সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

কাঁটাতার মাঝে রেখে দুই বাংলার মিলন মেলা

চিলাহাটি-হলদিবাড়ি সীমান্তে দুই বাংলার মানুষের মিলন মেলার এক মুহূর্ত
চিলাহাটি-হলদিবাড়ি সীমান্তে দুই বাংলার মানুষের মিলন মেলার এক মুহূর্ত

দুদেশের সীমান্তরক্ষীর উদ্যোগে দুই বাংলার মানুষের মিলন মেলা বসে চিলাহাটি-হলদিবাড়ি সীমান্তে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ৮ জনকে হত্যার হুমকি



আনসার আল ইসলামের নামে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

তাপমাত্রার ২ ডিগ্রি বৃদ্ধি ঠেকাতে প্যারিসে বিশ্বনেতারা

 
                     সম্মেলনে বিশ্বনেতারা              
  
বিশ্বে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি রোধে একটি আন্তর্জাতিক চুক্তির লক্ষ্যে প্যারিসে আজ থেকে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন।
শিল্পায়নের আগে বিশ্বের তাপমাত্রা যে পর্যায়ে ছিল, তা থেকে তাপমাত্রা যেন ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে -- সেই লক্ষ্যেই একটি বোঝাপড়ায় পৌঁছানোর চেষ্টা হবে প্যারিসে।
আরো চেষ্টা হচ্ছে, চুক্তি হলে তা মানার ক্ষেত্রে যেন আইনগত বাধ্যবাধকতা থাকে।
তবে সম্মেলনের শুরুতে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কণ্ঠে উদ্বেগ শোনা গেছে।
তিনি বলেছেন, তাপমাত্রা কমাতে যথেষ্ট সদিচ্ছার এখনো অভাব রয়েছে।
জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, এই সম্মেলনে ১৫১ জন সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন - এবং এর ফলে এটিই হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিশ্বনেতাদের সবচেয়ে বড় সমাবেশ।
কোপেনহাগেনে ২০০৯ সালের সম্মেলনেও আশা করা হয়েছিল যে কার্বন নির্গমন কমানোর জন্য এমন একটি চুক্তি করা সম্ভব হবে যা পৃথিবীর সব দেশই মানতে বাধ্য থাকবে। কিন্তু তা হয় নি।
এবার অবশ্য স্বাগতিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ, জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা - সবার কথাতেই এই সুর স্পষ্ট যে এরকম একটা চুক্তি করা আগের চাইতে আরো বেশি জরুরি হয়ে উঠেছে - কারণ কিছু করার সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে।
প্রথম দিনের ভাষণে বারাক ওবামাও বলেছেন, এর আগে কিছু না করে বসে থাকার যে যুক্তি দেয়া হতো, তার দিন শেষ হয়ে গেছে।
তবে এর মধ্যে একটা আশাবাদের সুরও আছে। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস বলেছেন, একটা চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখন হাতের নাগালের মধ্যে।
চুক্তির নানা দিক নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে - যার লক্ষ্য হচ্ছে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২ ডিগ্রির মধ্যে সীমিত রাখা।
                           
কারণ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি গত ১০০ বছরে এক ডিগ্রির কাছাকাছি বেড়ে গেছে এবং আগামী ১০০ বছরে যদি তা ২ ডিগ্রি ছাড়িয়ে যায় তাহলে পৃথিবীর জলবায়ুতে এমন সব বিপজ্জনক পরিবর্তন ঘটতে শুরু করবে যার ফলে মানুষের জীবনযাপন খাদ্য উৎপাদন আবহাওয়া সবকিছুর ওপরই গুরুতর প্রভাব পড়তে শুরু করবে।
বিভিন্ন দেশ ইতিমধ্যেই কার্বন নির্গমন কমানোর পরিকল্পনা উপস্থাপন করেছে।
সমস্যা হলো উন্নয়নশীল দেশগুলো দাবি করছে, শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নির্গমন কমানোর জন্য আরো বেশি পদক্ষেপ নিতে হবে।
কিন্তু ধনী দেশগুলো বলছে, নির্গমন কমানোর চাপ সবাইকে ভাগাভাগি করে নিতে হবে।
আরেকটি জরুরি বিষয় হলো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলার জন্য দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ১০ হাজার কোটি ডলার দেবার একটি তহবিল তৈরি করা।
কিন্তু এখনো ঐকমত্য হয়নি যে এ টাকা কোথা থেকে আসবে এবং কিভাবে দেওয়া হবে।

বাংলাদেশ দূতকে পাকিস্তানের তলব

ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন ভবন
ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন ভবন
সম্প্রতি দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানের ‘নির্লজ্জ হস্তক্ষেপে’ ঢাকা ‘কড়া প্রতিবাদ’ জানানোর এক সপ্তাহ পর ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে দেশটি।

ভারতে যেতে চান না ৭২ জন ছিটমহলবাসী

 
                                
বাংলাদেশের ভেতরে থাকা সাবেক ভারতীয় ছিটমহলগুলো থেকে যেসব বাসিন্দা ভারতে স্থায়ীভাবে চলে যেতে চেয়েছিলেন, তাদের মধ্যে ৭২ জন আবার মত পরিবর্তন করে বাংলাদেশেই থেকে যেতে আবেদন করেছেন।
ভারতে চলে যেতে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে আজই ছিল বাংলাদেশ ছাড়ার নির্ধারিত সময়ের শেষ দিন।
এই মত-পরিবর্তনকারীরা বলছেন, তাঁরা জন্মভূমি ছেড়ে চলে যেতে চান না।
কর্মকর্তারা জানান, দু’দেশের মধ্যে করা চুক্তিতে এ ধরণের ছিটমহলবাসীদের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই।
অগাস্টের শুরুতে বাংলাদেশ আর ভারত ছিটমহলগুলো বিনিময় করলেও মানুষের আসা-যাওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০শে নভেম্বর।
ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ছিটমহল থেকে কেউই নিজের দেশে ফিরতে চাননি।
                           
তবে বাংলাদেশের ভেতরে থাকা ছিটমহলগুলো থেকে ভারতের মূল-ভূখণ্ডে ফিরতে চেয়েছিলেন ৯৭৯ জন।
কয়েক দফায় এদের বেশীরভাগই ভারতে চলে গিয়েছেন।
কিন্তু শেষ মূহুর্তে মত পরিবর্তন করেছেন বাহাত্তর জন।
এদের একজন মনমোহন বর্মণ। ৬৯-বছর বয়সী এই কৃষক থাকেন কুড়িগ্রামের দাশিয়ারছড়ায়।
তিনি বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ভারতে নাম দেওয়ার পর আমার স্ত্রী ছেলে বলেছে যে তারা যাবে না। ছেলেটা বলেছে আমার মৃতদেহ দেখে আপনাকে যেতে হবে। তারা আত্মহত্যারও হুমকি দিয়েছে। জন্মভূমি ছেড়ে তারা যেতে চায় না।”
মনমোহন বর্মণ মত-পরিবর্তনের বিষয়টি ভারতীয় কর্মকর্তাদেরও জানিয়েছেন।
ভারতে যারা গেছেন, তাদের অস্থায়ী শিবিরে রাখা হয়েছে।
                           
পঞ্চগড়ের বিলুপ্ত ভারতীয় ছিটমহলের ১৩ জন মত পরিবর্তন করেছেন। আর কুড়িগ্রামের ৫৯ জন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মোহাম্মদ নূরুল আমীন বলছেন, অনেকে একেবারে শেষ মূহুর্তে মত পরিবর্তন করেছেন।
ভারত ভাগ হওয়ার পর থেকে দীর্ঘ ৬৮ বছর ছিটমহলগুলোর বাসিন্দারা কার্যত বন্দী জীবন কাটিয়েছেন।
যে দেশের নাগরিক ছিলেন, বলা যায় সেখানকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তাঁরা।
এখন আবার যারা মত পরিবর্তন করে ভারতে যেতে চাইছেন না, তাদের বিষয়টির সমাধান কীভাবে হবে, তা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিবিসিকে বলেন, বিষয়টির খুব দ্রুত সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

উত্তরায় পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ



ঢাকার উত্তরায় সড়ক অবরোধরত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় চাই আগাম পরিকল্পনা: রাষ্ট্রপতি



বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার কথা স্মরণ করিয়ে দিয়ে এ বিষয়ে আগাম পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শরনার্থী সংকট নিয়ে ইইউ'র সাথে তুরস্কের সমঝোতা

 
    শরণার্থী সংকট মেকাবেলায় ইউরোপের জন্য বড় এক চ্যালেঞ্জ।     
           
ইউরোপে শরণার্থী ও অভিবাসীদের স্রোত ঠেকাতে পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক।
ব্রাসেলসে এ নিয়ে একদিন আলোচনার পর এই মতৈক্যের খবর এলো।
এই সমঝোতা অনুসারে তুরস্কে অবস্থানরত সিরিয় শরণার্থীদের সহায়তার জন্য তিনশো কোটি ডলারের বেশি অর্থ সাহায্য দেবে ইইউ।
এই সংকট মোকাবেলায় আঙ্কারা এরইমধ্যে আট বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভু তোগলু এই সমঝোতার পর তুরস্কের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন বলে বর্ণনা করেছেন।
তুর্কী প্রধানমন্ত্রী বলেন, এটা শুধু তুরস্কের একার সমস্যা নয় কিংবা এটা শুধু ইউরোপের সমস্যা-তাও নয়।এই মানবিক সংকটের জন্য তুরস্ক বা ইউরোপীয় ইউনিয়নই শুধু দায়ী নয়।
                 নানাভাবে অনেকে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে চায়।                 
কিন্তু দিনশেষে এই শরণার্থী সমস্যা মোকাবেলায় আমাদের একসাথেই কাজ করতে হচ্ছে ।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নে তুরস্ককে সংযোজনের বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা হবে।
চুক্তি অনুসারে তুরস্কের নাগরিকরা ভিসা ছাড়াই ইউরোপের শেনজেন জোনের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।তবে তুরস্ককে শর্তসাপেক্ষে এইসব সুবিধা দেয়া হবে।
এই বছর ৭ লাখের বেশি অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে এবং এদের বেশিরভাগই তুরস্ক হয়ে ঢুকেছে।
এদের অনেকেই সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে পালিয়ে আসা। বর্তমানে তাদের ঠাঁই হয়েছে তুরস্কের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে।

ঢাকায় ই-আইডি ফোরাম শুরু মঙ্গলবার


স্মার্ট কার্ড হবে এই ধরনের চিপযুক্ত
                               
একটি স্মার্টকার্ড দিয়ে ‘সব কাজ’ করার সম্ভাব্যতা যাচাই এবং কীভাবে নাগরিক সুবিধা-নিশ্চিত করা যায়- সে বিষয়ে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী ই-আইডি ফোরাম আয়োজন করা হয়েছে।

এরপর ‘হেব্বি পেটাবো’: মেয়র আনিসুল

সংবাদ সম্মেলনে আনিসুল হক
সংবাদ সম্মেলনে আনিসুল হক
                         
রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কেউ সেখানে জনদুর্ভোগের কারণ ঘটালে তাদের কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র আনিসুল হক।

জলবায়ু পরিবর্তন: যে সংকটের মুখোমুখি পৃথিবী

 
    greenhouse_gas_emission_climate_change                           
প্যারিসে আজ কড়া নিরাপত্তার মধ্যে শুরু হচ্ছে বৈশ্বিক জলবায়ু সম্মেলন। জাতিসংঘের আয়োজিত এই সম্মেলনে ১৫০টি দেশের নেতা এবং ৪০ হাজার বিভিন্ন স্তরের প্রতিনিধি যোগ দিচ্ছেন - যার লক্ষ্য হচ্ছে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী বৈশ্বিক চুক্তি করা।
সবশেষ বড় মাপের যে জলবায়ু সম্মেলন হয়েছিল ২০০৯ সালে কোপেনহেগেনে - তার চাইতেও বড় আকারে হচ্ছে এই সম্মেলনটি, কারণ এতে যোগ দিচ্ছেন ১৪৭টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা। কোপেনহেগেনের সম্মেলনে কার্বন নির্গমন কমানোর একটি বৈশ্বিক চুক্তি হবার আশা থাকলেও শেষ অবধি তা হয় নি - কারণ সব দেশের মধ্যে তা নিয়ে ঐকমত্য হয় নি।
তার পর ৬ বছর পার হয়েছে - বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থেকেছে, সংকট আরো ঘনীভূত হয়েছে।
কি সেই সংকটগুলো?
পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ছে
গত ১০০ বছরে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা শূন্য দশমিক ৮৫ ডিগ্রি (০.৮৫ ডিগ্রি সেলসিয়াস) বেড়েছে। এ যাবৎকালের ১৪টি উষ্ণতম বছরের মধ্যে ১৩টিই রেকর্ড করা হয়েছে একবিংশ শতাব্দীতে। এ ক্ষেত্রে ২০১৫ সাল উষ্ণতম বছরের আরেকটি নতুন রেকর্ড করতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা আশংকা করেন, যেভাবে এখন কার্বন নিগত হচ্ছে তাতে গড় তাপমাত্রা বৃদ্ধি ২১০০ সালের মধ্যেই ২ ডিগ্রি ছাড়িয়ে যাবে এবং তখন পৃথিবীর জলবায়ুতে গুরুতর বিপদজনক সব পরিবর্তন ঘটতে শুরু করবে।
এর মধ্যে খরা, বন্যা, ঝড়, তাপপ্রবাহ ইত্যাদি প্রকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়া, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়া, ফসল উৎপাদনের ধারায় পরিবর্তন, সুপেয় পানির সংকট ইত্যাদি অনেক ধরণের সম্ভাবনার কথা বলা হচ্ছে।
গ্রীনহাউজ গ্যাস নির্গমন বাড়ছে
শিল্পকারখানা, কৃষি ও যানবাহনে তেল-কয়লা-প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে শক্তি উৎপাদনের ফলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গমন বাড়ছে।
শিল্পবিপ্লবের পর এই গৗাস নির্গমন বেড়েছে ৩০ শতাংশ।
গত আট লক্ষ বছরের মধ্যে এখন পৃথিবীর বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখন সবচাইতে বেশি।
এ প্রতিক্রিয়া কি হচ্ছে?
পৃথিবীর মেরু অঞ্চলগুলোর জমাট বেঁধে থাকা বরফ গলে যাচ্ছে । ১৯৮০ সালের তুলনায় ইতিমধ্যেই যে বরফ গলে গেছে তার পরিমাণ যুক্তরাজ্যের আয়তনের দশগুণ।
এর ফলে ১৯০০ সালের তুলনায় সমুদ্রের পানির উচ্চতা এর মধ্যেই গড়ে ১৯ সেন্টিমিটার বেড়ে গেছে। বেশ কিছু দ্বীপ ও নিম্ন উচ্চতার দেশ এখন ঝুঁকির মুখে আছে।
global warming                            

সবচেয়ে বেশি কার্বন নির্গত করছে কারা?
পৃথিবীর ৭০ ভাগ গ্রীনহাউজ গ্যাস নির্গত করছে মাত্র ১০টি দেশ। এর মধ্যে ২৪ শতাংশ নির্গমন হচ্ছে চীন থেকে, ১২ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং ৯ শতাংশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, এই কার্বন নির্গমন কমানোর জন্য একটি বৈশ্বিক পরিকল্পনা করতে হবে যা প্রতিটি দেশ মানতে বাধ্য থাকবে।
এমনি একটি পরিকল্পনা চুড়ান্ত করার জন্যই এই প্যারিস সম্মেলন।
এ ছাড়া আরো একটি বিষয় নিয়ে প্যারিসে সব দেশগুলোর ঐকমত্য হবার প্রয়োজন রয়েছে - তা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য দরিদ্রতর দেশগুলোকে সহায়তা করতে একটি ১০ হাজার কোটি ডলারের তহবিল গঠন করা।

৩ ঘণ্টা পর আশ্বাস দিয়ে তেজগাঁও ছাড়লেন আনিসুল




অবৈধ ট্রাকস্ট্যাণ্ড উচ্ছেদে অভিযানে গিয়ে বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা কার্যত অবরুদ্ধ থাকার পর বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের পাহারায় তেজগাঁও এলাকা ত্যাগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

‘সব সাংবাদিককে মেরে বের করে দেব’


            
ঢাকার তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর সংগ্রহ করতে গিয়ে সংঘর্ষের মধ্যে শ্রমিকদের হামলার শিকার হয়েছেন সংবাদকর্মীরা।

পরকীয়ার সৌদি বিচার: নারীর মৃত্যুদণ্ড, সঙ্গীর ১০০ দোররা



সৌদি আরবের রিয়াদে ‘বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের’ দায়ে শ্রীলঙ্কার এক গৃহকর্মীকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। তবে একই অপরাধে তার পুরুষ সঙ্গীকে দেওয়া হয়েছে ১০০ দোররার সাজা।