অভিবাসী সংকট মোকাবেলায় পৃথিবীর বিভিন্ন দেশকে মানবপাচার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
সুইটজারল্যান্ডের রাজধানী জেনেভায় ১৩৩তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে মঙ্গলবার নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি।
বুধবার সংসদ সচিবালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, “বর্তমান বিশ্বে অভিবাসী সমস্যা এক জটিল ধাঁধার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। অভিবাসী সংকট মোকাবেলায় কঠোর আইন প্রণয়ন করে আইন ভঙ্গকারী দালাল চক্রের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূল ব্যবস্থা গ্রহণ ও রাজনৈতিক সংলাপ অব্যাহত রেখে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছুতে হবে।”
সাম্প্রতিক অভিবাসী সংকটকে ‘বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ’ মন্তব্য করে ফজলে রাব্বী বলেন, “বিশ্বব্যাপী সাম্প্রতিক অভিবাসী সংকট মারাত্মক মানবিক বিপর্যয়ের সম্মুখীন, যা বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় অভিবাসী সংকট যা সারা বিশ্বব্যাপী ৫০ মিলিয়নে পৌঁছেছে।”
“বিশ্বব্যাপী এই মানবিক বিপর্যয়ের প্রভাব বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশেও আঘাত হানবে। ”
গ্রহণযোগ্য অভিবাসী নীতিমালা প্রণয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার ।
এবার আইপিইউ সম্মেলনে ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ থেকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, আওয়ামী লীগের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, জাসদের মঈন উদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, স্বতন্ত্র সদস্য হাজী সেলিম, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের শিরিন নাঈম এবং রওশন আরা মান্নান অংশ নেন।
bdnews24
বুধবার সংসদ সচিবালয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, “বর্তমান বিশ্বে অভিবাসী সমস্যা এক জটিল ধাঁধার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। অভিবাসী সংকট মোকাবেলায় কঠোর আইন প্রণয়ন করে আইন ভঙ্গকারী দালাল চক্রের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূল ব্যবস্থা গ্রহণ ও রাজনৈতিক সংলাপ অব্যাহত রেখে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছুতে হবে।”
সাম্প্রতিক অভিবাসী সংকটকে ‘বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ’ মন্তব্য করে ফজলে রাব্বী বলেন, “বিশ্বব্যাপী সাম্প্রতিক অভিবাসী সংকট মারাত্মক মানবিক বিপর্যয়ের সম্মুখীন, যা বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় অভিবাসী সংকট যা সারা বিশ্বব্যাপী ৫০ মিলিয়নে পৌঁছেছে।”
“বিশ্বব্যাপী এই মানবিক বিপর্যয়ের প্রভাব বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশেও আঘাত হানবে। ”
গ্রহণযোগ্য অভিবাসী নীতিমালা প্রণয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার ।
এবার আইপিইউ সম্মেলনে ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ থেকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, আওয়ামী লীগের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, জাসদের মঈন উদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, স্বতন্ত্র সদস্য হাজী সেলিম, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের শিরিন নাঈম এবং রওশন আরা মান্নান অংশ নেন।
bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন