শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

বাদ উইন্ডিজ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ



 আগামী ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আটটি দল চূড়ান্ত করেছে আইসিসি। এই আসরে খেলার জন্য ২০০৬ সালের পর এবার জায়গা পেয়েছে বাংলাদেশ। এই আসরে জায়গা পাওয়া অন্য দলগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকায় এই আসরে অংশ নিতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির ঘোষণা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর তথা আজ ছিলো এই আসরে কোয়ালিফাই করার জন্য কাট-অফ ডেট। আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দলই এই আসরে অংশ নিবে। ওডিআই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৫টি ম্যাচ হবে। প্রথম পর্যায়ে দুই গ্রুপে চারটি করে দল খেলবে। সেখান থেকে প্রত্যেক গ্রুপের প্রথম দুটি দল সেমিফাইনালে খেলবে। চলতি বছর বাংলাদেশ ওডিআইতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাশরাফির নেতৃত্বে এবার বাংলাদেশ বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল খেলেছে ও দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছে। একইসাথে আইসিসি আগামী ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য কাট-অফ ডেট ঘোষণা করেছে। আগামী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওডিআই র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ১০ দলের ওই বিশ্বকাপের অংশগ্রহণের জন্য বাকিদেরও সুযোগ থাকবে। সেটি হলো র‌্যাঙ্কিংয়ে ৯-১২ অবস্থানে থাকা দলগুলোকে অন্য আইসসিরি সহযোগী দেশের সাথে খেলতে হবে।

২০১৭ সালের চ্যাম্পিন্স ট্রফির গ্রুপ গ্রুপ ‘এ’ ১. বাংলাদেশ ২. ভারত ৩. ইংল্যান্ড ৪. দক্ষিণ আফ্রিকা গ্রুপ ‘বি’ ১. নিউজিল্যান্ড ২. পাকিস্তান ৩. শ্রীলঙ্কা ৪. অস্ট্রেলিয়া -
 

প্রাণের পানির বোতলে শ্যাওলা

   সিরাজগঞ্জে প্রাণ ড্রিংকিং ওয়াটারের বোতলে শ্যাওলা পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর বেশ কিছু বোতল বাজার থেকে ফেরত নেওয়ার কথাও জানিয়েছে প্রাণ কর্তৃপক্ষ।

পানি তোলার পাইপে ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়ে থাকতে পারে জানিয়ে প্রাণ গ্রুপের বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেছেন, এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মোড়ে প্রাণের ডিলার জান্নাতী ট্রেডার্সের মালিক জামাল হোসেন জানান, সম্প্রতি প্রাণ ড্রিংকিং ওয়াটারের ৫০০ মিলিলিটার বোতলের ভেতরে শ্যাওলা জমার বিষয়টি ধরা পড়লে তিনি প্রাণ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এগুলো বিক্রি করতে গিয়ে ক্রেতার বকাঝকা শুনতে হয়েছে। প্রাণ কর্তৃপক্ষ মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোতলগুলো দোকানে রেখে দিতে বলেছে।”
ওই বোতলগুলোর গায়ে উৎপাদনের তারিখ লেখা আছে ১২ ফেব্রুয়ারি ২০১৫; আর মেয়াদোত্তীর্ণের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬।
সিরাজগঞ্জে প্রাণ ড্রিংকিং ওয়াটারের বোতলে শ্যাওলা পাওয়ায় বেশ কিছু বোতল বাজার থেকে ফেরত নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
সিরাজগঞ্জে প্রাণ ড্রিংকিং ওয়াটারের বোতলে শ্যাওলা পাওয়ায় বেশ কিছু বোতল বাজার থেকে ফেরত নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাণের সিরাজগঞ্জ টেরিটরির সেলস ম্যানেজার ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেড় থেকে দুইমাস আগে তারা প্রথমবারের মত বোতলের পানিতে শ্যাওলা জমার অভিযোগ পান।

“সম্প্রতি জান্নাতী ট্রেডার্সে সরবরাহ করা বোতলে একই সমস্যা দেখা দেওয়ায় হাফ লিটারের ৩০ কার্টন (প্রতি কার্টনে ২৪ বোতল) পানির মধ্যে ১০/১২ কার্টন উত্তোলন করে কোম্পানিকে ফেরত পাঠানো হয়েছে।”
এরপরও যেসব বোতলে ছত্রাক পাওয়া যাচ্ছে সেগুলো বিক্রি না করে ডিলারকে সংগ্রহে রাখতে বলা হয়েছে বলে জানান তিনি।

প্রাণের বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪৫০ ফুট গভীর থেকে পাইপ দিয়ে পানি উত্তোলন করে তারা বোতলজাত করেন।
“মাস দুয়েক আগে পাইপে ফাটল দেখা দেওয়ায় বাতাস ঢুকে বোতলের পানিতে ছত্রাক বা শ্যাওলা দেখা দিয়েছে।”
বিষয়টি জানার পর সেসব বোতল বাজার থেকে তুলে নিয়ে ফেরত পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে কথা বলতে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, “আমরা বিষয়টি দেখছি।”
অতিরিক্ত মাত্রায় সীসা থাকায় প্রায় দুই বছর আগে প্রাণের গুঁড়ো হলুদ দেশের বাজার থেকে প্রত্যাহার করা হয়েছিল।

‘ইচ্ছে মতো’ বাসভাড়া বাড়ানোর অভিযোগ

  

শুক্রবার ছুটির দিনে বাসে যাত্রীদের চাপ অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। এদিন খুব কম সংখ্যক গাড়িতে নিয়ম মেনে ভাড়া আদায় করতে দেখা যায়। ‘সিটিং’ গাড়ির তুলনায় ‘লোকাল’ হিসাবে পরিচিত বাসে ভাড়া নিয়ে বেশি হেরফের হতে দেখা গেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর থেকে বাসের ভাড়া প্রতি কিলেমিটারে ১০ পয়সা বাড়িয়ে এক টাকা ৭০ পয়সা করা হয়। মিনিবাসের ভাড়াও ১০ পয়সা বেড়ে এক টাকা ৬০ পয়সা হয়েছে।
সে হিসেবে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে বাসগুলোতে মাত্র এক টাকা বেশি ভাড়া নেওয়ার কথা। কিন্তু এই পরিমাণ দূরত্বে ঢাকার বিভিন্ন রুটের পরিবহনগুলোকে নতুন ভাড়া কার্যকরের অজুহাতে দুই টাকা থেকে চার টাকা পর্যন্ত বেশি ভাড়া আদায় করতে দেখা গেছে।
এছাড়া ‘লোকাল’ বাসগুলো আগে যেখানে পাঁচ টাকা ভাড়া নিত এখন সেখানে ছয় টাকা নিচ্ছে।  আবার আগের ৭/৮ টাকার ভাড়া নিচ্ছে ১০ টাকা হারে।
গুলিস্তান থেকে চিড়িয়াখানাগামী বসুমতি ট্রান্সপোর্টে নতুন ভাড়ার তালিকা ঝোলানো দেখা যায়। আগের ২৩ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে জন প্রতি ২৮ টাকা করে ভাড়া আদায় করছে কোম্পানিটি।
সুমন নামে বসুমতির কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিআরটিএর নিয়ম অনুযায়ী’ তারা ভাড়া আদায় করছেন। নতুন নিয়মে আগের চেয়ে পাঁচ টাকা ভাড়া বেড়েছে।
যদিও গুলিস্তান থেকে চিড়িয়াখানার দূরত্ব ১৬ কিলোমিটারের বেশি নয়; সে হিসেবে ভাড়ার বাড়ার কথা সর্বোচ্চ দুই টাকা।
গুলিস্তান থেকে আব্দুল্লাহপুরগামী বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনে (৩ নম্বর বাস) আগে শাহবাগ থেকে মহাখালী যেতে ছয় টাকা ভাড়া দিতে হতো। তবে নতুন ভাড়া কার্যকরের দিন থেকে ‍যাত্রীদের কাছ থেকে ৮/১০ টাকা করে আদায় করছে তারা।
কিলোমিটার প্রতি ভাড়া বাড়ার বিষয়ে অনেক আগে থেকে ঘোষণা দেওয়া হলেও ভাড়া কার্যকরের দ্বিতীয় দিনেও দূরত্ব অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা হাতে পাননি বলে অভিযোগ করেন অনেক বাস চালক।

বিআরটিএর ভাড়ার তালিকা এখনও পাননি জানিয়ে যাত্রাবাড়ী থেকে মিরপুর-১২ রুটে চলাচলকারী শিকড় পরিবহনের চালক জোবায়ের বলেন, তারা মোটের ওপর দুই টাকা ভাড়া বাড়িয়েছেন।

খিলগাঁও থেকে মোহাম্মদপুরে চলাচলকারী মিডওয়ে পরিবহনের একাধিক বাসের কর্মী জানান, মালিকপক্ষ তাদের এখনও নতুন নিয়মে বেশি ভাড়া আদায়ের নির্দেশ দেয়নি।  ২/১ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
নিউ ভিশন পরিবহন তাদের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করেছে। মতিঝিল থেকে ফার্মগেইট পর্যন্ত দূরত্ব ১২ টাকা করে নিচ্ছে তারা। তবে মতিঝিল থেকে শাহবাগ হয়ে ফার্মগেইট যেতে মাত্র ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়।
বিকল্প পরিবহনের সুপারভাইজার লিটন বলেন, নটরডেম কলেজ থেকে মিরপুর-১২ পর্যন্ত তারা আগে ২৪ টাকা ভাড়া নিতেন। এখন নতুন করে ২৮ টাকা ভাড়া নির্ধারণ করলেও তা আদায় করা হচ্ছে না।  যাত্রীদের কাছ থেকে ২৫ টাকাই নেওয়া হচ্ছে।
বিআরটিএর হিসাবে এই পরিমাণ দূরত্বে ২৯ টাকা ভাড়া আসে বলেও দাবি করেন লিটন।
সরকার নামে মাত্র ভাড়া বাড়ালেও বাস কোম্পানিগুলো এই সুযোগে সুবিধা মতো ভাড়া বাড়িয়ে নিচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে অভিযোগ করেন গুলিস্তানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত আবুল কালাম।
গ্যাসের দাম এবং ভাড়া কোনোটি বাড়ানোই ‘ঠিক হয়নি’ মন্তব্য করেন তিনি বলেন, “হঠাৎ করে কি এমন হয়ে গেল যে গ্যাসের দাম বাড়াতে হবে? আর গ্যাসের দাম মাত্র ৪/৫ টাকা বাড়লে বাসের ভাড়াই বা কেন পরিবর্তন করতে হবে?”
বিভিন্ন বাস কোম্পানির অনেক কর্মকর্তাও গ্যাসের মূল্য বৃদ্ধি ও বাসের ভাড়া বাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শিখর পরিবহনের পরিচালক মাহমুদ হোসেন ‘ব্যক্তিগতভাবে ভাড়া তালিকা নড়চড়ের পক্ষে নন’ মন্তব্য করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২/১ টাকা ভাড়া বাড়াতে গিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ড হয়; অনেক সময় গাড়িতে ভাংচুর হয়। তাই খুব বেশি প্রয়োজন না পড়লে ভাড়া পরিবর্তন না করাই ভলো।”
“সরকার যেখানে শক্ত অর্থনীতির ওপর দাঁড়াচ্ছে বলে শোনা যাচ্ছে, সেই মুহূর্তে দেশীয় খনি থেকে পাওয়া গ্যাসের দাম বাড়ানোর কি প্রয়োজন ছিল? বিশ্ব বাজারে তেলের দাম কমেছে কিন্তু দেশীয় বাজারে তাও কমানো হয়নি।  বাসের ভাড়া আগে যা ছিল তা থাকলেই বা কি অসুবিধা হতো। ”
শিখর ছাড়াও আগারগাঁও থেকে আব্দুল্লাহপুরগামী জাবালে নূর এবং মিরপুর আনসার ক্যাম্প থেকে বাড্ডার নতুন বাজার পর্যন্ত চলাচল করা আকিক পরিবহনের অন্যতম পরিচালকের পদে আছেন মাহমুদ হোসেন।
জাবালে নূরের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৭ টাকা করা হলেও আকিক পরিবহনের আগের নিয়ে ২৫ টাকা ভাড়াই ঠিক রাখা হয়েছে বলে জানান তিনি।
গ্যাসের মূল্য বৃদ্ধির পর গত ১০ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এলাকায় সিএনজিচালিত বাস, মিনিবাস ও অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ করে দেয় সরকার। সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

র‍্যাবের হেফাজতে মঞ্জুরি কমিশন কর্মকর্তাকে হত্যার অভিযোগ

    প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে ওমর সিরাজকে (মাঝখানে) আটক করা হয়।                

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক কর্মকর্তাকে র‍্যাবের হেফাজতে থাকা অবস্থায় হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় দু সপ্তাহ আগে মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজকে আটক করে র‍্যাব।
আদালতের নির্দেশে গত দুদিন ধরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল র‍্যাব।
তবে ওমর সিরাজকে নির্যাতন করে হত্যার অভিযোগ অস্বীকার করেছে র‍্যাব।
ঢাকায় র‍্যাবের একজন কর্মকর্তা সুমন আহমেদ শাওন বিবিসি বাংলাকে জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়ায় ওমর সিরাজকে গতকাল বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানেই তিনি মারা গেছেন।
কিন্তু ওমর সিরাজের স্ত্রী সাবিনা পারভিন ঢাকার কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁর স্বামীর কোন হৃদরোগের সমস্যা ছিল না। তাকে এত নির্যাতন করা হয়েছে যে তার ফলেই হয়তো তিনি মারা গেছেন।
ওমর সিরাজের ভাই আশরাফুল হকও গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁর ভাইকে পরিকল্পনা করে প্রশ্নপত্র কেলেংকারির ঘটনায় ফাঁসানো হয়েছে এবং র‍্যাবের মাধ্যমে হত্যা করা হয়েছে।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে ওমর সিরাজের লাশের সুরতহাল ও ময়না তদন্ত শেষ হয়েছে।
ফরেনসিক বিশেষজ্ঞ সোহেল মাহমুদ জানিছেন, হার্ট আ্যাটাকে ওমর সিরাজের মৃত্যু হয়েছে কিনা তা পরীক্ষা না করে বলা কঠিন। তবে শরীরের কিছু জখমের চিহ্ন থাকার কথা তিনি স্বীকার করেছেন। তবে সোহেল মাহমুদ বলেছেন, এগুলো মৃত্যু হওয়ার মত গুরুতর জখম নয়।

বার্মিংহামে কোরআনের সবচেয়ে প্রাচীন পান্ডুলিপির প্রদর্শনী

   

মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সবচেয়ে প্রাচীন এক পান্ডুলিপির এক প্রদর্শনী শুরু হয়েছে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে।
কোরআনের এই প্রাচীন পান্ডুলিপির চারটি পাতা প্রদর্শনীতে রাখা হয়েছে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কোরআনের এই পান্ডুলিপি খুঁজে পাওয়া যায়।
প্রায় এক শতাব্দীর বেশি সময় এটি সেখানে পড়ে ছিল।
গবেষকদের ধারণা এই পান্ডুলিপিটি ১ হাজার ৩শ ৭০ বছর আগে লেখা। ‘কার্বন ডেটিং’ পরীক্ষার মাধ্যমে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
নবী মুহাম্মদের সমসাময়িক কেউ কোরআনের এই পান্ডুলিপি লিখেছেন বলে ধারণা করছেন গবেষকরা। কোরআনের এই পান্ডুলিপিতে আরবী ভাষার একটা আদি রূপ ব্যবহার করা হয়েছে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সুজার ওরাল এই পান্ডুলিপিকে এক ‘অমূল্য বিশ্ব সম্পদ’ বলে বর্ণনা করেছেন।
বার্মিংহামের মুসলিম সম্প্রদায়ের নেতারাও কোরআনের এই পান্ডুলিপি আবিস্কারের ঘটনায় প্রচন্ড খুশি।
বার্মিংহামের কেন্দ্রীয় মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ আফজাল বলেন, প্রথম এই পান্ডুলিপি দেখার পর তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন। ব্রিটেনের সব জায়গা থেকে মানুষ এই পান্ডুলিপি দেখতে আসবে বলে তিনি আশা করছেন।
‘কার্বন ডেটিং’ পরীক্ষা থেকে গবেষকদের অনুমান, এই কোরআন লেখা হয়েছে ৫৬৮ হতে ৬৪৫ খ্রীষ্টাব্দের মাঝামাঝি কোন সময়ে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক ডেভিড থমাস বলছেন, এর মানে হচ্ছে এই পান্ডুলিপি হয়তো ইসলামের গোড়াপত্তনের সময়ের কয়েক বছরের মধ্যে লেখা। এটি লেখা হয়েছে ‘হিজাজী আরবী' ভাষায়।
মুসলিমদের বিশ্বাস কোরআন হচ্ছে আল্লাহর বার্তা যা নবী মুহাম্মদের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ৬১০ সাল হতে ৬৩২ সালের মধ্যে কোরআন নাযিল হয়।
bbc bangla