সিরিয়ার ইদলিবে সারমানিয়ার কাছে জঙ্গি-বিদ্রোহীদের একটি স্থাপনায় রুশ বিমান হামলায় বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: রয়টার্স
সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রুশ বিমান হামলায় ‘ফ্রি সিরিয়ান আর্মির’ একটি উপদলের কমান্ডার চার সহযোগীসহ নিহত হয়েছেন।
মঙ্গলবার ‘ফ্রি সিরিয়ান আর্মির’ ছত্রছায়ায় পরিচালিত ‘ফার্স্ট কোস্টাল ডিভিশন’ তাদের চিফ অব স্টাফ বাসিল জামোর মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
নিহত জামো সিরীয় সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ছিলেন।
গোষ্ঠীটির মুখপাত্র ফাদি আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় প্রদেশের প্রত্যন্ত পার্বত্য এলাকা জাবাল আক্রাদে চালানো এ হামলায় আরো ১৫ জন বেসামরিক মানুষ নিহত হন।
এর আগে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রুশ বিমান হামলায় ৪৫ বিদ্রোহী ও বেসামরিক নিহত হওয়ার কথা জানিয়েছিল।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে দেশটির বিদ্রোহীদের উপর রুশ বিমান হামলা শুরু হয়। তারপর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো ফার্স্ট কোস্টাল ডিভিশনের উপর রুশ বিমান হামলা চালানো হল বলে দাবি করেছেন ফাদি আহমেদ।
বিদেশি সামরিক সহায়তা পাওয়া কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে অন্যতম ফার্স্ট কোস্টাল ডিভিশন। এসব সামরিক সহায়তার মধ্যে বিদ্রোহীদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যুক্তরাষ্ট্রের নির্মিত ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও আছে।
এসব ক্ষেপণাস্ত্র চালনার প্রশিক্ষণপ্রাপ্ত একজন বিদ্রোহী যোদ্ধাও রুশ হামলায় নিহত হয়েছেন।
রুশ বিমানগুলো প্রথমে গোষ্ঠীটির সদরদপ্তরে বোমাবর্ষণ করে। এরপর উদ্ধার কাজ শুরু হওয়ার পর রুশ বিমানগুলো ফিরে এসে ফের হামলা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন