শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

সৌদি আইন: পাসপোর্ট শ্রমিকের হাতে

    সৌদি আরবে বিদেশি শ্রমিকদের পাসপোর্ট জমা থাকে নিয়োগকর্তার কাছে।                 সৌদি আরবে বিদেশি শ্রমিকদের পাসপোর্ট জমা থাকে নিয়োগকর্তার কাছে। 
               
সৌদি আরবে কর্মরত অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট তাদের কাছেই রাখতে হবে বলে এক নতুন শ্রম আইন তৈরি করেছে সে দেশের সরকার।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদপত্র সৌদি গেজেট জানাচ্ছে, নিয়োগকর্তা বা কফিল যদি কোন অভিবাসী শ্রমিকের পাসপোর্ট আটক করে রাখে তাহলে তাকে ২০০০ রিয়াল জরিমানা করা হবে।
খবরে বলা হয়েছে, কাজের চুক্তিনামার কপি শ্রমিককে না দিলে নিয়োগকর্তাকে ৫০০০ রিয়াল জরিমানা করা হবে।
সৌদি গেজেট বলছে, চুক্তি অনুযায়ী শ্রমিককে কাজ না দিয়ে অন্য কাজ দেয়া হলে কফিলকে ১৫০০০ রিয়াল জরিমানা করা হবে।
এর বাইরে, শ্রমিকদের বেতন দিতে গিয়ে দেরি করলে, ছুটির দিন কিংবা গরমে বা খারাপ আবহওয়ায় কাজ করতে বাধ্য করা হলেও নিয়োগকর্তার শাস্তি হবে।

সৌদি শ্রম আইনের প্রধান দিকগুলো:
অপরাধ জরিমানা
শ্রমিককে চুক্তিপত্রের অনুলিপি না দেওয়া৫০০০ সৌ.রি.
চুক্তিপত্রে নেই এমন কাজ করার জন্য শ্রমিককে বলপ্রয়োগ১৫০০০ সৌ.রি.
নিরাপত্তা ও স্বাস্থ্যগত মানদণ্ড ভঙ্গ করা২৫০০০ সৌ.রি.
সৌদি নাগরিককে নিয়োগ দেয়া হয়েছে বলে মিথ্যা দাবি করা২৫০০০ সৌ.রি.
বিদেশীদের কাছে ভিসা বিক্রি করা৫০০০০ সৌ.

'সিরিয়াতে পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে'

 

সিরিয়াতে পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে মি. পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করছে এবং একইসাথে কিছু গোষ্ঠিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
তিনি বলেন, রাশিয়ার সামরিক অভিযানের ফলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য গত চার বছরের গৃহযুদ্ধের একটি রাজনৈতিক সমাধানে আসার পরিবেশ তৈরি হবে।
সম্মেলনে দেয়া বক্তব্য মি. পুতিন ইঙ্গিত করেন যে, তথাকথিত ইসলামিক স্টেটের সাথে লড়াইয়ে বিদ্রোহী দলগুলোকে সাথে নিয়ে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে সিরিয় সরকার।
মি. পুতিন বলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মস্কো সফরকালে এধরণের একটি যৌথ বাহিনীর বিষয়ে তার মতামত জানতে চেয়েছিলেন এবং মি. আসাদ ইতিবাচক উত্তর দিয়েছেন।
সিরিয় এবং ইরাকি সরকারের সাথে যোগ দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দি বাহিনীর প্রতি আহ্বান জানান মি. পুতিন।
পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে দ্বৈত ভূমিকা পালনের অভিযোগ করলেও তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকির ফলে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার জন্য একসাথে কাজ করার একটি সুযোগ তৈরি হয়েছে।
তবে অভিযান বর্ধিত করে ইরাকে আইএসের ওপর বিমান হামলার কোন পরিকল্পনা রাশিয়ার নেই বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়া যদিও বারবার বলছে যে, তাদের বিমান হামলার লক্ষ্যবস্তু হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি এবং মস্কোর চোখে অন্যান্য সন্ত্রাসীবাদীরা।
তবে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত মধ্যপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে রাশিয়া।

bbc

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

সিরিয়ায় রুশ হামলা: পুতিনের জনসমর্থনের নতুন রেকর্ড

রাখা যাবে কয়টি সিম, বিধিনিষেধ ‘আসছে’

সহজ জয়ে সমতায় ফিরল আফগানরা

অভিজ্ঞতা আর তারুণ্যে লড়াকু ঢাকা ডায়নামাইটস


             
অভিজ্ঞতা আর তারুণ্যের মেল বন্ধন ঘটেছে ঢাকা ডায়নামাইটসে। শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার সঙ্গে আছেন তরুণ উদীয়মান অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। পাকিস্তানের দীর্ঘদেহী মোহাম্মদ ইরফানের সঙ্গী প্রতিভাবান বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
 

বরিশালে গেইলের সঙ্গে সাব্বির-রনি

তামিম, আকমল, তাসকিনে পরিপূর্ণ দল চট্টগ্রামের


             দল বাছাইয়ে সব বিভাগেই কার্যকরী ক্রিকেটারদের নিয়ে প্রায় পরিপূর্ণ দল গড়েছে চিটাগং ভাইকিংস।

মাশরাফি ও বিদেশিদের নিয়ে শক্তিশালী কুমিল্লা



বিদেশি ক্রিকেটার সংগ্রহে তৎপরতা দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সঙ্গে পেয়েছে তারা অনুপ্রেরণাদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

অভিজ্ঞদের ভেলায় সিলেট সুপারস্টার্স

           
           সিলেট সুপারস্টার্সের স্কোয়াড বলছে দলটি অভিজ্ঞতায় সমৃদ্ধ। আফ্রিদি-হজদের মতো টি-টোয়েন্টির অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা।

রংপুরে সাকিবের সঙ্গী তিন মারকুটে

           
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় আসরে ভালো করতে রংপুর রাইডার্স তাকিয়ে থাকবে দলের আইকন খেলোয়াড় সাকিব আল হাসানের দিকে। তবে তার সঙ্গীরাও কম যান না। সৌম্য সরকার, ড্যারেন স্যামি ও থিসারা পেরেরার মতো মারকুটে ব্যাটসম্যানরা এক ওভারেই ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসতে পারেন।
  

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ গত দশ বছরের তুলনায় বেশি

 
                     চিকিৎসকরা বলছেন এবারে ডেঙ্গু ১ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি।           
     
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ১০ বছরের তুলনায় এবছরই দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬৭৭জন, মারা গেছেন ৪ জন।
এছাড়া ডেঙ্গুর এক নতুন ধরণের ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে যার ফলে রোগীদের রক্তক্ষরণ ঝুঁকিপূর্ণ মাত্রায় বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্ষা মৌসুম এ বছরে দীর্ঘায়িত হওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে গত তিনদিন আগে ভর্তি হন তাসলিমা। শরীরে প্রচন্ড জ্বর আর ব্যাথা নিয়ে তিনি আসেন চিকিৎসা নিতে। ঢাকার হাজারিবাগ এলাকা থেকে আসা তাসলিমার সাথে হাসপাতালে স্বার্বক্ষণিক রয়েছেন তার স্বামী আলমগীর।
তিনি বলছিলেন “গায়ে খুব জ্বর, ব্যাথা। খিঁচুনি উঠে গিয়েছিল, এ রকম আগে কখনো হয়নি। আমি পরের দিন সকালেই হাসপাতালে নিয়ে আসি।”
                 ঢাকা মেডিকেল কলেজে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে                
মোট সাতদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত। প্রাথমিক পরীক্ষায় চিকিসৎকেরা ডেঙ্গু জ্বর হিসেবে সনাক্ত করে চিকিৎসা চালাচ্ছেন তাসলিমার।
তাসলিমার মত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শুধু একটি ওয়ার্ডেই ভর্তি রয়েছেন আরো নয়জন রোগী, যারা প্রত্যেকেই ডেঙ্গুর ভাইরাসে আক্রান্ত।
হাসপাতালটির এই ওয়ার্ডে দায়িত্বে থাকা চিকিৎসক ইসরাত জেরিন বলছিলেন গত বছরের তুলনায় এবছরে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগী তারা বেশি পাচ্ছেন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ কক্ষের হিসেব বলছে গত ১০ বছরে এবারেই প্রথম ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সংখ্যা বেশি।
অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত ২৬৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন। এর আগের বছর ছিল সাড়ে তিনশর বেশি রোগী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলছিলেন এবারে ডেঙ্গু ভাইরাসের প্রকোপের মাত্রা বেশি হওয়ার যেসব কারণ রয়েছে তার মধ্যে বর্ষা মৌসুমটা দীর্ঘায়িত হওয়াটাকে অন্যতম বলে তারা মনে করছেন।
                 বাংলাদেশে মশা নিধনসহ বেশ কিছু সচেতনামূলক পদক্ষেপ নেওয়ায় ডেঙ্গুর প্রভাব কিছুটা কমে এসেছিল।
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাধারণত ডেঙ্গু প্রকোপের সময় হিসেবে নির্ধারণ করা হচ্ছে।
গবেষণায় দেখা যায় ডেঙ্গুর চার ধরনের ভাইরাস রয়েছে। সেগুলোর মধ্যে ডেঙ্গু ২, ও ৩-এ আক্রান্ত হওয়ার সংখ্যা এতদিন বেশি ছিল। কিন্তু এবারেই ডেঙ্গু ১-এ আক্রান্তের পরিমাণ বেশি।
ফলে রোগিদের রক্তক্ষরণ ঝুঁকিপূর্ণভাবে বেড়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে বলছিলেন মি. মুন্সি।
বাংলাদেশে ২০০০-২০০১ সালের দিকে প্রথম ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
এরপর মশাবাহিত এই রোগটি নির্মূলে মশা নিধনসহ বেশ কিছু সচেতনামূলক পদক্ষেপ নেওয়ায় তার প্রকোপ কিছুটা কমে এসছিল।
তবে দশ বছরের মধ্যে এবারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মশাবাহিত এই রোগটির বাহক মশা নিধনে কতটা কাজ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে।

দেশে কোথাও নিরাপত্তার ঘাটতি নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের
            
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দিল্লির রাস্তা দূষণমুক্ত রাখার পরীক্ষা ব্যর্থ বলে অভিযোগ

 
                     দিল্লির একটি মাত্র সড়ক পাঁচ ঘন্ট বন্ধ রাখা কতটা কার্যকর ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।       
         
ভারতে রাজধানীকে দূষণমুক্ত রাখতে দিল্লি রাজ্য সরকার শহরের রেড ফোর্ট থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ছয় কিলোমিটার সড়কপথ পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার পাঁচ ঘন্টা বন্ধ করে রাখার যে উদ্যোগ নিয়েছিল অনেকেই বলছে এই পরীক্ষামূলক উদ্যোগের জন্য ছুটির দিন বেছে নেওয়ায় তা কাজ করে নি।
রাজ্য সরকার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই রাস্তায় সরকারি পরিবহন ছাড়া অন্য যানবাহনের চলাচল নিষিদ্ধ করেছিল।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একদল সাইকেল আরোহীকে সঙ্গে নিয়ে নিজে সাইকেলে ওই রাস্তায় ভ্রমণ করেন। তিনি বলেন এই উদ্যোগ দিল্লির রাস্তায় বিকল্প পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে নেওয়া।
কিন্তু স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য ও সরকারি দপ্তরগুলোয় আজ ছুটি থাকায় দিল্লির রাস্তায় আজ বৃহস্পতিবার এমনিতেই বিশেষ যানবাহন ছিল না।
মুখ্যমন্ত্রী মিঃ কেজরিওয়াল নিজে সাইকেল ব্যবহার করে শহরবাসীকে বিকল্প যানবাহন ব্যবহারে উৎসাহিত করতে চাইছেন।                
এছাড়াও মাত্র একটি রাস্তা মাত্র ৫ ঘন্টা বন্ধ রেখে ছুটির দিনে এই উদ্যোগ নেওয়ায় অনেকেই রাজ্য সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এমনকী দিল্লির পুলিশও এই উদ্যোগের সমালোচনা করে বলেছে পরীক্ষার জন্য আজকের দিনটি বাছা ছিল ''তড়িঘড়ি করে নেওয়া অবাস্তব সিদ্ধান্ত'' ।
তবে রাজ্য সরকার বলছে তারা রাজধানীকে দূষণমুক্ত করতে প্রতিমাসেই একটি দিন ''যান মুক্ত দিবস'' হিসাবে উদযাপনের পরিকল্পনা নিয়েছে।
মি: কেজরিওয়াল বলেছেন শহরকে দূষণমুক্ত করতে প্রত্যেক শহরবাসীকেই গাড়ি বাদ দিয়ে সরকারি পরিবহন বা সাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ করা দরকার।
২০১৪ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিল্লি শহরকে বেজিং-এর তুলনায় প্রায় দ্বিগুণ দূষিত শহর বলে ঘোষণা করে। বেজিংকে বিশ্বের সবচেয়ে দূষণ-কবলিত শহর বলে মনে করা হত।
দিল্লির রাস্তায় প্রতিদিন আনুমানিক ৮ কোটি ৪০ লক্ষ গাড়ি চলাচল করে।bbc

‘ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহারে নিষেধ মানবে না পাকিস্তান’

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: রয়টার্স
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: রয়টার্স
            
কৌশলগত ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান কোনো বিধিনিষেধ মেনে নেবে না। যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এমন সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে আভাস দিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা।

বিপিএল-এর আসন্ন মৌসুমে লটারিতে কারা গেলেন কোন্‌ দলে

 
                                               লটারির মাধ্যমে দেশী বিদেশী খেলোয়াড় ভাগাভাগি হয়েছে বিপিএল-এর তৃতীয় মৌসুমের জন্য   
             
একমাস পরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের তৃতীয় মৌসুমের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় আজ বৃহস্পতিবার লটারির মাধ্যমে ছয়টি ফ্রাঞ্চাইজ দলের দেশী বিদেশী খেলোয়াড় ভাগাভাগি করা হয়েছে।
আগের দুই মৌসুমে নিলামের মাধ্যমে দলগুলো খেলোয়াড় নিলেও এবারে লটারির মাধ্যমে খেলোয়াড় ভাগাভাগি করা হয়েছে।
অতি মূল্যায়নের অজুহাতে খেলোয়াড়দের প্রাপ্য পরিশোধ করবার না করার অভিযোগের প্রেক্ষাপটে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকেই দেশী এবং বিদেশী খেলোয়াড়দের বিক্রয়মূল্য ঠিক করে দিয়েছিল।
ফলে নিলামের আর আবশ্যকতা ছিল না । তাই ফ্রাঞ্চাইজগুলো আজ পছন্দের খেলোয়াড়দের দলে অন্তর্ভূক্ত করেছে লটারির মাধ্যমে।
বিপিএলের আগের দুই মৌসুম শেষ হবার পর দেখা গেছে খেলোয়াড়দের প্রাপ্য বুঝিয়ে দিতে গড়িমসি করেছে দলগুলো, যা সমাধান করতে পরে হস্তক্ষেপ করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে।
তাই বোর্ড এবার আগে থেকেই সতর্ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকেই দেশী এবং বিদেশী খেলোয়াড়দের বিক্রয়মূল্য ঠিক করে দিয়েছিল।                
টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী ১৩০ জন দেশী এবং ১৪৮জন বিদেশী খেলোয়াড়কে ৫টি ক্যাটাগরিতে বিভক্ত করে তাদের বিক্রয়মূল্য ঠিক করে দেয়া হয় আগেই, আর ফ্রাঞ্চাইজগুলো যাতে প্রাপ্য বুঝিয়ে দিতে গড়িমসি করতে না পারে সেই জন্য বিসিবি আগেই জমা নিয়ে নেয় সিকিউরিটি মানি।
লটারির শুরুতেই বাংলাদেশ দলের এখনকার নির্ভরযোগ্য ব্যাটসম্যান সৌম্য সরকারকে বেছে নেয় রংপুর । দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ঢাকা দল পায় বোলিং সেনসেশন মোস্তাফিজুর রহমানকে ।
নিলাম না হওয়ায় প্লেয়ার্স ড্রাফট নামের এই প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনার পারদ তেমন না চড়লেও এ নিয়ে আগ্রহের কমতি ছিল না।
সবারই নজর ছিল, প্রিয় দল গঠিত হচ্ছে কোন কোন খেলোয়াড়কে নিয়ে।
এবার বাংলাদেশ জাতীয় দলের তারকা সাকিব, তামিম, মুশফিকুর, মাশরাফি, মাহমুদুল্লাহ, আর নাসিরকে আইকন খেলোয়াড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিক্রয়মূল্যই সবথেকে বেশি, ৩৫ লাখ টাকা করে এবং ছয়টি ফ্রাঞ্চাইজ দলকে বেছে নিতে দেওয়া হয়েছে এরকম একজন করে আইকন।
লটারিতে শেষপর্যন্ত ঘরের ছেলে তামিমকে পেয়েছে চট্টগ্রাম, সাকিবকে পেয়েছে রংপুর, মাশরাফিকে কুমিল্লা, মুশফিকুরকে সিলেট, মাহমুদুল্লাহকে বরিশাল আর নাসির হোসেনকে পেয়েছে ঢাকা। এরাই দলগুলোর সম্ভাব্য অধিনায়ক।
আগ্রহ ছিল বিদেশী খেলোয়াড়দের নিয়েও।
এবার তালিকার ১৪৮জন বিদেশী খেলোয়াড়ের মধ্যে ৪৪ জনই পাকিস্তানের। দ্বিতীয় সর্বোচ্চ ইংল্যান্ডের, ৩৫ জন।
উল্লেখযোগ্যদের মধ্যে চট্টগ্রাম পেয়েছে শ্রীলংকার জীভান মেন্ডিস, পাকিস্তানের সাঈদ আজমল ও দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেনকে।
ঢাকা পেয়েছে পাকিস্তানি বোলার সোহেল খান, ব্যাটসম্যান শাহজিব হাসান ও ইংলিশ বোলার ডেভড মালামকে।
বরিশাল পেয়েছে পাকিস্তানি বোলার মোহাম্মদ সামিকে, কুমিল্লা পেয়েছে শ্রীলংকান বোলার নুয়ান কুলাসেকারা, ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও ওয়েস্ট ইন্ডিজের বোলার আন্দ্রে রাসেলকে।
রংপুরের ভাগ্যে উঠেছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর নাম সেইসঙ্গে পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ।
আর সিলেট পেয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস জর্ডান, ব্যাটসম্যান যশোয়া কপ আর পাকিস্তানি বোলার সোহেল তানভীরকে।
এছাড়া শহীদ আফ্রিদি, অজন্তা মেন্ডিস, রবি ভোপারা, ড্যারেন সামি, উমর আকমল, ক্রিস গেইলের মতো তারকা খেলোয়াড়দের আগেভাগেই দলগুলো চুক্তিবদ্ধ করে ফেলায় তাদের নাম আর আজকের লটারিতে আসেনি।
এদিকে শ্রীলংকার তিলকারত্নে দিলশানকে চট্টগ্রাম এবং রংপুর দুদলই চুক্তিবদ্ধ করেছে বলে দাবি করার ফলে একটি সংকট তৈরি হয়েছে।
অন্যান্য বারের মতো এবারও ভারতীয় খেলোয়াড় অংশ নিচ্ছে না বিপিএলে।
খেলোয়াড়দের প্রাপ্য না দেয়া এবং ফিক্সিংয়ের অভিযোগের প্রেক্ষাপটে এবার বিপিএলের ফ্রাঞ্চাইজগুলোর মালিকানায় ব্যাপক রদবদল হয়েছে।
আগের সাতটি দল থেকে একটি কমে এবার দল হয়েছে ছটি, বাদ পড়েছে খুলনা আর রাজশাহী, যোগ হয়েছে কুমিল্লা।
শহরগুলোর নামের শেষে যোগ করা যোগ করা চমকপ্রদ বিশেষণেও এসেছে ব্যাপক পরিবতর্ন, ফলে দলগুলোর নাম দাঁড়িয়েছে ঢাকা ডিনামাইট, চট্টগ্রাম ভাইকিংস, রংপুর রাইডার্স, বরিশাল বুলস, সিলেট সুপারস্টার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস।
আজকের লটারিতে ছজন আইকন ছাড়াও ৫৭ জন বাংলাদেশি এবং উনিশজন বিদেশী খেলোয়াড়কে দলে অন্তর্ভূক্ত করেছে দলগুলো।

সাপের কামড়ে মারা যান নি মিশরীয় রানী ক্লিওপেট্রা

 
    রানী ক্লিওপেট্রাকে নিয়ে কিংবদন্তী চলচ্চিত্রে রানীর ভূমিকায় এলিজাবেথ টেলার 
               
প্রাচীন রোমান ইতিহাসে কথিত আছে রানী ক্লিওপেট্রা খৃষ্টপূর্ব ৩০ সালে মাত্র ৩৯ বছর বয়সে সর্পদংশনে মারা যান।
মিশরের শাসক ক্লিওপেট্রা রোমান সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন।
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের মিশর বিষয়ক গবেষকরা সর্প বিশেষজ্ঞদের সঙ্গে মিলে এই গবেষণা চালিয়ে বলছেন ডুমুর ফলের ঝুড়িতে লুকানো যে গোখরো সাপের দংশনে রানী ক্লিওপেট্রা ও তাঁর দুই দাসীর মৃত্যু হয়েছিল সেটা অবাস্তব ও অলীক, কারণ তারা মনে করছেন তিনজনকে ছোবল মারতে সক্ষম এত বড় গোখরো সাপের পক্ষে ওইটুকু ফলের ঝুড়িতে লুকিয়ে থাকা অসম্ভব।
এছাড়াও পরপর তিনবার ওই সাপের ছোবলে তিনজনের মৃত্যুও অসম্ভব বলে মনে করছেন তারা।
মিশরের প্রভাবশালী ও সুন্দরী রানী ক্লিওপেট্রার শাসনামলের কাহিনি ও তাঁর অকালমৃত্যুর ঘটনা জনপ্রিয় কিংবদন্তীতে পরিণত হয়েছে এবং এ নিয়ে হলিউডের রূপালি পর্দা থেকে শুরু করে টিভি পর্দায়ও তৈরি হয়েছে বহু কাহিনি চিত্র।
                 আরেকটি কাহিনি চিত্রে ক্লিওপেট্রার ভূমিকায় গ্লেন্ডা জ্যাকসন: এত ছোট ঝুড়িতে গোখরোর লুকানো কী সম্ভব?                
রোমান সূত্র থেকে শুরু করে পরবর্তীতেও বলা হয় বিষাক্ত সাপের কামড়ে রানী ক্লিওপেট্রার মৃত্যু হয়। কথিত আছে ক্লিওপেট্রা আত্মঘাতী হয়েছিলেন বিষাক্ত ওই সাপ দিয়ে নিজের গায়ে ছোবল মারিয়ে।

                 গোখরোর ফনা
কিন্তু ম্যানচেস্টার যাদুঘরের মিশর বিষয়ক দুই বিশেষজ্ঞ জয়েস টিলডেসলি এবং অ্যান্ড্রু গ্রে বলছেন বিষাক্ত ওই ছোবলের জন্য যে গোখরো সাপকে দায়ী করা হয় ফলের ঝুড়িতে লুকিয়ে থাকার জন্য তার আকার বেশি বড় ছিল।
এধরনের গোখরো সাপ সাধারণত ৫ থেকে ৬ ফুট লম্বা হয়ে থাকে, এমনকী তারা ৮ ফুট লম্বাও হয়। কাজেই রানীর মৃত্যুর এই প্রচলিত ব্যাখ্যা তারা অবাস্তব বলে নাকচ করে দিয়েছেন।
তারা আরও বলছেন খুবই অল্প সময়ের মধ্যে তিনজনের মৃত্যু ওই একই সাপের ছোবল থেকে সম্ভব নয়।
''গোখরো সাপ শুধু আকারেই বিশাল নয়, পরপর তিনটি ছোবলেই বিষ উগরে মারণ কামড় দেওয়াও এধরনের সাপের আচরণ বর্হিভূত,'' বলেছেন মিঃ গ্রে।
''গোখরো অবশ্যই বিষধর সাপ এবং গোখরোর কামড়ে মৃত্যুও সম্ভব, কিন্তু সেই মৃত্যু আরো ধীরে ঘটে থাকে। কাজেই একের পর এক ক্লিওপেট্রা ও তার দুই দাসী মৃত্যুর কোলে ঢলে পড়ল এটা বিশ্বাসযোগ্য নয়।''
তারা বলছেন গোখরো সাপসহ সব সাপই নিজেদের রক্ষা করার এবং শিকার করার জন্য বিষ তৈরি করে। কিন্তু ওই বিষ তারা জমিয়ে রাখে প্রয়োজনে ব্যবহারের জন্য। bbc

বাল্যবিবাহ: বাবার কারাদণ্ড আর মায়ের অর্থদণ্ড

 
                     বাংলাদেশে ১৮ বছরের কমবয়সী মেয়ের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ         
       
স্কুলছাত্রী কন্যাকে বিয়ে দেয়ার চেষ্টা করায় বাবাকে কারাদণ্ড আর মা'কে অর্থদণ্ড দিলো ভ্রাম্যমান আদালত।
বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের পাঁচপীর এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ সময় ওই এলাকার আব্দুর রশিদ ও নাজমা বেগমের অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যার গায়ে হলুদ অনুষ্ঠিত হচ্ছিলো।
আর তখনি ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে উপস্থিত হয় যার নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখছানা বেগম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুজ্জামান চৌধুরী বিবিসিকে জানান আদালত কনের বাবাকে ১৫দিনের কারাদণ্ড দেন।
আর কনের মা নাজমা বেগমকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
দণ্ড দেয়ার পর রাতেই আব্দুর রশিদকে কারাগারে পাঠানো হয়ে। bbc

আইএমএফ টাকা দিচ্ছে বাংলাদেশকে, তবে সংস্কারও চায়

  আইএমএফ                 আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনেক দিন ধরে বাংলাদেশকে সহায়তা করছে - ফাইল ছবি                

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশের জন্য আরও প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আইএমএফ অর্থ ছাড়ের সিদ্ধান্ত নিলেও সংস্থাটি অবশ্য বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কর্মসূচি চালিয়ে নিতে সুপারিশ করেছে।
আইএমএফ-এর নির্বাহী বোর্ড বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে তিন বছর মেয়াদী এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচি পর্যালোচনা করে অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেয়ার কথা জানায়।
এই সিদ্ধান্তের অর্থ হলো কোনরকম দেরী ছাড়াই বাংলাদেশ ২৫ কোটি ৮৩ লক্ষ ডলার পাবে।
আর এর ফলে আইএমএফ-এর এই বিশেষ ঋণ সুবিধার আওতায় বাংলাদেশ সব মিলিয়ে ৯০ কোটি কোটি ডলারের বেশী পেল।
বাংলাদেশ ফ্যাক্টরি
                 আইএমএফ বলছে, গত সাড়ে তিন বছরে বাংলাদেশ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়েছে - ফাইল ছবি
আইএমএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিৎসুহিরো ফুরুসাওয়া এক বিবৃতিতে বলেছেন, বিচক্ষণ অর্থনৈতিক নীতিমালা এবং কাঠামোগত সংস্কারের ফলে গত সাড়ে তিন বছরে বাংলাদেশের অর্থনীতি আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগুতে পেরেছে।
তবে আরও কাঠামোগত সংস্কার চালাতে সুপারিশ করে আইএমএফ ২০১৬ সালে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন চালু করা, জ্বালানী খাতে ভর্তুকি আরও কমানো এবং রাষ্ট্রমালিকানার ব্যাংকগুলোতে সংস্কার চালাতে বলেছে।
এর অংশ হিসেবে আইএমএফ ২০১৬ সালের মধ্যে এসব ব্যাংকের সব শাখায় অটোমেশন শেষ করার তাগিদ দিয়েছে।
আর একই সাথে অবকাঠামোর ঘাটতি দূর করতে পরামর্শ দিয়ে আইএমএফ বলেছে, বাংলাদেশে বিদ্যুৎ, যোগাযোগ ও ব্যবসার পরিবেশের উন্নতি, এবং আরও ভালো শ্রম অধিকার ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা দরকার। bbc

প্রেসিডেন্ট পদের প্রার্থিতার জন্যে লড়বেন না বাইডেন

                             
কয়েক মাসের জল্পনা কল্পনার পর আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থিতার লড়াইয়ে না নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ।
আর এতে করে আরও গতি পেয়েছে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা ।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক ব্রিফিং এ স্পষ্ট করেই বলেন যে সফলভাবে নির্বাচনী প্রচারণা চালানোর মতো সময় তার হাতে নেই ।
এসময় প্রেসিডেন্ট বারাক ওবামাও তার পাশেই ছিলেন ।
ডেমোক্র্যাট মনোনয়নের জন্য লড়বেন না জানিয়ে মি. বাইডেন তার বক্তব্যে বলেন, ডেমোক্র্যাটরা যদি প্রেসিডেন্ট ওবামার কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নেন তবে তারা ভুল করবেন ।
                           
প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে থাকার ঘোষণা দিলেও মি. বাইডেন বলেছেন, আগামী বছরের নির্বাচন নিয়ে তিনি নীরব ভূমিকা পালন করবেন না ।
তিনি বলেন, “যদিও আমি প্রার্থী হবো না, কিন্তু আমি নীরবও থাকবো না। ”
“ দল হিসেবে আমাদের অবস্থান কি এবং একটি জাতি হিসেবে আমরা কোথায় যেতে চাই, তা নিয়ে আমি পরিষ্কারভাবে এবং জোরের সাথে কথা বলবো। ”
ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে যারা মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটনের একটি বিকল্প খুঁজছেন, তারা ৭২ বছর বয়স্ক মি. বাইডেনকে প্রার্থিতার জন্য লড়াই করার আহ্বান জানাচ্ছিলেন ।
সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে মি. বাইডেন বলেন, মস্তিষ্কের ক্যান্সারে তার ছেলে বো বাইডেনের মৃত্যুর পর শোক কাটিয়ে এখন হয়তো তার পরিবার একটি নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সময় আর তার পক্ষে নেই।
জো বাইডেনের এই ঘোষণার পর হিলারি ক্লিনটনের প্রার্থিতার পথ আরো সুগম হবে বলে ধারণা করা হচ্ছে।
ডেমোক্র্যাট প্রার্থিতার দৌড়ে এখনো পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন, আর তারপরই রয়েছেন বার্নি স্যান্ডার্স । bbc

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে মৃত্যু ঝুঁকি

    bbc

                 সোনার খনির একজন শ্রমিক
স্বর্ণ খনির উপর নির্ভর করেই দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গ গড়ে উঠেছে। এখন সেখানকার বেশিরভাগ খনিই বন্ধ হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী চক্রগুলো এখনো এসব পরিত্যক্ত খনিতে সোনার খোঁজ করে।
অনেক সময়ই এটি এতটাই বিপদজনক হয়ে দাঁড়ায় যে তাদের মৃত্যুও ঘটে।
সোনা খাতের অবনতি, বেকারত্ব, অবৈধ অভিবাসন, আর দারিদ্রের কারণে দক্ষিণ আফ্রিকায় সোনা খোঁজার এই প্রবণতা বাড়ছে।
স্বর্ণ শহরের মাটির নীচের সুরঙ্গে, বাতি, শাবল, হাতুড়ির মতো খুব সামান্য জিনিসপত্র নিয়ে প্রবেশ করছেন স্বর্ণ সন্ধানীরা। জামাজামাজ নামে স্থানীয় ভাবে পরিচিত এই স্বর্ণ সন্ধানীরা জোহানেসবার্গ পরিত্যক্ত কয়েকটি সোনার খনিতে নিয়মিত সোনার খোঁজ করেন।
পরস্পরের সঙ্গে শক্ত রশি দিয়ে নিজেদের বেঁধে, মাটির চারশ ফিট নিচে, অনেক সময় এক সপ্তাহ ধরে তারা সোনার খোজ করে। তাদের বিশেষ কোন সুরক্ষা ব্যবস্থা নেই, বড় কোন দুর্ঘটনা ঘটলে বাঁচানোরও কোন উপায় নেই। গভীর সুড়ঙ্গ থেকে দুইদিন পরে কিছু আকরিক নিয়ে বেরিয়ে এসেছেন রয় নোয়ার।
bbc
                 বেশিরভাগ খনিই বন্ধ হয়ে গেছে জোহানেসবার্গে
তিনি বলছিলেন "এগুলো এখনো পাথরের টুকরো। কিন্তু আমাদের নিয়োগ দেয়া অনেক মহিলা রয়েছে, যারা এসব পাথর গুড়ো করে সোনা বের করবে। তখনি আমি বলতে পারবো আমি কতটা সোনা পেয়েছি।"
তবে এখানে এরকম একজন দুজন নয়, অসংখ্য মানুষ প্রতিদিন সোনার খোঁজে আসে। আর এখন এটি অনেকটা যুদ্ধ ক্ষেত্রের মতো রূপ নিয়েছে। সিসি ক্যামেরা বসিয়ে, একেকটি খনির মুখ পাহারা দিচ্ছে সশস্ত্র অপরাধী বাহিনী। অনেক সময়ই তারা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে।
কালো বাজারে এই সোনা প্রতি গ্রাম বত্রিশশো টাকা দরে বিক্রি হয়। এই লাভের জন্য অনেকে তাদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে।
খানিকটা দুরেই একটি খনিতে, আটকে পড়া একজন স্বর্ণ সন্ধানীকে বের করে আনার চেষ্টা করছে উদ্ধার কর্মীরা।
কিন্তু অনেক সময় তাদের এ ধরণের চেষ্টা শেষপর্যন্ত বাদ দিতে হয়, কারণ খনির উপরের ভাগও ঝুঁকিমুক্ত নয়।
তাই প্রতি সপ্তাহেই কারো কারো হতাহতের খবর পাওয়া যায়। ইমাম ট্রুকাডার তিনভাই খনিতে নিহত হয়েছে।
তিনি বলছেন "আমার সোনা খুঁজছিলাম। হঠাৎ সেখানে আমাদের শ্বাস নিতে কষ্ট শুরু হয়। আমরা দৌড়ে উপরে আসার চেষ্টা করছিলাম, কিন্তু তারা সেখানেই পড়ে যায়। আমি বিশ্বাস করতে পারিনি, যে আমি বেঁচে যাবো। আমরা কখনোই তাদের মৃতদেহ বের করে আনতে পারিনি।"
দক্ষিণ আফ্রিকায় অর্থনীতির অবনতির সঙ্গে সঙ্গে অনেক বেশি তরুণের কাছে এসব খনি, অভাব দূর করার উপায় হয়ে উঠেছে। বেশি সোনা পাওয়ার আশায় তারা খনির আরো গভীরে নামছে, কিন্তু নিরাপদে সেখান থেকে উঠে আসতে পারবে কিনা, সেই নিশ্চয়তা কারো নেই। bbc