ইতিহাস কি ফিরে আসছে? ১৮ বছর আগে প্রায় কোমায় চলে যাওয়া অ্যাপলে দেড়শ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছিল প্রধান প্রতিযোগী মাইক্রোসফট। অ্যাপলের ঘুরে দাঁড়ানোর পেছনে অনেকগুলো কারণের মধ্যে ওই অ্যাপল-মাইক্রোসফট চুক্তিও অন্যতম বলে মনে করেন প্রযুক্তি-বাণিজ্যবোদ্ধারা।
প্রায় একই কায়দায় বর্তমানে ধুঁকতে বসা এক সময়ের প্রতাপশালী সার্চ ইঞ্জিন ইয়াহুর সঙ্গে চুক্তির ঘোষণা এল বর্তমানের সার্চ জায়ান্ট মাইক্রোসফটের তরফ থেকে।
তফাৎ হল- ইয়াহুর বর্তমান অবস্থা ১৯৯৭ সালের অ্যাপলের মতো এত খারাপ নয়।
যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রের বাইরে মোবাইল ও ডেস্কটপ পিসির গ্রাহকরা দুই সার্চ জায়ান্টের চুক্তির ‘সুফল’ ভোগ করবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানিয়েছে, অক্টোবর মাসের চুক্তির মাধ্যমে সার্চ রেজাল্ট এবং বিজ্ঞপন সরবরাহকারীদের মধ্যে নিজেদের পছন্দ মতো বাছাইয়ের ক্ষেত্রে আরও নমনীয়তা পাবে।
অন্যদিকে সার্চ কনটেন্ট নিয়ে ২০০৯ সাল থেকে মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ আছে ইয়াহু। তবে প্রযুক্তি জগতের সাংবাদিকরা বলছেন ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছে ইয়াহু।
সম্প্রতি এক প্রশ্ন উত্তর পর্বে ইয়াহু প্রধান মারিসা মেয়ার গুগলের সঙ্গে নতুন চুক্তি এবং তার পরিপ্রেক্ষিতে মাইক্রোসফটের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে কোনো রকমের প্রভাব পরবে কী না এমন প্রশ্ন করা হলে নতুন চুক্তি নিয়ে নিয়ে নিজের উৎসাহের কথা জানান তিনি। তবে বিস্তারিত কিছু জানানো থেকে বিরত ছিলেন সাবেক এই গুগলার।
bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন