জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য হুমকি নিয়ে সারা বিশ্বের মানুষ এখন আগের চেয়ে সোচ্চার। পরাশক্তিগুলোও এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে। পরিবেশের উন্নয়নে সাম্প্রতিক সময়ে ইউরোপ বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এই ধারাবাহিকতায় নরওয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদের রাজধানী থেকে নিজস্ব গাড়ি সরিয়ে নেয়া হবে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ ২০১৯ সাল নাগাদ সময় নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সিদ্ধান্তটি এমন সময় আসলো যখন প্যারিসের রাস্তায় একদিনের জন্য ছোট গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। আর এই সিদ্ধান্ত নেবার পেছনে বড় কারণ হিসাবে যেসব বিষয় কাজ করেছে তা হলো- নাগরিকদের প্রতিদিনের উচ্চশব্দ, দূষণ এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়ার বিষয়টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন