বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

গাড়ি মুক্ত রাজধানী!

গাড়ি মুক্ত রাজধানী!

জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য হুমকি নিয়ে সারা বিশ্বের মানুষ এখন আগের চেয়ে সোচ্চার। পরাশক্তিগুলোও এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে। পরিবেশের উন্নয়নে সাম্প্রতিক সময়ে ইউরোপ বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এই ধারাবাহিকতায় নরওয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদের রাজধানী থেকে নিজস্ব গাড়ি সরিয়ে নেয়া হবে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ ২০১৯ সাল নাগাদ সময় নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
সিদ্ধান্তটি এমন সময় আসলো যখন প্যারিসের রাস্তায় একদিনের জন্য ছোট গাড়ি নিষিদ্ধ করা হয়েছে।   আর এই সিদ্ধান্ত নেবার পেছনে বড় কারণ হিসাবে যেসব বিষয় কাজ করেছে তা হলো- নাগরিকদের প্রতিদিনের উচ্চশব্দ, দূষণ এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়ার বিষয়টি।
 
গত মাসে অনুষ্ঠিত ‘ইউরোপিয়ান মোবিলিটি উইকে’ ২৪৬টি শহর ও ১৪টি দেশ একদিনের জন্য তাদের রাস্তায় ছোট গাড়ি বা নিজস্ব বাহন থাকবে না বলে ঘোষণা দেয়। হাঙ্গেরির বুদাপেস্ট, পর্তুগালের লিসবন এবং সুইডেনের স্টকহোম এই প্রক্রিয়ার মধ্যে থাকবে। তবে বছরে একদিন নিজস্ব গাড়ি মুক্ত দিবস পালন তেমন কোনো পরিবর্তন আনবে না বলেই বিশ্বাস করে নরওয়ে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তার নিজেদের কেন্দ্রীয় অঞ্চলটাকেই ধীরে ধীরে গাড়ি মুক্ত করে দেবার জন্য কাজ শুরু করেছে। এ বিষয়ে অসলোতে গ্রিন পার্টির প্রধান আপোস আলোচনাকারী ল্যান মেরি এঙ্গুয়েন বার্গ বলেন, আমরা চাই গাড়ি মুক্ত কেন্দ্রীয় একটি অঞ্চল। যা উন্মুক্ত করে দেয়া হবে সাইক্লিস্ট এবং পথচারীদের জন্য। - আইবিটাইমস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন