বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

‘কাশ্মীর নিয়ে ইসলামাবাদের আহ্বানে নিরুত্সাহ নয়াদিল্লির’

‘কাশ্মীর নিয়ে ইসলামাবাদের আহ্বানে নিরুত্সাহ নয়াদিল্লির’

'ভারত ও পাকিস্তানের মধ্যকার কাশ্মীর সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানানো হলেও নয়াদিল্লি নেতিবাচক সাড়া দিয়েছে।' যুক্তরাষ্ট্রে চার দিনের সফরে গিয়ে এক ভাষণে বুধবার এ কথা বলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খবর এনডিটিভির।
 
মার্কিন মুলুকে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নওয়াজ। এ সময় তাদের উদ্দেশে দেয়া ভাষণে নওয়াজ বলেন, ‘নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তাদের ইচ্ছা পূরণে আগ্রহী নয়।’ প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জিও টেলিভিশন একথা জানিয়েছে।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীর ইস্যু দুই প্রতিবেশী দেশের মধ্যে বিবাদ বজায় রাখার মূল। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনয়নে এর সমাধান প্রয়োজন। এর আগে অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে নওয়াজ পৌঁছালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পিটার সেলফ্রিজ তাকে অভ্যর্থনা জানায়। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সম্মানে গার্ড অব অনার দেয়া হয়।
 
এ দিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। দুই নেতা  দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
 
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট জানিয়েছেন—এ অঞ্চলের চরমপন্থী গ্রুপগুলোকে মোকাবিলায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আরো জোরদারে গুরুত্ব দিতে পারেন ওবামা। ittefaq

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন