বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

ফিলিস্তিনি নেতার প্ররোচনায় ইহুদী নিধন হয়েছিল: নেতানিয়াহু

ফিলিস্তিনি নেতার প্ররোচনায় ইহুদী নিধন হয়েছিল: নেতানিয়াহু
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক ফিলিস্তিনি নেতার প্ররোচনায় হিটলার ইহুদি নিধন করেছিলেন বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই বক্তব্যে দেশটির ভিতরেই সমালোচনার ঝড় উঠেছে।
 
মঙ্গলবার জেরুজালেমে ওয়ার্ল্ড জায়োনিস্ট কংগ্রেসে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, অ্যাডলফ হিটলার ইহুদীদের শুধু ইউরোপ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন। কিন্তু জেরুজালেমের গ্র্যান্ড মুফতি হজ আমিন আল হুসেইনি হিটলারকে পরামর্শ দেন, 'ইউরোপ থেকে তাড়িয়ে দিলে তারা ফিলিস্তিনে গিয়ে জড়ো হবে। হিটলার তাকে জিজ্ঞেস করেন, তাহলে ওদের কী করা উচিৎ? তিনি বলেন 'পুড়িয়ে দাও'।
 
ইসরাইলের হলোকস্ট বিষয়ক প্রতিষ্ঠানের প্রধান ইতিহাসবিদ নেতানিয়াহুর এই দাবির সত্যতা নেই বলে জানিয়েছেন। নেতানিয়াহুর এমন বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছে দেশটির বিরোধী দলের নেতাও। তিনি একে 'মারাত্মক ইতিহাস বিকৃতি' বলে নিন্দা জানিয়েছেন। হলোকস্ট অস্বীকারকারীরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন বলেও মন্তব্য করেন ওই নেতা।
 
'নেতানিয়াহু ফিলিস্তিনিদের এতোই ঘৃণা করেন যে তিনি বিশ্বের সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী হিটলার এর দোষ পাচ্ছেন না।' ফিলিস্তিনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নেতানিয়াহুর বক্তব্যের জবাবে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন।
 
এমাসের শুরু থেকে ফিলিস্তিনিদের ওপর নতুন করে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। গাজায় বিমান হামলাসহ ইসরাইলি সেনাদের গুলিতে গত একমাসে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় একজন ইরিত্রিয়ার শরণার্থীকেও ফিলিস্তিনি মনে করে গুলি করেছে হত্যা করে সেনারা। আর ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আট জন ইসরাইলি। সূত্র: বিবিসি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন