বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

কাশ্মিরে সেনা ক্যাম্পে হামলায় নিহত ৪

একজন সশস্ত্র ভারতীয় সেনা। ফাইলছবি: রয়টার্স
একজন সশস্ত্র ভারতীয় সেনা। ফাইলছবি: রয়টার্স
                         
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি সেনা ক্যাম্পে হামলার ঘটনায় হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন হামলাকারী ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

ওয়াসফিয়ার 'সেভেন সামিট' জয়

 
                     কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গে ওয়াসফিয়া নাজরীন। ছবিটি তাঁর ফেসবুক পেজ থেকে সংগৃহীত   
              
বাংলাদেশের একজন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ওশেনিয়া/ অস্ট্রেলেশিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন বলে মিস নাজরিনের ফেসবুক পেজের এক বার্তায় জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত, যার উচ্চতা ৪৮৮৪ মিটার।
বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড ফেসবুক বার্তায় জানান, স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন, “বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি যা ‘৭১ এর চেতনাকে আরও পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। নিজ ভূমিতে ফেরার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।”
এই প্রথম কোন বাংলাদেশী নারী ওশেনিয়ার সব্বোর্চ্চ এই পর্বতে উঠলেন বলেও মি.রাকসান্ড জানান।
প্রথম বাংলাদেশী হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’নামে একটি অভিযান চালাচ্ছিলেন মিস নাজরীন।
চার বছর আগে তিনি তার এই কর্মসূচি শুরু করেন। bbc

পৌর নির্বাচনে অংশ নিতে চান বিএনপির স্থানীয় নেতারা

 
   
বাংলাদেশে দু'শোরও বেশী পৌরসভায় নির্বাচনের জন্যে দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে বিগত সংসদ নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধীদল বিএনপি এই স্থানীয় নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো জানা যায় নি, কিন্তু বিভিন্ন নেতার বক্তব্যে স্পষ্ট যে দলটির স্থানীয় নেতারা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।
কমিশনের উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০শে ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার আইন দু'দফায় সংশোধনের পর এই প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থীরা তাদের রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলছেন, সংসদ নির্বাচনের মতোই রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। তবে কাউন্সিলর পদগুলোতে নির্দলীয়ভাবেই ভোট হবে।
বিগত সংসদ নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দল বিএনপি এই স্থানীয় নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
দলটির নেতারা এর আগে বলেছিলেন যে এ ব্যাপারে তারা দলীয় ফোরামে আলোচনা করবেন।
তবে দলটি যে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক তা বিভিন্ন নেতার বক্তব্যে স্পষ্ট।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব) হান্নান শাহ বলছেন, আগেকার নির্বাচনগুলোর অভিজ্ঞতা সত্বেও আমাদের স্থানীয় পর্যায়ের নেতারা মনে করেন যেহেতু এটা স্থানীয় নির্বাচন, তাই এ নির্বাচনে অংশ নেয়া উচিত।
বিএনপির অভিযোগ, স্থানীয় পর্যায়ে এ নির্বাচনে যারা তাদের সম্ভাব্য প্রার্থী হতে পারেন তাদের অনেকেই এখন বিভিন্ন মামলার কারণে পলাতক বা গ্রেফতার হচ্ছেন। সরকার অবশ্য বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
হান্নান শাহ বলছেন, বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে চাইলেও সবার জন্য সমান সুযোগ অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা - তা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ অবশ্য বলছেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতারের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নির্বাচন কমিশনের নেই।
"যারা নির্বাচনে অংশ নেবে, তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের দায়িত্ব।" বলেন তিনি।
গত বছরের ৫ই জানুয়ারীর নির্বাচনের পর অনুষ্ঠিত সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে চারটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন।
তবে ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনগুলোয় বিএনপি সমর্থিত প্রার্থীরা শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তুরস্কের ব্যাখ্যা যথার্থ: নেটো ও যুক্তরাষ্ট্র

 
   
 
 
এরকমই একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমানকেই গতকাল গুলি করে ভূপাতিত করা হয়। ছবিটি গত ফেব্রুয়ারি মাসে রুশ সামরিক বাহিনীর একটি মহড়ার সময় তোলা।                 
রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করবার পর নেটোকে নিজেদের পাশে পেয়েছে তুরস্ক।
বারবার সতর্কবার্তা পাঠানোর পরও রুশ বিমানটি তুর্কী আকাশসীমা লঙ্ঘন করলে নিজেদের ভূমি ও আকাশসীমা রক্ষার চেষ্টা হিসেবে তারা গুলি চালায় বলে দাবী করেছে তুরস্ক।
নেটোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের এই দাবীকে সমর্থন দিচ্ছে।
তুরস্কের আহ্বানে গতরাতে নেটো জরুরী এক বৈঠক করে।
বৈঠক শেষে, সংস্থাটি তুরস্কের আত্মরক্ষার দাবীকে গ্রহণযোগ্য বলে বর্ণনা করছে এবং দেশটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানাচ্ছে।
পরিস্থিতি আর ঘোলাটে না করতে দুদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, 'আর সব দেশের মতো তুরস্কের নিজেদের আকাশসীমা ও ভূমি রক্ষা করার অধিকার আছে।'
কিন্তু রাশিয়া বলছে, তাদের বিমানটি তুর্কী আকাশসীমায় ঢোকেনি, আর তুরস্কও কোন সতর্কবার্তা দেয়নি।
এই হামলার জন্য তুরস্ককে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়া।
গতকালই রুশ যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করে তুরস্কের এফ-১৬ যুদ্ধ বিমান।
এতে বিমানটির দুই পাইলটের একজন নিহত, অপরজন নিখোঁজ রয়েছেন।bbc

ফরিদপুরে অস্ত্রধারীদের হামলায় সংখ্যালঘু নেতা আহত

 
    bangladesh_faridpur_map                           
ফরিদপুরে আজ কয়েকজন ধারালো অস্ত্রধারী দুর্বৃত্তের আক্রমণে সেখানকার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন মারাত্মক আহত হয়েছেন।
আজ বিকেল চারটার দিকে ফরিদপুর শহরে মি. সেনের বাড়ির সামনেই এ ঘটনা ঘটে।
অলোক সেনের স্ত্রী শিখা ঘোষ বিবিসি বাংলাকে জানান, আজ কয়েকজন যুবক তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করতে চায়। মি. সেন বেরিয়ে এলে তার সাথে কথা বলার মধ্যেই হঠাৎ তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে।
এ সময় শিখা ঘোষ ঘটনা দেখতে পেয়ে বাইরে এসে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ধারালো অস্ত্রের আঘাতে অলোক সেনের হাতে মারাত্মক জখম হয়েছে। তিনি এখন ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
শিখা ঘোষ বলেন, কারা এ হামলা করেছে এ ব্যাপারে তারা কোন ধারণা করতে পারছেন না। তার স্বামীর কারো সাথে কোন পূর্ব শত্রুতাও ছিল না - বলেন শিখা ঘোষ।
এখনও এ নিয়ে কোন মামলা করা হয় নি। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মি, সেনের পরিবারের সাথে কথা বলেছেন।
পুলিশ বলছে, একদিন আগে মি. সেনের কাছে দুই যুবক এসেছিলেন ভারতে যাবার ভিসা করে দেবার সহযোগিতা চাইতে। কিছুটা পীড়াপীড়ির পর মি. সেন সহযোগিতা করতে রাজী হন।
ওই দুই যুবকই আজ আবার মি. সেনের সাথে দেখা করতে এসে এ আক্রমণ চালায়, বলছে পুলিশ। একে এখনো নাশকতা বা জঙ্গী-সংশ্লিষ্ট আক্রমণ বলে মনে করছে না পুলিশ।
স্থানীয় সূত্রগুলো বলছে, বেশ কয়েক মাস আগেএকজন প্রভাবশালী রাজনীতিবিদের স্থানীয় একটি হিন্দু সম্পত্তি কেনাকে কেন্দ্র করে যে বিতর্ক স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছিল, তার বিরুদ্ধে মি. সেন সোচ্চার ছিলেন। এর ফলে স্থানীয় কারো কারো সঙ্গে তার একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল।
কিন্তু সে ঘটনার সাথে এ আক্রমণের কোন যোগসূত্র আছে কিনা - তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

'ভারত ছেড়ে চলে যাবেন কিনা' - ভাবছেন আমির খান

 
    amir_khan                 ধর্মীয় অসহিষ্ণুতায় শঙ্কা প্রকাশ করে মন্তব্যের জন্য বিজেপির তোপের মুখে পড়েছেন আমির                
ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার অভিযোগ নিয়ে বিতর্ক চলছে, তাতে নিজের পারিবারিক ও ব্যক্তিগত উদ্বেগ ব্যক্ত করার পর সরকারের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান।
তিনি বলেছিলেন, দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি না, তা নিয়েও স্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে।
এর পরই অভিনেতা-শিল্পীদের একাংশ আমির খানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছেন – তাতে যোগ দিয়েছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বা ক্ষমতাসীন বিজেপির নেতারাও। ভারতের মানুষই যে তাঁকে আমির খান বানিয়েছেন, মনে করিয়ে দেওয়া হচ্ছে সে কথাও।
দেশে ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে কিছুদিন আগেই বিজেপি-র কট্টরপন্থী নেতাদের রোষের মুখে পড়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁকে পাকিস্তান চলে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন কেউ কেউ।
আর সোমবার রাতে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার একটি অনুষ্ঠানে একই বিষয় নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউডের আর এক বিগ খান – আমির।
আমির সেখানে বলেন, ‘আমি ও আমার স্ত্রী কিরণ সারা জীবন ভারতে থেকেছি, কিন্তু সম্প্রতি কিরণ আমায় প্রশ্ন করেছে, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত? এটা ওর জন্য একটা সাঙ্ঘাতিক কথা – কিন্তু ও ওর সন্তানকে নিয়ে ভয় পাচ্ছে, আমাদের চারিদিকে যে ধরনের পরিবেশ তাতে ভয় পাচ্ছে। রোজ সকালে ও খবরের কাগজ খুলতেও ভয় পাচ্ছে।’
‘এ থেকে বোঝা যায় অস্বস্তি আর হতাশা ক্রমেই বাড়ছে ... এতে তো প্রথমত উদ্বেগ তৈরি হয়, কিন্তু তার চেয়েও বেশি গভীর একটা অবসাদ চেপে বসে, আপনার মনে হয় কেন এ সব ঘটছে?’
এই মন্তব্য সামনে আসার পরই ভারতের শিল্প-সংস্কৃতি কিংবা রাজনীতির জগত – উভয়ই আমিরের সমর্থনে ও বিরোধিতায় দুভাগ হয়ে গেছে।
এদিন সকালেই প্রবীণ অভিনেতা অনুপম খের, যার স্ত্রী বিজেপির এমপি, তিনি টুইট করেছেন – আমির কি নিজের স্ত্রীকে জিজ্ঞেস করেছেন ভারত ছেড়ে তিনি কোথায় যেতে চান? ভারতই যে তাঁকে আমির খান বানিয়েছে সেটাও তাঁকে মনে করিয়ে দেন অনুপম খের।
shahrukh_khan
                 চলতি মাসের শুরুতেই ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ করে বিজেপির তোপের মুখে পড়েছিলেন শাহরুখ খান
এর কিছুক্ষণ পরই বিজেপি-র মুখপাত্র শাহনওয়াজ হুসেন অভিযোগ করেন আমির খানের এই মন্তব্য ভারতকে কলঙ্কিত করার চেষ্টা ছাড়া কিছুই নয়।
তাঁর কথায়, ‘আমিরের নামডাক-ধনদৌলত সব এই ভারতের লোকই দিয়েছে। আজ সুপারস্টার হওয়ার পর তিনি যখন এ ধরনের কথা বলেন তাতে ভারত-বিরোধীরাই আন্তর্জাতিক মঞ্চে দেশের বদনাম করার সুযোগ পেয়ে যান। এতে হয়তো আমির শস্তা প্রচার পেতে পারেন, কিন্তু ভারতের গায়ে যে কালির ছিটে লেগে যায় সেটা তিনি খেয়াল করেন না!’
আসলে আমির খান আসলে শুধু বলিউড অভিনেতাই নন, ভারতে বিদেশি পর্যটকদের টানতে গত বেশ কয়েক বছর ধরে যে ইনক্রেডিবল ইন্ডিয়া বা অতিথি দেবো ভব ক্যাম্পেন চলছে, তারও প্রধান মুখ তিনিই। ভারতের বহু সামাজিক সমস্যা নিয়ে তার টেলিভিশন অনুষ্ঠান সত্যমেব জয়তে-ও ভীষণ জনপ্রিয়।
এহেন আমির অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হওয়ার পর শুধু বিজেপির পক্ষ থেকেই নয়, প্রায় নজিরবিহীনভাবে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রীও আজ তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন, বিজেপি আমলে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা অনেক কমেছে।
সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, ধর্মীয় অসহিষ্ণুতা কি আমির আসলে তা জানেনই না।
মি নাকভির কথায়, ‘অসহিষ্ণুতা কী জিনিস, তা দেখতে হলে আপনাকে সেখানে যেতে হবে যেখানে মসজিদে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, ক্যামেরার সামনে মানুষের শিরশ্ছেদ করা হচ্ছে বা স্কুলে ঢুকে বাচ্চাদের নির্বিচারে গুলি করা হচ্ছে। ভারতে তো মানুষের ডিএনএ-তে সহিষ্ণুতা রয়েছে, মানুষ এখানে ঈদ-বকরি ঈদ-হোলি-দিওয়ালি সব মিলেমিশে উদযাপন করে।’
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি আবার বলেছেন আমির যে নিজের মনের কথা প্রকাশ্যে বলতে পেরেছেন এটাই প্রমাণ করে ভারতে সহিষ্ণুতা আছে।
কিন্তু পাশাপাশি আবার মুম্বই পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আমির খানের বিরুদ্ধে কেউ কেউ বিক্ষোভ দেখাতে পারেন এই আশঙ্কায় শহরে তার নিরাপত্তা অনেকগুণ বাড়ানো হয়েছে।

ফেসবুক বন্ধ: বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই

 
     facebook                            
বাংলাদেশে সরকারী নির্দেশে এক সপ্তাহ ধরে ফেসবুক বন্ধ রাখার কারণে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের অনেকে এখন আর্থিক ক্ষতির মুখোমুখি হতে শুরু করেছেন।
ফেসবুক ব্যবহার করে ব্যবসা করেন এমন অনেকে অভিযোগ করছেন যে তাদের ব্যবসা মোটামুটি বসে গেছে।
আবার অনলাইনে সংবাদ পরিবেশনকারীরা বলছেন, ফেসবুক না থাকার কারণে তাদের পেজে ভিজিটরের সংখ্যা দারুণভাবে কমে গেছে।
সরকার অবশ্য বলছে না যে ঠিক কবে বাংলাদেশের ব্যবহারকারীরা আবারো ফেসবুকের সাইটে প্রবেশ করতে পারবেন।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপীলের রিভিউর রায় সুপ্রীম কোর্ট যেদিন ঘোষণা করেছিল, সেই দিন অর্থাৎ গত বুধবার থেকে বাংলাদেশের মানুষ সহজপথে ফেসবুক ব্যবহার করতে পারছেন না।
ঐদিন সরকার ফেসবুক সহ জনপ্রিয় কয়েকটি মেসেজিং সাইটে প্রবেশ বন্ধ করতে ইন্টারনেট সার্ভিস দেয়ার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়।
প্রযুক্তিতে দক্ষ কিছু ব্যবহারকারী বিকল্পপথে ফেসবুকে ঢুকতে পারছেন, এমনটা বলা হলেও বেশীরভাগ ব্যবহারকারী একটি সপ্তাহ কাটিয়েছেন ফেসবুক ছাড়া।
এদের একজন আফরিনা জোহা উপমা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষা দেয়া উপমা দিনের একটা লম্বা সময় কাটান ফেসবুকে।
"ফেসবুকে থাকে কোন না কোনভাবে মন ভালো হয়ে যায়, এটা বন্ধ থাকায় মনটাও ভালো থাকছে না।" বলেন তিনি।
ফেসবুক ব্যবহারকারীদের যেসব পরিসংখ্যান পাওয়া যায়, তাতে দেখা যাচ্ছে প্রায় এক কোটি সত্তর লক্ষ বাংলাদেশীর নামে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আর এদের প্রায় অর্ধেক বয়স ১৮ থেকে ৩০-এর কোঠায়।
facebook
আর এদের টার্গেট করে বেশ কিছু প্রতিষ্ঠান বাণিজ্যিক কর্মকাণ্ডও চালাচ্ছে। বিদেশী পণ্য ডট কম নামের একটি প্রতিষ্ঠান বিক্রি করে নানা রকম পণ্য, যার মধ্যে রয়েছে ইলেকট্রনিকস ও পোশাক। এর বিপনন কর্মকর্তা মুরতাদা বিন আল-রাধিন বলছেন, তাদের প্রায় শতভাগ অর্ডার আসে ফেসবুকের মাধ্যমে ।
তিনি বলছেন, "ফেসবুকের মাধ্যমে যে ব্যবসাটা হতো তা এখন একদম শূন্যে নেমে এসেছে।"
বেশীরভাগ ব্যবহারকারী ফেসবুকে ঢুকতে না পারার থাকার কারণে সমস্যায় পড়েছে অনলাইন গণমাধ্যমগুলোও।
বেসরকারী টেলিভিশন এনটিভি’র অনলাইনের দায়িত্বে রয়েছেন ফখরুদ্দিন জুয়েল, তার কথায়, "আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের ট্রাফিক কমে যাচ্ছে।"
খুব সহজ একটি যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে বাংলাদেশে ফেসবুকের ব্যবহার খুব দ্রুত বেড়েছে। এর ওপর নির্ভরতাও বেড়েছে।
তবে কৃষিপণ্যের ওয়েবসাইট আমার দেশ আমার গ্রামের প্রধান নির্বাহী সাদেকা হাসান পরামর্শ দিচ্ছেন, ব্যবসা-বাণিজ্যের জন্যে ফেসবুকের ওপর নির্ভরতা কমানো দরকার।
কোন রকম বিকল্প পথে না গিয়ে বাংলাদেশের মানুষ আবার কবে ফেসবুক ব্যবহার করতে পারবে, সে বিষয়টি এখনো পরিস্কার নয়।
সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, ফলে শিগগির ফেসবুক খুলে দেয়া হবে।
কিন্তু এই শিগগির কত তাড়াতাড়ি, সে সম্পর্কে অবশ্য তিনি কোন ধারণা দেননি।

'সন্ত্রাসের সহযোগীরা' পিঠে ছুরি মেরেছে: পুতিন

 
    turkey_russia_aircraft
তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর তীব্র নিন্দা করে বলেছেন 'সন্ত্রাসীদের সহযোগীরা আমাদের পিঠে ছুরি মেরেছে'।
রাশিয়া আরো বলেছে, এ ঘটনার পরিণতি হবে 'গুরুতর'।
তুরস্ক বলছে, রুশ সুখোই-২৪ যুদ্ধবিমানটি তুর্কী আকাশসীমা লংঘন করছে বলে বার বার সতর্কবার্তা দেবার পরই সেটিকে গুলি করে নামানো হয়।
কিন্তু মি. পুতিন বলেন, রুশ বিমানটি সিরিয়ার আকাশসীমার মধ্যেই ছিল।
russian_jet_turkey_                            
সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় জ্বলন্ত বিমানটি সিরিয়ার ভেতরে একটি পাহাড়ি এলাকায় পড়ছে। বিমানটির দুজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়।
তবে পরে আল-আরাবিয়া নামে একটি টিভি চ্যানেলের ভিডিওতে দেখা যায়, একজন কথিত পাইলটের হেলমেটবিহীন মৃতদেহের চারপাশ ঘিরে কয়েকজন সশস্ত্র লোক দাঁড়িয়ে আছে এবং ইসলামী শ্লোগান দিচ্ছে।
মস্কো বলছে, তাদের বিমানটি সিরিয়ার আকাশসীমার বাইরে কখনোই যায় নি এবং তুরস্কের আকাশসীমায় ঢোকে নি, এবং তারা তা প্রমাণ করতে পারবে।
মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, বিমানটি হয়তো কয়েক সেকেন্ডের জন্য তুরির্ক আকাশসীমার ভেতরে ছিল।
turkey_downs_syrian_jet_                 বিধ্বস্ত রুশ বিমানটি মাটিতে পড়ছে                
ক্রেমলিনের একজন কর্মকর্তা বলেছেন, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা। রাশিয়া আরো বলছে, বিমানটিকে গুলি করা হয়েছে আকাশ থেকে নয়, বরং মাটি থেকে।
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান এ নিয়ে সামরিক ও গোয়েন্দা প্রধানদের সাথে এক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু এ ঘটনার ব্যাপারে নেটো, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য দেশগুলোর সাথে পরামর্শ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
কিচুক্ষণ আগে পাওয়া খবরে জানা যায়, নেটো জোট তুরস্কের অনুরোধে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।
turkey_downs_syrian_jet_                 রুশ যুদ্ধবিমান সুখোই-২৪                
টিভির সংবাদচিত্রে দেখা যায় যে জ্বলন্ত এসইউ২৪ বিমানটি নিচে পড়ে যাচ্ছে, এবং দুজন পাইলট প্যারাশুট দিয়ে মাটিতে নেমে আসছে।
বিমানটির পাইলটদের একজন সিরিয়ায় তুর্কমেন বাহিনীর জিম্মায় আছে বলে এক অসমর্থিত খবর পাওয়া গেছে।
সিরিয়ার ভূখন্ডের ভেতরে লাটাকিয়ার একটি গ্রামে বিধ্বস্ত হয় বিমানটি। bbc

নতুন ধরণের পাসওয়ার্ড - যা ভুলে যাবার ভয় নেই

 
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের সুপরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক নবেন্দু গুহ-র কাছ থেকে সাতসকালে তাঁর ফেসবুক বন্ধুদের কাছে পৌঁছিয়েছিল একটা অশ্লীল ভিডিও-র লিঙ্ক। যাঁরা মি. গুহকে চেনেন-জানেন, তাঁরা সবাই অবাক - এ কী কান্ড!
বুঝতে অবশ্য কারোরই বেশী সময় লাগে নি যে হ্যাকারদের পাল্লায় পড়েছেন তিনি। তবুও বহু বন্ধুকে ফোন করে বা মেসেজ পাঠিয়ে ওই লিঙ্ক খুলতে বারণ করে দিয়েছিলেন মি. গুহ।
এরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছেন বহু মানুষ।
তেমনি, এমন ইন্টারনেট ব্যবহারকারী বোধহয় খুব কমই আছেন যারা অন্তত একবারের জন্যও পাসওয়ার্ড ভুলে যান নি। এক হিসেব মতে, ইন্টারনেট ব্যবহারকারীদের গড়ে ২৬টি করে বিভিন্ন পরিষেবার পাসওয়ার্ড মনে রাখতে হয়। তাই ভুলে যাওয়াই স্বাভাবিক।
তবে, হ্যাকারদের পাল্লায় পড়া হোক বা পাসওয়ার্ড ভুলে যাওয়া – এগুলোর হাত থেকে এবার বোধহয় কিছুটা স্বস্তি পাবেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজির কম্পিউটার সায়েন্স বিভাগের বিজ্ঞানীরা এক নতুন ধরনের পাসওয়ার্ড তৈরীর পদ্ধতি উদ্ভাবন করেছেন সম্প্রতি, নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্টিভপাস’।
“এই পদ্ধতিতে কোনও একটি নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে না। প্রতিবার লগ-ইন করার সময়ে তৈরী হবে নতুন নতুন পাসওয়ার্ড। আর তার জন্য সফটওয়্যারটি তথ্য সংগ্রহ করবে ব্যবহারকারীর ফোন থেকেই,” বলছিলেন যে বিজ্ঞানী-দলটি তৈরী করেছে ‘অ্যাক্টিভপাস’, সেটির প্রধান অধ্যাপক নিলয় গাঙ্গুলি।
lost passwords                           
তাঁর কথায়, “পাসওয়ার্ডের মূল উদ্দেশ্য হল সঠিক ব্যক্তিকে চিনে নেওয়া। আমি-ই সেই ব্যক্তি কি না, তা জানতে আমাদের মোবাইল ফোনই সেরা উপায়, কারন আমরা সারাদিনে মোবাইলে যা যা করি, তা আমি ছাড়া অন্য কেউ জানে না। তাই ফোনে আমি কী কী করেছি, তার থেকেই তথ্য সংগ্রহ করে কয়েকটি প্রশ্ন করবে ‘অ্যাক্টিভপাস’।“
যেমন আগের রাতে শেষ ফোনটি আপনার কোন বন্ধু করেছিলেন, অথবা কাল কোন জনপ্রিয় শিল্পীর গান আপনি ডাউনলোড করেছিলেন – এধরনেরই তিনটি প্রশ্ন করবে সফটওয়্যারটি।
প্রশ্নগুলো এমন ভাবে করা হবে, যে কাজগুলো শুধু ব্যবহারকারী-ই মনে রাখতে পারবেন, অন্যদের জানার কথা নয়।
দুটো সঠিক উত্তর দিতে পারলেই আপনি পাস – অর্থাৎ আপনার জন্য একটা পাসওয়ার্ড তৈরী করে দেবে সেটি।
উত্তর মনে না পড়লে সঠিক জবাবের আভাসও দিয়ে দেবে এই সফটওয়্যার।
activepass                           
আই আই টি খড়্গপুরের কমপ্লেক্স নেটওয়ার্ক রিসার্চ গ্রুপের প্রধান মি. গাঙ্গুলির কাছে জানতে চেয়েছিলাম, ফোনে কী করা হচ্ছে, কার সঙ্গে কখন কথা বলা হচ্ছে – এটা তো ব্যক্তিগত, গোপনীয় বিষয়। সফট্ওয়্যারটি এই তথ্য জেনে নেওয়ার ফলে সেই গোপনীয়তার সঙ্গে আপস করা হবে না?
“গোপনীয় তথ্য সংগ্রহ করবে ঠিকই, কিন্তু যেহেতু সফটওয়্যারটা ক্লাউড-বেস্ড নয়, অর্থাৎ সেই তথ্য কোনও সার্ভারে জমা হচ্ছে না, ব্যবহারকারীর ফোনেই থাকছে, তাই গোপনীয়তার সঙ্গে আপস করার কোনও সম্ভাবনা নেই,” বলছিলেন মি. গাঙ্গুলি।
৭০ জন ইন্টারনেট ব্যবহারকারী ‘অ্যাক্টিভপাস’ পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন। যার মধ্যে ৯৫% সঠিক উত্তর দিয়ে পাসওয়ার্ড পেয়েছেন।
কিন্তু এখনই ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ‘অ্যাক্টিভপাস’ ব্যবহার করা হবে না, শুধু সোশ্যাল মিডিয়া বা সিনেমা ডাউনলোড করার ওয়েবসাইট প্রভৃতির জন্যই শুরু করা যেতে পারে।
বেশ কিছু সংস্থার সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা চলছে বলে জানান মি. গাঙ্গুলি।