বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

কাতার পাড়ি জমাচ্ছেন ‘ঘড়ি বালক’ আহমেদ

হোয়াইট হাউজে নাসার সাবেক নভোচারী, বর্তমানে সায়েন্স মিশন দপ্তরের সহযোগী প্রশাসক জন এম. গ্রান্সফেল্ডের সঙ্গে সেলফি তুলছেন কিশোর আহমেদ। ছবি: রয়টার্স
হোয়াইট হাউজে নাসার সাবেক নভোচারী, বর্তমানে সায়েন্স মিশন দপ্তরের সহযোগী প্রশাসক জন এম. গ্রান্সফেল্ডের সঙ্গে সেলফি তুলছেন কিশোর আহমেদ। ছবি: রয়টার্স
           
‘ঘড়ি বালক’ নামে পরিচিতি পাওয়া ১৪ বছর বয়সী স্কুলছাত্র আহমেদ মোহামেদ পরিবারসহ কাতার পাড়ি জমাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন