বাংলাদেশের টাঙ্গাইলে আসন্ন উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এর ফলে নিজের ভাই লতিফ সিদ্দিকীর পদত্যাগের পর শূন্য হওয়া এই আসনটিতে কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হল।মিস্টার সিদ্দিকীর পক্ষে করা রিট আবেদনের শুনানির পর বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মোঃ. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ এই আদেশ দেয়।
বাংলাদেশে হজ্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করে দল ও মন্ত্রীসভা থেকে পদ হারান লতিফ সিদ্দিকী। এরপর তিনি সংসদ সদস্যপদ থেকেও ইস্তফা দিলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।
এরপর ওই আসনে উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীসহ বেশ কয়েকজন মনোনয়নপত্র জমা দেন।
তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান ঋণ খেলাপির অভিযোগে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে মঙ্গলবার মিস্টার সিদ্দিকী হাইকোর্টে রিট করেন।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইলের-৪ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন