সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সুইডেন

 
    assange                 তিন বছর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেবার পর থেকে সেখানেই অবস্থান করছেন অ্যাসাঞ্জ    
            
লন্ডনে নিজেদের দূতাবাসে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডিশ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করতে দিতে সম্মত হয়েছে ইকুয়েডর।
এ ব্যাপারে ইকুয়েডর ও সুইডেন একটি চুক্তিতে উপনীত হয়েছে।
প্রায় ছয় মাসের সমঝোতার পর ইকুয়েডরে ঐ চুক্তি স্বাক্ষর হয়।
২০১০ সালে উইকিলিকস যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ গোপন নথি প্রকাশ করে।
একই সময়ে সুইডেনে দুজন নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর, প্রত্যর্পণ এড়াতে তিন বছর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।
তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।
তবে, যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসা অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।
এদিকে, যুক্তরাজ্য অভিযোগ করছে, অ্যাসাঞ্জকে দূতাবাসে আশ্রয় দিয়ে ইকুয়েডর বিচারের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করছে।
তবে, অ্যাসাঞ্জের আন্তর্জাতিক আইনি দলের সমন্বয়ক বালটাজার গার্জন বলেন, অ্যাসাঞ্জের অধিকারের প্রতি সুইডেন ও যুক্তরাজ্যকে সম্মান দেখাতে হবে।
কিন্তু উভয় দেশই এখন পর্যন্ত তা করতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশে টুইটার, স্কাইপ, ইমো বন্ধ ?

 
    bbc                 অনেকেই বন্ধ পাচ্ছেন টুইটার      
          
বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বন্ধ পাওয়া যাচ্ছে।
একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান বলছে তাদের কাছে বিটিআরসির এ ধরনের নির্দেশ সম্বলিত একটি চিঠি এসেছে।
ব্যবহারকারীরা বলছেন গত রাত থেকে এই তিনটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ পাচ্ছেন তারা।
সরকারি নির্দেশে টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করা হয়েছে, নাকি কারিগরি কোন ত্রুটির কারণে বন্ধ পাওয়া যাচ্ছে সে ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ সংক্রান্ত খবর দিচ্ছে।
তারা বলছে সব মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রতিষ্ঠান বিটিআরসির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে এই সেবাগুলো বন্ধ রাখার জন্য।
একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান বলছে, এ ধরণের নির্দেশ তাদের কাছেও এসেছে।
এছাড়া ঢাকায় কয়েকজন ইউজার বা ব্যবহারকারী বলছেন রাত ১১টার পর তারা, অল্প খরচে দেশে ও দেশের বাইরে কথা বলা যায়, এই সেবা টি নিতে পারেননি। অর্থাৎ বন্ধ পেয়েছেন।
২২ দিন বন্ধ থাকার পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দেয়া কয়েক দিন আগে।
ফেসবুক বন্ধের একই সময়ে বন্ধ করা হয় মোবাইল ফোনের অ্যাপ ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ।
তবে ফেসবুক খুলে দিলেও , ভাইবার ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর গত ১৮ নভেম্বর।
নিরাপত্তার স্বার্থেই যে এসব অ্যাপস বন্ধ রাখা হয়েছিল সেসময় সরকারের পক্ষ থেকে এমটাই বলা হয়।

প্রয়োজনে অধিকতর তদন্ত করতে পারে পুলিশ: হাইকোর্ট

 
    bangla_narayanganj_rab
                 ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা চাইলে অধিকতর তদন্ত করতে পারবেন বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।
এ জন্য আদেশের প্রয়োজন নেই বলেও জানিয়েছে উচ্চ আদালত।
অধিকতর তদন্ত করতে ওই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদন নিষ্পত্তি করে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ অভিমত দেয়।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অধিকতর তদন্ত চেয়ে গত ২৯শে নভেম্বর হাইকোর্টে আবেদন করেছিলেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
৯ই ডিসেম্বর এই আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।
এর আগে গত ১লা ডিসেম্বর শুনানিতে এই মামলার অভিযোগপত্রে মারাত্মক ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেন হাইকোর্ট।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়।

সৌদির নির্বাচনে ১৩ নারী প্রার্থীর বিজয়

 
    saudi_women_election
                 এই প্রথম বার দেশটির নারীরা কোন পাবলিক অফিসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে
সৌদি আরবের ইতিহাসে প্রথম বারের মত মেয়েরা নির্বাচনে অংশ নেয়ার পর অন্তত ১৩ জন নারী পৌরসভা কাউন্সিল আসনে জয় লাভ করেছে।
এই প্রথম বার দেশটির নারীরা কোন পাবলিক অফিসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে।
নির্বাচনে কাউন্সিল আসনগুলোতে প্রায় ছয় হাজার পুরুষ ও এক হাজারের মত নারী প্রতিদ্বন্দ্বিতা করে।
রিয়াদের মেয়র ইবরাহিম আল সুলতান বলেন, সৌদি আরবের রাজনৈতিক জীবনে মেয়েরা যে অবদান রাখবে তাকে তিনি স্বাগত জানাচ্ছেন।
কর্মকর্তারা বলছেন, মোট এক লাখ ত্রিশ হাজার মহিলা এবার ভোট দিয়েছেন দেশটিতে।
আর পুরুষ ভোটার ছিলেন সাড়ে তের লাখ।
রক্ষণশীল এই মুসলিম দেশটিতে এবারের এই নির্বাচনকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সৌদি আরবের রাজ পরিবার অভিজাত ধর্মীয় নেতাদের সমর্থনে মূলত দেশটিকে এখনো নিয়ন্ত্রণ করেন।
সেখানে মেয়েদের বাইরে চলাফেরা এবং কাজ করার ক্ষেত্রে নানা ধরণের বিধিনিষেধ আছে।
ভোটের প্রচার চালানোর সময় মহিলা প্রার্থীদেরকে হয় পর্দার অন্তরালে থেকে ভোটারদের সাথে কথা বলতে হয়েছে নয়তো ভোট চাইতে পুরুষ প্রতিনিধি পাঠাতে হয়েছে।

বন্যায় ক্রিকেটের ক্ষতি!

 
    kashmir_cricket_bat                 এ বছরের জন্য পাওয়া অর্ডার সময়মত ডেলিভারি দিতে পারেননি ব্যবসায়ীরা     
           
ভারতীয় কাছে ক্রিকেট যেমন এক বিরাট বিনোদনের নাম, দেশটির অনেকের কাছে এটি জীবন ও জীবিকার একমাত্র পথও।
দেশটির জম্মু ও কাশ্মীরে তৈরি হয় বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট ব্যাট।
সেখানকার উইলো কাঠের তৈরি ব্যাট হাতে নিয়ে খেলেন পেশাদার অপেশাদার সব রকম ক্রিকেটাররাই।
কিন্তু সেখানকার ব্যাট উৎপদানকারীরা বলছেন, ২০১৪ সালের বন্যায় যে ক্ষতি হয়েছে, এখনো তার জের টানতে হচ্ছে তাদের।
সরকারী সহায়তা না পেলে তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।
নাজির সালরু নামে একজন ব্যবসায়ী বলছেন, প্রায় প্রস্তুত অবস্থায় থাকা ক্রিকেট ব্যাটগুলো সপ্তাখানেক ধরে পুরোপুরি পানির নিচে ছিল।
ফলে পানিতে ভিজে সেগুলো নষ্ট হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, আর ফেটে গেছে কাঠও।
এছাড়া পানিতে আলগা হয়ে গেছে আঠা লাগানো অংশগুলোও।
ফলে এ বছরের জন্য পাওয়া অর্ডার সময়মত ডেলিভারি দিতে পারেননি ব্যবসায়ীরা।
ফলে এখন নতুন করে বিনিয়োগ দরকার হয়ে পড়েছে।
একইসাথে, তারা বলছেন এখন ব্যাট বানানোর জন্য উপযোগী উইলো গাছও পাওয়া যাচ্ছে না।
কারণ অন্তত ত্রিশ বছরের পুরনো না হলে সেগুলো ব্যাট বানানোর জন্য উপযোগী হয় না।
কিন্তু বন্যায় বহু গাছ নষ্ট হয়ে গেছে।

বাংলাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

 
    martyred_intellectuals
                 ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে এরই মধ্যে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে
বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ দিকে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছিল - তার স্মারক দিন 'শহীদ বুদ্ধিজীবী দিবস' পালিত হচ্ছে আজ।
মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি একটি গভীর শোকের দিন হিসেবে চিহ্নিত, যা প্রতিবছরই বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দিকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী আলবদর-আলশামস নামের মিলিশিয়া বাহিনীর লোকেরা ঢাকা এবং দেশের অন্যত্র বাঙালি অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, ও সাংবাদিকদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে।
তবে চিহ্নিতভাবে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চলেছে দীর্ঘ সময় ধরে।
বাংলাপিডিয়ার হিসেবে, পুরো ১৯৭১ সালজুড়ে এক হাজারেরও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।
পরে মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন বধ্যভূমিতে তাদের অনেকের মৃতদেহ পাওয়া যায়।
অনেককে আর কখনোই খুঁজে পাওয়া যায় নি।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষদিকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকাসহ অন্যান্য অপরাধের দায়ে এরই মধ্যে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
এছাড়া, ঐ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৩ সালে চৌধুরী মুঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত।
তবে, তারা পলাতক রয়েছেন বলে তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন হয়।
চৌধুরী মুঈনুদ্দীন গত কয়েক দশক ধরেই ব্রিটেনে এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

আজ থেকে দলীয় প্রতীক নিয়ে প্রচারাভিযান শুরু

 
bangladesh_election_commission
নির্বাচন কমিশন বলছে, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করার সব ব্যবস্থাই তারা করছে
বাংলাদেশে আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৬টি পৌরসভায় নির্বাচনে আজ থেকে প্রার্থীরা দলীয় প্রতীক বা যার যার নিজস্ব প্রতীক নিয়ে প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।
যদিও এ নির্বাচনের প্রচারাভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে , কিন্তু প্রতীক নিয়ে প্রচার শুরুর আগে নির্বাচন কমিশন আবারো সবাইকে আচরণবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলছেন, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেয়া আছে যেন কেউ আচরণবিধি মেনে না চললে তা যেন উপক্ষো না করে, আইনগত ব্যবস্থা নেয়া হয়।
নির্বাচন কমিশন বলছে, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করার সব ব্যবস্থাই তারা করছে।
তবে, সরকারী কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবার ব্যপারে সমালোচনা রয়েছে, সে ব্যপারে মি. শাহনেওয়াজ বলছেন, কমিশনের লোকবলের সংকট থাকার কারণেই এটি করা হয়েছে।
এছাড়া নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রচারকাজে অংশ নেয়া নিষিদ্ধ করা হয়েছে।
তবে, এখনো পর্যন্ত তিনজনের ব্যপারে বিধি লঙ্ঘনের অভিযোগ পাবার পর, কমিশন তাদের আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে।

সঙ্গীতের স্বর্গ শহর বিটলসের লিভারপুল

 
                               
ব্রিটেনের যে শহরে বিশ্বের কিংবদন্তী সঙ্গীত দল দ্যা বিটলসের জন্ম সেই লিভারপুলকে সঙ্গীতের শহর হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ।
লিভারপুলের নাগরিক সংস্কৃতিতে সঙ্গীতের গুরুত্ব ও প্রাধান্যের কথা বিবেচনা করেই শহরটিকে এই উপাধি দেওয়া হয়েছে।
জাতিসংঘ বলছে, সঙ্গীত ও শিক্ষার প্রতি তরুণদের আগ্রহের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।
এই লিভারপুল শহরে ১৯৬০ সালেই জন্ম হয়েছিলো ইংলিশ রক ব্যান্ড বিটলসের।
সঙ্গীতপ্রেমী বিশেষ করে বিটলস ভক্তদের কাছে এই শহর অনেকটা তীর্থস্থানের মতো।
লিভারপুল যুক্তরাজ্যের দ্বিতীয় শহর যা জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কাছ থেকে এই স্বীকৃতি পেলো।
এর আগে জাতিসংঘের এই স্বীকৃতি পেয়েছিলো গ্লাসগো শহর, ২০০৮ সালে।
                           
বিচারকরা বলছেন, লিভারপুল হচ্ছে সঙ্গীতের স্বর্গ। সঙ্গীত বিষয়ক আন্তর্জাতিক নানা উৎসব ও সম্মেলন নিয়মিতভাবে আয়োজন করা হয় এই শহরে।
এই উপাধি দেওয়ার বিষয়ে রয়্যাল লিভারপুল ফিলহার্মোনিক অর্কেস্ট্রার গুরুত্বের কথাও বিবেচনা করেছে জাতিসংঘ।
শহরের মেয়র জো এন্ডার্সন বলেছেন, সঙ্গীতের প্রভাবের জন্যে লিভারপুলের সুখ্যাতি আছে। তাই শহরের এই মর্যাদা যথাযথ হয়েছে।
তিনি বলেন, এই শহরের প্রতিটা নিশ্বাসের সাথে মিশে আছে সঙ্গীত।
রয়্যাল লিভারপুল ফিলহার্মোনিক অর্কেস্ট্রার প্রধান কন্ডাক্টর বলেছেন, জাতিসংঘের এই উপাধির মাধ্যমে সঙ্গীতের মহান একটি শহরকে স্বীকৃতি দেওয়া হলো।
এর ফলে লিভারপুল শহরে এখন পর্যটকের সংখ্যা বাড়বে বলেও কর্মকর্তারা আশা করছেন।