ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে যে চুক্তি হয়েছে তা অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
খামেনির ওয়েবসাইটে বুধবার এ তথ্য জানানো হয়। তবে নির্দিষ্ট কয়েকটি শর্তেই কেবলমাত্র ওই চুক্তি কার্যকর করার নির্দেশ দেন তিনি।
ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে ইরানের প্রসিডেন্ট হাসান রুহানিকে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পরিষ্কারভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা অবশ্যই দিতে হবে।
একইসঙ্গে চুক্তির কাঠামোতে বেশ কয়েকটি দুর্বল পয়েন্ট নিয়েও তিনি রুহানিকে সতর্ক করে দেন।
ইরানের পরমাণু প্রকল্প বিষয়ে তেহরান ও বিশ্ব ছয় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানি একটি চুক্তিতে উপনীত হয়েছে।
চুক্তি অনুযায়ী, ইরানকে অন্তত আগামী দশ বছরের জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে হবে। বিনিময়ে দেশটির ওপর আরোপ করা বিভিন্ন সামরিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেয়া হবে। bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন