বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

সংখ্যালঘু নির্যাতন থিমে সাজানো এক পূজা মণ্ডপ

    bbc

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ এই পূজার থিম। সৌজন্যে: পাথরঘাটা পূজা কমিটি
সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে সেটার প্রতিবাদেই এই প্রতিমা গড়ে তোলা হয়েছে।
এই পূজায় প্রতিমাদের শরীরে বিভিন্ন প্রতিবেদন সমৃদ্ধ সংবাদপত্রের অংশ বিশেষ দিয়ে পোশাক তৈরি করা হয়েছে।
সংবাদপত্রের অংশ দিয়ে ব্যাকগ্রাউন্ড। খবরগুলো মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর বিভিন্ন সময়ে হামলার খবর।
এছাড়া প্রতিমার হাতে মানুষের কাটা মাথা, একটি প্রতিমার হাত খুঁটিতে বাধা।
পাঁচ বাড়ি পূজা মণ্ডপ কমিটির সেক্রেটারি জয়জিত চৌধুরি বলছিলেন সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে সেটার প্রতিবাদেই এই প্রতিমা গড়ে তোলা হয়েছে।
তবে এই মুল বেদির পাশে আলাদাভাবে আরেকটা বেদিতে রয়েছে মুল প্রতিমা।
সেখানেই চলছে পূজা অর্চনা। বাংলাদেশ পূজা উতযাপন পরিষদ বলছে এ বছরেই দেশের বিভিন্ন স্থানে ১৫টি পূজা ভাংচুরের ঘটনা ঘটেছে।
বাংলাদেশের চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় পাঁচ বাড়ি পূজা মণ্ডপের এবারের ব্যতিক্রমী এই পূজোর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে আসলে সেটা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন