পুলিশ জানায়, নিহত কূটনীতিকের একজন চীনা কনস্যুলেটের উপ-কনসাল এবং দ্বিতীয়জন অর্থ কর্মকর্তা। আহত কনসাল জেনারেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চীনের একজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেবু পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র জানান, গ্রেপ্তার নারী চীনা কনস্যুলেটের কর্মী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে বলেও জানান তিনি।
'লাইটহাউজ' নামের জনপ্রিয় ওই রেস্তোরাঁটিতে স্থানীয় সময় ১৩:৩০ মিনিটে (জিএমটি ০৫:৩০) এ ঘটনা ঘটে।
চিফ সুপারিনটেনডেন্ট প্রুদেনকিও বানাস বিবিসিকে বলেন, "কী কারণে এ ঘটনা ঘটেছে আমরা এখনও সেটা খুঁজে বের করার চেষ্টা করছি।
“আমরা সন্দেহ করছি চীনের একজন নারী এ ঘটনা ঘটিয়েছেন। কিন্তু আসলে ঠিক কী ঘটেছে, তা জানতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এজন্য আমরা একজন দোভাষীকে খুঁজছি।"
রেস্তোরাঁটির ব্যবস্থাপক স্টেফেন জন প্যাতেরো বলেন, রেস্তোরাঁর একটি প্রাইভেট কক্ষে এ ঘটনা ঘটেছে।
"আমরা আসলে গোলাগুলির ঘটনাটা দেখতে পাইনি। সেখানে কয়েক দফা গুলি চলেছে।"
"রেস্তোরাঁর যেসব কর্মী সেখানে খাবার পরিবেশন করেছিল তারা আমাকে বলেছে, গোলাগুলি হওয়ার আগে তারা অতিথিদের নিজেদের মধ্যে চিৎকার করে কথা বলতে শুনেছিল।"
ম্যানিলায় চীনা কনস্যুলেটের মুখপাত্র লি লিংজিয়াও বলেন, ওই নারী কর্মী এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
“কনস্যুলেট থেকে এখনও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নতুন কিছু জানতে পারলে আমি আপনাদের দ্রুতই তা জানাব।"
bdnews24
এ ঘটনায় চীনের একজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেবু পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র জানান, গ্রেপ্তার নারী চীনা কনস্যুলেটের কর্মী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে বলেও জানান তিনি।
'লাইটহাউজ' নামের জনপ্রিয় ওই রেস্তোরাঁটিতে স্থানীয় সময় ১৩:৩০ মিনিটে (জিএমটি ০৫:৩০) এ ঘটনা ঘটে।
চিফ সুপারিনটেনডেন্ট প্রুদেনকিও বানাস বিবিসিকে বলেন, "কী কারণে এ ঘটনা ঘটেছে আমরা এখনও সেটা খুঁজে বের করার চেষ্টা করছি।
“আমরা সন্দেহ করছি চীনের একজন নারী এ ঘটনা ঘটিয়েছেন। কিন্তু আসলে ঠিক কী ঘটেছে, তা জানতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এজন্য আমরা একজন দোভাষীকে খুঁজছি।"
রেস্তোরাঁটির ব্যবস্থাপক স্টেফেন জন প্যাতেরো বলেন, রেস্তোরাঁর একটি প্রাইভেট কক্ষে এ ঘটনা ঘটেছে।
"আমরা আসলে গোলাগুলির ঘটনাটা দেখতে পাইনি। সেখানে কয়েক দফা গুলি চলেছে।"
"রেস্তোরাঁর যেসব কর্মী সেখানে খাবার পরিবেশন করেছিল তারা আমাকে বলেছে, গোলাগুলি হওয়ার আগে তারা অতিথিদের নিজেদের মধ্যে চিৎকার করে কথা বলতে শুনেছিল।"
ম্যানিলায় চীনা কনস্যুলেটের মুখপাত্র লি লিংজিয়াও বলেন, ওই নারী কর্মী এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
“কনস্যুলেট থেকে এখনও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নতুন কিছু জানতে পারলে আমি আপনাদের দ্রুতই তা জানাব।"
bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন