সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ‘লালগালিচা’ সংবর্ধনা দেওয়ায় রাশিয়ার সমালোচনা করেছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের মুখপাত্র এরিক শুলজ বুধবার সাংবাদিকদের বলেন, “আমরা আসাদের জন্য লালগালিচা অভ্যর্থনা দেখলাম, যিনি নিজের দেশের মানুষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন।”
সিরিয়ায় ‘রাজনৈতিক পরিবর্তনে’ রাশিয়ার অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতভিন্নতার কথাও জানান তিনি।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য মঙ্গলবার সন্ধ্যায় মস্কো যান আসাদ। বুধবারই আবার তিনি রাজধানী দামেস্ক ফিরে আসেন। আসাদ দেশে ফেরার পর তার রাশিয়া সফরের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটিই আসাদের প্রথম বিদেশ সফর।
আসাদ সরকারের সহযোগিতায় গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। তাদের হামলায় আইএসসহ সরকারবিরোধী সশস্ত্র গ্রুপগুলো বেশ দুর্বল হয়েছে বলে বিভিন্ন খবরে বলা হয়েছে।
বিভিন্ন স্থানে লড়াইয়ে সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রগতির খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।
প্রেসিডেন্ট আসাদের এই আকস্মিক সফর তার আত্মবিশ্বাস ফিরে আসার লক্ষণ বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসির কূটনৈতিক প্রতিবেদক জোনাথর মারকাসের মতে, দামেস্ক ছেড়ে যাওয়া নিরাপদ মনে করেছিলেন বলেই গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম আসাদ দেশ ছেড়ে বাইরে গেলেন।
ক্রেমলিনের পক্ষ থেকে আসাদ ও পুতিনের বৈঠকের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সেখানে দেখা গেছে, রাশিয়া সফরে যাওয়ায় আসাদকে ধন্যবাদ জানান পুতিন।
সিরিয়ার অখণ্ডতা রক্ষা ও স্বাধীনতার জন্য পাশে দাঁড়ানোয় রাশিয়াকে ধন্যবাদ জানান আসাদ।
“রাশিয়ার হস্তক্ষেপের কারণে সিরিয়া ভবিষ্যতে আরও মর্মান্তিক পরিস্থিতিতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে," বলেন তিনি।
bdnews24
সিরিয়ায় ‘রাজনৈতিক পরিবর্তনে’ রাশিয়ার অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতভিন্নতার কথাও জানান তিনি।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য মঙ্গলবার সন্ধ্যায় মস্কো যান আসাদ। বুধবারই আবার তিনি রাজধানী দামেস্ক ফিরে আসেন। আসাদ দেশে ফেরার পর তার রাশিয়া সফরের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটিই আসাদের প্রথম বিদেশ সফর।
আসাদ সরকারের সহযোগিতায় গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। তাদের হামলায় আইএসসহ সরকারবিরোধী সশস্ত্র গ্রুপগুলো বেশ দুর্বল হয়েছে বলে বিভিন্ন খবরে বলা হয়েছে।
বিভিন্ন স্থানে লড়াইয়ে সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রগতির খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।
প্রেসিডেন্ট আসাদের এই আকস্মিক সফর তার আত্মবিশ্বাস ফিরে আসার লক্ষণ বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসির কূটনৈতিক প্রতিবেদক জোনাথর মারকাসের মতে, দামেস্ক ছেড়ে যাওয়া নিরাপদ মনে করেছিলেন বলেই গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম আসাদ দেশ ছেড়ে বাইরে গেলেন।
ক্রেমলিনের পক্ষ থেকে আসাদ ও পুতিনের বৈঠকের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সেখানে দেখা গেছে, রাশিয়া সফরে যাওয়ায় আসাদকে ধন্যবাদ জানান পুতিন।
সিরিয়ার অখণ্ডতা রক্ষা ও স্বাধীনতার জন্য পাশে দাঁড়ানোয় রাশিয়াকে ধন্যবাদ জানান আসাদ।
“রাশিয়ার হস্তক্ষেপের কারণে সিরিয়া ভবিষ্যতে আরও মর্মান্তিক পরিস্থিতিতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে," বলেন তিনি।
bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন