রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

বুদ্ধিজীবীর রক্ত হাতে সমাজকল্যাণের মন্ত্রী




“আল বদর একটি নাম, একটি বিস্ময়! আলবদর একটি প্রতিজ্ঞা! যেখানে তথাকথিত মুক্তিবাহিনী আল বদর সেখানেই! যেখানেই দুষ্কৃতকারী, আল বদর সেখানেই। ভারতীয় চর বা দুষ্কৃতকারীদের কাছে আল বদর সাক্ষাৎ আজরাইল,” একাত্তরে নিজেদের সম্পর্কে যাদের ছিল এই বক্তব্য সেই বাহিনীর প্রধান ছিলেন আলী আহসান মো. মুজাহিদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন