বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

'পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে'

 
    pak_statement
১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তান যা বলছে,তা ইতিহাস বিকৃতি: সেক্টর কমান্ডার্স ফোরাম

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও নিপীড়ন নিয়ে পাকিস্তান মিথ্যাচার করছে, এবং সেজন্য দেশটি বাংলাদেশের কাছে ক্ষমা না চাইলে, তাদের সাথে সব ধরণের সম্পর্ক, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার বাংলাদেশর কূটনীতিকে ডেকে পাঠিয়ে পাকিস্তান সরকার বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধাপরাধের সাথে পাকিস্তানের জড়িত থাকার যেসব কথা বলা হচ্ছে সেটাও তারা প্রত্যাখ্যান করছে।
সংস্থার মহাসচিব হারুন হাবিব বিবিসি বাংলাকে বলেন, পাকিস্তান যা বলছে, তা পরিপূর্ণ মিথ্যাচার।
কারণ, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তান যা বলছে, তাকে ইতিহাস বিকৃতি বলে অভিহিত করেন মি. হাবিব।
এছাড়া পাকিস্তান ক্রমাগত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে, যা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের ঘটনার সমালোচনা করে পাকিস্তানের বিবৃতির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে তলব করার হয়। bbc

ঘুষ লেনদেনে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো

 
     smoking_cigarettes                 সরকারের ধূমপান বিরোধী আইন প্রণয়ন প্রভাবিত করতে এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে পূর্ব আফ্রিকায় ঘুষের লেনদেন করে প্রতিষ্ঠানটি           
     
সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো আফ্রিকার দেশগুলোতে দুর্নীতি এবং ঘুষ লেনদেনের সাথে জড়িত বলে প্রমাণ পেয়েছে বিবিসি।
এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে প্রতিষ্ঠানটি সরকারের ধূমপান বিরোধী আইন প্রণয়ন প্রভাবিত করতে এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদেরকে ঘুষ দেয়।
সম্প্রতি একজন গোপন তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত শত শত গোপন দলিল ফাঁস করে দিয়েছেন।
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো অবশ্য এই অভিযোগকে প্রতিশোধমূলক আখ্যা দিয়ে বলছে তারা কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।
প্রতিষ্ঠানটি ব্রিটেনের পঞ্চম বৃহৎ কোম্পানি। bbc

কমে যাচ্ছে এইডস মোকাবেলায় আন্তর্জাতিক অনুদান

 
     hiv_activist                 বাংলাদেশে এইডস সংক্রমণের হার এবং আক্রান্ত মানুষের সংখ্যা কম হওয়ার কারণেই আন্তর্জাতিক অনুদানের হার কমছে         
       
বাংলাদেশে এইডস সচেতনতা এবং স্বাস্থ্যসেবা বিষয়ক আন্তর্জাতিক সাহায্য গত কয়েক বছরে অনেকটাই কমে এসেছে।
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ-এর স্বাস্থ্য বিষয়ক পরিচালক ড. জাহাঙ্গির হোসাইন জানিয়েছেন, এইচআইভি প্রতিরোধে ২০১৪ এবং ২০১৫ সালের জন্য গ্লোবাল ফান্ডের অনুদানের পরিমাণ ছিল ২২ মিলিয়ন ডলার।
২০১৬ এবং ২০১৭ সালের জন্য যা কমে এসেছে ১২ মিলিয়ন ডলারে।
মি. হোসেন বলছেন, বাংলাদেশে এইডস সংক্রমণের হার এবং আক্রান্ত মানুষের সংখ্যা কম হওয়ার কারণেই আন্তর্জাতিক অনুদানের পরিমাণ কমছে।
এইডস মোকাবেলায় সরকারকে এখন আরো দায়িত্ব নিতে উৎসাহিত করছে দাতা সংস্থাগুলো।
বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস।
সরকারী হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা জনসংখ্যার এক শতাংশের কম।
তবে, বিশেষজ্ঞরা বলছেন, এইডসের ঝুঁকি এখনো ব্যাপকভাবে রয়েছে।
কিন্তু তারপরেও, এইডসের ঝুঁকি ক্রমেই কমছে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ।
তা সত্ত্বেও দেশে এখন এইডস বিষয়ক সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে।
বেসরকারি ক্লিনিকের পাশাপাশি সরকারী উদ্যোগে বারোটি সরকারী হাসপাতালে এখন এইডস পরীক্ষা করা যায়। bbc

'তাজমহল হিন্দু মন্দির নয়'

 
    taj_mahalতাজমহল দেখতে প্রতিদিন গড়ে ১২০০ দেশী বিদেশী দর্শনার্থী আসেন      
          
তাজমহল একটি হিন্দু মন্দির, এবং এই বক্তব্যের সমর্থনে যথেষ্ট প্রমাণাদি হাতে রয়েছে দাবী করেছিলেন ভারতের একদল আইনজীবী।
তাদের সেই বক্তব্যকে খণ্ডন করে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, এমন কোন প্রমাণ তারা খুঁজে পাননি।
ঐ দাবী অমূলক।
গত বছর আগ্রার কয়েকজন আইনজীবী আদালতে দায়ের করা এক পিটিশনে দাবী করেন, তাজমহল আসলে হিন্দু দেবতা শিবের জন্য নির্মিত এক মন্দির।
সেজন্য আদালতের কাছে তাজমহলকে হিন্দুদের কাছে হস্তান্তরেরও আহ্বান জানিয়েছিলেন ঐ আইনজীবীরা।
সতের শতকে মুঘল সম্রাট শাহ জাহান নিজের তৃতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিসৌধ নির্মাণ করেন, যিনি ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন।
তাজমহল দেখতে প্রতিদিন গড়ে ১২০০ দেশী বিদেশী দর্শনার্থী আসেন। bbc

পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

 
    bangladesh_cricket_women                 গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়েই সেমিতে উঠেছে বাংলাদেশের মেয়েরা---ফাইল ফটো      
          
ব্যাংককে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আজ পাপুয়া নিউগিনিকে ৫৯ রানে অলআউট করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ড।
খাদিজাতুল কোবরা ১১ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন।
সকালে ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি মাঠে টসে হেরেই ব্যাটিংয়ে নেমে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
তবে, খাদিজাতুল কোবরা, রুমানা আহমেদ, জাহানারা আলমের বোলিং নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে ৫৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
এই জয়ে এ-গ্রুপে শতভাগ জয়ের রেকর্ড রেখেই এখন সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।

তিমি শিকারে জাপানি ফ্লিট, আদালতকে বৃদ্ধাঙ্গুলি

 

    whaling                 জাপানের শিমোনোসেকি বন্দরে অপেক্ষায় তিমি শিকারের ফ্লিট      
          
দি হেগের আন্তর্জাতিক আদালতের রুলিং অগ্রাহ্য করে, তিমি শিকারে রওয়ানা হয়েছে জাপানের একগুচ্ছ জাহাজ।
হারপুন-সজ্জিত তিনটি ছোট ছোট ট্রলার নিয়ে ৮০০০ টন ক্ষমতাসম্পন্ন একটি জাহাজ জাপানের শিমোনোসেকি বন্দর থেকে আজ (মঙ্গলবার) রওয়ানা হয়েছে।
মার্চ পর্যন্ত এই শিকার চলবে।
জাপান অবশ্য বলছে, আদালতের সিদ্ধান্ত তারা আমলে নিয়েছে এবং এ বছর মাত্র ৩৩৩টি তিমি শিকার করা হবে, যেটা গত বছরের এক-তৃতীয়াংশ।
জাপানী মৎস্য বিভাগে বলছে, এই তিমি শিকার শুধুই গবেষণার স্বার্থে।
কিন্তু গবেষণার জন্য তিমি শিকারের এই যুক্তি ২০১৪ সালে খারিজ করে দেয় দি হেগের আন্তর্জাতিক আদালত।
তিমি শিকারকে বেআইনি ঘোষণা করা হয়। কিন্তু স্পষ্টতই জাপান তা অগ্রাহ্য করছে।
তিমিআন্দোলনকারিদের দাবি গবেষণা নয়, জাপানের তিমি শিকার বানিজ্যিক                

তিমি শিকার সবসময়ই একটি স্পর্শকাতর ইস্যু।
শিকার বিরোধীরা বলেন, তিমি স্তন্যপায়ী প্রাণী এবং হারপুন দিয়ে যে কায়দায় বিশাল এই সামুদ্রিক প্রাণীকে শিকার করা হয় তা নৃশংস এবং অমানবিক।
বিশ্বজুড়ে তীব্র আন্দোলনে মুখে, তিমি শিকারে আন্তর্জাতিক সংস্থা আইডব্লিউসি ১৯৮৫/৮৬ সাল থেকে তিমি শিকার স্থগিত করে।
কিন্তু গবেষণার যুক্তিতে জাপান তা অগ্রাহ্য করে আসছে।
জাপান গবেষণার যুক্তি দিলেও, আন্দোলনকারীরা বিভিন্ন তথ্য প্রমাণ দিয়েছেন তিমির মাংস খাবার টেবিলেই যাচ্ছে।
জাপান ছাড়াও নরওয়ে তিমি শিকারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে খুশি নয়। bbc

আইএস যোগাযোগ প্রমাণ করলে পদত্যাগ: এরদোয়ান

 
    erdogan                 তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান           
     
জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে তেল কেনার অভিযোগ প্রমাণের জন্য রাশিয়াকে চ্যালেঞ্জ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন তিনি।
তুরস্কের গুলিতে যুদ্ধ বিমান খোয়ানোর পর থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রমাগত বলছেন, তেল চোরাচালানের রুট নিরাপদ রাখতেই আঙ্কারা রুশ বিমানে গুলি চালায়।
কয়েকদিন অপেক্ষার পর সোমবার রাতে ক্রোধে ফেটে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনার কাছে কোনো প্রমাণ থাকলে তা দেখান ... আমরা অপেক্ষা করছি।"
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আইএসের কাছ থেকে তুরস্কের তেল কেনার প্রমাণ দিতে পারলে, তিনি পদত্যাগ করবেন।
একইসাথে তিনি বলেন, প্রমাণ করতে ব্যার্থ হলে প্রেসিডেন্ট পুতিনেরও পদত্যাগ করা উচিৎ।
রাশিয়া তুরস্কের দ্বিতীয় শীর্ষ বাণিজ্যিক সহযোগী দেশ। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ হু হু করে বেড়েছে।
কিন্তু গত সপ্তাহে সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রুশ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর, দু-দেশের সম্পর্ক চরম সঙ্কটে পড়েছে। ক্রদ্ধ রাশিয়া তুরস্কের ওপর নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগুলু বলছেন, রাশিয়া এখন সিরিয়ার সঙ্কটকে রুশ-তুরস্ক সঙ্কটে রূপ দেওয়ার চেষ্টা করছে।
প্যারিসে তুরস্কের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা নিজেদের বিরোধ মিটিয়ে "অভিন্ন শত্রুর" দিকে নজর দেওয়ার জন্য রাশিয়া এবং তুরস্কের প্রতি আবেদন করেছেন। bbc

'পাকিস্তানের সাথে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে'

 
    pak statement
                 ৭১ সালে গণহত্যার অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের দেওয়া বিবৃতি
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
বিবিসিকে তিনি বলেন, পাকিস্তান শত্রু রাষ্ট্রে অবতীর্ণ হয়েছে, সে কারণে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কের বিষয় পুনর্বিবেচনা করা উচিত।
"বিষয়টি নিয়ে সরকার গভীরভাবে আলোচনা করছে...পাকিস্তানের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে।"
যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে সম্প্রতি বাংলাদেশের দূতকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ১৯৭১সালে গণহত্যার অভিযোগ যে অস্বীকার করেছে।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে।
পাকিস্তানের এই বক্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি পর্যালোচনা বৈঠক হয়েছে। বিস্তারিত কিছু জানা যায়নি, তবে বৈঠক সূত্রে জানা গেছে, কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়া উচিৎ তা নিয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে।
তবে তথ্যমন্ত্রী তার বক্তব্যে কোনো রাখঢাক রাখেননি।
“অত্যন্ত ঘৃণার সাথে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল, বা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল,তার জন্য পাকিস্তান অনুতপ্ত হয়নি। তাদের কোনো পরিবর্তন হয়নি বা তারা বদলায়নি।সে কারণে পাকিস্তানের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি।”
যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা এবং একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের দেওয়া বিবৃতির প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন সংগঠন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাতে শুরু করেছে। bbc

সুন্দরবনে বিজিবি-বিএসএফ যৌথ মহড়া

 
    bsf bgb                 বিএসএফ বিজিবির যৌথ মহড়া হবে সুন্দরবন এলাকায়      
          
ভারত আর বাংলাদেশের সীমান্ত রক্ষীরা প্রথমবারের মত এক যৌথ মহড়া করছে ৯ ডিসেম্বর।
সুন্দরবনে বিএসএফ এবং বিজিবির প্রায় দুশো সদস্য এই মহড়ায় অংশ নেবে।
মহড়ায় দুই বাহিনীর সদস্যরা যেমন যৌথভাবে নদীতে প্রহরা দেবে, তেমনি একসাথে মাছের ট্রলার বা নৌকাতে খানাতল্লাসী চালাবে বা জেলেদের পরিচয়পত্র পরীক্ষাও চালাবে।
বি এস দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের আই জি, সন্দীপ সালুঙ্কে বি বি সি বাংলাকে বলেন, গতবছর দুই বাহিনীর প্রধানদের বৈঠকেই এধরনের যৌথমহড়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল।
কয়েকদিন আগে ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়।
"দুই বাহিনীর মধ্যে এই মুহূর্তে এযাবতকালের মধ্যে সবথেকে ভাল সম্পর্ক তৈরি হয়েছে, সেটাকেই যৌথমহড়ার মাধ্যমে আরও দৃঢ় করতে চাই আমরা। “
সুন্দরবনের ইছামতী, কালিন্দী প্রভৃতি নদী এলাকায় আর তীরবর্তী এলাকায় এই যৌথ মহড়া চলবে।
সুন্দরবনের মধ্যে দিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবাণিজ্য রুটেও যৌথ পাহারা চলবে।
মহড়ায় স্পিডবোট, বড় নৌযান এবং ভাসমান সীমান্ত চৌকি ব্যবহার করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভারত নিয়মিতই অন্যান্য দেশের সাথে সেনামহড়া করে। কিন্তু কোনও সীমান্তরক্ষীবাহিনীর সঙ্গে ভারতীয় সীমান্ত বাহিনী এই প্রথম মহড়া দিতে চলেছে।
বিএসএফ কর্মকর্তারা আমা করছেন, যৌথমহড়ায় বাহিনী দুটির সাধারণ সদস্যরাও এবার থেকে একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারবে।
তবে দুই দেশের সীমান্ত অঞ্চলের নাগরিকদের একাংশ বা বিভিন্ন মানবাধিকার সংগঠন এখনও বি এস এফকে একটি ‘ট্রিগার হ্যাপি ফোর্স’ (যারা গুলি চালাতে অভ্যস্ত) বলেই মনে করে থাকে।
বাহিনীর শীর্ষ পর্যায় থেকে একাধিকবার আশ্বাস সত্ত্বেও সীমান্ত হত্যা এখনও শূন্যে নামিয়ে আনা যায় নি।

'ময়লা রাস্তায় নয়, আমাদের মনে'- প্রণব মুখার্জী

 
     mukherjee                 ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ফটো)   
             
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে চলমান বিতর্কের পটভূমিতেই সে দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ মন্তব্য করেছেন ‘আমাদের দেশে আসল নোংরা রাস্তায় নেই, রয়েছে আমাদের মনে’।
ভারতে ‘জাতির জনকে’র মর্যাদা পান যিনি, সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতিষ্ঠিত আহমেদাবাদের সবরমতী আশ্রমে একটি অনুষ্ঠানে গিয়ে রাষ্ট্রপতি এদিন সকালে এই মন্তব্য করেন।
ভারতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত উদ্যোগে যে ‘স্বচ্ছ ভারত মিশন’ বা পথঘাট পরিষ্কার রাখার বিশাল অভিযান শুরু হয়েছে, রাষ্ট্রপতির বক্তৃতায় তার প্রতি সূক্ষ্ম খোঁচা আছে বলেও অনেক পর্যবেক্ষক মনে করছেন।
মি মুখার্জি অবশ্য তাঁর ভাষণে স্বচ্ছ ভারত মিশনেরও প্রশংসা করেছেন, কিন্তু সেই সঙ্গেই বলেছেন,‘‘প্রতিদিন আমরা আমাদের চোখের সামনে অভূতপূর্ব হিংসা ঘটতে দেখছি। আর এই হিংসার মূলে আছে অন্ধকার, ভয় আর অবিশ্বাস।’’
‘‘এই ক্রমবর্ধমান হিংসার মোকাবিলা করতে আমাদের নতুন নতুন পথ যেমন বের করতে হবে, তেমনি আমাদের অহিংসা, সংলাপ আর যুক্তির ক্ষমতাকে ভুলে গেলেও চলবে না।’’
মাসদুয়েক আগে গোমাংস খাওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে উত্তরপ্রদেশে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা ঘটার পর থেকে রাষ্ট্রপতি বারবার ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলেছেন।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে গিয়ে প্রেসিডেন্টের এই বক্তব্য অসহিষ্ণুতা নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগাবে, সন্দেহ নেই।
ভারতের সংসদে এই মুহূর্তে যে শীতকালীন অধিবেশন চলছে, সেখানেও অসহিষ্ণুতার প্রশ্নে শাসক জোট ও বিরোধীদের মধ্যে তুমুল বিতর্ক হচ্ছে।
এই বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আজ (মঙ্গলবার) বক্তব্য দেবেন বলে মনে করা হচ্ছে।
shahrukh
                 অসহিষ্ণুতা বিতর্কে আমির খানের পাশে শাহরুখ খান ফাইল ফটো)
আমিরের সমর্থনে শাহরুখ
অসহিষ্ণুতা নিয়ে নিয়ে কথা বলে হিন্দুত্ববাদিদের তোপের মুখে পড়া বলিউড তারকা আমির খানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন আরেক তারকা শাহরুখ খান।
সংবাদ মাধ্যমে শাহরুখ বলেন, "দেশের জন্য, মানুষের জন্য ভালো কাজ করার মধ্য দিয়েই দেশপ্রেম প্রমাণ করা যায়, অন্য কোনো উপায়ে নয়।"

ব্রিটেনের ফুটবলে চীনের টাকা

 
    man city                 ম্যানচেস্টার সিটি এখন প্রিমিয়ারশিপের তালিকার শীর্ষে      
          
চীনা কয়েকজন বিনিয়োগকারী ব্রিটেনের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির ১৩ শতাংশ মালিকানা কিনে নিয়েছে।
চায়না মিডিয়া ক্যাপিটাল নামে চীনা বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম ২৬৫ মিলিয়ন পাউন্ড দিয়ে ম্যান সিটির মালিকানার ভাগীদার হয়েছে।
আবু ধাবির রাজপরিবারের সদস্য শেখ মনসুরের সিটি ফুটবল গ্রুপ (সিএফজি) ম্যানচেস্টার সিটির মালিক।
ম্যানচেস্টার সিটি ছাড়াও এই কোম্পানি মার্কিন ফুটবল ক্লাব নিউইয়র্ক সিটি এফসি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি এফসি এবং জাপানের ইয়োকোহামা মারিনোসের মালিক।
শেখ মনসুর এতদিন বিশ্বের নানা দেশে শুধু নতুন নতুন ক্লাবে পয়সা বিনিয়োগ করেছেন। কিন্তু এই প্রথম তিনি মালিকানার অংশ বিক্রি করলেন।
ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে বিবিসিকে বলা হয়েছে, চীনের কাছে শেয়ার বিক্রির অর্থ এই নয় যে আবু ধাবির বর্তমান মালিক ক্লাব থেকে সরে যেতে চাইছেন।
বরঞ্চ, তারা বলছেন, পূর্ব এশিয়ায় সমর্থক এবং ব্যবসা বাড়াতে চীনাদের কাছে শেয়ার বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে একমাত্র রিয়েল মাদিদ্রের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রয়েছে চীনে। ম্যানচেস্টার সিটি এখন ঐ বাজারে ঢুকতে চাইছে।
man cityব্রিটেনে সফরের সময় এতিহাদ স্টেডিয়াম দেখতে গিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (ফাইল ফটো)                
ফুটবল শক্তি হতে চায় চীন
চীনে ফুটবল অত্যন্ত একটি জনপ্রিয় খেলা, এবং এই জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক ফুটবল জগতে শক্তি বাড়াতে চাইছে চীন।
সম্প্রতি চীনা প্রেসিডেন্ট জি জিনপিং ব্রিটেন সফরে এসে এ মুহূর্তে ইংলিশ লীগের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটির মাঠ এতিহাদ স্টেডিয়াম দেখতে গিয়েছিলেন। আর তার কিছুদিনের মধ্যেই ম্যান সিটিতে চীনা বিনিয়োগ চূড়ান্ত হলো।
ইংল্যান্ডের সলফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বিজনেস বিভাগের অধ্যাপক ক্রিস ব্রাডি বলছেন, "এই কেনা-বেচায় শুধু যে ম্যানচেস্টার সিটি লাভবান হবে তাই নয়, ফুটবল শক্তি হওয়ার যে স্বপ্ন চীন দেখছে, সে পথে তাদের এগুতে সুবিধা হবে।"
চীন এর আগে ইটালির লীগ সিরি-আ তে পয়সা বিনিয়োগ করেছে।
পর্যবেক্ষকরা বলছেন, ভবিষ্যতে ইউরোপের ফুটবল লীগগুলোতে হয়ত এরকম আরো চীনা বিনিয়োগ চোখে পড়বে।