বৃষ্টি আর বন্যার পানিতে চেন্নাই নগরী ডুবে যাওয়ায় ভারতের সবচেয়ে পুরোনো সংবাদপত্রগুলোর একটি ‘দ্য হিন্দু’ ১৩৭ বছরের ইতিহাসে এই প্রথম ছাপানো যায়নি।
দ্য হিন্দু প্রকাশিত হচ্ছে ১৮৭৮ সাল থেকে। কিন্তু কর্মীরা ছাপাখানায় আসতে না পারায় গতকাল প্রথমবারের মত এই পত্রিকার প্রকাশনায় ছেদ পড়ে।
পত্রিকাটির প্রকাশক এন মুরলি বিবিসি হিন্দির সাংবাদিক ইমরান কোরেশিকে জানিয়েছেন দ্য হিন্দুর ইতিহাসে এই প্রথম এ ধরণের ঘটনা ঘটেছে।
চেন্নাই শহর এখন কার্যত পানির উপর ভাসছে। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিমান বন্দরের রানওয়ে সব পানিতে ডুবে গেছে।
এন মুরলি জানান, চেন্নাই শহরে দ্য হিন্দুর যে প্রিন্টিং প্ল্যান্ট, বন্যার কারণে সেখানে ঢুকতে পারেনি কর্মীরা।
চেন্নাই থেকে অবশ্য অন্য নামকরা ভারতীয় পত্রিকা ‘টাইম অব ইন্ডিয়া, ‘ডেকান ক্রনিকল’ এবং ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ যথানিয়মেই প্রকাশিত হয়েছে।
চেন্নাই নগরীতে বন্যা মোকাবেলায় সরকারকে সেনাবাহিনী নামাতে হয়েছে।
বিমান বন্দর থেকে সব ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। গত ১৭ দিন ধরে শহরের সব স্কুল বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ বলছে, সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত পর সন্দেহভাজন দুইজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
পুলিশ নিশ্চিত করে বলছে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী ।
তাদের কাছে ছিল রাইফেল, হ্যান্ডগান এবং তাদের পোষাক ছিল সামরিক কায়দার, বলছে পুলিশ।
এই হামলার পর শত শত নিরাপত্তা কর্মকর্তা হামলাকারীদের খুঁজতে থাকলে শহরটি কার্যত স্থবির হয়ে পরে।
গোয়েন্দা সংস্থা এফবিআই এই হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ব্যাখ্যা দেয়নি, তবে পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানাচ্ছে সংস্থাটি।
গোয়েন্দা সংস্থা, এফবিআইয়ের সহকারী পরিচালক, ডেভিড বোডিচ বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
তিনি বলছেন, “অনেকেই হয়তো এখন জানতে চাইছেন যে এটি সন্ত্রাসবাদী হামলা কিনা—কিন্তু এটি সন্ত্রাসী হামলা কিনা সেটি আমরা এখনো জানি না। আমরা স্থানীয় সংস্থাগুলোর সাথে এখন কাজ করে যাচ্ছি।”
লস এ্যাঞ্জেলেসের দক্ষিণের ঐ শহরটির পুলিশ বলছে, হামলার পর বন্দুকধারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়।
বন্দুকধারীর সংখ্যা তিনজন পর্যন্ত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
সেবা কেন্দ্রটির প্রধান বলছেন, শহরের স্বাস্থ্য বিভাগের একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া একটি ভবনে হামলাটি চালানো হয়।
জুরিখের বিলাশ-বহুল এই হোটেল থেকে আটক করা হয় কর্মকর্তাদের
ফিফার দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ লক্ষ ডলার ঘুষ নেয়ার সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ।
সুইজারল্যান্ডের একটি হোটেলে আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
জুরিখে বিলাশ-বহুল এই একই হোটেল থেকে গত মে মাসে ফিফার কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে ফিফার সংস্কার নিয়ে জুরিখে দুইদিনের বৈঠক চলছে ফিফা নির্বাহী কমিটির।
ফুটবলের এই আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা বলছে “ মার্কিন বিচার বিভাগ থেকে আজ যে পদক্ষেপ নেয়া হয়েছে সে ব্যাপারে ফিফা অবগত ছিল”।
এছাড়া মার্কিন তদন্ত কাজে পূর্নাঙ্গ সহযোগিতা করে যাবে বলে জানিয়েছে সংস্থাটি। আজকের (বৃহস্পতিবার) ঘটনা নিয়ে ফিফা আর কোন মন্তব্য করবে না বলেও জানিয়েছে তারা।
গত মে মাসে ফিফার সাতজন কর্মকর্তাকে বেআইনি কার্যকলাপে সংশ্লিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।
সুইজারল্যান্ড কর্তৃপক্ষ বলছে আজ দিনের আরো পরের দিকে একটি শুনানি হওয়ার কথা রয়েছে। তারপরে তারা গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করবে।
২০১৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩১ রানে জিতে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো দলটি।
আজ ব্যাংককে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ। ৯০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৯.১ ওভারে ৫৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
এর ফলে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করলো দলটি।
বাংলাদেশের রুমানা আহমেদ পেয়েছেন চার উইকেট।
দলের পক্ষে ফারজানা হক করেন সর্বোচ্চ ৪৩ রান।
জিম্বাবুয়ের জেসোফাইন নেকুমু ১২ রানে নিয়েছেন ২ উইকেট।
এর আগে গ্রপ পর্বের ম্যাচে বাংলাদেশ দল থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল।
বাংলাদেশে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রয়েছে দুই সপ্তাহের বেশি সময়।
দেশটির ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলছেন "এ বিষয়ে আমি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করছি"।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে জনগণের নিরাপত্তা সন্তোষজনক ভাবে নিশ্চিত করা গেছে, ঝুঁকি কম আছে তখনি তারা নির্দেশ দিলে ফেসবুক খুলে দেয়া হবে।
বিবিসি বাংলার সাথে এক সাক্ষাতকারে তিনি বলছিলেন নিশ্চয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে যার ভিত্তিতেই এসব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখা হয়েছে।
বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী হামলা হলেও এত দীর্ঘ সময় ধরে কোথাও সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করা রাখা হয়নি।
তারানা হালিম তার অবস্থান ব্যাখ্যা করে বলেন ফ্রান্সে কিছু এলাকাতে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ছিল তবে তা কত সময়ের জন্য সেটা তিনি বলতে পারেন নি।
বেলজিয়ামের উদাহরণ দিয়ে তিনি বলেন সেখানে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছিল মানুষের নিরাপত্তার জন্য।
তিনি বলেন “ একটি মানুষের জীবন বাঁচানোর জন্য হলেও আপাতত সরকারি নির্দেশে সাময়িকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখেন, আমার মনে হয় না একটি জীবনের চেয়ে এর মূল্য বেশি”।
সিরিয়ায় ব্রিটিশ বিমান হামলার সময় যে ‘স্মার্ট বোমা’ ব্যবহার করার কথা, তার একেকটির দামই এক লক্ষ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় এক কোটি টাকারও বেশি।
গতরাতে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাইপ্রাস থেকে ব্রিটেনের জঙ্গী বিমান সিরিয়ায় গিয়ে হামলা চালাতে শুরু করে।
গতকাল পর্যন্ত ব্রিটেনে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল, সিরিয়ায় বিমান হামলা চালানো উচিত কি উচিত নয়। কিন্তু পার্লামেন্টে ভোটাভুটিতে সেই প্রশ্নের মীমাংসা হওয়ার পর এখন তর্ক চলছে, ব্রিটেনের এই বিমান হামলায় আসলে কতটা ফল হবে।
ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীর টর্ণেডো জেট থেকে দু ধরণের ‘স্মার্ট বোমা’ ফেলা হবে ইসলামিক স্টেট জঙ্গীদের টার্গেট করে।
এর একটি হচ্ছে ‘পেভওয়ে ফোর বোমা’। ব্রিটিশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক বোমাগুলোর একটি বলে বর্ণনা করা হচ্ছে এটিকে। মূলত কোন স্থির টার্গেটকে লক্ষ্য করে এই বোমা ফেলা হয়। বলা হচ্ছে টার্গেটকে আঘাত করার ক্ষেত্রে এটি প্রায় একশভাগ সফল।
তবে টর্ণেডো জেটের যে বোমা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটি ‘ব্রিমস্টোন ক্ষেপনাস্ত্র’। এটি রেডার গাইডেড অস্ত্র।
মূলত চলমান কোন টার্গেটের ওপর এই ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়। নিজে থেকেই এটি তখন চলমান টার্গেটের পেছনে ধাওয়া করে। মূলত শত্রুপক্ষের চলমান গাড়ীকে আঘাত করার ক্ষেত্রে এই অস্ত্র সবচেয়ে কার্যকরী বলে মনে করা হয়।
ব্রিমস্টোন ক্ষেপনাস্ত্র ছোঁড়ার পর সেটি নিয়ে নাকি আর ভাবতে হয় না, তাই সৈনিকদের কাছে এর নাম ‘ফায়ার এন্ড ফরগেট’ মিসাইল।
ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের হিসেব অনুসারে, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইরাকে তারা এরকম ৯৩টি বোমা ব্যবহার করেছে। bbc
প্রবাসে কাজ করেন স্বপ্না আখতার । সৌদি আরবে ১১ বছর ধরে তিনি রয়েছেন।
স্বপ্না বাংলাদেশে রেখে গেছেন স্বামী আর তিন সন্তান। সংসার চালানোর তাগিদে তিনি পাড়ি জমান বিদেশে।
প্রথমে বিদেশে যাওয়ার ইচ্ছা না থাকলেও সংসারে আর্থিক অনটনের কথা চিন্তা করেই তিনি পরে মত দেন। রেখে যান ছোট ছোট তিন সন্তান।
স্বপ্না বলছিলেন বিদেশে যেয়ে তার সবচেয়ে কষ্ট হয়েছে সন্তানদের কথা মনে করে।
"যখনি ভাল কিছু খায়তাম, মনে হয়তো মেয়েদের কথা, কান্দন আসতো" বলছিলেন স্বপ্না।
তিনি সেখানে একটি বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।
সকাল থেকে রাত অবধি একটি বাসার যত কাজ করার দরকার হয় তার সবটা করেন তিনি।
আগে চিঠি পাঠাতেন কিন্তু এখন মোবাইলের সুবিধা থাকায় মালিককে বললে কথা বলতে পারেন দেশে।
স্বপ্না ছুটিতে দেশে এসেছেন, কিছু দিন পর আবারো চলে যাবেন।
বলছিলেন বিদেশ জীবনে সবায়কে ছেড়ে থাকার কষ্ট অনেক। কিন্তু তার পাঠানো টাকাতে সন্তানদের পড়ালেখা হচ্ছে, সংসারের খরচ চলছে।
শুধু কি আর্থিক সচ্ছলতা এসেছে তার, স্বপ্নার ভাষায় “স্বামী, শ্বশুরবাড়ির লোক সবায় আমার কথা শোনে, সম্মান দেয় আগের চেয়ে”।
বিদেশে যাওয়ার আগে যে ঋণ করেছিলেন সেসব শোধ হয়েছে, টিন-শেড দিয়ে আধাপাকা ঘর বানিয়েছেন। আরো কয়েক বছর কাজ করে সংসারে আরো উন্নতি করার স্বপ্ন এখন স্বপ্নার চোখে। ফারহানা পারভীনবিবিসি বাংলা, ঢাকা
বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কি যে কোন অসুস্থতার চিকিৎসার জন্যই বিদেশে ছুটতে হবে? দেশে কেন তাদের চিকিৎসা করার মত উচ্চমানের হাসপাতাল তৈরি করা যাবে না?
ঢাকার একটি নাগরিক সংগঠন বৃহস্পতিবার এক মানববন্ধন করে এই প্রশ্নই তুলেছে। তাদের বক্তব্য- শুধু ভিভিআইপিরা নন, বাংলাদেশের যাদেরই আর্থিক সামর্থ্য আছে তারাই রুটিন স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে গুরুতর রোগের চিকিৎসার জন্য বিদেশে ছোটেন। এই প্রবণতা বন্ধের জন্য দেশেই উচ্চ মানের স্বাস্থ্যসেবা গড়ে তোলার দাবি জানাচ্ছেন তারা।
সিটিজেন রাইটস মুভমেন্ট নামের এই সংগঠনটির প্রধান মফিজুর রহমান সরকার বলেন , “আমাদের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান না বাড়িয়ে এরা বিদেশে চিকিৎসা নিচ্ছেন। জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে রাজনৈতিক নেতাদের বিদেশে চিকিৎসা করানোর কোন অধিকার নেই।”
বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সরকারী-বেসরকারী হাসপাতালে রোগনির্ণয় ব্যবস্থা খুবই দুর্বল। সেজন্যই বিদেশে গিয়ে চিকিৎসা করানোর প্রবণতা বাড়ছে।
তবে সিটিজেন রাইটস মুভমেন্ট বলছে চিকিৎসার জন্য রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিদেশমুখো হবার কারনেই দেশের স্বাস্থ্যসেবার মান বাড়ছেনা।
এই বক্তব্যের সাথে একমত গবেষক এবং চিকিৎসক ডা: রুবাইয়ুল মোর্শেদ। তিনি বাংলাদেশের নামকরা বেসরকারি হাসপাতালগুলোতে কাজ করেছেন।
মি: মোর্শেদ বলেন অনেক বেসরকারী হাসপাতালে চিকিৎসার মান ভালো নয়।
তিনি বলেন, “ চকচক করলেই সোনা হয়না। হাসপাতাল যদি দেখতে সুন্দর হয়, মার্কেটিং ভালো হয় – ভিতরে কি হচ্ছে তা আমরা জানছি না । যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারা কিন্তু খুব সাবধানী হয়।”
বাংলাদেশে থেকে প্রতিবছর ঠিক কত মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে এর সঠিক পরিসংখ্যান নেই। কারণ অনেকই ভ্রমন ভিসা নিয়ে চিকিৎসা করাতে যায়। বিদেশগামী রোগীদের ৭০ শতাংশই ভারতে যায়। অন্যদের গন্তব্য থাইল্যান্ড, সিংগাপুর এবং মালয়েশিয়া।
ডাক্তাররা মনে করেন অনেকে যুক্তিসংগত কারণ ছাড়াই বিদেশে চিকিৎসা নিতে যায়। বিষয়টি অনেকটা ‘ফ্যাশনে’ পরিণত হয়েছে বলেও অনেকে মনে করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান খান বলেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে আস্থাহীনতার যে কথা বলা হচ্ছে সেটি সঠিক নয়।
মি: খান বলেন, “ আমাদের হাসপাতালে আজও রেলমন্ত্রী মহোদয় ভর্তি আছেন। এছাড়া আমাদের অনেক সম্মানিত ব্যক্তি এবং সরকারের উচ্চ পর্যায়ের অনেকে এখানে চিকিৎসা নিতে আসেন।”
গবেষক রুবাইয়ুল মোর্শেদ মনে করেন সরকারী-বেসরকারী উভয়ক্ষেত্রে হাসপাতালের ব্যবস্থাপনা খুবই নাজুক। ফলে এর প্রভাব পড়ছে চিকিৎসার উপর। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা উন্নত করতে পারলে চিকিৎসা সেবার মান বাড়বে বলে মি: মোর্শেদ মনে করেন। আকবর হোসেনবিবিসি বাংলা, ঢাকা
রাস্তায় বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস ছোঁড়া যায়। কিন্তু পার্লামেন্টের ভেতরে সরকারের কাজে বাধা দিতে কাঁদানে গ্যাস? আর এমপিরা নিজেরাই যদি সেই কাজটা করেন?
কসোভোর বিরোধী দলের বিরুদ্ধে সেই অভিযোগই উঠেছে। পাঁচ বার পার্লামেন্টের চেম্বারে কাঁদানে গ্যাস ছাড়া হয়েছে, আর এ থেকে রক্ষা পেতে এমপিদের দৌড়ে পালাতে হয়েছে।
সার্বিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নে কসোভোতে রাজনৈতিক উত্তেজনা চলছে কিছুদিন ধরে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ।
‘সেলফ ডিটারমিনেশন পার্টির’ প্রধান আলবিন কুর্টি এবং সাবেক প্রধানমন্ত্রী রামুশ হারাডিনাজ অভিযোগ করছেন, সার্বিয়ার সঙ্গে এ নিয়ে সরকার যে চুক্তি করেছে, তা নিয়ে পার্লামেন্টে কোন বিতর্কের সুযোগ দেয়া হয়নি। সেকারণেই তারা পার্লামেন্টের ভেতর কাঁদানে গ্যাস ছাড়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন দলের একজন মুখপাত্র।
‘আমরা এই কৌশল নিয়েছি, কারণ আমাদের সামনে আর কোন পথ খোলা ছিল না’, বলছিলেন সেলফ ডিটারমিনেশন পার্টির মুখপাত্র আরবার জাইমি। দলের নেতা আলবিন কুর্টি এই কাজের জন্য এখন জেলখানায় বন্দী।
সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীনতা ঘোষণা করে ২০০৮ সালে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় কসোভোর সরকার সার্বিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করে। এ নিয়ে কসোভোর জনমত মারাত্মকভাবে বিভক্ত।
গত ৮ই অক্টোবর প্রথম পার্লামেন্টের ভেতর কাঁদানে গ্যাস ছাড়া হয়। এজন্যে দোষ দেয়া হয় বিরোধী নেতা আলবিন কুর্টিকে। সেদিন দুজন এমপি কাঁদানে গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়ে যান।
১৫ ই অক্টোবর দ্বিতীয়বার কাঁদানে গ্যাস ছাড়া হয় পার্লামেন্টে।
২৩শে অক্টোবর পার্লামেন্টে বিরোধীরা যখন সার্বিয়ার সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে হৈ চৈ করছিল, তখন আবার চেম্বার আচ্ছন্ন হয়ে যায় কাঁদানে গ্যাসে।
সর্বশেষ দফা কাঁদানে গ্যাস ছাড়া হয় গত ৩০শে নভেম্বর। এবার পরিস্থিতি সামলাতে পার্লামেন্টের ভেতর পুলিশ পাঠাতে হয়। গ্রেফতার করা হয় বিরোধী দলের বেশ কিছু এমপিকে।bbc
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন এমপির তিনজনই সিরিয়ায় বিমান হামলার বিপক্ষে ভোট দিয়েছেন।
রুশনারা আলী, রূপা হক এবং টিউলিপ সিদ্দিক- এই তিন ব্রিটিশ-বাংলাদেশি এমপির তিনজনই লেবার পার্টির সদস্য।
গতকাল হাউজ অব কমন্সে এই প্রশ্নে লেবার পার্টি তাদের এমপিদের ‘ফ্রী ভোট’ অর্থাৎ যার যার পছন্দমত ভোটের সুযোগ দিয়েছিল।
উল্লেখ্য সিরিয়ায় ইসলামিক স্টেটের পক্ষে বিমান হামলার প্রশ্নে লেবার পার্টি ছিল মারাত্মকভাবে বিভক্ত।
দলের নেতা জেরেমি করবিন সহ বেশিরভাগ এমপি ছিলেন বিমান হামলার বিরোধী।
অন্যদিকে লেবার পার্টির উপনেতা থেকে শুরু করে দলের ছায়া পররাষ্ট্র মন্ত্রী হিলারি বেন সহ অনেক সম্মুখসারির নেতা সরাসরি বিমান হামলার প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।
পার্লামেন্টে গতরাতে বিমান হামলার প্রস্তাবের পক্ষে ভোট দেন্ ৩৯৭ জন এমপি। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ২২৩ জন এমপি।
লেবার পার্টির ৬৬ জন সদস্য সরকারের বিমান হামলার প্রস্তাব সমর্থন করেছেন।
এ নিয়ে লেবার পার্টিতে বাক-বিতন্ডা অব্যাহত রয়েছে।
যেসব এমপি সিরিয়ায় বিমান হামলা সমর্থন করেছেন, তাদের দলের যুদ্ধবিরোধী কট্টরপন্থী অংশ নানা ভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
বিমান হামলা সমর্থন না করার যুক্তি তুলে ধরে রুশনারা আলী এমপি এক বিবৃতিতে বলেছেন, ইসলামিক স্টেট বা ডায়েশকে পরাজিত করার জন্য সরকার কোন পূর্ণাঙ্গ কৌশল নেই।
সরকার যে ব্যবস্থা নিচ্ছে, তাতে বাস্তব অবস্থার কি হেরফের হবে তা স্পষ্ট নয়।
তিনি আরও বলেছেন, কেবল বিমান হামলা চালিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, যতক্ষণ না রাশিয়া, ইরান সহ সব আন্তর্জাতিক শক্তিতে সাথে নিয়ে সেখানে একটা ব্যাপক স্থল অভিযান চালানো যাচ্ছে।
সিরিয়ার সংকটের একটা রাজনৈতিক সমাধানের ওপরও তিনি জোর দিয়েছেন। bbc
আরএএফ টরনাডো জেট সিরিয়াতে কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে প্রথম বারের মত বিমান হামলা চালিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে বলছে সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের দখলে থাকা এমন ছয়টি স্থানকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।
ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘আরএএফ আক্রোটিরি’ থেকে চারটি যুদ্ধবিমান সিরিয়ার আইএসের অবস্থানে হামলা চালায়।
এর মধ্যে দুইটি বিমান ঘাঁটিতে ফেরত এসেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে “প্রথম বারের মত তারা আক্রমণাত্মক অভিযান করলো সিরিয়াতে”।
সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর উপর বিমান হামলা চালাতে বুধবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেয়া প্রস্তাবের উপর হাউজ অব কমন্সে ১০ ঘণ্টা আলোচনা হয়।
এরপর ভোটাভুটিতে হামলার পক্ষে ৩৯৭জন এমপি অবস্থান নেন। বিপক্ষে ভোট পড়ে ২২৭টি।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ব্রিটেনে আইএস জিহাদিদের হামলার জন্য অপেক্ষা না করে লড়াইটা আইএসের কাছে নিয়ে যাওয়াটাই ভাল হবে। bbc