মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ

    bbc

                 প্রায় সবকটি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল
নেপালের নতুন সংবিধানকে ঘিরে ভারতের সাথে দেশটির বিরোধের মধ্যেই নেপালে ক্যাবল টেলিভিশন অপারেটররা প্রায় সবকটি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে।
নেপাল বলছে যে ভারত তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে। ক্যাবল অপারেটররা সমিতি বলছে, ভারতের সাথে তাদের সীমান্তে জ্বালানীসহ অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই ট্রাক আটকে রাখার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লি অবশ্য এই অভিযোগ অস্বীকার করছে। নেপাল কেবল টিভি অপারেটর্স এসোসিয়েশনের প্রধান সুধীর পরাজুলি কাঠমান্ডুতে বিবিসির নেপালি সার্ভিসকে জানিয়েছেন, যে ৪২টি ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার তাঁরা বন্ধ করে দিয়েছেন।
নেপালের বিভিন্ন শহরে আর গ্রামে ভারতীয় চ্যানেলগুলি খুবই জনপ্রিয়, কিন্তু নেপালের বহু মানুষ মনে করেন যে ভারত জোর করে নেপালে পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছে গত কয়েকদিন ধরে - যার ফলে নেপালে অত্যাবশ্যকীয় পণ্যের একটা সঙ্কট দেখা দিয়েছে – বিশেষত পেট্রো পণ্যের।
bbc                 এসব চ্যানেল খুব জনপ্রিয় ভারতে                
যেহেতু নেপালের নতুন সংবিধান নিয়ে ভারত সন্তুষ্ট নয়, সেজন্যই প্রতিশোধ নেওয়ার জন্য ভারত পণ্য চলাচল বন্ধ করেছে এমনটাই মনে করেন নেপালের বহু মানুষ। সেজন্যই পাল্টা প্রতিবাদ হিসাবে ভারতীয় চ্যানেলগুলি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।
এই নিয়ে কাঠমান্ডুতে প্রতিবাদ মিছিলও হচ্ছে । আবার কেবল টিভি-র সঙ্গেই কয়েকটি সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনও বন্ধ করে দেওয়া হয়েছে।
নেপালের নতুন সংবিধানে ভারত লাগোয়া অঞ্চলগুলির বাসিন্দা মূলত মধেশি আর থারু জনজাতিদের সমানুপাতিক প্রতিনিধিত্ব দেওয়া হয় নি যারা নেপালের জনসংখ্যার প্রায় ৪০% তাদের এলাকাগুলিতে দাবীর থেকে অনেক কম রাজ্য দেওয়া হয়েছে এমনটাই মনে করে ভারত।
দিল্লি আরও বেশী চিন্তিত এই কারণে, যে ভারত লাগোয়া তরাই অঞ্চলে যদি অস্থিরতা না কমে, তার প্রভাব সীমান্ত পেরিয়ে ভারতেও পড়বে বিশেষত বিহার আর উত্তরপ্রদেশে।
নেপালের অনেক মানুষও টুইটারে মন্তব্য করছেন যে তরাই অঞ্চলের মধেশি আর থারুদের এই দাবীটা যথার্থ, কিন্তু ভারত সেটা নিয়ে কেন মতামত দেবে, দিল্লি কেন নাক গলাবে সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

bbc bangla

আফগানিস্তানের কুনদুয শহর পুনর্দখলের চেষ্টা করছে সরকারি বাহিনী

    বিবিসি                 তালিবানরা দখল করার পর কুনদুয পুর্নদখলের চেষ্টা করছে সরাকারি বাহিনী                

তালিবান যেভাবে হঠাৎ করে কুনদুয শহর দখল করে নেয়, সেটি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের জন্য ছিল চরম বিব্রতকর।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে অভিযান শুরু হওয়ার পর তালিবান এই প্রথম কোন প্রাদেশিক রাজধানী দখল করতে সক্ষম হয়।
এখন তাদের হটিয়ে এই শহর পুনর্দখলের জন্য আফগান সরকার জোরালো চেষ্টা শুরু করেছে।
কাবুল এবং মাযার ই শরিফ থেকে বাড়তি সৈন্য পাঠানো হয়েছে। মার্কিন জঙ্গি বিমান গুলো কুনদুযের উপকণ্ঠে তালিবানের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বিবিসি                          
পুলিশের এক মুখপাত্র দাবি করছেন, তালিবানকে হটিয়ে তারা ইতোমধ্যে কুনদুযেরে পুলিশ সদর দফতর, কারাগার এবং যের যাওরা এলাকা পুনর্দখল করেছেন।
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করছেন, বিদ্রোহীরা এই লড়াইয়ের সময় কুনদুযের বেসামরিক নাগরিকদের মানব বর্ম হিসেবে ব্যবহার করছে।
তবে তিনি এই শহর শীঘ্রই পুনর্দখল করা সম্ভব হবে বলে জানিয়েছেন।
এর আগে গতকাল বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, তালিবানের সঙ্গে তিনি এখনো শান্তি আলোচনায় বসতে রাজী, কিন্তু তাদেরকে আগে নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে।
বিবিসি
                 তালিবানরা শহর দখল করে নেয়াতে বিব্রতকর অবস্থায় আফগান প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, "তালিবানকে আগে ঠিক করতে হবে, তারা আফগানি, নাকি বিশ্ব সন্ত্রাসবাদ আর আঞ্চলিক আধিপত্যবাদের একটা হাতিয়ার মাত্র।"
তিনি বলেন, "যদি তালিবান আমাদের বন্ধু হতে চায়, তবেই কেবল আমরা শান্তি অর্জন করতে পারবো। তাদের বুঝতে হবে যেভাবে তারা শিশুদের এবং নিরীহ মানুষদের হত্যা করছে , তাতে তারা এখন কতটা অজনপ্রিয় হয়ে উঠেছে।"
বিবিসির পশতু বিভাগের বিশ্লেষক দাউদ আযামী বলছেন, আফগানিস্তানের লড়াইয়ে কুনদুয শহরের একটা কৌশলগত গুরুত্ব রয়েছে।
তালিবান এই শহর দখল করে নেয়ার পর এটিকে নতুন তালিবান নেতা মোল্লাহ আখতার মনসুরের জন্য এক বিরাট সাফল্য বলে গণ্য করা হচ্ছিল। এখন এই পাল্টা হামলার মুখে এই শহর দখলে রাখার জন্য তালিবান মরিয়া চেষ্টা চালাবে বলেই মনে করা হচ্ছে।

bbc bangla

ঢাকায় ইতালিয় নাগরিককে হত্যার 'দাবি করছে' আইএস

bbc

                 ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ গতকাল এ তথ্য জানায়।
ইসলামিক স্টেট সামাজিক যোগাযোগের মাধ্যমে 'দাবি করছে' তারা ৫০ বছর বয়সী ইতালিয়ান নাগরিককে হত্যা করেছে।
এদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ও গতকাল এমন এ তথ্য জানায়।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার কূটনৈতিক এলাকায় তাভেলা চেজারে নামে ঐ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এদিকে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে আইএসের দায় স্বীকারের যে সংবাদ আসছে সে সম্পর্কে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, “ এ ধরনের কোন তথ্য প্রমাণ আমরা পাইনি। বাংলাদেশের মানুষ জঙ্গিদের প্রশ্রয় দেয় না। এ ধরনের সংগঠন যখনি সক্রিয় হ্ওয়ার চেষ্টা করেছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে ফেলেছে ” ।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলছে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে পশ্চিমা স্বার্থ লক্ষ্যবস্তু হতে পারে।
bbc bangla

চেজারে হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কিন্তু পূর্ব-পরিকল্পিত : স্বরাষ্ট্রমন্ত্রী

    

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ঢাকায় ইটালি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় দু:খ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ঘটনাটি ‘বিচ্ছিন্ন’ কিন্তু ‘পূর্ব-পরিকল্পিত’ বলেই মনে করছেন তারা ।
আজ ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন ঘটনাটি পরিকল্পিত এবং এর পেছনে রহস্য রয়েছে বলেই তাদের ধারণা।
তিনি বলেন “ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে । ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে ”।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের সাথে এ হত্যাকাণ্ডের ঘটনার কোন যোগসূত্র নেই।
যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্যে যে সতর্কবার্তা দিয়েছে সে সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের জন্যে নিরাপত্তামূলক সব ব্যবস্থা নেয়া হয়েছে।
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আইএস র দায় স্বীকারের যে সংবাদ আসছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ এ ধরনের কোন তথ্য প্রমাণ আমরা পাইনি। বাংলাদেশের মানুষ জঙ্গিদের প্রশ্রয় দেয়না । এ ধরনের সংগঠন যখনি সক্রিয় হওয়ার চেষ্টা করেছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে ফেলেছে ” ।
সোমবার সন্ধ্যায় গুলশানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাভেলা চেজারে।
মি. চেজারে নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঢাকা অফিসে কাজ করতেন।

মিনায় নিহত ২৬ বাংলাদেশীর তালিকা প্রকাশ

      হজের সময় ভিড়ের চাপে মিনায় নিহত ২৬ জন বাংলাদেশীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের হজ অফিস।

ওদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কামরুজ্জামান ভুইয়া বিবিসিকে জানান নিহত ২৬ জনের মধ্যে ১৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে।
এছাড়া আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে নিখোজ এখনো কতজন রয়েছেন সে সম্পর্কে কোন তথ্য তিনি দিতে পারেননি।
                          
ওদিকে সউদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন ভিড়ে চাপা পড়ে নিহতদের আরো 'বেশ কিছু' ছবি বাংলাদেশের কর্মকর্তাদের হাতে দিয়েছে সউদি কর্তৃপক্ষ, যাদের মধ্যে কেউ বাংলাদেশী আছেন কিনা তা এখন পরীক্ষা করা হচ্ছে।
সবশেষ যে ছবিগুলো সউদি কর্তৃপক্ষ দিয়েছে - সেগুলো এখন নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সাথে মিলিয়ে দেখা হচ্ছে।
তারা জানান দূতাবাসের মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে নিখোঁজ হাজিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।
গত বৃহস্পতিবার মক্কার নিকটবর্তী মিনায় হজ্জের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।
bbc bangla

নাগরিকদের সতর্কতার পরামর্শ দিলো যুক্তরাষ্ট্র ও কানাডা

     

যু্ক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যে সতর্কবার্তা
অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর কানাডাও তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
এছাড়া ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আজ বন্ধ রাখা হচ্ছে।
কানাডা সরকারের ভ্রমণ সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশের সন্ত্রাসবাদের হুমকি এবং ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে কানাডার নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এর আগে গতকালই যুক্তরাজ্য নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করে এবং এর তিনদিন আগে শুক্রবার অস্ট্রেলিয়াও একই ধরণের সতর্কতা জারি করেছিল।
দুই দেশই উল্লেখ করে যে সেপ্টেম্বরের শেষভাগে বাংলাদেশে পশ্চিমা লক্ষ্যবস্তুর ওপর জঙ্গি হামলা হতে পারে।
এদিকে ঢাকায় কূটনৈতিক এলাকায় গুলিতে সোমবার সন্ধ্যায় ইটাালি নাগরিক তাভেলা সিসারোর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
                 কানাডার ভ্রমণ সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে দেয়া সতর্কবার্তা
সোমবার মধ্যরাতে গুলশান থানায় মি. সিসারোর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন তাভেলা সিসারো।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ এবং কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবিষয়ে এখনো তারা নিশ্চিত নন।
হত্যা মামলায়ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, গুলশানের কূটনৈতিক এলাকার এক সড়কে তিনজন মোটরসাইকেল আরোহী ইটালির নাগরিক তাভেলা সিসারোর নিকটবর্তী হয় এবং তাদের একজন মি. সিসারোকে লক্ষ্য করে গুলি করে।
নিকটস্থ একটি হাসপাতালে নেবার পর তিনি মৃত্যুবরণ করেন।
মি. সিসারো নেদারল্যান্ড ভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতেন।
bbc bangla

সিরিয়ায় যুদ্ধ থামাতে রাশিয়ার সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র

    us obama                 জাতিসংঘে ওবামার ভাষণ                

সিরিয়ায় যুদ্ধের অবসানের জন্য যে আপোষ- সমঝোতা প্রয়োজন তা স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা । আজ জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবার সময় মি. ওবামা বলেন, সিরিয়ার এই সংঘাতের নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরান সহ যে কোন দেশের সাথে কাজ করতে ইচ্ছুক।
এই অধিবেশনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও ভাষণ দিচ্ছেন, এবং তিনিও বলেছেন রাশিয়া অন্যদের সাথে কাজ করতে ইচ্ছুক।
আজই আরো পরের দিকে মি ওবামা এবং মি পুটিনের মধ্যে বৈঠক হবার কথা রয়েছে।
রুশ প্রেসিডেন্ট পুটিনের যুক্তি হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদই ইসলামিক স্টেট জঙ্গীদের সাথে লড়াইয়ের উপযুক্ত ব্যক্তি এবং সেজন্যই তার হাত শক্তিশালী করতে হবে।
তিনি তার ভাষণে বলেন, বাশার আসাদকে সমর্থন না করাটা এক বিরাট ভুল এবং ইসলামিক স্টেটের বিরোধী সবাইকে সমন্বিত করার একটি প্রস্তাবের কথাও বলেন মি. পুটিন।
un putin                 ভ্লাদিমির পুটিনও জাতিসংঘে ভাষণ দেন                
মার্কিন প্রেসিডেন্ট ওবামা তার ভাষণে - বাশার আল-আসাদের প্রতি রাশিয়া যে অব্যাহতভাবে সমর্থন দিচ্ছে তার সমালোচনা করে বলেন, মি. আসাদ তার ভাষায় একজন স্বৈরাচারী, যিনি তার নিজের দেশের মানুষের ওপর পাশবিক নিপীড়ন চালিয়েছেন, রাসায়নিক অস্ত্র এবং নির্বিচার বোমাবর্ষণ করেছেন।
“কিন্তু তার শাসন থেকে নিয়ন্ত্রিত উত্তরণের জন্য একটা বাস্তবসম্মত প্রক্রিয়ার প্রয়োজন আছে।“ বলেন মি. ওবামা।
প্রেসিডেন্ট ওবামা রাশিয়ার প্রতি ইউক্রেনে তার আগ্রাসন বন্ধ করা এবং কূটনৈতিক সমাধানের পথ নেবারও আহ্বান জানান।
এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ অধিবেশন উদ্বোধনের সময় নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান যেন তারা সিরিয়ার যুদ্ধ বন্ধের জন্য সহায়তা করে। মি. বান বলেন, আঞ্চলিক রেষারেষি সিরিয়ার সংঘাতকে উস্কে দিচ্ছে।
তিনি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সউদি আরব, ইরান এবং তুরস্কের প্রতি সমঝোতার আহ্বান জানান।
উল্লেখ্য আজই আরো পরের দিকে ভ্লাদিমির পুটিন এবং বারাক ওবামার একটি বৈঠক হতে যাচ্ছে – যাতে দুই নেতা সিরিয়া সংকট সমাধানের জন্য অভিন্ন একটা অবস্থানে পৌছানো যায় কিনা তা বের করতে চেষ্টা করবেন।
bbc bangla