শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

‘প্রশ্নফাঁস’ তদন্তে বাধা কোথায়, প্রশ্ন আনু মুহাম্মদের



মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
 

মিয়ানমার থেকে ৭৩ বাংলাদেশি ফিরছে সোমবার


গত ১৯ জুন মিয়ানমার থেকে ৩৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। (ফাইল ছবি)

মুজাহিদের সঙ্গে দেখা করেছেন স্ত্রী-সন্তানরা

ফাঁসির আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান পরিবারের সদস্যরা। ছবি: তানভীর আহাম্মেদ
 
ফাঁসির আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান পরিবারের সদস্যরা। ছবি: তানভীর আহাম্মেদ

আইনজীবীদের পর এবার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করেছেন।

তিউনিসীয় ‘সুশীল জোটের’ নোবেল জয়ে জাতিসংঘের সাধুবাদ


 
বিপ্লবের পর তিউনিসিয়ার জাতীয় সংলাপে মধ্যস্থতাকারী চার সংগঠন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

ইইউ পরিকল্পনায় সুইডেনে প্রথম শরণার্থী স্থানান্তর


 
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শরণার্থী স্থানান্তরের নতুন পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ইরিত্রিয়ার ১৯ জন শরণার্থী ইতালি থেকে সুইডেনের পথে রওনা হয়েছে।

সিরীয় বিদ্রোহীদের আর ‘প্রশিক্ষণ দেবে না’ যুক্তরাষ্ট্র

ছবি রয়টার্স
                           ছবি রয়টার্স

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম সরবরাহের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

কুনিও হত্যা: বেসরকারি ব্যাংকের দুই কর্মকর্তা আটক

কুনিও হত্যা: বেসরকারি ব্যাংকের দুই কর্মকর্তা আটক


রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশির হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীর একটি বেসরকারি ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করে রংপুরে নিয়ে আসা হয়েছে। আজ শুক্রবার রাজশাহীর ব্র্যাক ব্যাংকের সেলস অ্যান্ড সার্ভিস অফিসার সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহরিয়ারকে রাজশাহী থেকে মহানগর পুলিশের সহায়তায় আটক করে রংপুর পুলিশ।
এর মধ্যে নিহত জাপানি নাগরিক কুনিওর খামারের সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরার খালাতো ভাই এই সুলতান নাহিদ। শাহরিয়ার হচ্ছেন নাহিদের বন্ধু।
দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামনুর রশিদ।
এর আগে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় বলেন, সকাল ১০টার দিকে রাজশাহী পুলিশের সহায়তায় রংপুরের পুলিশ এসে তাঁদের ধরে নিয়ে যায়।
এদিকে কুনিওর মরদেহ মুন্সিপাড়া কবরস্থানে দাফন করার জন্য আজ শুক্রবারও দিনভর শহরজুড়ে আলোচনা চলেছে। এ হত্যাকাণ্ডের বিষয় এবং কুনিওর মরদেহ কখন হস্তান্তর করা হবে এমন বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসন নীরব রয়েছে। কুনিওর ময়নাতদন্তের ছয় দিন পার হলেও মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে।
এদিকে, কুনিও হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে এর আগে যে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ডে যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁরা হলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব এবং নিহত জাপানি নাগরিক কুনিওর খামারের সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা। গত সোমবার সন্ধ্যায় তাঁদের বিচারিক হাকিম আবু তালেবের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, কুনিওকে পরিবহন করা রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি।
উল্লেখ্য, ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন

prothom alo

বগুড়ায় অস্ত্র-মাদকসহ প্রজন্ম লীগের তিন নেতা গ্রেপ্তার


বগুড়া জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সহসভাপতি সাজেদুর রহমান ওরফে মুন্না (৪৫), সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ (৩৬) ও শাজাহানপুর উপজেলা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক শিপন আহম্মেদকে অস্ত্র, গুলি, মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে শাজাহানপুর থানা পুলিশ উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে এই তিন নেতাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তিনজনের কাছ থেকে তিনটি গুলিসহ একটি শটগান, একটি ধারালো চাকু ও ইয়াবার ৩০টি বড়ি উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশ হেফাজতে থাকা সাজেদুর রহমান দাবি করেন, মাঝিড়া বন্দরে পাইপলাইনের মাধ্যমে খাওয়ার পানি সরবরাহ নিয়ে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতার সঙ্গে কয়েক দিন ধরেই বিরোধ চলে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও হয়েছে। ওই বিরোধের জের ধরেই অস্ত্র দিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমিলুর রহমান এমন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, সাজেদুর রহমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ছয় থেকে সাতটি চাঁদাবাজির মামলা বিচারাধীন। কারও দ্বারা প্রভাবিত হয়ে নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাত দুইটার দিকে দুই সহযোগীসহ তাঁকে মাঝিড়া বন্দর এলাকা থেকে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার করা হয়। তিনজনই বঙ্গবন্ধু প্রজন্ম লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা।
র‍্যাবের হাতে ইয়াবাসহ একজন আটক: এদিকে র‍্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানির সদস্যরা বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকা থেকে ইয়াবার ৪০টি বড়িসহ আরিফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আরিফুল বগুড়া সদরের মধ্য পালসা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরিফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত।

ব্রাজিল–আর্জেন্টিনার ‘আসল’ সমস্যা যেখানে

সমস্যার নাম দুঙ্গা-মার্টিনো! ছবি: এএফপিসমস্যার নাম দুঙ্গা-মার্টিনো! ছবি: এএফপিবিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে দক্ষিণ আমেরিকায়। প্রথম ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনার পা হড়কেছে। বাছাইপর্বের ইতিহাসে এই প্রথম একই দিনে পরাজয়ের স্বাদ পেল ফুটবলের দু্ই পরাশক্তি। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নানা বৈপরীত্য থাকলেও এ মুহূর্তে ভুগছে একই সমস্যায়। সমস্যাটা আসলে ‘মাথা’য় অর্থাৎ কোচদের নিয়ে! কার্লোস দুঙ্গা ও জেরার্ডো মার্টিনোর দল নির্বাচন, কোচিং পদ্ধতি ও রণকৌশলই দুদলের মাথাব্যথা!
প্রথম দফায় দায়িত্ব পেয়েই সবাইকে চমকে দিয়েছিলেন দুঙ্গা। এর আগে পেশাদার কোনো দলকে কোচিংয়ের অভিজ্ঞতা নেই, এমন একজনের হাতে ব্রাজিল দলের দায়িত্ব তুলে দেওয়া নিয়ে প্রশ্নও উঠেছিল। তবে সেবার ব্রাজিলকে বেশ কিছু সাফল্য এনে আলোচনা থামিয়ে দিয়েছিলেন দুঙ্গা। ২০০৭ সালে কোপা আমেরিকা ও ২০০৯ সালের কনফেডারেশনস কাপ জয় ব্রাজিল দলের কোচ হিসেবে দুঙ্গার অন্তর্ভুক্তিকে যথেষ্ট যুক্তিযুক্ত করেছিল। তবে তাঁর দল পরিচালনা, রণকৌশল, দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর দুঙ্গারও বিদায় ঘণ্টা বেজে যায়।
২০১৪ বিশ্বকাপে নিজেদের মাটিতে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে বিধ্বস্তের পর আবারও সেলেসাওদের দুঙ্গা-শরণ। আবারও প্রশ্নবিদ্ধ দুঙ্গার দল নির্বাচন ও রণকৌশল। তবে টানা ১১ ম্যাচে জিতে সমালোচকদের মুখ বন্ধ করেছিলেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নেইমার দলে না থাকার পর দুঙ্গার রণকৌশল আবারও প্রশ্নবিদ্ধ। টানা ১১ ম্যাচ জয়ের পর সর্বশেষ ছয় ম্যাচে তিনটিতে হার, ১টা ড্র ও ২টিতে জয়। নেইমারবিহীন তিন ম্যাচে জিতেছে একটি, একটি হার ও একটি ড্র। এর মধ্যে রয়েছে কোপা আমেরিকায় দ্বিতীয় পর্বে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়।
দুঙ্গা রণকৌশল সাজান মূলত নেইমারকে কেন্দ্র করেই। ব্রাজিলীয় ফরোয়ার্ড গোল এনে দিতে পারলেই দুঙ্গা চলে যান অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতায়। এমন খেলায় ব্রাজিলের চিরায়ত ‘জোগো বোনিতো’ বা ‘সুন্দর ফুটবল’ খুঁজতে গিয়ে হতাশ ফুটবল-রোমান্টিকরা।
মার্টিনোর সমস্যাটা পুরো উল্টো। আর্জেন্টাইন কোচের ভাবনা, দল গঠন ও রণকৌশলে থাকে আক্রমণাত্মক ফুটবলের ছোঁয়া। এ বছর প্রীতি, বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকায় মোট ১২ ম্যাচে আট গোল হজমের বিপরীতে ২৮ গোল করা সেটাই প্রমাণ করে। তবে রক্ষণভাগের দুর্বলতা বেড়িয়ে পড়ে খেলার গুরুত্বপূর্ণ সময়ে। আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার আগে প্যারাগুয়ে জাতীয় দল ও বার্সেলোনাতেও একই সমস্যা দেখা দিয়েছিল। পুরো দলকে একটু ওপরে উঠে খেলানোর প্রবণতায় রক্ষণভাগে বড়-সড় ফাঁকফোকর বেড়িয়ে পড়ে। এর সুবিধা আদায় করে প্রতিপক্ষের দলগুলো। লিওনেল মেসির উপস্থিতিতে ব্যাপারটি হয়তো সেভাবে চোখে পড়ে না। কারণ, আর্জেন্টিনা অধিনায়ককে নিয়েই ত্রস্ত থাকে প্রতিপক্ষের রক্ষণ। তবে মেসি না থাকলেই যেন দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠে আকাশি-সাদাদের।
ব্রাজিল-আর্জেন্টিনার মতো ঐতিহ্যবাহী জনপ্রিয় দুটি দল যেন অতি নেইমার-মেসি নির্ভর হয়ে পড়েছে। দুটি দলে অবশ্য তারকার অভাব নেই। তবুও কেবল এক তারকানির্ভর হয়েই খেলছে। মেসি-নেইমারে অতিরিক্ত নির্ভরতার কারণেই দুজনের অনুপস্থিতি ভীষণ ভোগাচ্ছে দুই পরাশক্তিকে। বাছাই পর্বে দুই দলেরই অপ্রত্যাশিত হার দিয়ে শুরুর পর আবারও শোরগোল উঠেছে দুই দেশেই। আর্জেন্টিনা বলছে মার্টিনো হঠাও। দুঙ্গা হঠাও স্লোগানটা ব্রাজিলে অবশ্য পুরোনোই!

অনলাইন ডেস্ক
 

যুক্তরাজ্য ও জার্মানির পথে সংস্কৃতিমন্ত্রী


আসাদুজ্জামান নূর। ফাইল ছবিআসাদুজ্জামান নূর। ফাইল ছবিযুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠেয় ‘তৃতীয় বঙ্গবন্ধু বইমেলা’ এবং জার্মানিতে অনুষ্ঠেয় ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা’তে যোগদানের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দেশ দুটি সফরে যাচ্ছেন । তিনি গতকাল দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ১৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ‘ইউরোপিয়ান কলেজ অব ল’ ২০১৩ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রকাশিত গ্রন্থাবলি ও অন্যান্য প্রকাশনার একক বইমেলার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরের আগামী ১১ ও ১৩ অক্টোবর অক্সফোর্ড হাউজ, বেথনালগ্রিন, লন্ডনে ‘তৃতীয় বঙ্গবন্ধু বইমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বইমেলায় ব্রিটেনের শিক্ষাবিদ, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাঙালি, বিশেষ করে তরুণ প্রজন্ম সম্পৃক্ত থাকবেন।
অন্যদিকে, ১৪ থেকে ১৮ অক্টোবর ২০১৫ পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বইমেলা ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা’। এবারই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অংশ নেবে এ মেলায়। এতে ‘বাংলাদেশ’ নামে একটি স্টল থাকবে। এ স্টলটি পরিচালনার দায়িত্ব পালন করবে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। বইমেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী।

আলেপ্পোয় কয়েকটি গ্রাম দখল করেছে আইএস , সিরিয়ায় ফ্রান্সের বিমান হামলা



          সিরিয়ার আলেপ্পো উপকণ্ঠে ইসলামিক স্টেট(আইএস) যোদ্ধারা প্রতিপক্ষ বিদ্রোহী দলগুলোর কাছ থেকে কয়েকটি গ্রাম দখল করেছে।

রাশিয়ার বিমান হামলা সত্ত্বেও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা প্রতিদ্বন্দ্বী অন্য বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোর কাছের কয়েকটি গ্রাম দখলে নিয়েছে। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ করা যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।
এদিকে ফ্রান্স গতকাল বলেছে, তারা দ্বিতীয়বারের মতো সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।
অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান জানান, আলেপ্পো শহরের কাছে কয়েকটি গ্রাম অন্য বিদ্রোহী সংগঠনগুলোর কাছ থেকে দখলে নিয়েছে আইএস বাহিনী। তিনি বলেন, গত আগস্টের শেষের দিকের পর এই অগ্রগতি আইএসকে বড় ধরনের সাফল্য এনে দিল। ওই গ্রামগুলো দখলের মধ্য দিয়ে আইএস উত্তর সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর উত্তর দিকে অবস্থিত সরকারনিয়ন্ত্রিত শিল্প অঞ্চলের মাত্র দুই কিলোমিটারের মধ্যে এসে পড়ল।
১০ দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে রাশিয়া। মস্কো বলছে, তারা উত্তর ও পূর্ব সিরিয়ার বিপুল এলাকা দখল করা আইএস যোদ্ধাদের বিরুদ্ধে ওই অভিযান চালাচ্ছে।
এদিকে ফ্রান্স গতকাল বলেছে, তারা দ্বিতীয়বারের মতো সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি ফ্রান্স অভিযোগ করেছে, রাশিয়া আইএসকে লক্ষ্য করে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। সিরিয়ায় আরও হামলা চালানো হবে বলে উল্লেখ করে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ লে দ্রিয়াঁ ‘ইউরোপ-১’ রেডিওকে বলেন, দুটি রাফালে জেট আইএসের প্রশিক্ষণ শিবিরে বোমা হামলা চালিয়েছে। ওই হামলার উদ্দেশ্য পূরণ হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ফ্রান্স প্রথম দফায় সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালায়। জ্যঁ ইভ লে দ্রিয়াঁ বলেন, ‘আমরা জানি যে সিরিয়ায় বিশেষ করে রাকায় বিদেশি যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির রয়েছে। ওই বিদেশি যোদ্ধাদের লক্ষ্য আইএসের হয়ে যুদ্ধ করা নয়। তাদের উদ্দেশ্য ফ্রান্সে, ইউরোপে ফিরে এসে হামলা করা।’
সংঘাতে সম্প্রতি রাশিয়ার জড়িয়ে পড়ার সমালোচনা করে জ্যঁ ইভ লে দ্রিয়াঁ বলেন, তাঁদের বিমান হামলার ‘৮০ থেকে ৯০ শতাংশ’ আইএসকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। আইএসের বিরুদ্ধে হামলার পরিবর্তে তারা কেবল তাদের দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে সাহায্য করছে।
ইরানি জেনারেল নিহত: এদিকে গতকাল ইরানের রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, আলেপ্পোর কাছে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে পরামর্শ দেওয়ার সময় রেভল্যুশনারি গার্ডের জেনারেল হুসেইন হামেদানি নিহত হয়েছেন। গত বুধবার তিনি নিহত হন। ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান আঞ্চলিক মিত্র। সিরিয়ার চার বছরের গৃহযুদ্ধে ইরান আসাদ সরকারকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইরানে বিধ্বস্ত: গত বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুকে উদ্দেশ করে নিক্ষেপ করা রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানে বিধ্বস্ত হয়েছে। কাস্পিয়ান সাগরে থাকা রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্র বুধবার নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাশিয়া এ দাবি নাকচ করে দিয়ে বলেছে, কোনো হামলাই লক্ষ্যচ্যুত হয়নি। তবে এ ব্যাপারে তেহরান কোনো মন্তব্য করেনি

prothom alo

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, রাশিয়াকে মূল্য দিতে হবে

অ্যাশটন কার্টারযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের জন্য মস্কোকে শিগগিরই মূল্য দেওয়া শুরু করতে হবে। গত বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সতর্কবার্তা দিলেন। ওই বৈঠকে ন্যাটো বাহিনীতে সদস্য বাড়ানোর ব্যাপারে একমত হন প্রতিরক্ষামন্ত্রীরা। খবর গার্ডিয়ানের।
অ্যাশটন কার্টার বলেন, ওই অঞ্চলের দেশগুলোকে না জানিয়ে রাশিয়া সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, ‘আমরা দেখছি যে রাশিয়ার বাহিনীর অপেশাদারি আচরণ ক্রমেই বাড়ছে। তারা তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে।...তারা কোনো সতর্কবার্তা না দিয়েই কাস্পিয়ান সাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।’ কার্টার আইএসের বিরুদ্ধে বিমান হামলায় রাশিয়ার বাহিনীর সঙ্গে তাঁদের নিজেদের বাহিনীর সমন্বয় করতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি জানানোর কথা পুনর্ব্যক্ত করেন।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডার লাইয়েন বলেন, ‘রাশিয়াকে অবশ্যই বুঝতে হবে যে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী সংগঠনকে লক্ষ্য করে তারা যদি হামলা চালায়, তবে তারা আইএসকে শক্তিশালী করবে এবং এতে রাশিয়ার স্বার্থও রক্ষা হবে না। পাশাপাশি আমাদের স্বার্থও রক্ষা হবে না।’
ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, তুরস্কে ন্যাটোর বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই।

prothom alo

‘ঘুষ চাওয়ায়’ মন্ত্রীকে বরখাস্ত করলেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি আবাসন ব্যবসায়ীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগে নিজের মন্ত্রিসভার একজন সদস্যকে আজ শুক্রবার বরখাস্ত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই সঙ্গে কেজরিওয়াল বলেছেন, দুর্নীতি প্রশ্নে তিনি কাউকে ছাড় দেবেন না; সে যদি তাঁর নিজের ছেলেও হয়।
বরখাস্ত হওয়া ওই মন্ত্রী হলেন, দিল্লির খাদ্য ও পরিবেশমন্ত্রী আসিম আহমেদ খান।
দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়াল বলেন, ‘আমার সন্তান ও মনীশ সিসোদিয়াও যদি এমন কাজ করে, তবে আমি ছাড়ব না।’
এনডিটিভির খবরে আজ বলা হয়েছে, আসিম আহমেদ খানের জায়গায় ওই দপ্তরের নতুন মন্ত্রী করা হয়েছে ইমরান হোসেনকে। আসিম আহমেদ খানকে বরখাস্ত করার পাশাপাশি, পুরো ঘটনা তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (সিবিআই) তদন্তেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
খবরে বলা হয়, এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে আসিম আহমেদ খানের বিরুদ্ধে। এরপরই তাঁকে সরিয়ে দেওয়া হলো। কেজরিওয়াল জানান, সরকার সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছে। দিল্লির এক আবাসন ব্যবসায়ীর সঙ্গে আসিম আহমেদ খানের ঘণ্টা খানেক কথোপকথনের রেকর্ডও শোনা হয়েছে বলেও জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়াল বলেন, ‘জনগণ সৎ রাজনীতিবিদ হিসেবে আমাদের বিশ্বাস করে। তাই আমরা কর্মকর্তা, এমএলএ ও মন্ত্রীদের দুর্নীতি ছেড়ে দিতে পারি না।’ তিনি বলেন, কোন ব্যক্তি বা কোনো গণমাধ্যম এই দুর্নীতির বিষয়টি সামনে আনেনি। তাঁর দলই স্বচ্ছতার স্বার্থে নিজের মন্ত্রীর দুর্নীতির বিষয়টি তুলে ধরেছে।
এ বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর এএপি সরকারে এই নিয়ে দুটি বড় পরিবর্তনের ঘটনা ঘটল। কলেজের জাল ডিগ্রি পেশের অভিযোগ মাথায় নিয়ে এ বছরের জুন মাসে এএপি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ টোমার।
আসিম আহমেদ খান একজন ব্যবসায়ী। দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টির মধ্যে ৬৭ আসন পেয়ে সরকার গঠন করে এএপি। তখন আসিম আহমেদ খানকে খাদ্য ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়

prothom alo

 

বাংলাদেশে বিদেশিদের ওপর নির্বিচার হামলার আশংকা

           বিদেশিদের নিরাপত্তায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে
 
বাংলাদেশে পশ্চিমা দেশের নাগরিকদের লক্ষ্য করে আরও হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দফতর।
ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দেশটিতে সন্ত্রাসবাদী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে।
সম্প্রতি দুজন বিদেশীকে হত্যার ঘটনা উল্লেখ করে এতে বলা হয়, ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ট’ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
বাংলাদেশ সফরকারিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ওয়েবসাইটে বলা হয়, বিশেষ করে যেসব অনুষ্ঠানে পশ্চিমা দেশের নাগরিকরা সমবেত হন, সেগুলোতে যোগদানের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য, ঢাকায় একজন ইটালিয়ান এবং রংপুরে এক জাপানি নাগরিককে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হত্যা করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা সহ অনেক পশ্চিমা দেশই তাদের নাগরিকদের গতিবিধি সীমীত রাখার পরামর্শ দিচ্ছে।
বাংলাদেশ সরকার কয়েকদফায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছে। কিন্তু তারপরও নিরাপত্তা নিয়ে এসব দেশের উদ্বেগ কাটেনি।

নোবেল শান্তি পুরস্কার পেল তিউনিসিয়ার চার সংগঠন

                                            তিউনিসিযার পুরস্কারপ্রাপ্ত চার সংগঠনের প্রধান
 
এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে তিউনিসিয়ার চারটি সংগঠনকে যারা দেশটিকে গণতন্ত্রে উত্তরণে সহায়তা করেছে।
নোবেল কমিটির চেয়ারম্যান এই পুরস্কার ঘোষণা করে বলেন, তিউনিসিয়ায় ২০১১ সালের বিপ্লবের পর সেখানে বহুমতের গণতন্ত্র প্রতিষ্ঠায় এই চারটি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নরওয়ের নোবেল কমিটি এবছর শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করেছিল মোট ২৭৩ ব্যক্তি এবং সংগঠনকে।
এদের মধ্যে ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং পোপ ফ্রান্সিস।
                                   পুরস্কার ঘোষণা করছেন নরওয়ের নোবেল কমিটির প্রধান

তিউনিসিয়ার পুরস্কার বিজয়ী চারটি সংগঠন হচ্ছে: তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাষ্ট্রি, ট্রেড এন্ড হ্যান্ডিক্র্যাফটস, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লীগ এবং তিউনিসিয়ান অর্ডার অব লইয়ার্স।
২০১৩ সালে তিউনিসিয়ায় একের পর এক গুপ্ত হত্যা এবং ব্যাপক সামাজিক অসন্তোষের মুখে গণতন্ত্র যখন প্রায় ভেস্তে যাচ্ছিল, তখন এই চারটি সংগঠন জোটবদ্ধ হয়।
নোবেল কমিটি বলছে, তিউনিসিয়া যখন প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, তখন এই চারটি সংগঠন শান্তিপূর্ণ পথে এক বিকল্প রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করে ।
এর ফলেই কয়েক বছরের মধ্যে তিউনিসিয়ায় একটি সাংবিধানিক ব্যবস্থা চালু করা সম্ভব হয় যেখানে সবার জন্য মনাবাধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে।
নোবেল কমিটি আশা করছে এই পুরস্কার তিউনিসিয়ার গণতন্ত্রকে আরও সংহত করতে অবদান রাখবে।

bbc bangla

ভারতীয় মহিলার হাত কেটে ফেলেছে সৌদি গৃহকর্ত্রী

   

                 হাসপাতালে চিকিৎসাধীন কাস্তুরি মুনিরাথিনাম
সৌদি আরবে এক ভারতীয় গৃহকর্মীর হাত কেটে নেয়ার পর ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সৌদি আরবে এক বাসায় কর্মরত ভারতীয় পরিচারিকার একটি হাত কেটে নেয়ার খবরে তিনি বিচলিত। বিষয়টি তিনি সৌদি কর্তৃপক্ষের গোচরে এনেছেন বলে জানিয়েছেন সুষমা স্বরাজ।
কাস্তুরি মুনিরাথিনাম সৌদি আরবে যে বাড়িতে কাজ করতেন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর গৃহকর্ত্রী তাঁর ডান হাত কেটে নেন বলে অভিযোগ করা হচ্ছে।
ঐ বাড়ীতে তাকে নিয়মিত নির্যাতন করা হতো বলেও অভিযোগ করছে মিসেস মুনিরাথিনামের পরিবার।
তবে ঘটনার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ এ ঘটনার পর টুইটারে লিখেছেন, “এটা একেবারে অগ্রহণযোগ্য। আমরা বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে তুলেছি। আমাদের দূতাবাস ভিক্টিমের মঙ্গে যোগাযোগ রাখছে।”
কাস্তুরি মুনিরাথিনিামের বাড়ী দক্ষিণ ভারতীয় শহর চেন্নাইতে। তাঁর ছেলে এস কুমার বিবিসি হিন্দিকে জানিয়েছেন, তার মা সৌদি আরবে কাজ করতে যাওয়ার পর থেকেই সেখানে তাকে লম্বা সময় কাজ করানো হতো বলে অভিযোগ করতেন। সেখানে তাকে ঠিকমত খেতেও দেয়া হতো না।
কাস্তুরি মুনিরাথিনামের বোন এস বিজয়কুমারি জানান, যখন তার বোন পালানোর চেষ্টা করেন তখন গৃহকর্ত্রী তার ডান হাত কেটে ফেলে। তাকে এখন রিয়াদের এক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ প্রায়ই উঠে।

bbc bangla

আওয়ামী লীগ সমর্থকরাও এমপি লিটনকে বহিস্কারের পক্ষে


 
বাংলাদেশে গুলি করে এক শিশুকে আহত করার অভিযোগে আওয়ামী লীগের এক সংসদ সদস্যকে বহিস্কারের দাবি তুলেছেন দলটির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন এ ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন।
গত শুক্রবার তিনি নিজের সংসদীয় এলাকায় গুলি করে নয় বছরের এক শিশুকে আহত করেছেন বলে অভিযোগ উঠার পর এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন।
বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার এবং শিশু অধিকার সংস্থা তাকে গ্রেফতার এবং এমনকি তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি তোলে।
সংসদ সদস্য এ ঘটনার পর তাঁর দুটো অস্ত্র স্থানীয় থানায় জমা দেন, আর সেখানকার কর্তৃপক্ষ দুটো অস্ত্রেরই লাইসেন্স বাতিল করে। তাঁর বিরুদ্ধে মামলা হলেও তিনি আদালতে যাননি, কিংবা তাকে গ্রেফতারও করা হয়নি।
কিন্তু ঘটনাটি নিয়ে বিব্রত স্থানীয় আওয়ামী লীগের একটি অংশও এখন তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই অংশটি তাকে দল ও জাতীয় সংসদ হতে বহিস্কার করার দাবি জানাচ্ছে।
সুন্দরগঞ্জের পৌর মেয়র ও আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল্লাহ আল মামুন বলছেন, আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ সহ দলের অঙ্গ-সংগঠনগুলোর পক্ষ থেকে এই দাবী তোলা হয়েছে।
তবে আবদুল্লাহ আল মামুনের এই দাবীর সঙ্গে একমত নন সুন্দরগঞ্জের আওয়ামী লীগের কোন কোন নেতা। তাঁরা মনে করেন, দল ও জাতীয় সংসদ থেকে মনজুরুল ইসলাম লিটনের অপসারণের দাবী একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে।
সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন যে তিনি আদালতে আত্মসমর্পন না করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কিন্তু দৃশ্যত এখনো তাঁর বিরুদ্ধে আইনী কোন ব্যবস্থা নেয়া হয়নি।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলছেন, সুন্দরগঞ্জের এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে স্থানীয় বাস্তবতার বিষয়টি মাথায় রাখতে হবে।
মি. হানিফ বলছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আগামী বৈঠকে মনজুরুল ইসলাম লিটনের বিষয়টি উত্থাপিত হলে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং তারপরই কেবল একটি সিদ্ধান্ত হতে পারে।

বাংলাদেশকে মুহুরীর চর দিতে ত্রিপুরা রাজ্যের আপত্তি

 
স্থল সীমান্ত চুক্তির আওতায় বাংলাদেশকে মুহুরীর চর হস্তান্তরের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে ত্রিপুরা রাজ্যের সরকার।
তারা বলছে ২০১১ সালের প্রোটোকল চুক্তিতে যতটা জমি বাংলাদেশকে দেওয়ার কথা, তার থেকেও বেশী জমি দেওয়া হচ্ছে – যেটা বিলোনিয়া শহরের অংশ। ত্রিপুরা চাইছে ২০১১-র চুক্তি অনুযায়ী নতুন করে সীমানা নির্ধারণ করা হোক।
ওই জমি নিয়ে পাকিস্তান আমল থেকে ১৯৯৯ পর্যন্ত নিয়মিত দুই তরফে গুলি বিনিময় হয়েছে, তাই বিলোনিয়ার মানুষ শান্তিতে থাকার জন্য জমি হস্তান্তর মেনে নিতে রাজী ।
ত্রিপুরার রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী বিবিসি-কে বলেন, “মুহুরি নদীর মাঝবরাবর আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করার ব্যাপারে ২০১১ সালের প্রোটোকল চুক্তিতে সম্মত হয়েছিল দুই দেশ। এর ফলে ভারতকে প্রায় ৩৬ একর জমি বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। ওই জমি দিয়ে দিতে আমাদের কোনও আপত্তি নেই কিন্তু চুক্তির বাইরে গিয়ে আরও প্রায় ১২-১৩ একর জমি বাংলাদেশকে দেওয়ার কথা বলা হচ্ছে।“
এর ফলে সীমান্ত সংলগ্ন বিলোনিয়া শহরের এলাকা থেকেও জমি চলে যাবে। সীমানা নতুন করে নির্ধারণ করার জন্য তারা ভারত সরকারকে একাধিকবার চিঠি লিখেছে।
সমস্যার সূত্রপাত ২০১১ সালের প্রোটোকল চুক্তি সই হওয়ার পরে ভারত-বাংলাদেশের যে যৌথ জরিপ হয়েছিল, তখন থেকেই। স্থানীয় রাজস্ব আধিকারিক বা রাজ্য সরকারকে না জানিয়েই দুই দেশের জরিপ কর্মীরা ৩৬ একর ছাড়া আরও ১২-১৩ একর বেশী জমি বাংলাদেশের দিকে চিহ্নিত করে দেন।
ত্রিপুরার রাজস্বমন্ত্রীর দাবী, “সার্ভে অফ ইন্ডিয়াও মেনে নিয়েছিল যে ওই বাড়তি জমি দেওয়া জরিপ দলের ভুল। কিন্তু সেটা সংশোধন না করেই দুই দেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের চুক্তি করে ফেলল।“
ত্রিপুরা আরও দাবী জানিয়েছে যে বাংলাদেশের কাছে যে জমি চলে যাবে, তার জন্য জমি-মালিকদের ক্ষতিপূরণ আর চুক্তি অনুযায়ী মুহুরি নদীর পাড় বাঁধানোর কাজে ৪০ কোটি টাকা তাড়াতাড়ি পাঠাক ভারত সরকার। এছাড়াও বিলোনিয়ার মতো গুরুত্বপূর্ণ শহর ঘেঁষে যেহেতু সীমান্ত হবে, তাই ওই অঞ্চলের নিরাপত্তার জন্য বাড়তি বি এস এফ মোতায়েন করা দরকার বলেও ত্রিপুরা সরকার দাবী করেছে