন্দর শহর কারটাজেনার কাছে ক্যারিবিয় সমূদ্রে ডুবে যায়। স্যান হোসে নামের এই জাহাজটিতে বিপুল পরিমাণ স্বর্ণ মূদ্রা, রূপা এবং পান্না ছিল বলে ধারণা করা হয়।
ডুবে যাওয়া জাহাজের ধনরত্ন খুঁজে বেড়ান যারা, তাদের কাছে এটি এক বিরাট সুখবর।
স্পেনের রাজা পঞ্চম ফিলিপের যে নৌবহর, সেটির অংশ ছিল এই জাহাজ।
দক্ষিণ আমেরিকা থেকে লুট করা ধনসম্পদ নিয়ে এটি স্পেনে ফিরছিল।
জাতিসংঘ এই ডুবে যাওয়া জাহাজটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে বর্ণনা করেছে।

ফেইসবুক শীঘ্রই খুলে দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 
    facebook meeting
                 আজ সকাল থেকে ঘণ্টা দুয়েক ধরে দেশের তিন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে।
বাংলাদেশে ফেইসবুকের দুই কর্মকর্তার সাথে বৈঠক শেষে সরকার বলছে দেশে শীঘ্রই ফেইসবুক খুলে দেয়া হবে।
আজ সকাল থেকে ঘণ্টা দুয়েক সময় নিয়ে দেশের তিন মন্ত্রীর সাথে বৈঠক চলে ভারত থেকে আসা ফেইসবুকের দক্ষিণ এশিয়া পলিস ম্যানেজার ও আইন বিষয়ক একজন উপদেষ্টার।
দুই কর্মকর্তা সাথে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
শীঘ্রই ফেইসবুক নিয়ে সিদ্ধান্ত আসছে।
বৈঠকে বাংলাদেশের আরও যে দুই মন্ত্রী ছিলেন তারা হলেন টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের গোয়েন্দা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
বৈঠকে বাংলাদেশে ফেইসবুকের ব্যবহার নিয়ে সরকার তার কিছু উদ্বেগের কথা জানিয়েছে।
তবে সে উদ্বেগ কি নিয়ে সেটি পরিষ্কার করেননি মন্ত্রী।
গত ১৮ই নভেম্বর থেকে সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে ফেইসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে রেখেছে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায় দেবার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
ঐদিনই দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেইসবুক, ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
সরকার তখন বলেছিলও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বিপিএলে অভিষেক বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটারের!




 রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের্ একাদশে জায়গা পেয়েই একটা রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন মোহাম্মদ ইরফান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা সবচেয়ে লম্বা ক্রিকেটার এখন পাকিস্তানের এই পেসার।

লন্ডনে টিউব স্টেশনে হামলা

 
    bbc                 পূর্ব লন্ডনের টিউব স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।      
          
পূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
এতে তিনজন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর।
ব্রিটেনের পুলিশ পূর্ব লন্ডনের টিউব স্টেশনে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে।
লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়।
একজন ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করলে তিন জন যাত্রী আহত হন যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারী সেসময় চিৎকার করে বলতে থাকে ‘ এটা সিরিয়ার জন্য”।
এর কিছু সময় পরেই পুলিশের কাছে একটি ফোন আসে এবং ৭:১৪ মিনিটেই পুলিশ তাকে আটক করে।
প্রথমে তাকে স্টেনগান দিয়ে আঘাত করে এবং পরে হেফাজতে নেয়া হয়।
পুলিশ বলছে হামলকারি সেসময় অন্যদের ক্রমাগত ছুড়ি দেখিয়ে ভয় দেখাচ্ছি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলছেন “ আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আওভান জানাচ্ছি”।
এদিকে সেন্ট্রাল লাইনে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘ্ন হচ্ছে।
লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লিখেছেন লেটনস্টোন ছুরিকাঘাতের ঘটনা খুবই বেদনাদায়ক।
লিবারেল ডেমোক্রাট নেতা টিম ফ্যারন লিখেছেন এই হামলা পুরাপুরি শয়তানের কাজ। bbc

যৌননিগ্রহের কথা প্রকাশ করায় বারখা ডাটের প্রশংসা

 
    ভারতের জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক বারখা ডাট  
              
ভারতের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন সাংবাদিকদের একজন বারখা ডাট শিশু বয়সে যৌননিগ্রহের শিকার হয়েছিলেন এই তথ্য প্রকাশ করায় অনেকেই তার প্রশংসা করেছেন।
বিশ্বে সবচেয়ে বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয় ভারতে। কিন্তু এই বিষয়টি ভারতের বেশিরভাগ পরিবারেই চেপে যাওয়ার চেষ্টা করা হয়। এ‌ই সমস্যা নিয়ে ভারতে কোন আলোচনাই সেভাবে শোনা যায় না।
বারখা ডাট সম্প্রতি তার প্রকাশিত এক বই “দ্য আনকোয়ায়েট ল্যান্ডে’ জানিয়েছেন যে শৈশবে এক দূরসম্পর্কের আত্মীয় তার ওপর যৌন-নিপীড়ন চালিয়েছিল।
এতে তিনি লিখেছেন, “আমার ওপর যা ঘটেছিল, শিশু হিসেবে তার ভয়াবহতার মাত্রা আমি বুঝতে পারছিলাম না, কিন্ত আমার নিজেকে নোংরা এবং বিকট বলে মনে হচ্ছিল।” বারখা ডাট কাজ করেন ভারতের চব্বিশ ঘন্টার নিউজ চ্যানেল এনডিটিভি-তে।
যৌন নিগ্রহের শিকার হওয়ার এই ঘটনা প্রকাশ করায় অনেকেই এখন তার প্রশংসা করছেন।
২০০৭ সালে পরিচালিত ভারত সরকারের মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এক জরিপ অনুযায়ী, দেশটির ৫৩ শতাংশ শিশু কোন না কোন ধরণের যৌন নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এসব ঘটনার বেশিরভাগই কখনো প্রকাশ পায় না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যৌন নির্যাতনকারীরা পরিবারেরই সদস্য।
ভারতের একজন এমপি রাজীব চন্দ্রশেখর সম্প্রতি এ নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, ভারতে শিশুদের ওপর যৌন নির্যাতন মহামারীর পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এই সমস্যাকে অস্বীকার করার একটা সংস্কৃতি চালু রয়েছে ভারতে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে তিনি এক প্রচারণা শুরু করেছেন এবং নরেন্দ্র মোদির সরকারের প্রতি শিশুদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে হামলার কৃতিত্ব দাবি করলো ইসলামিক স্টেট

 
   
 
যুক্তরাষ্ট্রেরে ক্যালিফোর্নিয়ায় সরকারি স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের একটি ক্রিসমাস পার্টিতে হামলার কৃতিত্ব স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট।
তবে সরাসরি এই হামলা চালানোর কথা তারা বলেনি।
আই এস জঙ্গিদের এক রেডিও বার্তায় বলা হয়েছে, তাদের অনুসারী এক দম্পতি এই হামলা চালিয়েছে, যাতে মোট ১৪ জন নিহত হয়েছে।
আল বায়ান রেডিও থেকে ইসলামিক স্টেটের যে বার্তা প্রচার করা হয়েছে তাতে এমন কোন ইঙ্গিত নেই যে ক্যালিফোর্ণিয়ার এই হামলার পরিকল্পনায় তারা জড়িত ছিল।
হামলাকার সৈয়দ রিজওয়ান ফারুক এবং তার স্ত্রী তাশফিন মালিকের সঙ্গে ইসলামিক স্টেটের কোন যোগাযোগ ছিল, সেরকম ইঙ্গিতও এতে দেয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের সরকারী সূত্রগুলো মনে করছে, এই দুজন হয়তো ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালায়।
তাশফিন মালিকের খোলা একটি ফেসবুক একাউন্ট থেকে ইসলামিক স্টেটের কাজের প্রশংসা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও এটা নিশ্চিত করা যায়নি তাশফিন মালিক নিজেই এই বক্তব্য পোষ্ট করেছে কিনা।
যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই বলছে, এই ঘটনাকে তারা একটি সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে এবং সেভাবেই এ ঘটনার তদন্ত চলছে।
যদি সত্যি সত্যি এই হামলা ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিতদের কাজ হয়ে থাকে, সেটা মার্কিন কর্তৃপক্ষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। কারণ ইসলামিক স্টেট এ ধরণের হামলার চালানোর জন্য তাদের সমর্থকদের উৎসাহ দিয়ে যাচ্ছিল।
এদিকে হামলকারী দুজনের পরিবারের আইনজীবীরা বলছেন, এই হামলার ঘটনায় পরিবারের সদস্যরাও স্তম্ভিত এবং হতবাক। সৈয়দ রিজওয়ান ফারুকের বোন সায়রা খান বিবিসিকে বলেছেন, তার ভাই এবং ভাবী মিলে যে এরকম একটা হামলা চালাতে পারে, সেটা তাদের কল্পনারও বাইরে। কারণ তারা বিবাহিত জীবনে সুখী ছিল, তাদের একটি ছয় মাসের ফুটফুটে একটি কন্যা সন্তানও রয়েছে। সৈয়দ রিজওয়ান ফারুকের জন্ম যুক্তরাষ্ট্রে, বেড়ে উঠেছেন সেখানেই। অন্যদিকে তার পাকিস্তানী বংশোদ্ভূত স্ত্রী তাশফিন মালিক যুক্তরাষ্ট্রে আসার আগে বিশ বছর সৌদী আরবে বসবাস করেছেন।

দিনাজপুরের হামলা জঙ্গীদের কিনা তদন্ত করছে পুলিশ

 
                     বোমা হামলার পর জনশূন্য যাত্রা প্যান্ডেল      
          
বাংলাদেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে হিন্দুদের একটি প্রাচীন স্থাপনা, কান্তজিউ মন্দির প্রাঙ্গনে আয়োজিত শতবছরের পুরোনো এক মেলা অনুষ্ঠানে বোমা বিষ্ফোরণের ঘটনায় জঙ্গি যোগশাজশ রয়েছে কি না, তাই এখন খতিয়ে দেখছে পুলিশ।
মেলা উপলক্ষ্যে চলা এক যাত্রাপালার প্যান্ডেলে গতকাল মধ্যরাতে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে ছজন আহত হয়।
পুলিশ বলছে, একটি মোবাইল ফোনের ভেতরে বিষ্ফোরক পুরে সেটাকে বোমায় রূপান্তর করা হয়েছিল, তবে এটি খুব শক্তিশালী ছিল না।
দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরটি তিনশো বছরের পুরোনো। বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা হিসেবেই এটিকে বিবেচনা করা হয়।
এই মন্দির প্রাঙ্গনে গত একশো বছরের বেশী সময় ধরে আয়োজিত হয়ে আসছে বার্ষিক রাশ মেলা। মাসব্যাপি এই মেলায় প্রতি বছর যাত্রা, সার্কাস-সহ বিনোদনের নানা আয়োজন থাকে। এবারও এই উৎসব শুরু হয়েছে দিন দশেক আগে।
এখানে যাত্রা প্রদর্শন করছিল ভোলানাথ অপেরা নামে একটি যাত্রাদল। গতরাতের প্রদর্শনীটিতে ছিল দর্শকে পূর্ণ। যাত্রানুষ্ঠান শুরু হবার কিছুক্ষণ পরেই সেখানে ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান সাংবাদিক আসাদুল্লাহ সরকার।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আহতদের মধ্যে একজন বাদে বাকী সবাই আশঙ্কামুক্ত। পুলিশ বলছে, একটি মোবাইল ফোনের ভেতরে বিষ্ফোরক পুরে সেটিকে বোমায় পরিণত করা হয়েছিল। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ঘটনাস্থল ও আহতদের অবস্থা বিবেচনা করে তাদের মনে হয়েছে এটি তেমন শক্তিশালী কোনও বোমা ছিল না।
এই হামলার মোটিভ এখনো স্পষ্ট নয়। পুলিশ যে কয়েকটি সম্ভাবনা খতিয়ে দেখছে তারমধ্যে রয়েছে জঙ্গি হামলা, ধর্মীয় সম্প্রীতি ক্ষুন্ন করবার ষড়যন্ত্র এবং মেলা আয়োজনকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধ। তবে কারণ যেটাই হোক এই হামলা ছিল পরিকল্পিত, বলছেন দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন।
কান্তজিউ মন্দিরটি যে ট্রাস্টি বোর্ড পরিচালনা করে, সেটির একজন সদস্য সুব্রত মজুমদার বলছিলেন, দিনাজপুরে সাম্প্রতিক মাসগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করবার চেষ্টার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, ফলে এটাও যে সেগুলোরই ধারাবাহিতায় ঘটতে পারে, সেই সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।
এদিকে এই হামলার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও অভিযোগ আনা হয়নি। ওদিকে, হামলার পর প্রশাসন মেলা প্রাঙ্গণে থাকা যাত্রা, সার্কাস ও র‍্যাফেল ড্রয়ের প্যান্ডেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তবে সেখানে রাসমেলা চলমান থাকবে বলে জানিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন।

বাংলাদেশে বেশিরভাগ এসিড হামলার বিচার হয় না

 
   
বাংলাদেশে শত শত এসিড হামলার ঘটনায় ৭৫ শতাংশ ক্ষেত্রেই হামলাকারীদের কোন সাজা হয়নি।
বাংলাদেশ এসিড সারভাইভার্স ফাউন্ডেশেনের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। মূলত এসিড হামলার শিকার মানুষদের নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠান।
এসিড সারভাইভার্স ফাউন্ডেশন বলছে, বাংলাদেশে এসিড হামলার ঘটনা কমে এসেছে। কিন্তু এসব হামলার সঙ্গে জড়িতরা বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। মাত্র ২৫ শতাংশ মামলায় অভিযুক্তদের সাজা হয়েছে।
বাংলাদেশে ২০০২ সাল থেকে ২০১৫ পর্যন্ত এসিড আক্রমন সংক্রান্ত ২০১৯ টি মামলা হয়েছে। এসব মামলায় অভিযুক্তের সংখ্যা ছিল পাঁচ হাজারের বেশি। কিন্তু এর মধ্যে মাত্র ১২ শতাংশ মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। বাকি ৮৮ শতাংশ অভিযুক্ত পুলিশের ধরা ছোঁয়ার বাইরে।
এসিড সারভাইভার্স ফাউন্ডেশেন জানায়, রায় হয়ে গেছে এমন মামলায় ৭৫ শতাংশ ক্ষেত্রেই অভিযুক্ত খালাস পেয়েছে।
গাইবান্ধার জেলার রাধা রানী নামে এসিড সন্ত্রাসের শিকার একজন বলছেন, দীর্ঘদিন ধরে তাকে মামলা চালাতে হয়েছে। এই মামলার সাক্ষীদের আদালতে নিতে হয়েছে নিজ খরচে।
এসিড সারভারস ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক সেলিনা আহমেদ বলছেন, নিরাপত্তার অভাবে প্রায় ক্ষেত্রেই সাক্ষীরা পিছিয়ে যান। তিনি আরো বলছেন, এসিড অপরাধ দমন আইন ২০০২ অনুযায়ী নব্বু্‌ই কার্যদিবসের মধ্যে এই সংক্রান্ত মামলার বিচার কাজ শেষ করতে বলা হলেও তা কখনোই হয় না। রাধা রানীর মামলার রায় হতে ৮ বছর লেগেছে।
মনোয়ার বেগম নামে আর একজন বলছিলেন, তার মামলার কাজ ৮ বছরেও শেষ হয়নি। মুহুরি থেকে পেশকার সবাইকে মামলার কাজ এগুনোর জন্য টাকা দিতে হয়। এছাড়া মামলার আসামীদের হুমকি এবং হামলা থেকে রক্ষায় তাদের কোন নিরাপত্তা দেয়া হচ্ছে না।
রাধা রানী বলছেন, রাষ্ট্র কর্তৃক নিযুক্ত সরকারি কৌসুলীর বিনে পয়সায় আইনি সেবা দেয়ার কথা থাকলেও তাকে প্রতিবার দু-তিন হাজার করে টাকা দিতে হয়েছে। টাকা না দিলে কোনো কাজ হয় না।
সরকারি কৌসুলী ও পুলিশের পক্ষ থেকে সহানুভুতির খুবই অভাব রয়েছে বলে অভিযোগ করছেন এসিড সন্ত্রাসের শিকার ব্যক্তিরা।
অর্থের অভাবে দীর্ঘ দিন ধরে মামলা চালাতে ব্যর্থ হচ্ছেন অনেকে। অভিযুক্ত ও স্থানিয় প্রভাবশালীরা প্রায়ই তাদের মামলা চালানোর বদলে আপোষ করে টাকা নেয়ার পরামর্শ দেন। অনেকে তা করতে বাধ্যও হয়েছেন। এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ধারা অনুযায়ী মামলায় যে অর্থদন্ড করা হবে তা এসিড ভিক্টিমদের পাওয়ার কথা কিন্তু প্রায় ক্ষেত্রেই তারা তা পাননা।

কান্তজিউ মন্দিরে বোমা হামলায় আসক'র উদ্বেগ




পর্যটন কেন্দ্র দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা উপলক্ষ্যে আয়োজিত যাত্রার প্যান্ডেলে বোমা হামলায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

ঢাকার দুই হাসপাতালকে জরিমানা, একটি সিলগালা

আদাবরে এসপি হাসপাতালে র‌্যাবের অভিযান।
আদাবরে এসপি হাসপাতালে র‌্যাবের অভিযান।
                         
রাজধানীর তিনটি বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুটি হাসপাতালকে জরিমানা এবং একটি চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।