দুই বিদেশি হত্যাকাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি ভালো আছে।
বুধবার সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন মন্ত্রী।
মুহিত বলেন, “সবাই আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করছে এবং দেশের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি অনেক ভাল।”
সাংবাদিকরা দুই বিদেশি হত্যাকাণ্ড এবং বিদেশিদের উদ্বেগের বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, “দুই বিদেশি হত্যা বিচ্ছিন্ন ঘটনা এবং তা দেশের আইনশৃংখলাসহ সার্বিক পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলেনি।
“এ নিয়ে আতঙ্কের কিছু নেই। যারা আতঙ্কের কথা বলছেন, তারা বাজে কথা বলছেন।”
সিলেটের বাসিন্দা মুহিত নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন