শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

বিদেশীরা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে : তোফায়েল আহমেদ

   

                 বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বাংলাদেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,তৈরি পোশাক রপ্তানি বা ব্যবসার ক্ষেত্রে বিদেশী হত্যার ঘটনার নেতিবাচক কোন প্রভাব পড়েনি।
বিবিসি বাংলার প্রবাহ টেলিভিশন অনুষ্ঠানে তিনি একথাও বলেছেন, রাজনৈতিক কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দু’জন বিদেশীকে হত্যা এবং তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটানো হয়েছে।
বাংলাদেশে ইটালি এবং জাপানের দু’জন নাগরিককে হত্যার ঘটনার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।এ নিয়েও মন্ত্রী মি: আহমেদ বলেছেন, বিদেশীরা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে।
যদিও বৃহস্পতিবার রাতে বিবিসি বাংলার প্রবাহ টেলিভিশন অনুষ্ঠানের এক প্রতিবেদনে উঠে এসেছে যে তৈরি পোশাক শিল্পের বিদেশী ক্রেতাদের ঢাকায় একটি নিয়মিত মাসিক বৈঠক স্থগিত করা হয়েছে কিছুদিন আগে।যদিও বিদেশী ক্রেতাদের পক্ষ থেকে এর কারণ বলা হয়নি।
কিন্তু তৈরি পোশাক খাতের মালিকদের অনেকে বলেছেন, বিদেশী দু’জনকে হত্যার ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার কারণেই বৈঠকটি স্থগিত করা হয়েছে।
এমনকি এখন বাংলাদেশের গার্মেন্টস মালিকদেরকেই অন্য দেশে গিয়ে বিদেশী ক্রেতাদের সাথে বৈঠক করতে হচ্ছে।
তবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক রপ্তানি বা বিদেশের সাথে বাণিজ্যে নেতিবাচক কোন প্রভাব পড়েনি।
                 এখানে খুন হয়েছিলেন ইটালির নাগরিক তাভেলা চেজার                
ইটালি এবং জাপানের দু’জন নাগরিককে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র এবং বটেনসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তোলে।
সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলছে। কিন্তু বিদেশিরা সন্তুষ্ট হয়েছে, এমন ধারণা তারা এখনও দেয়নি।
পরিস্থিতিটা সরকারকে চাপে ফেলেছে কিনা, এমন প্রশ্নও উঠছে।মন্ত্রী তোফায়েল আহমেদের বক্তব্য হচ্ছে, সরকার কোন চাপে নেই। তিনি পশ্চিমাদের অবস্থানেরই সমালোচনা করেন।
বিদেশী নাগরিক হত্যার ঘটনার পর থেকেই সরকারের মন্ত্রীদের অনেকেই বিরোধীদল বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন।
ইটালির নাগরিক হত্যার মামলায় চারজনকে গ্রেফতারের পর বিএনপির ঢাকা মহানগর কমিটির শীর্ষ পর্যায়ের একজন নেতা আব্দুল কাইয়ুমকে অন্যতম সন্দেহভাজন হিসেবে সরকার বলছে।
মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে না।
রংপুরের এই স্থানেই খুন হয়েছিলেন জাপানি নাগরিক কুনিও হোশি                
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে বিদেশী হত্যাকাণ্ড বা তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটানো হয়েছে,তা তদন্তে বেরিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেছেন।
মি: আহমেদ মনে করেন, হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এবং বিদেশীরাও বিষয়গুলো অনুধাবন করতে পারবে।

বাংলাদেশের একটি জেলে পল্লীতে হামলার দায়ে ছয়জন আটক

 
    
 
                             পূজার আতশবাজি নিয়ে ঘটনার সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।    
             
বাংলাদেশের ফেনী জেলায় পুলিশ বলছে, স্থানীয় একটি জেলে পল্লীতে হামলার ঘটনাকে কেন্দ্র মামলায় অভিযুক্তদের ছয়জনকে তারা গ্রেফতার করেছে।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বলেন, গত মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের পূজাতে আতশবাজি পুড়ানোর সময় চাঁদা দাবি করায় এই হামলার ঘটনা ঘটে।
একটি দোকান ও অন্তত পাঁচটি বাড়িতে ভাংচুর করায় ফেনী সদর থানায় একটি মামলা হয়েছে।
মি: মোর্শেদ বলেন এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে তারা।
পাঁচগাছিয়া উপজেলার ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানাচ্ছিলেন ঐ পুলিশ কর্মকর্তা।
হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীপূজা উৎযাপনের সময় গত মঙ্গলবার রাতে মাতিয়ারা উপজেলার জেলেপাড়ায় মানুষ আতশবাজি পুড়ান।
সেখানকার একজন বাসিন্দা জওহরলাল দাশ বলছিলেন এলাকার কিছু মানুষ তাদের কাছে বাজি পুড়ানোর বিনিময়ে চাঁদা দাবি করছিলেন।
সেই চাঁদা না দেয়াতে এর পরের দিন অর্থাৎ বুধবার রাতে তাদের কয়েকটি পরিবারের ওপর হামলা হয়।
এই ঘটনায় টুলু রানী নামে একজন গর্ভবতী মহিলার শরীরে আঘাত লাগে।
পাঁচগাছিয়ার একজন মেম্বার তাজুল ইসলাম ঘটনাস্থল থেকে বিবিসিকে বলেন এই ধরণের হামলার ঘটনা আগে কখনো ঘটেনি।

বাংলাদেশে স্কুল শিক্ষায় ছেলেদের ছাড়িয়ে যাচ্ছে মেয়েরা

 
                               
বাংলাদেশে এবছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় প্রায় দেড় লাখ বেশি।
এটিকে বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি হিসেবে দেখছে সরকার।
সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধার পাশাপাশি মানুষের মানসিকতারও পরিবর্তন হয়েছে।
বিশ্লেষকদের অনেকে মনে করেন, মেয়েদেরকে এখন বাবা-মা স্বাবলম্বী হিসেবে দেখতে চান এবং সেটাও নারী শিক্ষার প্রসারে অবদান রাখছে।
এবার সাধারণ স্কুল এবং মাদ্রাসার অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ লাখের বেশি শিক্ষার্থী।
সেখানে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সামাজিক দিক থেকে বড় বাধা তৈরি হতো। এখন সে সব চ্যালেঞ্জ অনেকটা মোকাবেলা করা সম্ভব হয়েছে। আর জুনিয়র সার্টিফিকেট পরিক্ষায় মেয়েদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সমাজের মানসিকতার পরিবর্তনের প্রভাব পড়েছে বলেও তিনি মনে করেন।
মন্ত্রী উল্লেখ করেছেন, ছাত্রদের চেয়ে ছাত্রীদের উপবৃত্তি বেশি দেয়া হচ্ছে। এর সঙ্গে বিনা মূল্যে বইও দেয়া হচ্ছে। এ ধরণের সরকারি সুবিধাগুলোও মেয়েদের আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
যশোরের শার্শা উপজেলায় পাকসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেছেন, তার স্কুলেই ছাত্রীর সংখ্যা বাড়ছে এবং মেয়েরাই ফল ভাল করছে। কয়েক বছর ধরে এমন ধারা তিনি লক্ষ্য করছেন।
তিনি আরও বলেছেন, “গ্রামে লেখাপড়া করে অনেক মেয়ে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন বা অন্য চাকরি করছেন। এটা দেখে গ্রামের অন্যান পরিবারগুলোতেও মানসিকতার পরিবর্তন হচ্ছে।মেয়েরা অর্থের দিক থেকে স্বাবলম্বী হবে, এখন এই চিন্তা কিন্তু গ্রামেও বাড়ছে।”
সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, মেয়েরা শিক্ষা লাভ করে চাকরি করে বুড়ো মা-বাবাকে দেখবে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যেও এমন আকাংখা এখন বাড়ছে। ফলে এখনকার বাস্তবতায় দরিদ্র জনগোষ্ঠীর কাছেও লিঙ্গ বৈষম্যের বিষয়ও কমে আসছে।
তবে শিক্ষা থেকে ঝরে পড়ার অভিযোগ এখনও রয়েছে। দারিদ্র এবং সেকারণে বাল্যবিবাহের বিষয়ও রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মনে করেন, স্কুল শিক্ষা শেষে ধারে কাছে কলেজ বা উচ্চ শিক্ষার সুযোগ কম থাকায় এই পর্যায়ে এসে মেয়েদের ঝরে পড়ার সংখ্যা বেশি হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সকলে মিলে মেয়েদের শিক্ষার পরিবেশ পরিবর্তন করা সম্ভব হয়েছে। এখন ঝরে পড়া ঠেকাতেও সকলের একসাথে কাজ করার বিষয়ে সরকার গুরুত্ব দিতে চাইছে।

সৌদি ব্লগার পেলেন ইউরোপীয় মানবাধিকার পুরস্কার

 
                     শাখারভ পুরস্কার বিজয়ী সৌদি ব্লগার রাইফ বাদাউই     
           
সৌদি ব্লগার রাইফ বাদাউই ইউরোপীয় পার্লামেন্টের ‘শাখারভ শান্তি পুরস্কার’ পেয়েছেন।
রাইফ বাদাউইকে সৌদি সরকার চাবুক মারার শাস্তি দেয়ার পর তা বিশ্ব জুড়ে ব্যাপকভাবে নিন্দিত হয়েছিল।
রাইফ বাদাউই যেন শাখারভ শান্তি পুরস্কার গ্রহণ করতে পারেন সেজন্যে তাঁকে মুক্তি দেয়ার জন্য সৌদী বাদশাহ সালমানের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ।
ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে মিস্টার বাদাউইকে দশ বছরের জেল এবং এক হাজার দোররা মারার শাস্তি দেয়া হয়।
রাইফ বাদাউইর মুক্তির দাবিতে বিক্ষোভ                
বিশ্বের বিভিন্ন দেশে যারা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য সংগ্রাম করছেন তাদেরকে শাখারভ শান্তি পুরসাকর দেয়া হয়। সোভিয়েত বিজ্ঞানী এবং ভিন্নমতাবলম্বী আন্দ্রে শাখারভের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
রাইফ বাদাউই ‘ফ্রি সৌদি লিবারেলস’ বলে একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। ২০১২ সালে তাকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সাজা দেয়া হয়।
ইতোমধ্যে এ বছরের জানুয়ারিতে তাঁকে ৫০টি দোররা মারা হয়েছে। কিন্তু বাকী দোররা মারা স্থগিত রাখা হয়।
গত জুনে সৌদি আরবের সুপ্রীম কোর্ট তাঁর বিরুদ্ধে সাজা বহাল রাখে।
                 নিজের সন্তানদের সঙ্গে রাইফ বাদাউই                
রাইফ বাদাউইর কানাডা প্রবাসী স্ত্রী এনসাফ হায়দার বলেছেন, এই পুরস্কার তাদের কাছে আশা এবং সাহসের বার্তা বয়ে এনেছে।
আন্দ্রে শাখারভ পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নেলসন মানডেলা, অং সান সুচি এবং মালালা ইউসুফজাই। bbc

অবশেষে 'এক সন্তান নীতি' বাতিল করছে চীন

 
                                
বহু দশক ধরে কঠোরভাবে 'এক সন্তান নীতি' অনুসরণের পর চীন অবশেষে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এখন থেকে চীনের সব দম্পতি দুটি সন্তান নিতে পারবেন বলে জানাচ্ছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
কমিউনিষ্ট পার্টির তরফ থেকে দেয়া এক বিবৃতিতে আজ এই ঘোষণা দেয়া হয়।
১৯৭৯ সালে চীনে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়। এর লক্ষ্য ছিল চীনে জন্মহার কমানো এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনে এই নীতি পরিবর্তনের জন্য চাপ তৈরি হচ্ছিল। বিশেষ করে যেভাবে চীনের জনসংখ্যায় তরুণদের তুলনায় প্রবীনদের সংখ্যা বাড়ছে তা নিয়ে।
ধারণা করা হয়, চীনের এক সন্তান নীতির কারণে দেশটিতে অন্তত ৪০ কোটি জন্ম নিরোধ করা গেছে।
যেসব দম্পতি এই এক সন্তান নীতি লংঘন করেছেন, তাদের জন্য জরিমানা থেকে শুরু করে কর্মচ্যূতি এমনকি জোর করে গর্ভপাত ঘটানোর মত কঠোর সাজার বিধান ছিল।
কিন্তু বিগত দশকগুলোতে ক্রমাগত এই নীতি কিছুটা শিথিল করা হয়। কারণ বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করছিলেন, এই নীতির কারণে চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। bbc

'ভারত সরকার হিন্দু স্বৈরতন্ত্রের পথে হাঁটছে'

                               
ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিবাদে এবার সামিল হয়েছেন দেশটির নামকরা বিজ্ঞানী এবং চলচ্চিত্র নির্মাতারা। এদের অনেকেই তাদের জাতীয় এবং রাষ্ট্রীয় পুরস্কার ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
ভারতের একজন নেতৃস্থানীয় বিজ্ঞানী পি এম ভার্গব বৃহস্পতিবার তার পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেয়ার কথা ঘোষণা করেন।
পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
মিস্টার ভার্গব এবং তার ১০৭ জন সহকর্মী এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছেন।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পি এম ভার্গব বলেন, তিনি রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভূষণ ফিরিয়ে দিচ্ছেন, কারণ তাঁর আশংকা ভারত সরকার গণতন্ত্রের পথ ছেড়ে হিন্দু স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। তিনি আরও বলেন, ভারতের বর্তমান বিজেপি সরকার পরিচালিত হচ্ছে ডানপন্থী হিন্দু সংগঠন আরএসএস দ্বারা। তিনি আরও অভিযোগ করেছেন, সরকার জনগণকে এখন বিজ্ঞানমনস্কতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
এদিকে দশ জন চলচ্চিত্র নির্মাতা তাদের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে আছেন দিবাকর ব্যানার্জি এবং অনন্ত পট্টবর্ধন।
মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে তারা পুরস্কার ফিরিয়ে দেয়ার কথা ঘোষণা করেন। ভারতে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকার ঘোষণার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে বহু নামকরা ভারতীয় লেখকও তাদের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়ে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানান। bbc

প্রোস্টেট ক্যান্সারের ঔষধ পরীক্ষায় সফলতা


    প্রোস্টেট ক্যান্সার হাঁড়েও ছড়াতে পারে।
প্রোস্টেট ক্যান্সার হাঁড়েও ছড়াতে পারে।
জীনগত পরিবর্তনের কারণে প্রোস্টেট ক্যান্সারের জন্য প্রথম ঔষধ পরীক্ষায় সফল হয়েছেন বিজ্ঞানীরা।
লন্ডনের ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এই পরীক্ষা চালিয়েছে। নিরাময়ের অযোগ্য এমন ৪৯ জন ক্যান্সার রোগীর উপর এই ঔষধের পরীক্ষা চালানো হয়।
এই পরীক্ষায় দেখা গেছে নতুন উদ্ভাবিত ঔষধটি ৮৮ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি কমাতে সক্ষম হয়েছে।
ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট বলছে এই ফলাফল উৎসাহব্যঞ্জক।
স্তন ক্যান্সারের ক্ষেত্রে রোগীদের স্তনের সুনির্দিষ্ট জীনগত পরিবর্তনের উপরেই এই ঔষধ প্রয়োগ করা হয়।
কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঔষধটি ক্যান্সারের জন্য দায়ী জীনগত পরিবর্তনের প্রতিষেধক হিসেবে কাজ করবে। শরীরের কোন অংশে ক্যানসার তৈরি হচ্ছে সেটি মূল বিষয় নয়।
পরীক্ষায় দেখা গেছে, প্রতি ১৬ জন রোগীর মধ্যে ১৪ জনের ক্ষেত্রেই এই ঔষধটি ভালো ফলাফল দিয়েছে।
প্রোস্টেট ক্যান্সার হাঁড়েও ছড়াতে পারে।
আক্রান্ত ব্যক্তিরা ছয়মাস থেকে দেড় বছর পর্যন্ত এই ঔষধ সেবন করেছেন।
গবেষকরা বলছেন পরীক্ষার সময় যাদের উপর এই ঔষধ প্রয়োগ করা হয়েছিল তারা ১০ -১২ মাস বেঁচে থাকার কথা ছিল।
কিন্তু এই ঔষধ প্রয়োগের পরে অনেকেই এক বছরের বেশি সময় বেঁচে ছিলেন।
পুরুষরা যে ধরনের ক্যান্সারে আক্রান্ত হয় তার মধ্যে প্রোস্টেট ক্যান্সার পাঁচ নম্বরে।
লন্ডনের ক্যান্সার ইন্সটিটিউট বলছে তাদের এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তবে প্রোস্টেট ক্যানসারে আক্রান্তদের দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে এই ঔষধ কতটা ভূমিকা রাখবে সেটি নির্ণয় করতে আরো পরীক্ষার প্রয়োজন আছে।
bbc

গুগলের ইন্টারনেট বেলুন ঘিরে ফেলবে পৃথিবী

 
   
এরকম তিনশো বেলুন দিয়ে পৃথিবীকে ঘিরে তৈরি হবে গুগলের ইন্টারনেট রিং
দূর্গম এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিতে আকাশে তিনশো বেলুন ছাড়ছে গুগল।
এই পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করে গুগল জানিয়েছে, তারা পৃথিবীর চারপাশে তিনশো হিলিয়াম বেলুনের একটি রিং তৈরি করতে চায়। এই বেলুনে বাঁধা থাকবে দুটি করে রেডিও ট্রান্সিভার, যেগুলো নিরবিচ্ছিন্ন ভাবে ডাটা আদান-প্রদান করতে পারে।
এছাড়া বেলুনে আরও থাকবে একটি করে ফ্লাইট কম্পিউটার এবং জিপিএস কম্পিউটার।
আগামী বছর নাগাদ পৃথিবী ঘিরে এই বেলুনের রিং তৈরি হয়ে যাবে বলে আশা করছে গুগল।
যারা এই বেলুনের আওতার মধ্যে থাকবেন, তারা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাবেন।
ইন্দোনেশিয়ার তিনটি মোবাইল ফোন নেটওয়ার্ক গুগলের এই পরীক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে।
এর আগে শ্রীলংকাও একই ধরণের এক প্রকল্পের জন্য গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।
গুগলের এই ইন্টারনেট সংযোগ হবে ফোর-জি মানের। bbc

বিএনপি থেকে পদত্যাগ করলেন শমসের মবিন চৌধুরী

শমসের মবিন চৌধুরী                    
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শমসের মবিন চৌধুরী।
মি. চৌধুরী পদত্যাগের বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুধু ভাইস চেয়ারম্যানের পদ নয়, রাজনীতি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই তিনি নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। সে কারণেই তার এ সিদ্ধান্ত।
গতরাতে মি. চৌধুরী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে দলের চেয়ারপারসনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
শমসের মবিন চৌধুরী এমন এক সময়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন যখন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন।
মি. চৌধুরী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও বিএনপি’র সূত্রগুলো বলছে, কারাগার থেকে জামিনে মুক্ত হবার পরে তিনি গত বেশ কয়েকমাস ধরেই নিষ্ক্রিয় ছিলেন।
গত জানুয়ারি মাসে বিএনপি যখন দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছিল তখন নাশকতার মামলায় তাকে আটক করা হয়।
প্রায় পাঁচ মাস কারাগারে থাকার পর মে মাসে তিনি জামিনে মুক্তি পান। এর পর থেকেই তাকে দলীয় চেয়ারপার্সনের অফিসে তেমন একটা দেখা যায়নি।
বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বিএনপি’র পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করতেন শমসের মবিন চৌধুরী।
বিএনপি’র অনেকে মনে করেন দলটির আন্তর্জাতিক যোগাযোগ দুর্বল করতেই মি. চৌধুরীকে আটক করা হয়েছিল।
২০০১ সালে বিএনপি’র নেতৃত্বে সরকার ক্ষমতাসীন হবার পর সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগ দেবার পরে মি. চৌধুরী দলীয় প্রধান খালেদা জিয়ার আস্থাভাজন হিসেবে পরিচিত হয়ে উঠেন।
কিন্তু রাজনীতি থেকে তার এই আকস্মিক অবসর দলের অনেককেই খানিকটা বিস্মিত করেছে।

হোসেনি দালানে বোমা হামলা:আরো একজনের মৃত্যু

 
   
                 আশুরার রাতে এখানেই বোমা হামলা হয়েছিল।
বাংলাদেশে গত ২৪শে অক্টোবর আশুরার সমাবেশে বোমা হামলার ঘটনায় বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন এবং তার বয়স প্রায় ৫৫ বছর। আজ সকালে তিনি মারা যান।
পুলিশ বলছে তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় জামাল উদ্দিন গুরুতর আহত হয়েছিলেন । এনিয়ে সে ঘটনায় দুইজন মারা গেলেন।
আশুরার রাতে ঢাকার পুরনো অংশের হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর বেশ কয়েকটি বোমা হামলায় ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়।
                 বাংলাদেশে আশুরার সমাবেশে এর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।
প্রথমদিন নিহত সেই কিশোর সুন্নি সম্প্রদায়ের হলেও বৃহস্পতিবার মারা যাওয়া জামাল উদ্দিন কোন সম্প্রদায়ের সেটি নিশ্চিত হওয়া যায়নি।
সেই হামলায় পঞ্চাশজনের বেশি আহত হয়েছিল। আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতে পিরে গেছেন।
আশুরার সমাবেশে বোমা হামলার ঘটনায় কারা জড়িত সে বিষয়টি এখনো পুলিশ তদন্ত করে দেখছে।
এই হামলার পেছনে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর সম্পৃক্ততা দাবী করা হলেও, বাংলাদেশের পুলিশ এর পেছনে কোন জঙ্গি তৎপরতার বিষয়টি নাকচ করে দিয়েছে।

অপরাধ না করেও ২৩ বছর আমেরিকার কারাগারে

 
     রবার্ট জোনস
                 বিনা অপরাধে কারাগারে রবার্ট জোনস
১৯৯২ সালের এপ্রিল মাসের রাতে এক ব্রিটিশ দম্পতি নিউ অরলিয়েন্স শহরের রাস্তায় হাঁটছিলেন। ছুটি কাটাতেই তারা সেখানে গিয়েছিলেন।
কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ একটি একটি গাড়ি এসে তাদের সামনে থামে এবং ডালার ছিনিয়ে নেবার চেষ্টা করে। এক পর্যায়ে জুলি স্টট গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিউ অরলিয়েন্সের রাস্তার ব্রিটিশ নারী খুন হবার বিষয়টি মার্কিন এবং ব্রিটিশ সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
সেই ঘটনার পর ১৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ রবার্ট জোনসেকে আটক করে পুলিশ। তার বিচার শুরু হলো। কিন্তু বিচারক এবং পুলিশ বুঝতে পেরেছিল রবার্ট আসল অপরাধী নয়।
সেই খুনটি আসলে করেছিল লেস্টার জোনস নামের আরেকজন কৃষ্ণাঙ্গ। তাকেও গ্রেফতার করা হয় এবং বিচার হয়।
সেই এলাকায় ধর্ষণ এবং ডাকাতিসহ নানা ধরনের অপরাধের সাথে লেস্টার জোন্সের সম্পৃক্ততা পাওয়া যায়।
আসল অপরাধী লেস্টার জোনস
                 আসল অপরাধী লেস্টার জোনস
একই অপরাধের জন্য দুই ব্যক্তি একসাথে সাজা খাটতে লাগলেন। একপর্যায়ে তদন্তে দেখা গেল রবার্ট আসল অপরাধী নয়।
নিউ অরলিয়েন্সের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জেমস স্টুয়ার্ট বলছেন তিনি তার তদন্তে লেস্টারকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছিলেন। রবার্টকে তিনি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছিলেন।
কিন্তু তারপরও রবার্টকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়নি। ২৩ বছর ধরে তিনি কারাগারে আছেন। অপরাধের সাথে সম্পৃক্ততা প্রমাণ না হলেও কেন তিনি কারাগারে?
এর একটি কারণ হচ্ছে রবার্টের আইনজীবী আদালতে যথাযথভাবে তথ্য-প্রমাণ তুলে ধরতে পারেননি। রবার্ট যে আসল অপরাধী নয়, সে বিষয়টি তার আইনজীবী আদালতে তথ্য-প্রমাণসহ তুলে ধরেননি।
কিন্তু সেই আইনজীবী চারকলিন অ্যাটকিনস বলেছেন ২৩ বছর আগে তিনি রবার্টের জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন।
                 নিউ অরলিয়েন্সের সাবেক গোয়েন্দা কর্মকর্তা।
সেই বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত অনেকেই বলছেন বিনা বিচারে কারাগারে থাকা রবার্ট জোনস একটি উদাহরণ মাত্র। এ রকম আরো অনেকে আছেন রবার্টের মতো পরিস্থিতি শিকার হয়েছেন।
এর একটি বড় কারণ হচ্ছে লুইজিয়ানায় আফ্রিকান-আমেরিকান অনকেই বিচার ব্যবস্থায় বৈষম্যের শিকার হচ্ছে।
যখনই তাদের বিরুদ্ধে অভিযোগ আসে তখন সরকারী কৌশলীরা আদালতে যথাযথ তথ্য তুলে ধরেন না। সেজন্য অন্যায়ভাবে অনেক কৃষ্ণাঙ্গ তরুণের সাজা হয়ে যায়।
লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তাও স্বীকার করছেন এ ধরনের ঘটনা ঘটে। সরকারী কৌশলীরা কখনো ইচ্ছাকৃত আবার কখনো অজ্ঞতাপ্রসূত সকল তথ্য –প্রমাণ তুলে ধরেনা । bbc

‘ভোটের আগেই রাশিয়াতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত'

    sepp blatter                  দুর্নীতির দায়ে ৯ মাসের জন্য সাময়িক বরখাস্ত রয়েছেন সেপ ব্ল্যাটার।      
           
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার বলেছেন ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ যে রাশিয়াতে হবে সে নিয়ে ভোটাভুটির আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল।
২০২২ সালের বিশ্বকাপ নিয়েও ভোটের আগেই এক ধরের বোঝাপড়া হয়ে গিয়েছিল।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাতকারে এসব চাঞ্চল্যকর কথা বলেছেন মি ব্ল্যাটার।
সেপ ব্ল্যাটার বলেছেন, ২০১০ সালেই ভবিষ্যতের বিশ্বকাপগুলোর ভেন্যু নিয়ে এক ধরনের আলাপ আলোচনা হয়েছিল।
সেখানেই ফিফা কর্মকর্তারা এক অর্থে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ২০১৮ আর ২০২২ সালের বিশ্বকাপ হবে বিশ্বের সবচাইতে বড় দুই রাজনৈতিক শক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রে।
মি ব্ল্যাটার বলছেন, বড় দেশগুলোর মধ্যে রাশিয়া যেহেতু কখনোই বিশ্বকাপ আয়োজন করে নি তাই ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজন রাশিয়াতে হবে এমন কথাবার্তা হয়েছিলো।
আর তার পরে ২০২২ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার ব্যাপারে ফিফার নির্বাহী কমিটির ভোট আলাপ মাফিকই গিয়েছিলো।
কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আগে সিদ্ধান্তের পরও ভোটাভুটির শেষমুহুর্তে বেকে বসে নির্বাহী কমিটির ইওরোপিয় কয়েকজন সদস্য।
আর তাতে শেষমেশ ২২ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচিত হয়ে যায় কাতার।
কাতারের ক্ষেত্রে বিশেষ করে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির হস্তক্ষেপ ছিল বলে দাবি করেন মি ব্ল্যাটার।
কাতারের ক্রাউন প্রিন্সের সাথে সারকোজির এক মধ্যাহ্নভোজনে উয়েফা প্রধান মিশেল প্লাতিনিও ছিলেন বলে দাবি করেন ৭৯ বছর বয়সী এই কর্মকর্তা।
যিনি দুর্নীতির দায়ে এখন ফিফা প্রেসিডেন্টের পদ থেকে ৯ মাসের জন্য সাময়িক বরখাস্ত রয়েছেন।
ফিফার এবছরের প্রায় পুরোটাই কেটেছে নানা ধরনের দুর্নীতির কেলেঙ্কারির মধ্য দিয়ে।
এর আগে পঞ্চমবারের মতো ফিফার প্রেসিডেন্টের পদে নির্বাচিত হওয়ার কয়েকদিনের মাথায় মি ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দিয়ে জানিয়েছিলেন নূতন প্রেসিডেন্ট নির্বাচিত হলেই তিনি চলে যাবেন।
সেই নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারির শেষে।
তার জন্য প্রার্থীদের নামও ঘোষণা হয়ে গেছে।bbc