সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটিতে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সিরিয়ার বাইরে কোন দেশে গেলেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে রাশিয়াতে এই ঝটিকা সফরে মি. আসাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন।সিরিয়াতে গত মাসে বিমান হামলা চালিয়েছিল মস্কো।
উদ্দেশ্য ছিল ইসলামিক স্টেট ও অন্যান্য জঙ্গি গ্রুপগুলো যারা মি. আসাদের বাহিনীর সাথে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে এই হামলা চালানো।
মি. আসাদ বলেছেন রাশিয়ার এই লড়াইয়ে যুক্ত হওয়ার কারণে সন্ত্রাসবাদ যেটা ক্ষতিকর ভাবে ছড়িয়ে পরছিল সেটা বন্ধ হয়েছে।
আর মি. পুতিন বলেছেন সিরিয়ার মানুষ বলতে গেলে একেবারে একাই ছিল, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে কয়েক বছর ধরে যুদ্ধ করছিল।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন প্রেসিডেন্ট আসাদের এই ঝটিকা সফর সংকেত দিচ্ছে সিরিয়ান প্রেসিডেন্ট এখন আগের চেয়ে আরো বেশি আত্মবিশ্বাসী।
কারণ প্রথমত তিনি মনে করছেন দামেস্ক ছেড়ে যাওয়াটা তার জন্য অনিরাপদ নয়।
এছাড়া বর্তমান সিরিয়াতে রাশিয়ার অবস্থান যে বেশ ‘আত্মবিশ্বাসী’ সেটার সংকেত দৃশ্যমান বলে মনে করছেন বিশ্লেষকেরা। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন